২০১৩-১৪ ভারত ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর

(Indian cricket team in New Zealand in 2013–14 থেকে পুনর্নির্দেশিত)

ভারত ক্রিকেট দল ১৯ জানুয়ারি, ২০১৪ তারিখ থেকে ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখ পর্যন্ত পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক নিউজিল্যান্ড সফর করে। সফরে ভারত ক্রিকেট দল ৫টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও ২টি টেস্ট ম্যাচে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে অংশ নেয়।[]

২০১৩-১৪ ভারত ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
 
  নিউজিল্যান্ড ভারত
তারিখ ১৯ জানুয়ারি, ২০১৪ – ১৮ ফেব্রুয়ারি, ২০১৪
অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম মহেন্দ্র সিং ধোনি
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান ব্রেন্ডন ম্যাককুলাম (৫৩৫) শিখর ধাওয়ান (২১৫)
সর্বাধিক উইকেট টিম সাউদি (১১)
নিল ওয়াগনার (১১)
ইশান্ত শর্মা (১৫)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ৪–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান কেন উইলিয়ামসন (৩৬১) বিরাট কোহলি (২৯১)
সর্বাধিক উইকেট কোরে অ্যান্ডারসন (১০) মোহাম্মদ শমী (১১)

মাঠসমূহ

সম্পাদনা
ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার খেলার স্থানসমূহ

দলের সদস্য

সম্পাদনা
  নিউজিল্যান্ড   ভারত

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
১৯ জানুয়ারি, ২০১৪
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
২৯২/৭ (৫০ ওভার)
  ভারত
২৬৮ (৪৮.৪ ওভার)
নিউজিল্যান্ড ২৪ রানে বিজয়ী
ম্যাকলিন পার্ক, নেপিয়ার
আম্পায়ার: রড টাকার (অস্ট্রেলিয়া) ও ডেরেক ওয়াকার (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: কোরে অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)
  • ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই

সম্পাদনা
২২ জানুয়ারি, ২০১৪
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
২৭১/৭ (৪২ ওভার)
  ভারত
২৭৭/৯ (৪২ ওভার)
বিরাট কোহলি ৭৮ (৬৫)
টিম সাউদি ৪/৭২ (৯ ওভঅর)
নিউজিল্যান্ড ১৫ রানে বিজয়ী (ডি/এল)
সেডন পার্ক, হ্যামিল্টন
আম্পায়ার: ক্রিস গাফানি (নিউজিল্যান্ড) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
  • ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
  • বৃষ্টির কারণে খেলা ৪২ ওভারে আনা হয়। ভারত দলকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে সংশোধিত লক্ষ্যমাত্রা দেয়া হয় ২৯৩ রান।
  • পরাজয়ের ফলে ভারত দল আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশিপে তাদের শীর্ষস্থান হারায় ও অস্ট্রেলিয়া শীর্ষস্থানে চলে আসে।[] কিন্তু, ২৪ জানুয়ারি’র ৪র্থ ওডিআইয়ে ইংল্যান্ডের কাছে পরাজয়ের ফলে অস্ট্রেলিয়া পুনরায় শীর্ষস্থান হারায় ও ভারত শীর্ষস্থানে ফিরে আসে।

৩য় ওডিআই

সম্পাদনা
২৫ জানুয়ারি, ২০১৪
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
৩১৪ (৫০ ওভার)
  ভারত
৩১৪/৯ (৫০ ওভার)
মার্টিন গাপটিল ১১১ (১২৯)
রবীন্দ্র জাদেজা ২/৪৭ (১০ ওভার)
  • ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
  • ভারতীয় দলের অধিনায়ক ও উইকেট-রক্ষক মহেন্দ্র সিং ধোনি নিজস্ব ২৫০তম আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেন।

৪র্থ ওডিআই

সম্পাদনা
২৮ জানুয়ারি, ২০১৪
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত  
২৭৮/৫ (৫০ ওভার)
  নিউজিল্যান্ড
২৮০/৩ (৪৮.১ ওভার)
মহেন্দ্র সিং ধোনি ৭৯* (৭৩)
টিম সাউদি ২/৩৬ (১০ ওভার)
রস টেলর ১১২* (১২৭)
বরুণ আরন ১/৫১ (৬.১ ওভার)
নিউজিল্যান্ড ৭ উইকেটে বিজয়ী
সেডন পার্ক, হ্যামিল্টন
আম্পায়ার: গ্যারি ব্যাক্সটার (নিউজিল্যান্ড) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রস টেলর (নিউজিল্যান্ড)
  • ভারত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ভারতের পক্ষে স্টুয়ার্ট বিনি’র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।

৫ম ওডিআই

সম্পাদনা
৩১ জানুয়ারি, ২০১৪
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
৩০৩/৫ (৫০ ওভার)
  ভারত
২১৬ (৪৯.৪ ওভার)
রস টেলর ১০২ (১০৬)
বরুণ অরুণ ২/৬০ (১০ ওভার)
বিরাট কোহলি ৮২ (৭৮)
ম্যাট হেনরি ৪/৩৮ (১০ ওভার)
নিউজিল্যান্ড ৮৭ রানে বিজয়ী
ওয়েস্টপ্যাক স্টেডিয়াম, ওয়েলিংটন
আম্পায়ার: রড টাকার (অস্ট্রেলিয়া) ও বিলি বাউডেন (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রস টেলর (নিউজিল্যান্ড)
  • ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যান

সম্পাদনা
সর্বাধিক রান[]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা রান গড় সর্বোচ্চ রান
  কেন উইলিয়ামসন ৩৬১ ৭২.২০ ৮৮
  রস টেলর ৩৪৩ ৮৫.৭৫ ১১২*
  বিরাট কোহলি ২৯১ ৫৮.২০ ১২৩
  মহেন্দ্র সিং ধোনি ২৭২ ৬৮.০০ ৭৯*
  মার্টিন গাপটিল ২১৪ ৪২.৮০ ১১১

সর্বোচ্চ রান

সম্পাদনা
নাম দল রান মাঠ ব্যাটিং অবস্থান ম্যাচ ইনিংস
কোহলি ভারত ১২৩ নাপিয়ের
টেলর নিউজিল্যান্ড ১১২* হ্যামিলটন
গাপটিল নিউজিল্যান্ড ১১১ অকল্যান্ড
টেলর নিউজিল্যান্ড ১০২ ওয়েলিংটন
উইলিয়ামসন নিউজিল্যান্ড ৮৮ ওয়েলিংটন
কোহলি ভারত ৮২ ওয়েলিংটন
সর্বাধিক উইকেট[]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা উইকেট ইকোনোমি সেরা বোলিং
  মোহাম্মদ শমী ১১ ৩১৬ ৭.১৮ ৪/৫৫
  কোরে অ্যান্ডারসন ১০ ১৮১ ৬.৫৮ ৫/৬৩
  টিম সাউদি ২২৫ ৫.৮১ ৪/৭২
  মিচেল ম্যাকক্লেনাগান ২৩৪ ৬.১৫ ৪/৬৮
  ম্যাট হেনরি ৩৮ ৩.৮০ ৪/৩৮

সেরা বোলিং

সম্পাদনা
নাম দল উইকেট মাঠ প্রথম ৫ জন ব্যাট্সমেনের মধ্যে ম্যাচ ইনিংস
কোরে আন্ডারসন নিউজিল্যান্ড অকল্যান্ড
ম্যাট হেনরি নিউজিল্যান্ড ওয়েলিংটন
শামি ভারত নাপিএর
মাক্লানেঘান নিউজিল্যান্ড নাপিএর
সউদি নিউজিল্যান্ড হ্যামিলটন
শামি ভারত হ্যামিলটন
শামি ভারত হ্যামিলটন
কোরে আন্ডারসন নিউজিল্যান্ড হ্যামিলটন

অর্জনসমূহ

সম্পাদনা
নিউজিল্যান্ড
ভারত

প্রস্তুতিমূলক খেলা

সম্পাদনা
২-৩ ফেব্রুয়ারি, ২০১৪
স্কোরকার্ড
২৬২/৯ডিঃ (৭৮ ওভার)
রবার্ট ও’ডোনেল ৮০ (১২৪)
ঈশ্বর পাণ্ডে ৩/৪২ (১৪ ওভার)
৩১৩/৭ (৯৩ ওভার)
আজিঙ্কা রাহানে ৬০ (৯৭)
শন হিকস ১/৮ (২ ওভার)
খেলা ড্র
কোবহ্যাম ওভাল, হোয়াঙ্গারেই
আম্পায়ার: ফিল জোন্স (নিউজিল্যান্ড) ও ডেরেক ওয়াকার (নিউজিল্যান্ড)

  • নিউজিল্যান্ড একাদশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

টেস্ট সিরিজ

সম্পাদনা

১ম টেস্ট

সম্পাদনা
৬–১০ ফেব্রুয়ারি ২০১৪
স্কোরকার্ড
৫০৩ (১২১.৪ ওভার)
ব্রেন্ডন ম্যাককুলাম ২২৪ (৩০৭)
ইশান্ত শর্মা ৬/১৩৪ (৩৩.৪ ওভার)
২০২ (৬০ ওভার)
রোহিত শর্মা ৭২ (১২০)
নিল ওয়াগনার ৪/৬৪ (১১ ওভার)
১০৫ (৪১.২ ওভার)
রস টেলর ৪১ (৭৩)
ইশান্ত শর্মা ৩/২৮ (১০.২ ওভার)
৩৬৬ (৯৬.৩ ওভার)
শিখর ধাওয়ান ১১৫ (২১১)
নিল ওয়াগনার ৪/৬২ (২৫ ওভার)
নিউজিল্যান্ড ৪০ রানে বিজয়ী
ইডেন পার্ক, অকল্যান্ড
আম্পায়ার: স্টিভ ডেভিস (অস্ট্রেলিয়া) ও রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব্রেন্ডন ম্যাককুলাম (নিউজিল্যান্ড)
  • ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়

২য় টেস্ট

সম্পাদনা
১৪–১৮ ফেব্রুয়ারি ২০১৪
স্কোরকার্ড
১৯২ (৫২.৫ ওভার)
কেন উইলিয়ামসন ৪৭ (১০০)
ইশান্ত শর্মা ৬/৫১ (১৭ ওভার)
৪৩৮ (১০২.৪ ওভার)
আজিঙ্কা রাহানে ১১৮ (১৫৮)
টিম সাউদি ৩/৯৩ (২০ ওভার)
৬৮০/৮ডিঃ (২১০ ওভার)
ব্রেন্ডন ম্যাককুলাম ৩০২ (৫৫৯)
জহির খান ৫/১৭০ (৫১ ওভার)
১৬৬/৩ (৫২ ওভার)
বিরাট কোহলি ১০৫* (১৩৫)
টিম সাউদি ২/৫০ (১৬ ওভার)
  • ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • নিউজিল্যান্ডের পক্ষে টম ল্যাথামজেমস নিশামের টেস্ট অভিষেক ঘটে।
  • ব্রেন্ডন ম্যাককুলামবিজে ওয়াটলিং ৬ষ্ঠ উইকেট জুটিতে ৩৫২ রান সংগ্রহ করে নতুন রেকর্ড স্থাপন করেন।[] অভিষিক্ত জেমস নিশামের অপরাজিত ১৩৭ রান ৮নং ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান।[] নিউজিল্যান্ডের ৮ উইকেটে ৬৮০ রান টেস্টের ৩য় ইনিংসে নতুন রেকর্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়।

পরিসংখ্যান

সম্পাদনা
সর্বাধিক রান[]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা ইনিংস রান গড় সর্বোচ্চ রান
  ব্রেন্ডন ম্যাককুলাম ৫৩৫ ১৩৩.৭৫ ৩০২
  শিখর ধাওয়ান ২১৪ ৫৩.৭৫ ১১৫
  বিরাট কোহলি ২১৪ ৭১.৩৩ ১০৫*
  জেমস নিশাম ১৭০ ১৭০.০০ ১৩৭*
  কেন উইলিয়ামসন ১৭০ ৪২.৫০ ১১৩
সর্বাধিক উইকেট[]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা ওভার উইকেট ইকোনোমি সেরা বোলিং
  ইশান্ত শর্মা ১০৬.০ ১৪ ৩.৫৫ ৬/৫১
  টিম সাউদি ৭৮.০ ১১ ৩.৩৫ ৩/৩৮
  নিল ওয়াগনার ৬৯.৪ ১১ ৩.৮৭ ৪/৬২
  ট্রেন্ট বোল্ট ৮২.৩ ১০ ৩.২৭ ৩/৩৮
  মোহাম্মদ শমী ৯৯.৫ ১০ ৩.৫১ ৪/৭০

অর্জনসমূহ

সম্পাদনা

নিউজিল্যান্ড

  • কেন উইলিয়ামসন ১ম টেস্টের ১ম ইনিংসে তার ৫ম সেঞ্চুরি করেন।
  • ব্রেন্ডন ম্যাককুলাম ১ম টেস্টের ১ম ইনিংসে তার ৮ম সেঞ্চুরি ও ২য় ডাবল-সেঞ্চুরি করেন।
  • ব্রেন্ডন ম্যাককুলাম ২য় টেস্টে ৫,০০০ রান অতিক্রম করেন।
  • ব্রেন্ডন ম্যাককুলাম ২য় টেস্টের ২য় ইনিংসে তার ৯ম সেঞ্চুরি ও ১ম ট্রিপল-সেঞ্চুরি করেন।
  • বিজে ওয়াটলিং ২য় টেস্টের ২য় ইনিংসে তার ৩য় সেঞ্চুরি করেন।
  • বিজে ওয়াটলিং ২য় টেস্টের ২য় ইনিংসে ১,০০০ রান অতিক্রম করেন।
  • জিমি নিশাম ২য় টেস্টের ২য় ইনিংসে তার ১ম সেঞ্চুরি করেন।

ভারত

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "India tour of New Zealand, 2013/14"। ESPNcricinfo। ৫ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৪ 
  2. Monga, Sidharth (২২ জানুয়ারি ২০১৪)। "India down 2-0, lose No. 1 ranking"Cricinfo। ESPN। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৪ 
  3. "Records / India in New Zealand ODI Series, 2013/14 / Most runs"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৪ 
  4. "Records / India in New Zealand ODI Series, 2013/14/Most wickets"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৪ 
  5. "New Zealand v India: Brendon McCullum leads recovery"। BBC Sport। ১৭ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৪ 
  6. "Brendon McCullum hits 302 as New Zealand draw with India"। BBC Sport। ১৮ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৪ 
  7. "Most runs in Test Series"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৪ 
  8. "Most wickets in Test Series"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৪ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা