রবীন্দ্র জাদেজা

ভারতীয় ক্রিকেটার

রবীন্দ্রসিং অনিরূদ্ধসিং জাদেজা (গুজরাটি: રવિન્દ્રસિંહ અનિરુધ્ધસિંહ જાડેજા; জন্ম: ৬ ডিসেম্বর, ১৯৮৮) ভারতের গুজরাতে জন্মগ্রহণকারী আন্তর্জাতিক ক্রিকেটার। বামহাতি মাঝারি সারির ব্যাটসম্যান এবং ধীরগতির বামহাতি বোলার হিসেবে ভারতীয় দলে খেলে থাকেন। ঘরোয়া প্রতিযোগিতায় সৌরাষ্ট্র দলের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করেন। ২০০৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন জাদেজা। তাকে গত দশকের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে গণ্য করা হয়। ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের একজন প্রধান সদস্য ছিলেন জাদেজা, যেখানে তিনি টুর্নামেন্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করেছিলেন এবং তাই সোনার বল জিতেছিলেন। তিনি ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন।

রবীন্দ্র জাদেজা
২০১৮ সালে রবীন্দ্র জাদেজা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
রবীন্দ্রসিং অনিরূদ্ধসিং জাদেজা
জন্ম (1988-12-06) ৬ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ৩৬)
জামনগর, গুজরাত, ভারত
ডাকনামজাড্ডু, আরজে, রকস্টার, স্যর জাডেজা
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনস্লো বাম-হাত অর্থোডক্স স্পিন
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৭৫)
১৩ ডিসেম্বর ২০১২ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট২১ মার্চ ২০১৭ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৭৭)
৮ ফেব্রুয়ারি ২০০৮ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই২২ জানুয়ারি ২০১৭ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৬-বর্তমানসৌরাষ্ট্র
২০০৮-২০০৯রাজস্থান রয়েলস
২০১১কোচি তুস্কার্স কেরালা
২০১২-২০১৫/২০১৮-বর্তমানচেন্নাই সুপার কিংস
২০১৬-২০১৭গুজরাত লায়ন্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই এফসি
ম্যাচ সংখ্যা ৩০ ১২৯ ৩৯ ১৭৪
রানের সংখ্যা ১০৫১ ১৮৮৮ ১০৪ ৩৫৩০
ব্যাটিং গড় ২৮.৪২ ৩২ ৮.৫৮ ৪৬.৬৮
১০০/৫০ ০/৭ ০/১০ ০/০ ৭/১৩
সর্বোচ্চ রান ৯০ ৮৭ ২৫ ৩৩১
বল করেছে ৮,৫৫২ ৬৪৩৪ ৭৯০ ১২৮৬৯
উইকেট ১৪২ ১৫১ ৩১ ১৮৯
বোলিং গড় ৩০.৩৭ ৩৪.৬৮ ৩১ ২৭.৬৭
ইনিংসে ৫ উইকেট - ১২
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ৭/৪৮ ৫/৩৬ ৩/৪৮ ৭/৩১
ক্যাচ/স্ট্যাম্পিং ২৫/– ৪৫/– ১৮/– ৫১/–
উৎস: Cricinfo, ১০ ফেব্রুয়ারি ২০১৫

ক্রীড়াজীবন

সম্পাদনা

২০০৮-০৯ মৌসুমে রঞ্জি ট্রফিতে অল-রাউন্ড নৈপুণ্যের ফলে জাতীয় নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন। এরফলে ৮ ফেব্রুয়ারি, ২০০৯ তারিখে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণের মাধ্যমে অভিষেক ঘটে তার। খেলায় তিনি অপরাজিত ৬০ রান করেন। ২১ ডিসেম্বর, ২০০৯ তারিখে কটকে অনুষ্ঠিত তৃতীয় একদিনের আন্তর্জাতিকে শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেট লাভ করেন। খেলায় তার সেরা বোলিং পরিসংখ্যান হয় ৪/৩২।[] ২০১১ সালে লন্ডনের ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত তৃতীয় একদিবসীয় ক্রিকেট অসামান্য ক্রীড়াশৈলী প্রদর্শন করে প্রথমে মহেন্দ্র সিং ধোনি এবং পরবর্তীতে রবিচন্দ্রন অশ্বিনকে সাথে নিয়ে দলের রানকে সম্মানজনক অবস্থানে নিয়ে যান। খেলায় তিনি ৭৮ রান সংগ্রহ করেন। এরপর বোলিং করে দুই উইকেট শিকার করেন ও ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। কিন্তু বৃষ্টিবিঘ্নিত খেলায় ইংল্যান্ড জয়লাভে সক্ষম হয়। লর্ডসের চতুর্থ খেলায় তার মিশ্র ক্রীড়াশৈলী লক্ষ্য করা যায়। ওভারথ্রো-সহ বাউন্ডারী সীমানা থেকে দূর্বলমানের ফিল্ডিং বেশ কয়েকবার করলেও শেষ বলের বাউন্ডারীকে ক্যাচে পরিণত করেন।[]

২০১২-১৩ মৌসুমের রঞ্জি ট্রফিতে ব্যাপক সাফল্যের প্রেক্ষিতে তাকে ১৫ সদস্যের ভারতীয় টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়।[] ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরের চতুর্থ টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন। কিন্তু অভিষেক টেস্টে তেমন সুবিধা করতে পারেননি। ৭০ ওভার বোলিং করে ১১৭ রানের বিনিময়ে ৩ উইকেট লাভ করেন জাদেজা।[] ২০০৯২০১০ সালের টুয়েন্টি২০ ক্রিকেট বিশ্বকাপে ভারত দলের পক্ষে অংশগ্রহণ করেন।

২০১২ সালের আইপিএলের খেলোয়াড়দের নিলামে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ তার মূল্যমান ধার্য করে ২ মিলিয়ন মার্কিন ডলার

২০০৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ

সম্পাদনা

তিনি ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এ ভারতীয় দলের সদস্য ছিলেন। চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা তার সতীর্থ ছিলেন। পোলার্ড, সুনীল নারাইন, কেমার রোচ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমমঈন আলী তার সমসাময়িক খেলোয়াড় ছিলেন।

২০১৪ লর্ডস টেস্ট

সম্পাদনা

২০১৪ এর লর্ডস টেস্টে ২য় ইনিংসে ভারত ২০৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। জাদেজা ও তার ওপর সঙ্গী ভুবনেশ্বর কুমার ৯৯ রানের জুটি করে ভারতের স্কোর ৩৪২ রানে পৌঁছুতে সাহায্য করে। জাদেজা নিজে ৬৮ রান করেন। ভারত সেই টেস্টে ৯৫ রানে জয়লাভ করে।

সাফল্যগাঁথা

সম্পাদনা

২০১২ সালে ক্রিকেট ইতিহাসের অষ্টম এবং প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তিনটি ট্রিপল সেঞ্চুরীর অধিকারী হন রবীন্দ্র জাদেজা। এর ফলে তিনি ডোনাল্ড ব্র্যাডম্যান, ব্রায়ান লারা, বিল পন্সফোর্ড, ওয়াল্টার হ্যামন্ড, ডব্লিউ জি গ্রেস, গ্রেইম হিক এবং মাইক হাসি'র কাতারে সামিল হন। ওড়িশা, গুজরাত এবং ২০১২ সালের ডিসেম্বরে রেলওয়েজ দলের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করেন। এ সময় তার বয়স ছিল মাত্র ২৭ বছর।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "India v Sri Lanka in 2009/10"CricketArchive। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০০৯ 
  2. Jadeja brain-fade
  3. "England in India 2012–13 : Zaheer Khan, Yuvraj Singh dropped; Parvinder Awana, Ravindra Jadeja picked | Cricket News | India v England"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৩-০১-২৩ 
  4. "English cricket team in India – 4th Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১২ 
  5. Pandya, Haresh (২ ডিসেম্বর ২০১২)। "Third triple puts Jadeja in elite company"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৩ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা