অমিত মিশ্র

ভারতীয় ক্রিকেটার

অমিত মিশ্র (উচ্চারণ; হিন্দি: अमित मिश्रा; জন্ম: ২৪ নভেম্বর, ১৯৮২) দিল্লিতে জন্মগ্রহণকারী ভারতীয় ক্রিকেটারভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য অমিত ডানহাতে লেগ ব্রেক বোলিং ও নিচেরসারির ব্যাটসম্যান হিসেবে দলে প্রতিনিধিত্ব করছেন। সচরাচর তিনি ১০ কিংবা ১১ নম্বরে ব্যাটিংয়ে নামেন। আক্রমণাত্মক লেগ স্পিনার হিসেবে তার সুনাম রয়েছে।

অমিত মিশ্র
২০১১ সালের সংগৃহীত স্থিরচিত্রে অমিত মিশ্র
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
অমিত মিশ্র
জন্ম (1982-11-24) ২৪ নভেম্বর ১৯৮২ (বয়স ৪২)
দিল্লি, ভারত
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাট
বোলিংয়ের ধরনডানহাতি লেগ ব্রেক
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৫৯)
১৭ অক্টোবর ২০০৮ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট২২ আগস্ট ২০১১ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৫১)
১৩ এপ্রিল ২০০৩ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ ওডিআই৩ আগস্ট ২০১৩ বনাম জিম্বাবুয়ে
একমাত্র টি২০আই
(ক্যাপ ৩৩)
১৩ জুন ২০১০ বনাম জিম্বাবুয়ে
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০০–বর্তমানহরিয়ানা
২০০৮ - ২০১০দিল্লি ডেয়ারডেভিলস
২০১১ - ২০১২ডেকান চার্জার্স
২০১৩ -সানরাইজার্স হায়দ্রাবাদ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১৩ ২০ ১০৫ ৯০
রানের সংখ্যা ৩৯২ ২,৫০৬ ৫০৬
ব্যাটিং গড় ২৩.০৫ ২.৫০ ২০.৩৭ ১২.৬৫
১০০/৫০ ০/২ ০/০ ০/১১ ০/০
সর্বোচ্চ রান ৮৪ * ৮৪ ৪৫
বল করেছে ৩,৪৯৭ ৭৬৩ ২২,৮১৯ ৪,৭০৯
উইকেট ৪৩ ৩৭ ৩৯১ ১৪২
বোলিং গড় ৪৩.৩০ ২১.২২ ২৮.৯৫ ২৪.৪৮
ইনিংসে ৫ উইকেট ১৯
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৫/৭১ ৬/৪৮ ৬/৬৬ ৬/২৫
ক্যাচ/স্ট্যাম্পিং ৬/– ২/– ৫৪/– ২৬/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২১ সেপ্টেম্বর ২০১১

ঘরোয়া ক্রিকেটে হরিয়ানা রাজ্য দলের হয়ে খেলছেন। এছাড়াও, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে খেলছেন।

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে টেস্ট খেলার জন্য আমন্ত্রিত হন কিন্তু মনোনীত হননি। অতঃপর অক্টোবর, ২০০৮ সালে মোহালির পিসিএ গ্রাউন্ডে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে ২য় টেস্টে অভিষকে ঘটে। ভারতের অধিনায়ক ও বিখ্যাত লেগ স্পিনার অনিল কুম্বলের আঘাতপ্রাপ্তিতেই তার এ সুযোগ ঘটে। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৫/৭১ ও দ্বিতীয় ইনিংসে ২/৩৫ লাভ করে দলকে কাংক্ষিত বিজয়ে সহায়তা করেন।[] তার এ সাফল্যের পরও ভারতের তৎকালীন কোচ গ্যারি কার্স্টেন বলেছিলেন যে, যদি কুম্বলে আরোগ্য লাভ করেন তাহলে তৃতীয় টেস্ট থেকে মিশ্র বাদ পড়বেন। কিন্তু হরভজন সিংয়ের আঘাতপ্রাপ্তির ফলে মিশ্র দলে ঠাঁই পান। কুম্বলে দলে ফিরে আসেন ও পুনরায় তৃতীয় টেস্টে আঘাত পেলে ক্রিকেট খেলা থেকে অবসর নেন। এরপর থেকেই মিশ্র ভারতের প্রথম পছন্দের লেগ স্পিনাররূপে বিবেচিত হয়ে আসছেন।

২০০৩ সালের টিভিএস কাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষিক্ত হন তিনি। ২ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেটের ৬ষ্ঠ খেলায় তিনি চমকপ্রদ বোলিং করেন। নির্ধারিত ১০ ওভারের বোলিংয়ে মাত্র ২৮ রান দিয়ে দুই উইকেট লাভ করেন যা এশিয়া কাপের ইতিহাসে ৬ষ্ঠ সেরা মিতব্যয়ী বোলিং হিসেবে বিবেচিত।[]

ঘরোয়া ক্রিকেট

সম্পাদনা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরু থেকে পরবর্তী পাঁচ বছরে অনুষ্ঠিত প্রতিযোগিতাগুলোয় ধারাবাহিকভাবে উইকেট সংগ্রহকারীর ভূমিকায় অবতীর্ণ হন অমিত। এছাড়াও, দলের প্রয়োজনে নিচের সারির ব্যাটসম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৭ এপ্রিল, ২০১৩ তারিখে আইপিএলের ৬ষ্ঠ আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের সদস্য হিসেবে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে হ্যাট্রিক করেন। এরফলে আইপিএলের ইতিহাসে তিনিই প্রথম বোলার হিসেবে তিনটি হ্যাট্রিক লাভের সৌভাগ্য অর্জন করেন। তন্মধ্যে ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের পক্ষে ডেকান চার্জার্সের বিপক্ষে ১ম এবং ২০১১ সালে ডেকান চার্জার্সের হয়ে কিংস ইলাভেন পাঞ্জাবের বিপক্ষে ২য় হ্যাট্রিকটি করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "2nd Test: India v Australia at Mohali, Oct 17-21, 2008"espncricinfo। সংগ্রহের তারিখ ২০১১-১২-১৮ 
  2. ""Stats: Best economy rates in the Asia Cup - Sportskeeda""Sportskeeda.com। সংগ্রহের তারিখ মার্চ ৩, ২০১৪ 
  3. "Amit Mishra claims second Hat-Trick of IPL 2013"। ১১ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা