ইশ সোধি

নিউজিল্যান্ডীয় ক্রিকেটার

ইন্দারবির সিং সোধি (গুরুমুখী: ਈਸ਼ ਸੋਢੀ; জন্ম: ৩১ অক্টোবর, ১৯৯২) ভারতের পাতিয়ালায় জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ইশ সোধি দলে মূলতঃ ডানহাতি লেগ স্পিন বোলিং করে থাকেন। পাশাপাশি ডানহাতি ব্যাটসম্যানও তিনি। ঘরোয়া ক্রিকেটে নর্দার্ন ডিস্ট্রিক্টস দলে প্রতিনিধিত্ব করছেন।[]

ইশ সোধি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ইন্দারবির সিং সোধি
জন্ম (1992-10-31) ৩১ অক্টোবর ১৯৯২ (বয়স ৩২)
লুধিয়ানা, পাঞ্জাব, ভারত
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি লেগ ব্রেক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৬২)
৯ অক্টোবর ২০১৩ বনাম বাংলাদেশ
শেষ টেস্ট১৬ জুন ২০১৪ বনাম ওয়েস্ট ইন্ডিজ
টি২০আই অভিষেক
(ক্যাপ ৬৪)
৫ জুলাই ২০১৪ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টি২০আই৬ জুলাই ২০১৪ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১২-বর্তমাননর্দার্ন ডিস্ট্রিক্টস
২০১৮-১৯রাজস্থান রয়্যালস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২৮ ১৮
রানের সংখ্যা ১৯৩ ৭৮৭ ৭৫
ব্যাটিং গড় ১৯.৩০ ২১.২৭ ১২.৫০
১০০/৫০ ০/১ ০/০ ০/৫ ০/০
সর্বোচ্চ রান ৫৮ * ৫৮ ২৯
বল করেছে ১,৩৫৪ ৩০ ৪,২৫৪ ৮৫৫
উইকেট ১৯ ৬০ ২২
বোলিং গড় ৪৬.৫৭ ২৫.৫০ ৪৭.০৫ ২৯.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৪/৯৬ ১/১৬ ৫/২৯ ৪/১০
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/– ০/– ৬/– ৬/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৯ আগস্ট ২০১৪

জুলাই, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিরুদ্ধে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।

২০১২-১৩ মৌসুমে নর্দার্ন ডিস্ট্রিক্টস দলের মাধ্যমে সেডন পার্ক এ তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে খেলোয়াড়ী জীবন শুরু করেন।

অক্টোবর, ২০১৩ সালে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলের সদস্য মনোনীত হন। এ সফরেই বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এ তার টেস্ট অভিষেক ঘটে।

এই টুর্নামেন্ট তার জীবনের স্বরণীয় অধ্যায়। সতীর্থ স্পিনার মিচেল স্যান্টনার এর সাথে যুগলবন্দিতে স্বাগতিক ভারতীয় দলকে ৭৯ রানে গুটিয়ে দেন। যুগ্মভাবে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হন।

২০১৮ আইপিএল এ রাজস্থান রয়্যালস দলের আফগান খেলোয়াড় জাহির খান এর পরিবর্ত হিসেবে ৫০ লক্ষ ভিত্তি মূল্যে দলে যোগ দেন। ২০১৯ সালের মরসুমে দল তাকে দলভুক্ত রাখে , যদিও সেই অর্থে নজরকাড়া প্রদর্শন করতে পারেননি। ২০২০ সালে খেলোয়াড় হিসেবে দল থেকে মুক্ত হন তবে স্পিন বিশেষজ্ঞ হিসেবে সহকারী কর্মকর্তা রূপে দলের প্রশাসনে যুক্ত থাকেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Players / New Zealand / Ish Sodhi"। Cricinfo। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা