মায়ের মর্যাদা
২০০২-এর দিলীপ বিশ্বাস পরিচালিত চলচ্চিত্র
মায়ের মর্যাদা হচ্ছে ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী পারিবারিক প্রণয়ধর্মী-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন দিলীপ বিশ্বাস এবং জি সিরিজ ও গীতি কথাচিত্রের ব্যানারে প্রযোজনা করেছেন গায়ত্রী বিশ্বাস। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মান্না, শাকিব খান, মৌসুমী, শাবনূর, ববিতা, সোহেল রানা, হুমায়ুন ফরিদী, ডলি জহুর সহ আরোও অনেকে। এটি দিলীপ বিশ্বাস পরিচালিত শেষ চলচ্চিত্র। এটি মান্না, শাকিব খান, মৌসুমী, ও শাবনূর একত্রে অভিনীত প্রথম ও শেষ চলচ্চিত্র।[তথ্যসূত্র প্রয়োজন]
মায়ের মর্যাদা | |
---|---|
পরিচালক | দিলীপ বিশ্বাস |
প্রযোজক | গায়ত্রী বিশ্বাস |
রচয়িতা | দিলীপ বিশ্বাস |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | ইমন সাহা |
চিত্রগ্রাহক | আবুল খায়ের |
সম্পাদক | মিন্টু |
পরিবেশক | জি সিরিজ গীতি চিত্রকথা |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনি
সম্পাদনাএই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
অভিনয়
সম্পাদনাকুশলীব
সম্পাদনা- পরিচালক: দিলীপ বিশ্বাস
- প্রযোজক: গায়ত্রী বিশ্বাস ও দেবাশীষ বিশ্বাস
- কাহিনি: দিলীপ বিশ্বাস
- স্ক্রিপ্ট: দিলীপ বিশ্বাস
- সুরকার: ইমন সাহা
- গীতিকার: কবির বকুল
- চিত্রগ্রাহক: আবুল খায়ের
- সম্পাদক: মিন্টু
- পরিবেশক: গীতি চিত্রকথা
প্রযুক্তিগত বিস্তারিত
সম্পাদনা- ফরম্যাট: ৩৫ মি.মি. (রঙ্গিন)
- রিল: ১৩ প্যান্স
- মূল ভাষা: বাংলা
- মূল দেশ: বাংলাদেশ
- মুক্তি: ২০০৬
- প্রযুক্তিগত সমর্থন: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)
সঙ্গীত
সম্পাদনামায়ের মর্যাদা | |
---|---|
কর্তৃক সঙ্গীত | |
মুক্তির তারিখ | ২০০৬ |
ঘরানা | চলচ্চিত্র সঙ্গীত |
প্রযোজক | জি সিরিজ |
মায়ের মর্যাদা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত পরিচালক ইমন সাহা
সঙ্গীত
সম্পাদনানং. | শিরোনাম | পারফর্মার | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "আমায় বান্দা ভেবে" | শাকিব খান | |
২. | "মনে মনে এতদিন" | শাকিব খান ও শাবনূর | |
৩. | "অনেক বাঁচতে চাই" | মান্না ও মৌসুমী | |
৪. | "তোমার লাইগা মরতে পারি" | মান্না ও মৌসুমী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Humayun Faridee makes his last bow"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৩ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৭।
- ↑ Shazu, Shah Alam (৩১ আগস্ট ২০১০)। "'I dissolve my woes through acting'"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৭।
বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |