উমেশ যাদব

ভারতীয় ক্রিকেটার

উমেশকুমার তিলক যাদব (উচ্চারণ; মারাঠি: उमेश टिळक यादव, জন্ম: ২৫ অক্টোবর, ১৯৮৭) মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণকারী ভারতীয় ক্রিকেটার। বর্তমানে তিনি জাতীয় দলের পাশাপাশি বিদর্ভ দলের হয়ে খেলছেন। ভারত দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলারের ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকেন।

উমেশ যাদব
২০১৪ সালে উমেশ যাদব
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
উমেশকুমার তিলক যাদব
জন্ম (1987-10-25) ২৫ অক্টোবর ১৯৮৭ (বয়স ৩৬)
নাগপুর, মহারাষ্ট্র, ভারত
উচ্চতা৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৭২)
৬ নভেম্বর ২০১১ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট১৫ নভেম্বর ২০১২ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৮৪)
২৮ মে ২০১০ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই১১ জুন ২০১৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ
একমাত্র টি২০আই
(ক্যাপ ৪২)
৭ আগস্ট ২০১২ বনাম শ্রীলঙ্কা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৮/০৯-২০১০/১১বিদর্ভ
২০১১-বর্তমানদিল্লি ডেয়ারডেভিলস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২১ ৩১ ৩৭
রানের সংখ্যা ৩৬ ২৬ ১৭৩ ৮৯
ব্যাটিং গড় ৬.০০ ১০.৮১ ২২.২৫
১০০/৫০ ০/০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ২১ ১১* ২৪* ১৩*
বল করেছে ১,৪৮৫ ৮০৬ ৫,২৯৯ ১,৭৬১
উইকেট ৩২ ২১ ১১৩ ৩৯
বোলিং গড় ৩২.৫০ ৪৬.১৯ ২৬.৭৯ ৪৩.৪১
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a n/a
সেরা বোলিং ৫/৯৩ ৩/৩৮ ৭/৭৪ ৩/৩৮
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ৩/– ১৫/– ৯/–
উৎস: Cricinfo, ২৩ জুন ২০১৩

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

যাদবের পিতা উত্তর প্রদেশের দেউরিয়া জেলার একজন কয়লা খনি শ্রমিক ছিলেন। তবে শ্রমিকদের গ্রাম হিসেবে পরিচিত বালি গ্রামে তার পরিবারের সাথে বড় হন। পেশাদার ক্রিকেটার হিসেবে আবির্ভূত হবার পূর্বে উমেশ যাদব সেনাবাহিনী ও পুলিশ বাহিনীতে যোগদানের চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন।

ঘরোয়া ক্রিকেটে ২০০৭-২০০৮ মৌসুম থেকে রঞ্জি ট্রফির প্লেট লীগের অজনপ্রিয় দল বিদর্ভ দলের পক্ষে খেলে আসছেন। এরপূর্বে তিনি কেবলমাত্র টেনিস বল দিয়ে ক্রিকেট খেলতেন। বিদর্ভের অধিনায়ক প্রীতম গান্ধী যাদবকে সহায়তা করেন এবং টুয়েন্টি২০ প্রতিযোগিতায় এয়ার ইন্ডিয়া দলে অংশগ্রহণের নিশ্চয়তা দেন। শুরুর দিকে গান্ধী তার সম্পর্কে বলেন যে, তার বোলিং অগোছালো, কিন্তু বলের গতি অত্যন্ত দ্রুতগামী। যদি স্টাম্প বরাবর কমপক্ষে তিনটি বল ছুঁড়ে, তাহলে ব্যাটসম্যানদের জন্যে তা হবে বিপদজনক।[১]

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

মে, ২০১০ সালে জিম্বাবুয়ে দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেন। এর পরের বছর নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলায় অংশ নেন যাদব।

বিদেশী মাঠে অসফলতা

সম্পাদনা

একদিবসীয় ম্যাচে বিদেশী মাঠে তার পারফরমেন্স আশাব্যাঞ্জক নয়। খুব কম ক্ষেত্রেই তিনি সফল। বরং ঘরের মাঠেই তুলনামূলক স্বচ্ছন্দ বোধ করেন।

একদিবসীয় ম্যাচে বিদেশী মাঠে তার খারাপ পারফরমেন্স সত্ত্বেও ব্যাতিক্রম হিসেবে বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেন। ভারত সেমিফাইনাল এ পৌঁছায়।

আন্তর্জাতিক টি২০ তে ধারাবাহিকতার অভাব

সম্পাদনা

প্রথম টি২০ ২০১২ সালে খেললেও অনিয়মিত পারফরম্যান্সের কারণে সেভাবে দলে স্থায়ী জায়গা করতে পারেননি।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Purohit, Abhishek (৮ জুন ২০১২), The fast track from Khaparkheda, ESPNcricinfo, সংগ্রহের তারিখ ৮ জুন ২০১২ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা