৯ম মেরিল-প্রথম আলো পুরস্কার

৯ম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপদৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের নবম আয়োজন। ২০০৬ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০০৭ সালে আয়োজিত এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আফজাল হোসেন[]

৯ম মেরিল-প্রথম আলো পুরস্কার
মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো
তারিখ২০০৭
স্থানবাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ
উপস্থাপকআফজাল হোসেন
সহ-উপস্থাপক
মিশু, সামিয়া জামান, শারমিন লাকী, সামিয়া রহমান
আলোকপাত
আজীবন সম্মাননাকলিম শরাফী
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দআয়না
শ্রেষ্ঠ পরিচালনাতৌকীর আহমেদ
রূপকথার গল্প
সর্বাধিক পুরস্কারহৃদয়ের কথা (৩টি)
সর্বাধিক মনোনয়নহৃদয়ের কথা (৪টি)
 ← ৮ম মেরিল-প্রথম আলো পুরস্কার ১০ম → 

এই আয়োজনে ২২টি পুরস্কার প্রদান করা হয়। চলচ্চিত্র শাখায় হৃদয়ের কথা সর্বাধিক চারটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং তিনটি পুরস্কার লাভ করে। রানীকুঠির বাকী ইতিহাস তিনটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং একটি বিশেষ পুরস্কারসহ দুটি পুরস্কার অর্জন করে। শাবনূর একই চলচ্চিত্রের (নিরন্তর) জন্য তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) ও সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে দুটি মনোনয়ন লাভ করেন। তারেক মাসুদক্যাথরিন মাসুদ একই চলচ্চিত্রের (অন্তর্যাত্রা) জন্য সেরা চলচ্চিত্রসেরা চলচ্চিত্র পরিচালক বিভাগে দুটি মনোনয়ন লাভ করেন।

টেলিভিশন শাখায় অতঃপর নূরুল হুদা, দক্ষিণের জানালাটা খোলা আলো আসে আলো ফিরে যায়, পুনরাবৃত্তি, মধুময়রা, ও রুপন্তি কিংবা অনুপার গল্প, সর্বাধিক দুটি করে মনোনয়ন লাভ করে এবং মধুময়রা সর্বাধিক দুটি পুরস্কার লাভ করে।

সঙ্গীতশিল্পী কলিম শরাফীকে মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।[]

বিজয়ী ও মনোনীতদের তালিকা

সম্পাদনা
 
সেরা কণ্ঠশিল্পী (পুরুষ) বিভাগে বিজয়ী হাবিব ওয়াহিদ
 
সেরা মডেল (নারী) বিভাগে বিজয়ী দিঘী
 
সমালোচক শাখায় সেরা টিভি অভিনয়শিল্পী (নারী) বিভাগে বিজয়ী জয়া আহসান

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।

তারকা জরিপ

সম্পাদনা
সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ) সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)
সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ) সেরা টিভি অভিনয়শিল্পী (নারী)
সেরা কণ্ঠশিল্পী (পুরুষ) সেরা কণ্ঠশিল্পী (নারী)
সেরা মডেল (পুরুষ) সেরা মডেল (নারী)
সেরা ব্যান্ড

সমালোচক

সম্পাদনা
সেরা চলচ্চিত্র সেরা চলচ্চিত্র পরিচালক
সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ) সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)
সেরা চিত্রনাট্যকার (টিভি) সেরা নির্দেশক (টিভি)
  • মাসুম রেজা - মধুময়রা
    • তৌহিন হোসেন - রুপন্তি কিংবা অনুপার গল্প
    • দীপংকর দীপন ও মহিউদ্দিন আহমেদ - ওসমান গণি চাঁদে যাবে
সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ) সেরা টিভি অভিনয়শিল্পী (নারী)
সেরা নৃত্যশিল্পী সেরা সঙ্গীতশিল্পী
টিভি সমালোচক বিশেষ পুরস্কার চলচ্চিত্র সমালোচক বিশেষ পুরস্কার
  • মনিরুল ইসলাম মাসুম - চিত্রগ্রহণ

অনুষ্ঠান

সম্পাদনা

পুরস্কার প্রদান

সম্পাদনা
প্রদানকারী পুরস্কারের বিভাগ
কবীর চৌধুরী, মতিউর রহমান, অঞ্জন চৌধুরী পিন্টু আজীবন সম্মাননা পুরস্কার
মিনু হক, আমানুল হক সেরা নৃত্যশিল্পী
মুস্তাফা জামান আব্বাসী সেরা সঙ্গীতশিল্পী
মামুনুর রশীদ টিভি সমালোচক বিশেষ পুরস্কার
নাসির উদ্দীন ইউসুফ সেরা নির্দেশক (টিভি)
সাইদুল আনাম টুটুল সেরা চিত্রনাট্যকার (টিভি)
তারিক আনাম খান সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ)
আল মনসুর, মিতা চৌধুরী সেরা টিভি অভিনয়শিল্পী (নারী)
শিবলি সাদিক চলচ্চিত্র সমালোচক বিশেষ পুরস্কার
সৈয়দ শামসুল হক সেরা চলচ্চিত্র
মাসুদ পারভেজ সোহেল রানা সেরা চলচ্চিত্র পরিচালক
সুচন্দা সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ)
রাজ্জাক সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)
রানী হামিদ সেরা মডেল (পুরুষ)
খালেদ মাসুদ পাইলট সেরা মডেল (নারী)
শাহীন সামাদ সেরা কণ্ঠশিল্পী (পুরুষ)
আহমেদ ইমতিয়াজ বুলবুল সেরা কণ্ঠশিল্পী (নারী)
ফেরদৌস ওয়াহিদ সেরা ব্যান্ড
নিমা রহমান সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ)
রামেন্দু মজুমদার সেরা টিভি অভিনয়শিল্পী (নারী)
কবরী সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ)
ইলিয়াস কাঞ্চন সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)

পরিবেশনা

সম্পাদনা
পরিবেশক পরিবেশনা
ইমন, আলিফ, সজল, চাঁদনী, লারা, ইমি স্বাগত নৃত্য
শাহেদ শরীফ খান, দীপা খন্দকার নৃত্য - "সমালোচক পুরস্কার"
তিশা, অপূর্ব, কুসুম শিকদার, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু নৃত্য
জেমস গান - "বিগি বিগি"
ফেরদৌস আহমেদ, মৌসুমী নৃত্য - "আমি তোমার জন্য"
শাহরিয়ার নাজিম জয়, মীর সাব্বির, সাজু খাদেম নৃত্য - "তারকা জরিপ পুরস্কার"
শারমিন লাকী, পারভীন সুলতানা দিতি, কাজী জামালউদ্দিন রান্নার গান ও নৃত্য

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. আল মামুন, শফিক (২২ মার্চ ২০১৮)। "মেরিল-প্রথম আলো পুরস্কার ১৯৯৮-২০১৬: ফিরে দেখা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 
  2. "কিছু টুকিটাকি..."দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা