বদিউল আলম খোকন
বদিউল আলম খোকন (জন্ম ১ মার্চ ১৯৬৩) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব। যিনি প্রিয়া আমার প্রিয়া, নাম্বার ওয়ান শাকিব খান, হিরো দ্য সুপারস্টার, একবার বলো ভালোবাসি, রাজাবাবু - দ্য পাওয়ার এবং - এর মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন। বর্তমানে তিনি আগুন চলচ্চিত্র নির্মাণ করছেন।
বদিউল আলম খোকন | |
---|---|
জন্ম | বাঘবের, মনোহরদী, নরসিংদী | ১ মার্চ ১৯৬৩
উল্লেখযোগ্য কর্ম | নিচে দেখুন |
কর্মজীবন
সম্পাদনাবদিউল আলম খোকন বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন এবং চলচ্চিত্র পরিবারের একজন সদস্য। ২০১৭ সালে, তিনি অন্যান্য পরিচালকদের সাথে শাকিব খানকে চলচ্চিত্র শিল্প (ঢালিউড) সম্পর্কে কটুবাক্য মন্তব্য করায় শাকিব খানকে নিষিদ্ধ করেছিলেন। তিনি খানকে তার আসন্ন চলচ্চিত্র অমি নেতা হাবো-এর শুটিং করতে নিষেধাজ্ঞা করেছিলেন।[১][২] তিনি তেলুগু ব্লকবাস্টার চলচ্চিত্র ডাম্মু-এর অনানুষ্ঠানিক পুনঃনির্মাণ তৈরি করেছিলেন, যার নাম রাজাবাবু - দ্য পাওয়ার, যা ২০১৩ সালে ভারতে মুক্তি পায় ২০১৩ সালে ভারতীয় চলচ্চিত্র তোমাকে চাই-এর পরিবর্তে।[৩]
পরিচালনা করা চলচ্চিত্র
সম্পাদনা- রুস্তম (২০০৩)
- বাস্তব (২০০৩)
- ধ্বংস
- ধর শয়তান (২০০৩)
- নিরাপত্তা (২০০৫)
- নিষ্পাপ কয়েদী (২০০৬)
- ল্যাংড়া মাসুদ (২০০৬)
- হিংস্র মানব (২০০৬)
- বাবার কসম (২০০৭)
- নির্দেশ (২০০৭)
- প্রিয়া আমার প্রিয়া (২০০৮)
- নিঃশ্বাস আমার তুমি (২০১০)
- নাম্বার ওয়ান শাকিব খান (২০১০)
- ভালোবেসে মরতে পারি (২০১০)
- একবার বলো ভালবাসি (২০১১)
- বস নাম্বার ওয়ান (২০১১)
- আমার চ্যালেঞ্জ (২০১২)
- ১০০% লাভ (বুক ফাটে তো মুখ ফোটে না) (২০১২)
- ডন নাম্বার ওয়ান (২০১২)
- মাই নেম ইজ খান (২০১৩)
- নিষ্পাপ মুন্না (২০১৩)
- হিরো: দ্যা সুপারস্টার (২০১৪)
- ডেয়ারিং লাভার (২০১৪)
- রাজাবাবু - দ্য পাওয়ার (২০১৫)
- পাগল মানুষ (২০১৮)
- অন্ধকার জগৎ (২০১৯)
- হারজিৎ (নির্মানাধীন)
- আগুন (নির্মানাধীন)
- আমার মা আমার বেহেশত (নির্মাণাধীন)
- দায়মুক্তি (নির্মাণাধীন)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'Banned' Shakib Khan's new film Ami Neta Hobo"। dhakatribune.com। জুলাই ১৪, ২০১৭।
- ↑ "Apu Biswas signs her comeback film"। thedailystar.net। নভেম্বর ৫, ২০১৭।
- ↑ "Film exchange between Bangladesh and India: Are we getting shorted?"। ঢাকা ট্রিবিউন। জুলাই ৫, ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে বদিউল আলম খোকন (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে বদিউল আলম খোকন