তানভিন সুইটি
তানভিন সুইটি (জন্ম ৩০ আগস্ট)[১] একজন বাংলাদেশী মডেল, টেলিভিশন, মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেত্রী।[২][৩] ২০০৫ সাল নাগাদ তিনি শত টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন।
তানভিন সুইটি | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | সুইটি |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ১৯৯১-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | রিপন |
প্রাথমিক এবং কর্মজীবন
সম্পাদনাসুইটি ১৯৯১ সালে আফজাল হোসেনের ডায়মন্ড ব্র্যান্ডের বিজ্ঞাপন দিয়ে তার কর্মজীবন শুরু করেন।[৪]
সুইটি ট্রুপে থিয়েটার গ্রুপ নামক একটি থিয়েটারে যোগ দেন।[৫] প্রথমে তিনি সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকে অভিনয় করেন। এরপর তিনি ‘স্পর্ধা’, ‘কৃতদাস’, ‘তোমরাই’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘মেরাজ ফকিরের মা’, ‘মেহেরজান আরেকবার’সহ অনেক মঞ্চ নাটকে অভিনয় করেন।[৬] আবু সাঈদ পরিচালিত বাঁশি (২০০৮) চলচ্চিত্রে অভিনয় করেন।[৭][৮]
সুইটি টেলিভিশন নাটকও তৈরি করেছেন। তার শঙ্খচিল নামে একটি নাটক নির্মাণ প্রতিষ্ঠান আছে।[৯]
সমালোচনা
সম্পাদনা২০২৪ সালে সংঘটিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার উপর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন তানভিন সুইটি । আন্দোলন চলাকালীন সময়ে তানভিন সুইটি সহ স্বৈরাচার আওয়ামী পন্থী শিল্পীদের একাংশ চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে হোয়াটসঅ্যাপে 'আলো আসবেই' নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।[১০][১১] অসহযোগ আন্দোলন পরবর্তী সময়ে ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।[১২][১৩]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনা- বাঁশি (২০০৮)
- দি ডিরেক্টর (২০১৯)
- আগস্ট ১৯৭৫ (২০২১)
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনা- ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২১ অক্টোবর ২০২৩ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | দুই দিনের দুনিয়া | মনোনীত | [১৪] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, বিনোদন (৩০ আগস্ট ২০২১)। "২০০৪ সালের ৩০ আগস্ট সুইটির জীবনের স্মরণীয় দিন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ Rafi Hossain (মে ২৩, ২০১৫)। "Sweety: Evergreen & Eternal"। The Daily Star। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২০, ২০১৭।
- ↑ "Sweety returning to TV with 'Virus'"। The Daily Star। নভেম্বর ১১, ২০১৪। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২০, ২০১৭।
- ↑ "Delving deep into the world of acting"। The Daily Star। সেপ্টেম্বর ২৯, ২০০৮। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২০, ২০১৭।
- ↑ Rafi Hossain (জানুয়ারি ১৮, ২০১৪)। "Vivacious Sweety"। The Daily Star। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২০, ২০১৭।
- ↑ "আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটিতে সুইটি"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৯ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ Sadia Khalid (জানুয়ারি ১৮, ২০১৪)। "Tanvin Sweety Gliding Through Time"। The Daily Star। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২০, ২০১৭।
- ↑ "Abu Sayeed's film "Banshi" set to release soon"। The Daily Star। নভেম্বর ২, ২০০৭। ফেব্রুয়ারি ২২, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২০, ২০১৭।
- ↑ "নাটকের জনপ্রিয় মুখ তানভীন সুইটির জন্মদিন আজ"। ডিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
- ↑ "আন্দোলন নিয়ে আওয়ামীপন্থী শিল্পীদের কথোপকথন ভাইরাল"। প্রথম আলো। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলেন অরুণা বিশ্বাস!"। ভোরের কাগজ। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলেন অরুণা বিশ্বাস!"। বাংলা নিউজ ২৪। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "ছাত্রদের ওপর 'গরম পানি' ঢেলে দিতে বলেন কয়েকজন শিল্পী"। দৈনিক ইত্তেফাক। ৩ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Blender's Choice-The Daily Star to celebrate the best of OTT"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে তানভিন সুইটি (ইংরেজি)