ফেরদৌস আহমেদ
ফেরদৌস আহমেদ (জন্ম: ৭ জুন ১৯৭৪) হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও সাবেক সংসদ সদস্য। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ঢাকা-১০ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১] তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র নায়ক সালমান শাহর অসমাপ্ত কাজবুকের ভিতর আগুন, এটির পরিচালক ছিলেন ছটকু আহমেদ। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় পৃথিবী আমারে চায় না।[২] পাশাপাশি তিনি কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করছেন। মিট্টি নামে ২০০১ সালে একটি বলিউডের চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।[২] ১৯৯৮ সালে তিনি চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশপাশি তিনি মডেলিং, টিভি উপস্থাপনা ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন।[৩]
ফেরদৌস | |
---|---|
জন্ম | ফেরদৌস আহমেদ ৭ জুন ১৯৭৪ |
শিক্ষা | গণযোগাযোগ ও সাংবাদিকতা |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ |
পেশা | |
কর্মজীবন | ১৯৯৭ – বর্তমান |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | তানিয়া ফেরদৌস (বি. ২০০৩) |
সন্তান | ২ |
পুরস্কার | পূর্ণ তালিকা |
ফেরদৌস আহমেদ | |
---|---|
সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ জানুয়ারী ২০২৪ – ৬ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | শফিউল ইসলাম মহিউদ্দিন |
নির্বাচনী এলাকা | ঢাকা-১০ |
তিনি হঠাৎ বৃষ্টি (১৯৯৮), গঙ্গাযাত্রা (২০০৯), কুসুম কুসুম প্রেম (২০১১), এক কাপ চা (২০১৪) ও পুত্র (২০১৮)-এর জন্য পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হন।[২] ফেরদৌস অভিনীত সফল চলচ্চিত্রের মধ্যে হঠাৎ বৃষ্টি (১৯৯৮), পৃথিবী আমারে চায় না (১৯৯৮), চুপি চুপি (২০০১), এই মন চায় যে (২০০১), সবার উপরে প্রেম (২০০২), প্রেমের জ্বালা (২০০২), বউ-শাশুড়ির যুদ্ধ (২০০৩), প্রাণের মানুষ (২০০৩), চন্দ্রকথা (২০০৩), খায়রুন সুন্দরী (২০০৪), দুই নয়নের আলো (২০০৫), ফুলের মত বউ (২০০৬), গোলাপী এখন বিলাতে (২০১০), গেরিলা (২০১১) অন্যতম।[৪] এছাড়াও ফেরদৌস আহমেদ চ্যানেল আই সেরা নাচিয়ে, নৃত্য অনুষ্ঠানের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন।
শিক্ষা জীবন
সম্পাদনাফেরদৌস আদমজী ক্যান্টমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশুনা করেছেন।
মডেলিং
সম্পাদনাচলচ্চিত্রে আসার আগে ফেরদৌস র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন ফ্যাশন সেক্টরে। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে র্যাম্পে তার হাতেখড়ি। নব্বইয়ের দশকের শুরুতে বড় বড় বেশ কিছু ফ্যাশন শোর র্যা ম্পিংয়ে তিনি অংশ নেন। ২০১৫ সালে আরএফএল-এর ব্র্যান্ড এম্বাসেডর হন এবং তিনটি বিজ্ঞাপনে কাজ করেন।[৫]
অভিনয় জীবন
সম্পাদনা১৯৯৯ - ২০০৫
সম্পাদনাফেরদৌস আহমেদ, চলচ্চিত্র জগতে পরিচিত পান ফেরদৌস হিসেবে। তার চলচ্চিত্রে আগমন ঘটে প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবু এর হাত ধরে।[২] তখন আমির হোসেন বাবু পরিচালক হিসেবে নাচভিত্তিক একটি চলচ্চিত্র নাচ ময়ূরী নাচ নির্মাণের পরিকল্পনা করছিলেন। একসময় তিনি আকর্ষণীয় দৈহিক সৌষ্ঠবের অধিকারী ফেরদৌসকে আবিষ্কার করেন। কিন্তু আমির হোসেন বাবু সেই ছবির কাজ আর শুরু করতে পারেননি।[২] প্রয়াত জননন্দিত অভিনেতা সালমান শাহের এর আকস্মিক মৃত্যুর কারণে তার অভিনীত অসমাপ্ত একটি ছবিতে কাজ করতে ফেরদৌস প্রথম ক্যামেরার সামনে আসেন ১৯৯৭ সালে ছটকু আহমেদ পরিচালিত বুকের ভিতর আগুন ছবির মাধ্যমে।[৬] সালমান শাহের মৃত্যুর পর ছটকু আহমেদ ছবির গল্পে কিছুটা পরিবর্তন করে ফেরদৌসকে কাজ করার সুযোগ দেন।[৭] এরপর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী আমারে চায় না ছবির মধ্য দিয়ে।[২] এরপর তিনি ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠেন ১৯৯৮ সালে ভারতের চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ছবি হঠাৎ বৃষ্টি ছবির মাধ্যমে।[৮] এই ছবির অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[২] এরপর থেকে তিনি একাধারে বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রে অভিনয় করছেন। এছাড়াও মিট্টি নামের একটি বলিউড এর হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ২০০১ সালে বাসু চ্যাটার্জির পরিচালনায় চুপি চুপি ও ২০০২ সালে দেবাশিষ বিশ্বাসের টক ঝাল মিষ্টি ছবি দুটিতে অভিনয় করেছেন। ২০০৩-এ ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের চন্দ্রকথা ছায়াছবিতে অভিনয় করেন। ২০০৪ সালে অভিনয় করেন মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ব্যাচেলর ও ও আমজাদ হোসেনের নির্মিত কাল সকালে ছবিতে। ২০০৫ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সাহিত্যের প্রথম চলচ্চিত্রায়ন মৌসুমী-গুলজার এর মেহের নেগার এবং মতিন রহমান পরিচালিত জাতীয় কবির সাহিত্যের দ্বিতীয় চলচ্চিত্রায়ন রাক্ষুসী ছবিতেও তিনি জ্যেষ্ঠ অভিনেত্রী রোজিনার বিপরীতে চমৎকার অভিনয় করেছেন।[৭]
২০০৬ - ২০১০
সম্পাদনা২০০৬ সালে জনপ্রিয় অভিনেত্রী কবরী পরিচালিত প্রথম ছবি আয়না-তেও তিনি অভিনয় করেছেন। একই বছর চলচ্চিত্রকার দিদারুল আলম বদলের প্রযোজনায় দুটি ছবিতে তিনি কাজ করেছেন। প্রথমটি হুমায়ুন আহমেদ-এর জনপ্রিয় উপন্যাস নন্দিত নরকে অবলম্বনে একই শিরোনামে নির্মিত চলচ্চিত্র নন্দিত নরকে, এটি পরিচালনা করেছেন বেলাল আহমেদ। দ্বিতীয়টি দিদারুল আলম বাদলের নিজের পরিচালনায় না বোলনা, এটিতে তিনি প্রথম ও শেষ অংশে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন। ২০০৭-এ বহুল আলোচিত গ্রাম বাংলার পটভূমিতে নির্মিত খায়রুন সুন্দরী চলচ্চিত্র অসাধারণ ব্যবসায়িক সাফল্য লাভ করে, এটি পরিচালনা করেছেন এ কে সোহেল। ২০০৮-এ খ্যাতনামা চলচ্চিত্রকার আবু সাইয়ীদ এর রূপান্তর চলচ্চিত্রে তিনি অসাধারণ অভিনয় করেন। ২০০৯-এ সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড এর গঙ্গাযাত্রা ছবিতে একজন ডোমের চরিত্রে অভিনয় করে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার এর শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার লাভ করেন (যৌথভাবে চঞ্চল চৌধুরী'র সাথে মনপুরা ছবির জন্য) এবং ওয়াকিল আহমেদের কে আমি চলচ্চিত্রে একটি আইটেম গানে অভিনয় করেন। ২০১০ সালে তিনি বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন-এর গোলাপী এখন বিলাতে, খিজির হায়াৎ খান পরচালিত ক্রীড়া ভিত্তিক চলচ্চিত্র জাগো অন্যতম।[৭]
২০১১ - ২০১৫
সম্পাদনা২০১১ সালে মুক্তি পায় নাসির উদ্দিন ইউসুফ এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র গেরিলা, মুশফিকুর রহমান গুলজার পরিচালিত কুসুম কুসুম প্রেম এবং শাহীন-সুমন এর কে আপন কে পর ছবিতে বিশেষ অতিথি একটি গানে দৃশ্যে এবং ভারতীয় বাংলা ফাইটার[৯] ছবিতে তিনি অভিনয় করেছেন। কুসুম কুসুম প্রেম ছায়াছবিতে অভিনয় করে অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তার তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া গেরিলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এর তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী হিসেবে মনোনীত হন। ২০১২ সালে নিজের প্রথম প্রযোজনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এক কাপ চা এবং দ্বিতীয়টি বাসু চ্যাটার্জি পরিচালনায় হঠাৎ সেদিন-এ অভিনয় করেন। ২০১২ সালে খোকাবাবু নামের ভারতীয় ছবিতেও তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করেন। এছাড়া মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এমনোতো প্রেম হয় এবং জাকির হোসেন রাজুর যুগে যুগে তুমি আমারই ছবিতে অভিনয় করেন।[১০] হঠাৎ সেদিন ২০১২ সালে মুক্তি পেলেও এক কাপ চা নির্মাণ বিলম্বের কারণে ২০১৪ সালে মুক্তি পায়। এই ছায়াছবির জন্য পান তার অভিনয় জীবনের চতুর্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার।[১১] এছাড়া একই বছর মুক্তি পায় মুরাদ পারভেজ পরিচালিত বৃহন্নলা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গল্প অতৃপ্ত কামনা অবলম্বনে প্রিয়া তুমি সুখী হও[১২] ও চার অক্ষরের ভালবাসা[১৩]। বৃহন্নলা ছায়াছবির জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এর তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী হিসেবে মনোনীত হন। ২০১৫ সালে অভিনয় করেন মানিক মানবিকের মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়াছবি শোভনের স্বাধীনতা,[১৪] প্রখ্যাত চলচ্চিত্রকার আবদুল্লাহ আল মামুন পরিচালিত শেষ চলচ্চিত্র দুই বেয়াইয়ের কীর্তি,[১৫] নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়াছবি অনিল বাগচীর একদিন,[১৬] ও ডঃ অরূপরতন চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র স্বর্গ থেকে নরক-এ।[১৭][১৮]
২০১৬ - বর্তমান
সম্পাদনা২০১৬ সালে মুক্তি পায় মেহের আফরোজ শাওন পরিচালিত প্রথম চলচ্চিত্র কৃষ্ণপক্ষ, মুশফিকুর রহমান গুলজার পরিচালিত মন জানেনা মনের ঠিকানা। এছাড়া অভিনয় করেন ইন্দো-বাংলা যৌথ প্রযোজনার ছায়াছবি বাদশা - দ্য ডনতে। এতে আরও অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ ও বাংলাদেশী নুসরাত ফারিয়া মাজহার।[১৯] এছাড়া অভিনয় করবেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ভালবাসবোই তো ও কতদিন দেখিনি তোমায়[২০] চলচ্চিত্রে। দুই ছায়াছবিতেই তার বিপরীতে থাকবেন শাবনূর। ঈদুল ফিতরে মুক্তি পাবে ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা পরিচালিত রঙ কেন বিশ্ব রঙ।[২১] মুক্তির অপেক্ষায় জিএম ফুরুখ পরিচালিত যদি একটু সময় পেতাম চলচ্চিত্র ও শুদ্ধমান চৈতন পরিচালিত দামপাড়া চলচ্চিত্র।
পারিবারিক জীবন
সম্পাদনাফেরদৌস ২০০৩ সালে ৯ ডিসেম্বর তানিয়া ফেরদৌসকে বিয়ে করেন। তাদের দুই মেয়ে। নুজহাত ফেরদৌস ও নুজরান ফেরদৌস।[২২]
সমালোচনা
সম্পাদনা২০২৪ সালে সংঘটিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার উপর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন ফেরদৌস আহমেদ। আন্দোলন চলাকালীন সময়ে ফেরদৌস আহমেদ সহ স্বৈরাচার আওয়ামী পন্থী শিল্পীদের একাংশ তারই নেতৃত্বে হোয়াটসঅ্যাপে 'আলো আসবেই' নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।[২৩][২৪] অসহযোগ আন্দোলন পরবর্তী সময়ে ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।[২৫][২৬]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাপ্রযোজক
সম্পাদনা- হঠাৎ সেদিন (২০১২)
- এক কাপ চা (২০১৪)
- পোস্টমাস্টার ৭১ (২০১৮)
টেলিভিশন
সম্পাদনাটেলিভিশন উপস্থাপক
সম্পাদনা- মেরিল-প্রথম আলো পুরস্কার - ২০০৯
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাবছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল |
---|---|---|---|---|
১৯৯৯ | ২৩তম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা | হঠাৎ বৃষ্টি | বিজয়ী |
২০১১ | ৩৪তম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার | গঙ্গাযাত্রা | বিজয়ী[ক] | |
২০১৩ | ৩৬তম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার | কুসুম কুসুম প্রেম | বিজয়ী | |
২০১৬ | ৩৯তম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার | এক কাপ চা | বিজয়ী | |
২০১৯ | ৪৩তম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার | পুত্র | বিজয়ী[খ] |
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
২০১৪ | ৩১তম বাচসাস পুরস্কার | সেরা অভিনেতা | গঙ্গাযাত্রা | বিজয়ী | [২৭][২৮] |
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল |
---|---|---|---|---|
২০০০ | ২য় মেরিল-প্রথম আলো পুরস্কার | সেরা নায়ক (চলচ্চিত্র) | - | মনোনীত |
২০০১ | ৩য় মেরিল-প্রথম আলো পুরস্কার | - | মনোনীত | |
২০০২ | ৪র্থ মেরিল-প্রথম আলো পুরস্কার | প্রেমের জ্বালা | মনোনীত | |
২০০৩ | ৫ম মেরিল-প্রথম আলো পুরস্কার | সবার উপরে প্রেম | মনোনীত | |
২০০৪ | ৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কার | সেরা চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) | চন্দ্রকথা | বিজয়ী |
শ্রেষ্ঠ অভিনেতা (চলচ্চিত্র) | বউ শাশুড়ীর যুদ্ধ | মনোনীত | ||
২০০৫ | ৭ম মেরিল-প্রথম আলো পুরস্কার | ব্যাচেলর | বিজয়ী | |
২০০৬ | ৮ম মেরিল-প্রথম আলো পুরস্কার | বলো না ভালোবাসি | মনোনীত | |
২০০৭ | ৯ম মেরিল-প্রথম আলো পুরস্কার | রানীকুঠির বাকী ইতিহাস | মনোনীত | |
২০০৮ | ১০ম মেরিল-প্রথম আলো পুরস্কার | জমেলা সুন্দরী | মনোনীত | |
সেরা চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) | বাংলার বউ | মনোনীত | ||
২০১১ | ১৩তম মেরিল-প্রথম আলো পুরস্কার | শ্রেষ্ঠ অভিনয়শিল্পী (পুরুষ) - চলচ্চিত্র | জাগো | মনোনীত |
২০১২ | ১৪তম মেরিল-প্রথম আলো পুরস্কার | গেরিলা | মনোনীত | |
২০১৩ | ১৫তম মেরিল-প্রথম আলো পুরস্কার | হঠাৎ সেদিন | মনোনীত | |
২০১৫ | ১৭তম মেরিল-প্রথম আলো পুরস্কার | বৃহন্নলা | মনোনীত |
বছর | পুরস্কার | বিভাগ | ফলাফল | সূত্র. | |
---|---|---|---|---|---|
২০০৪ | ৫ম সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার | সেরা চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) | প্রাণের মানুষ | বিজয়ী | [২৯][৩০] |
- বিনোদন বিচিত্রা পুরস্কার
বছর | পুরস্কার | বিভাগ | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
২০০৪ | ১ম বিনোদন বিচিত্রা পুরস্কার | সবচেয়ে জনপ্রিয় অভিনয়শিল্পী | বিজয়ী | [৩১] |
টেলি সিনে অ্যাওয়ার্ডস - ২০১৫[৩২]
পাদটীকা
সম্পাদনা- ↑ মনপুরা চলচ্চিত্রের জন্য বিজয়ী চঞ্চল চৌধুরী'র সাথে যুগ্মভাবে
- ↑ জান্নাত চলচ্চিত্রের জন্য বিজয়ী সাইমন সাদিকের সাথে যুগ্মভাবে
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ঢাকা-১০ আসনে বিজয়ী হলেন ফেরদৌস"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৮।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "তারকার ডায়েরি"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫।
- ↑ "নটআউট ফেরদৌস"। দৈনিক যায় যায় দিন। জুন ১৮, ২০১৪। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ ""I had no intention of being an actor" -- Ferdous ["আমার অভিনেতা হওয়ার কোনো ইচ্ছা ছিল না" -- ফেরদৌস]"। দ্য ডেইলি স্টার। ৩০ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫।
- ↑ "নায়ক ফেরদৌস নতুন তিন বিজ্ঞাপনে"। মিডিয়া খবর। ৯ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ফের সফল ফেরদৌস"। বাংলাদেশ প্রতিদিন। ১৮ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ ক খ গ ইলা মুৎসুদ্দী (২৫ জুলাই ২০১৩)। "জনপ্রিয় নায়ক ফেরদৌস"। দৈনিক আজাদী। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ জয়ন্ত সাহা (২১ সেপ্টেম্বর ২০১৪)। "ভারতীয় চলচ্চিত্র আমদানীর পক্ষে ফেরদৌস"। বিডিনিউজ। ২৪ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ আমিনুল ই শান্ত (২৬ ডিসেম্বর ২০১৫)। "ফের একসঙ্গে ফেরদৌস-জিদ"। রাইজিং বিডি। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "নায়ক পেলেন শাবনূর!"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "সেরা সম্মাননা ফেরদৌস মৌসুমী মিমের"। বাংলাদেশ প্রতিদিন। ১২ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "নজরুলের গল্প নিয়ে 'প্রিয়া তুমি সুখী হও'"। দৈনিক প্রথম আলো। আগস্ট ৩০, ২০১৩। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "র অক্ষরের ভালোবাসায় দেখা মিলবে পপির"। দৈনিক প্রথম আলো। নভেম্বর ১৮, ২০১৪। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "ছাড়পত্র পেল 'শোভনের স্বাধীনতা'"। দৈনিক প্রথম আলো। ফেব্রুয়ারি ১৫, ২০১৫। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "দুই বেয়াইয়ের কীর্তি"। দৈনিক প্রথম আলো। মে ২৮, ২০১৫। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "আজ 'অনিল বাগচীর একদিন'"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ অভি মঈনুদ্দীন (২৬ ডিসেম্বর ২০১৫)। "চলছে ফেরদৌস নিপুণের পঞ্চম চলচ্চিত্র"। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "এক মাসে ফেরদৌস এর তিন ছবি!"। মিডিয়া কথা। ১৩ ডিসেম্বর ২০১৫। ২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ মাজহার বাবু (৫ মার্চ ২০১৬)। "জিৎ-এর সঙ্গে কতটুকু মূল্যায়ন পাবেন ফেরদৌস?"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ মাজহার বাবু (২৭ এপ্রিল ২০১৬)। "কতদিন দেখি না তোমায় ফিরছে ফেরদৌস-শাবনূর জুটি"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "ফেরদৌস-হিমির প্রথম চলচ্চিত্র!"। বাংলা ট্রিবিউন। ২ জুন ২০১৬। ৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৬।
- ↑ "অ্যাডিলেডে সপরিবারে ফেরদৌস"। দৈনিক প্রথম আলো। ডিসেম্বর ৮, ২০১৩। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "আন্দোলন নিয়ে আওয়ামীপন্থী শিল্পীদের কথোপকথন ভাইরাল"। প্রথম আলো। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলেন অরুণা বিশ্বাস!"। ভোরের কাগজ। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলেন অরুণা বিশ্বাস!"। বাংলা নিউজ ২৪। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "ছাত্রদের ওপর 'গরম পানি' ঢেলে দিতে বলেন কয়েকজন শিল্পী"। দৈনিক ইত্তেফাক। ৩ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "চলচ্চিত্র অঙ্গনের পাঁচ বছরের পুরস্কার প্রদান বাচসাসের"। দৈনিক ভোরের কাগজ। ২৮ ডিসেম্বর ২০১৪। ২৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- ↑ "পাঁচ বছরের বাচসাস পুরস্কার পাচ্ছেন যারা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৬ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- ↑ ইসলাম, সাইফুল (২০০৪)। "ফিজআপ-সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড"।
- ↑ ইসলাম, মইনুল (২০০৪)। "সিজেএফবি পুরস্কার-২০০৩"।
- ↑ "Uro Binodon Bichitra Award 2003"। দ্য ডেইলি স্টার। ২৮ মার্চ ২০০৪। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫।
- ↑ "ওপার বাংলা থেকে 'টেলি-সিনে অ্যাওয়ার্ড' পেতে যাচ্ছেন জনপ্রিয় নায়ক ফেরদৌস"। একুশে.নেট। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ফেরদৌস আহমেদ (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে ফেরদৌস আহমেদ