জেমস নিশাম

নিউজিল্যান্ডীয় ক্রিকেটার
(জিমি নিশাম থেকে পুনর্নির্দেশিত)

জেমস ডগলাস শিয়াহ্যান নিশাম (ইংরেজি: James Neesham; জন্ম: ১৭ সেপ্টেম্বর, ১৯৯০)[] অকল্যান্ডে জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় ক্রিকেটারনিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য নিশাম একদিনের আন্তর্জাতিকটুয়েন্টি২০ আন্তর্জাতিকে অল-রাউন্ডার হিসেবে খেলছেন। ঘরোয়া ক্রিকেটে অকল্যান্ড দলের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেট এবং ওতাগো ভোল্টস দলে টুয়েন্টি২০ ক্রিকেট খেলছেন। আইপিএলের ৭ম আসরে দিল্লি ডেয়ারডেভিলস দলের প্রতিনিধিত্ব করছেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট মিডিয়াম বোলিং করে থাকেন তিনি।

জেমস নিশাম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
জেমস ডগলাস শিয়াহ্যান নিশাম
জন্ম (1990-09-17) ১৭ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ৩৪)
অকল্যান্ড, অকল্যান্ড অঞ্চল, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট মিডিয়াম
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৬৪)
১৪ ফেব্রুয়ারি ২০১৪ বনাম ভারত
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৭৭)
১৯ জানুয়ারি ২০১৩ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ ওডিআই৩১ জানুয়ারি ২০১৪ বনাম ভারত
ওডিআই শার্ট নং৮৩
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১০-২০১১অকল্যান্ড
২০১১-বর্তমানওতাগো
২০১৪দিল্লি ডেয়ারডেভিলস
২০১৪গায়ানা আমাজন ওয়ারিয়র্স
২০১৬ডার্বিশায়ার
২০১৭কেন্ট
২০১৮/১৯ওয়েলিংটন
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১২ ৫৪ ৬০ ১০৮
রানের সংখ্যা ৭০৯ ১,০৯১ ৩,০৩৫ ২,৬২৮
ব্যাটিং গড় ৩৩.৭৬ ৩০.৩০ ৩২.৬৩ ৩৫.৫১
১০০/৫০ ২/৪ ০/৫ ৫/১৫ ২/১৬
সর্বোচ্চ রান ১৩৭* ৭৪ ১৪৭ ১২০*
বল করেছে ১,০৭৬ ১,৫৭১ ৬,৪০৬ ৩,৩৭৬
উইকেট ১৪ ৫১ ১০৮ ১১৪
বোলিং গড় ৪৮.২১ ৩২.০১ ৩৪.১০ ২৯.২০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/৪২ ৫/৩১ ৫/৬৫ ৫/৩১
ক্যাচ/স্ট্যাম্পিং ১২/– ২১/– ৬৩/– ৪৬/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ২৬ জুন ২০১৯

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

ঘরোয়া ক্রিকেটে চমকপ্রদ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের পর ২০১২-১৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে নিউজিল্যান্ড দলের সাথে যান। ঐ সময়ই তার টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর ফেব্রুয়ারি, ২০১৪ সালে ভারত ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের সময় ২য় টেস্টে অভিষিক্ত হন তিনি। অভিষেক খেলাতেই তিনি অপরাজিত ১৩৭ রান সংগ্রহের মাধ্যমে চমকপ্রদ সেঞ্চুরি করেন যা ৮নং অবস্থানে থেকে যে-কোন ব্যাটসম্যানের অভিষেকে সর্বোচ্চ রান[] ৯ জুন, ২০১৪ তারিখে প্রথম নিউজিল্যান্ডীয় ও সামগ্রীকভাবে ৮ম ব্যাটসম্যান হিসেবে প্রথম দুই টেস্টে কিংসটনের সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি (১০৭) করেন।[]

পরিসংখ্যান

সম্পাদনা
# রান খেলা প্রতিপক্ষ মাঠ শহর দেশ সাল
১৩৭*   ভারত বেসিন রিজার্ভ ওয়েলিংটন নিউজিল্যান্ড ২০১৪
১০৭   ওয়েস্ট ইন্ডিজ সাবিনা পার্ক কিংস্টন জামাইকা ২০১৪

সেরা সাফল্য

সম্পাদনা

১০ জুন, ২০১৪ পর্যন্ত

ব্যাটিং বোলিং
রান বিবরণ মাঠ মৌসুম ইনিংসে সেরা বোলিং বিবরণ মাঠ মৌসুম
টেস্ট ১৩৭* নিউজিল্যান্ডভারত ওয়েলিংটন ২০১৪ ১-৬২ নিউজিল্যান্ডভারত ওয়েলিংটন ২০১৪
ওডিআই ৪২* নিউজিল্যান্ডশ্রীলঙ্কা ডাম্বুলা ২০১৩ ৪-৪২ নিউজিল্যান্ডবাংলাদেশ ঢাকা ২০১৩
টি২০আই ১৪* নিউজিল্যান্ডওয়েস্ট ইন্ডিজ ওয়েলিংটন ২০১৪ ৩-১৬ নিউজিল্যান্ডওয়েস্ট ইন্ডিজ অকল্যান্ড ২০১৪
এফসি ১৪৭ ওতাগো ভোল্টসসেন্ট্রাল ডিস্ট্রিক্টস স্ট্যাগস নেলসন ২০১৪ ৫-৬৫ ওতাগো ভোল্টসনর্দার্ন ডিস্ট্রিক্টস নাইটস হোয়ানগারেই ২০১৩
এলএ ৬৯ ওতাগো ভোল্টসওয়েলিংটন ফায়ারবার্ডস ইনভারকারজিল ২০১২ ৫-৪৪ ওতাগো ভোল্টসওয়েলিংটন ফায়ারবার্ডস ওয়েলিংটন ২০১১
টি২০ ৫৯* ওতাগো ভোল্টসঅকল্যান্ড এসেজ কুইন্সটাউন ২০১২ ৩-১৬ নিউজিল্যান্ডওয়েস্ট ইন্ডিজ অকল্যান্ড ২০১৪

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ইএসপিএনক্রিকইনফোতে জেমস নিশাম   (ইংরেজি)
  2. "Brendon McCullum hits 302 as New Zealand draw with India"। BBC Sport। ১৮ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৪ 
  3. New Zealand 7 for 508 (dec), West Indies 0 for 19 at stumps on day two of first Test in Jamaica, after century by Jimmy Neesham

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা