২০২২–২৩ স্বাধীনতা কাপ (বাংলাদেশ)
২০২২–২৩ স্বাধীনতা কাপ, এটি বসুন্ধরা গ্রুপের স্পন্সরশিপের কারণে বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ কাপ ২০২২–২৩ নামেও পরিচিত ।এটি হলো স্বাধীনতা কাপের ১২তম সংস্করণ আসর, যা বাংলাদেশের প্রাচীনতম অফিসিয়াল ক্লাব ফুটবল টুর্নামেন্ট।[১] টুর্নামেন্টে মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করে যার মধ্যে দুটি বাছাই পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।[২][৩]
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | বাংলাদেশ |
তারিখ | ১৩ নভেম্বর–৫ ডিসেম্বর ২০২২ |
দল | ১৬ |
মাঠ | ৩
কুমিল্লা মুন্সীগঞ্জ গোপালগঞ্জ (৩টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | বসুন্ধরা কিংস (২য় শিরোপা) |
রানার-আপ | শেখ রাসেল |
তৃতীয় স্থান | ঢাকা আবাহনী |
চতুর্থ স্থান | বাংলাদেশ পুলিশ এফসি |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৩২ |
গোল সংখ্যা | ১২৭ (ম্যাচ প্রতি ৩.৯৭টি) |
শীর্ষ গোলদাতা | ৯ গোল ডরিয়েল্টন (বসুন্ধরা কিংস) |
সেরা খেলোয়াড় | রাকিব হোসেন (বসুন্ধরা কিংস) |
সেরা গোলরক্ষক | আনিসুর রহমান জিকো (বসুন্ধরা কিংস) |
ফেয়ার প্লে পুরস্কার | ঢাকা আবাহনী |
টুর্নামেন্টের ফাইনালে বসুন্ধরা কিংসকে ৩–০ গোলে হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা আবাহনী ।[৪] কিন্তু এবার তারা সেমি ফাইনালে শেখ রাসেলের কাছে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত হন।
৫ ডিসেম্বর ২০২২ তারিখে ফাইনালে শেখ রাসেলকে ২–২ গোলে সমতা হওয়ার পর পেনাল্টি শুট-আউটে ৪–১ গোলে ব্যবধানে পরাজিত করে বসুন্ধরা কিংস এবারের স্বাধীনতা কাপের আসরের শিরোপা বিজয়ী।
অংশগ্রহণকারী দল
সম্পাদনাটুর্নামেন্টে নিম্নলিখিত ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
দল | উপস্থিতি | আগের সেরা পারফরম্যান্স |
---|---|---|
এএফসি উত্তরা | ১ম | অভিষেক |
পুলিশ এফসি | ২য় | সেমি-ফাইনাল (২০২১-২২) |
বসুন্ধরা কিংস | ৩য় | চ্যাম্পিয়ন (২০১৮) |
চট্টগ্রাম আবাহনী | ৭ম | চ্যাম্পিয়ন (২০১৬) |
ঢাকা আবাহনী | ১২তম | চ্যাম্পিয়ন (১৯৯০, ২০২১) |
মোহামেডান | ১২তম | চ্যাম্পিয়ন (১৯৭২, ১৯৯১, ২০১৪) |
ফর্টিস | ১ম | অভিষেক |
মুক্তিযোদ্ধা | ১২তম | চ্যাম্পিয়ন (২০০৫) |
রহমতগঞ্জ | ১২তম | সেমি-ফাইনাল (২০১৭-১৮) |
শেখ রাসেল | ৮তম | চ্যাম্পিয়ন (২০১৩) |
শেখ জামাল | ৮তম | রানার্স-আপ (২০১২-১৩) |
দল | উপস্থিতি | আগের সেরা পারফরম্যান্স |
---|---|---|
ফকিরেরপুল | ২য় | গ্রুপ-পর্যায় (২০০৫) |
বাফুফে এলিট একাডেমি | ১ম | অভিষেক |
প্লে–অফ বিজয়ী
দল | উপস্থিতি | আগের সেরা পারফরম্যান্স |
---|---|---|
উত্তরা এফসি | ১ম | অভিষেক |
প্লে–অফ পরাজিত
দল | উপস্থিতি | আগের সেরা পারফরম্যান্স |
---|---|---|
লিটল ফ্রেন্ডস ক্লাব | × | × |
প্লে অফ বিজয়ী
দল | উপস্থিতি | আগের সেরা পারফরম্যান্স |
---|---|---|
নৌবাহিনীর ফুটবল দল | ২য় | গ্রুপ পর্যায় (২০২১-২২) |
বিমান বাহিনী ফুটবল দল | ২য় | গ্রুপ পর্যায় (২০২১-২২) |
প্লে–অফ পরাজিত
দল | উপস্থিতি | আগের সেরা পারফরম্যান্স |
---|---|---|
সেনাবাহিনী ফুটবল দল | ১ম | গ্রুপ পর্যায় (২০২১-২২) |
ভেন্যু
সম্পাদনাবাংলাদেশের ৩টি শহর জুড়ে মোট ৩২টি ম্যাচ খেলা হবে: কুমিল্লা, মুন্সীগঞ্জ এবং গোপালগঞ্জ জেলাগুলোতে । কুমিল্লায় ১২টি ম্যাচ খেলা হবে, যার মধ্যে নক-আউট ম্যাচ রয়েছে ৪টি, ফাইনাল ম্যাচসহ । আর মুন্সীগঞ্জ কুমিল্লায় ১১টি ম্যাচ খেলা হবে, যার মধ্যে নক-আউট ম্যাচ রয়েছে ৩টি এবং গোপালগঞ্জে ৯টি ম্যাচ খেলা হবে, যার মধ্যে নক-আউট ম্যাচ রয়েছে ২টি ।[৫]
কুমিল্লা | গোপালগঞ্জ | মুন্সীগঞ্জ |
---|---|---|
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম | শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম | বিএসএসএফএল মতিউর রহমান স্টেডিয়াম |
ক্ষমতা: ১৮,০০০ | ক্ষমতা: ১০,০০০ | ক্ষমতা: ৮,০০০ |
গ্রুপ পর্বের বিবরণ ও ড্র
সম্পাদনাড্র
সম্পাদনাড্র অনুষ্ঠানটি ৩১ অক্টোবর ২০২২ তারিখে বাফুফে ভবনের মতিঝিল, ঢাকার তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়। চারটি গ্রুপে বিভক্ত ছিল ষোলটি দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল নকআউট পর্যায় যাবে।[৬]
গ্রুপ পর্ব এবং বাছাই পর্বের দল
সম্পাদনাপ্লে-অফ ১ | প্লে-অফ ২ |
---|---|
লিটল ফ্রেন্ডস ক্লাব | নৌবাহিনীর ফুটবল দল |
বিমান বাহিনী ফুটবল দল | সেনাবাহিনী ফুটবল দল |
ম্যাচ পর্ব এবং তারিখ
সম্পাদনাতারিখ/বছর | রাউন্ড | ম্যাচের তারিখ |
---|---|---|
৫ নভেম্বর –
৫ ডিসেম্বর ২০২২ |
প্লে-অফ পর্যায় | ৫–৬ নভেম্বর ২০২২ |
গ্রুপ পর্যায় | ১৩–২৪ নভেম্বর ২০২২ | |
কোয়ার্টার ফাইনাল | ২৬–২৭ নভেম্বর ২০২২ | |
সেমি-ফাইনাল | ৩০ নভেম্বর–১ ডিসেম্বর ২০২২ | |
তৃতীয় অবস্থান | ৫ ডিসেম্বর ২০২২ | |
ফাইনাল | ৫ ডিসেম্বর ২০২২ |
ম্যাচ পরিচালনা রেফারি
সম্পাদনা- রেফারি
- সহকারী রেফারি
বাছাইপর্বের প্লে-অফ
সম্পাদনাপ্লে-অফ
সম্পাদনাদল ১ | ফলাফল | দল ২ |
---|---|---|
লিটল ফ্রেন্ডস ক্লাব | ২–২ (পি ৪–৫) |
বিমান বাহিনী ফুটবল দল |
দল ১ | ফলাফল | দল ২ |
---|---|---|
নৌবাহিনীর ফুটবল দল | ২–২ (পি ৪–৩) |
সেনাবাহিনী ফুটবল দল |
ম্যাচ
সম্পাদনাপ্লে-অফ ১
সম্পাদনাস্থানীয় সময়ে সব সময় (ইউটিসি+০৬:০০)
বিমান বাহিনী ফুটবল দল | ২–২ | লিটল ফ্রেন্ডস ক্লাব |
---|---|---|
|
প্রতিবেদন |
|
পেনাল্টি | ||
৫–৪ |
প্লে-অফ ২
সম্পাদনানৌবাহিনীর ফুটবল দল | ২–২ | সেনাবাহিনী ফুটবল দল |
---|---|---|
|
প্রতিবেদন |
|
পেনাল্টি | ||
৪–৩ |
গ্রুপ পর্ব
সম্পাদনাগ্রুপ টেবিলে রঙের চাবিকাঠি | |
---|---|
গ্রুপ বিজয়ী এবং রানার্স আপ নকআউট পর্বে অগ্রসর হবে |
টাইব্রেকার
সম্পাদনাপ্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্ণয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট), এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো খেলা শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হবে:
- যেসকল দলের পয়েন্ট সমান, তাদের ম্যাচে পয়েন্ট;
- যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল পার্থক্য;
- যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল সংখ্যা;
- যেসকল দলের পয়েন্ট সমান, তাদের হেড-টু-হেড গোল পার্থক্য;
- যেসকল দলের পয়েন্ট সমান, তাদের হেড-টু-হেড গোল সংখ্যা;
- যেসকল দলের পয়েন্ট সমান এবং তারা যদি সর্বশেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়, তবে তাদের মধ্যে পেনাল্টি শুট-আউট;
- গ্রুপ পর্বের সকল ম্যাচে সর্বনিম্ন শাস্তিমূলক পয়েন্ট (একটি নির্দিষ্ট ম্যাচে একজন খেলোয়াড়ের জন্য শুধুমাত্র একটি নিয়ম প্রয়োগ করা হবে):
- হলুদ কার্ড = −১ পয়েন্ট;
- এক ম্যাচে দুটি হলুদ কার্ডের জন্য বহিষ্কার = −৩ পয়েন্ট;
- লাল কার্ড = −৩ পয়েন্ট;
- হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = −৪ পয়েন্ট;
- লটারি।
গ্রুপ এ
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | স্ট্যাটাস |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | শেখ রাসেল | ৩ | ২ | ১ | ০ | ৬ | ১ | +৫ | ৭ | নকআউট পর্যায় অগ্রসর |
২ | ঢাকা মোহামেডান | ৩ | ২ | ০ | ১ | ৫ | ৪ | +১ | ৬ | |
৩ | ফর্টিস এফসি | ৩ | ১ | ১ | ১ | ৫ | ৫ | ০ | ৪ | |
৪ | নৌবাহিনীর ফুটবল দল | ৩ | ০ | ০ | ৩ | ১ | ৭ | −৬ | ০ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্ব টাইব্রেকার
ঢাকা মোহামেডান | ২–০ | নৌবাহিনী |
---|---|---|
প্রতিবেদন |
শেখ রাসেল | ১–১ | ফর্টিস এফসি |
---|---|---|
|
প্রতিবেদন |
|
ঢাকা মোহামেডান | ৩–১ | ফর্টিস এফসি |
---|---|---|
প্রতিবেদন |
|
ঢাকা মোহামেডান | ০–৩ | শেখ রাসেল |
---|---|---|
প্রতিবেদন |
নৌবাহিনী | ১–৩ | ফর্টিস এফসি |
---|---|---|
|
প্রতিবেদন |
গ্রুপ বি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | স্ট্যাটাস |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বসুন্ধরা কিংস (C) | ৩ | ৩ | ০ | ০ | ১৯ | ০ | +১৯ | ৯ | নকআউট পর্যায় অগ্রসর |
২ | চট্টগ্রাম আবাহনী | ৩ | ২ | ০ | ১ | ৬ | ৩ | +৩ | ৬ | |
৩ | ফকিরেরপুল | ৩ | ১ | ০ | ২ | ৩ | ১৯ | −১৬ | ৩ | |
৪ | এএফসি উত্তরা | ৩ | ০ | ০ | ৩ | ২ | ৮ | −৬ | ০ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্ব টাইব্রেকার
(C) চ্যাম্পিয়ন।
বসুন্ধরা কিংস | ১৪–০ | ফকিরেরপুল |
---|---|---|
প্রতিবেদন |
এএফসি উত্তরা | ১–২ | চট্টগ্রাম আবাহনী |
---|---|---|
|
প্রতিবেদন |
চট্টগ্রাম আবাহনী | ৪–০ | ফকিরেরপুল |
---|---|---|
প্রতিবেদন |
এএফসি উত্তরা | ০–৩ | বসুন্ধরা কিংস |
---|---|---|
প্রতিবেদন |
|
বসুন্ধরা কিংস | ২–০ | চট্টগ্রাম আবাহনী |
---|---|---|
প্রতিবেদন |
এএফসি উত্তরা | ১–৩ | ফকিরেরপুল |
---|---|---|
|
প্রতিবেদন |
গ্রুপ সি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | স্ট্যাটাস |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ঢাকা আবাহনী | ৩ | ৩ | ০ | ০ | ৮ | ২ | +৬ | ৯ | নকআউট পর্যায় অগ্রসর |
২ | মুক্তিযোদ্ধা সংসদ | ৩ | ২ | ০ | ১ | ৯ | ৪ | +৫ | ৬ | |
৩ | বিমান বাহিনী ফুটবল দল | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৯ | −৫ | ৩ | |
৪ | উত্তরা এফসি | ৩ | ০ | ০ | ৩ | ১ | ৭ | −৬ | ০ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্ব টাইব্রেকার
ঢাকা আবাহনী | ২–০ | উত্তরা এফসি |
---|---|---|
প্রতিবেদন |
বিমান বাহিনী ফুটবল দল | ১–৫ | মুক্তিযোদ্ধা সংসদ |
---|---|---|
|
প্রতিবেদন |
মুক্তিযোদ্ধা সংসদ | ৩–০ | উত্তরা এফসি |
---|---|---|
প্রতিবেদন |
ঢাকা আবাহনী | ৩–১ | বিমান বাহিনী ফুটবল দল |
---|---|---|
|
প্রতিবেদন |
|
বিমান বাহিনী ফুটবল দল | ২–১ | উত্তরা এফসি |
---|---|---|
|
প্রতিবেদন |
|
মুক্তিযোদ্ধা সংসদ | ১–৩ | ঢাকা আবাহনী |
---|---|---|
প্রতিবেদন |
গ্রুপ ডি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | স্ট্যাটাস |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বাংলাদেশ পুলিশ | ৩ | ২ | ১ | ০ | ৯ | ৫ | +৪ | ৭ | নকআউট পর্যায় অগ্রসর |
২ | শেখ জামাল | ৩ | ১ | ১ | ১ | ৮ | ৬ | +২ | ৪ | |
৩ | রহমতগঞ্জ এমএফএস | ৩ | ১ | ১ | ১ | ৬ | ৭ | −১ | ৪ | |
৪ | বাফুফে এলিট একাডেমি | ৩ | ০ | ১ | ২ | ২ | ৭ | −৫ | ১ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্ব টাইব্রেকার
রহমতগঞ্জ এমএফএস | ১–৪ | বাংলাদেশ পুলিশ এফসি |
---|---|---|
প্রতিবেদন |
শেখ জামাল | ৩–০ | বাফুফে এলিট একাডেমি |
---|---|---|
|
প্রতিবেদন |
বাংলাদেশ পুলিশ এফসি | ১–১ | বাফুফে এলিট একাডেমি |
---|---|---|
|
প্রতিবেদন |
|
শেখ জামাল | ২–২ | রহমতগঞ্জ এমএফএস |
---|---|---|
|
প্রতিবেদন |
|
রহমতগঞ্জ এমএফএস | ৩–১ | বাফুফে এলিট একাডেমি |
---|---|---|
|
প্রতিবেদন |
|
বাংলাদেশ পুলিশ এফসি | ৪–৩ | শেখ জামাল |
---|---|---|
|
প্রতিবেদন |
|
নকআউট পর্ব
সম্পাদনাযোগ্যতা অর্জন করে
সম্পাদনা- নকআউট পর্বে আটটি দল জড়িত যারা গ্রুপ পর্যায় এর সময় তাদের প্রতিটি গ্রুপে শীর্ষ দুইয়ে শেষ করে।
বিপিএল থেকে ৮টি ক্লাব যোগ্যতা অর্জন করে এবং বিসিএল ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রতিনিধিত্বকারী কোনও দলই তা করতে সফল হয়নি।
- নকআউট পর্বে, স্বাভাবিক খেলার সময় শেষে যদি একটি ম্যাচ গোলশূন্য শেষ হয়, অতিরিক্ত সময়ে (প্রতিটি ১৫ মিনিটের দুটি সময়) খেলাটি হবে এবং উক্ত খেলাটি শেষ পর্যন্ত মীমাংসা না হলে পরবর্তীতে পেনাল্টিশুট আউট করা হবে।
- যোগ্য দলসমূহ
গ্রুপ | চ্যাম্পিয়ন | রানার্সআপ |
---|---|---|
গ্রুপ এ | শেখ রাসেল | ঢাকা মোহামেডান |
গ্রুপ বি | বসুন্ধরা কিংস | চট্টগ্রাম আবাহনী |
গ্রুপ সি | ঢাকা আবাহনী | মুক্তিযোদ্ধা সংসদ |
গ্রুপ ডি | বাংলাদেশ পুলিশ | শেখ জামাল |
বন্ধনী
সম্পাদনাকোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | ফাইনাল | ||||||||
২৬ নভেম্বর – কুমিল্লা | ||||||||||
শেখ রাসেল | ১ | |||||||||
৩০ নভেম্বর – মুন্সীগঞ্জ | ||||||||||
চট্টগ্রাম আবাহনী | ০ | |||||||||
শেখ রাসেল | ৩ | |||||||||
২৭ নভেম্বর – গোপালগঞ্জ | ||||||||||
ঢাকা আবাহনী | ২ | |||||||||
ঢাকা আবাহনী(অ.স.প.) | ২ | |||||||||
৫ ডিসেম্বর – কুমিল্লা | ||||||||||
শেখ জামাল | ১ | |||||||||
শেখ রাসেল | ২ (১) | |||||||||
২৬ নভেম্বর – মুন্সীগঞ্জ | ||||||||||
বসুন্ধরা কিংস (পে.) | ২ (৪) | |||||||||
বসুন্ধরা কিংস | ২ | |||||||||
১ ডিসেম্বর – গোপালগঞ্জ | ||||||||||
ঢাকা মোহামেডান | ০ | |||||||||
বসুন্ধরা কিংস | ৩ | |||||||||
২৭ নভেম্বর – কুমিল্লা | ||||||||||
বাংলাদেশ পুলিশ | ১ | তৃতীয় স্থান | ||||||||
বাংলাদেশ পুলিশ(অ.স.প.) | ৫ | |||||||||
৪ ডিসেম্বর – মুন্সীগঞ্জ | ||||||||||
মুক্তিযোদ্ধা সংসদ | ৪ | |||||||||
ঢাকা আবাহনী | ৪ | |||||||||
বাংলাদেশ পুলিশ | ১ | |||||||||
কোয়ার্টার-ফাইনাল
সম্পাদনাকোয়ার্টার-ফাইনাল-১
সম্পাদনাশেখ রাসেল | ১–০ | চট্টগ্রাম আবাহনী |
---|---|---|
|
প্রতিবেদন |
কোয়ার্টার-ফাইনাল-২
সম্পাদনাবসুন্ধরা কিংস | ২–০ | ঢাকা মোহামেডান |
---|---|---|
প্রতিবেদন |
কোয়ার্টার-ফাইনাল-৩
সম্পাদনাঢাকা আবাহনী | ২–১ (অ.স.প.) | শেখ জামাল |
---|---|---|
প্রতিবেদন |
|
কোয়ার্টার-ফাইনাল-৪
সম্পাদনাবাংলাদেশ পুলিশ | ৫–৪ (অ.স.প.) | মুক্তিযোদ্ধা সংসদ |
---|---|---|
প্রতিবেদন |
|
সেমি-ফাইনাল
সম্পাদনাম্যাচ | গ্রুপ | দল | ফলাফল | দল | গ্রুপ |
---|---|---|---|---|---|
১ | বিজয়ী কোয়ার্টার-১ | শেখ রাসেল | ৩–২ | ঢাকা আবাহনী | বিজয়ী কোয়ার্টার-৩ |
২ | বিজয়ী কোয়ার্টার-২ | বসুন্ধরা কিংস | ৩–১ | বাংলাদেশ পুলিশ | বিজয়ী কোয়ার্টার-৪ |
সেমি-ফাইনাল-১
সম্পাদনাশেখ রাসেল | ৩–২ | ঢাকা আবাহনী |
---|---|---|
প্রতিবেদন |
|
সেমি-ফাইনাল-২
সম্পাদনাবসুন্ধরা কিংস | ৩–১ | বাংলাদেশ পুলিশ |
---|---|---|
|
প্রতিবেদন |
|
তৃতীয় স্থান
সম্পাদনাম্যাচ | গ্রুপ | দল | ফলাফল | দল | গ্রুপ |
---|---|---|---|---|---|
তৃতীয় স্থান ম্যাচ | সেমি-১ | ঢাকা আবাহনী | ৪–১ | বাংলাদেশ পুলিশ | সেমি-২ |
ঢাকা আবাহনী | ৪–১ | বাংলাদেশ পুলিশ |
---|---|---|
|
প্রতিবেদন |
|
ফাইনাল
সম্পাদনাম্যাচ | গ্রুপ | দল | ফলাফল | দল | গ্রুপ |
---|---|---|---|---|---|
ফাইনাল ম্যাচ | সেমি-১ | শেখ রাসেল | ২–২ (১–৪ পে.) |
বসুন্ধরা কিংস | সেমি-২ |
শেখ রাসেল | ২–২ (অ.স.প.) | বসুন্ধরা কিংস |
---|---|---|
প্রতিবেদন | ||
পেনাল্টি | ||
১–৪ |
পরিসংখ্যান
সম্পাদনাগোলদাতা
সম্পাদনাএই প্রতিযোগিতায় ৩২টি ম্যাচে ১২৭টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ৩.৯৭টি গোল (সম্পন্ন তারিখ অনুযায়ী)।
৯টি গোল
৬টি গোল
৪টি গোল
- গেটারসন আলভেস সান্তোস (ঢাকা আবাহনী)
- এম এস বাবলু (বাংলাদেশ পুলিশ এফসি)
- রাকিব হোসেন (বসুন্ধরা কিংস)
৩টি গোল
- ইয়াকুবা বাম্বা (চট্টগ্রাম আবাহনী)
- এডওয়ার্ড মরিলো (বাংলাদেশ পুলিশ এফসি)
- কলিন্দ্রেস (ঢাকা আবাহনী)
- মিগুয়েল ফিগুইরা (বসুন্ধরা কিংস)
২টি গোল
- ফয়সাল আহমেদ শীতল (মুক্তিযোদ্ধা সংসদ)
- জাফর ইকবাল (ঢাকা মোহামেডান)
- সুলেমান দিয়াবাত (ঢাকা মোহামেডান)
- ওজুকুউ ডেভিড (চট্টগ্রাম আবাহনী)
- আমিনুর রহমান সজীব (মুক্তিযোদ্ধা সংসদ)
- সুমন রেজা (বাংলাদেশ বিমান বাহিনী এফসি)
- মোহাম্মদ ইব্রাহিম (শেখ রাসেল)
- লুইজ জুনিয়র (ফর্টিস এফসি)
- আমরেদীন শরিফী (ফর্টিস এফসি)
- রাফায়েল আগোস্টো (ঢাকা আবাহনী)
- আলমাজবেক মালিকভ (বাংলাদেশ পুলিশ এফসি)
- ফাতখুল্লো ফাতখুল্লোয়েভ (রহমতগঞ্জ এমএফএস)
- ইমানুয়েল উজোচুকউ (মুক্তিযোদ্ধা সংসদ)
- হোসে আলেকজান্ডার হার্নান্দেজ (বাংলাদেশ পুলিশ এফসি)
- ব্রোসো (শেখ রাসেল)
- ওতাবেক ভালিজোনভ (শেখ জামাল)
১টি গোল
- ইমন মাহমুদ বাবু (ঢাকা আবাহনী)
- রাসেল হোসেন (বাংলাদেশ পুলিশ এফসি)
- দানিলো কুইপাপা (ফর্টিস এফসি)
- বিপলু (বসুন্ধরা কিংস)
- তারিক (বসুন্ধরা কিংস)
- ইয়াসিন আরাফাত (বসুন্ধরা কিংস)
- মাসুক মিয়া জনি (বসুন্ধরা কিংস)
- নাইম উদ্দিন (এএফসি উত্তরা)
- রাব্বি ভূইয়া (মুক্তিযোদ্ধা সংসদ)
- মোঃ তাজ উদ্দিন (মুক্তিযোদ্ধা সংসদ)
- জয়ন্ত কুমার রায় (বাংলাদেশ পুলিশ এফসি)
- ঈসা ফয়সাল (বাংলাদেশ পুলিশ এফসি)
- মোহাম্মদ আব্দুল্লাহ (রহমতগঞ্জ এমএফএস)
- রজার ডুয়ার্তে (ঢাকা মোহামেডান)
- জুনিয়র মাপুকু (শেখ রাসেল)
- জমির উদ্দিন (চট্টগ্রাম আবাহনী)
- ইমানুয়েল উজোচুকউ (মুক্তিযোদ্ধা সংসদ)
- ইউসুফ মোহাম্মদ (ঢাকা আবাহনী)
- সোমা ওতানি (মুক্তিযোদ্ধা সংসদ)
- মারাজ হোসেন অপি (ঢাকা আবাহনী)
- সামিম ইয়াসির জুয়েল (রহমতগঞ্জ এমএফএস)
- শাকিল আহমেদ (শেখ জামাল)
- মিরাজুল ইসলাম (বাফুফে এলিট একাডেমি)
- সাখাওয়াত হোসেন রনি (বাংলাদেশ নৌবাহিনী এফসি)
- ডালিম বর্মন (ফকিরেরপুল ওয়াইএমসি)
- আফজাল হোসেন (ফকিরেরপুল ওয়াইএমসি)
- রেজ্জাতুল ইসলাম (ফকিরেরপুল ওয়াইএমসি)
- সাকিব বেপারী (এএফসি উত্তরা)
- মোহাম্মদ সাগর (উত্তরা এফসি)
- জুয়েল (বাংলাদেশ বিমান বাহিনী এফসি)
- রাকিবুল (বাংলাদেশ বিমান বাহিনী এফসি)
- সৈয়দ শাহ (বাংলাদেশ পুলিশ এফসি)
- মাইকেল মোরাইস (রহমতগঞ্জ এমএফএস)
- সাদ্দাম এ্যানি (রহমতগঞ্জ এমএফএস)
- আসাদুল মোল্লা (বাফুফে এলিট একাডেমি)
- এশানুর রহমান (বাংলাদেশ পুলিশ এফসি)
- ল্যান্ড্রি এনডিকুমানা (মুক্তিযোদ্ধা সংসদ)
- মোহাম্মদ রহিম উদ্দিন (ঢাকা আবাহনী)
- পিটার নওরাহ (ঢাকা আবাহনী)
- তৈমুর তালিপভ (শেখ রাসেল)
আত্মঘাতী গোল
সম্পাদনাখেলোয়াড় | দল | প্রতিপক্ষ | ফলাফল | তারিখ |
---|---|---|---|---|
মোঃ রাকিব হাসান | উত্তরা এফসি | ঢাকা আবাহনী | ০–২ | ১৫ নভেম্বর ২০২২ |
রাসেল হোসেন | বাংলাদেশ পুলিশ এফসি | শেখ জামাল | ৪–৩ | ২৪ নভেম্বর ২০২২ |
মোঃ আল-আমিন | বাংলাদেশ পুলিশ এফসি | রহমতগঞ্জ এমএফএস | ৫–৪ | ২৭ নভেম্বর ২০২২ |
মোঃ শাকিল হোসেন | শেখ জামাল | ঢাকা আবাহনী | ১–২ | ২৭ নভেম্বর ২০২২ |
হ্যাটট্রিক
সম্পাদনাখেলোয়াড় | দল | বিরুদ্ধে | ফলাফল | তারিখ | সূত্র |
---|---|---|---|---|---|
ডরিয়েল্টন | বসুন্ধরা কিংস | ফকিরেরপুল ওয়াইএমসি | ১৪–০ | ১৪ নভেম্বর ২০২২ | |
রবিনহো | বসুন্ধরা কিংস | ফকিরেরপুল ওয়াইএমসি | ১৪–০ | ১৪ নভেম্বর ২০২২ | |
স্টুয়ার্ট | শেখ জামাল | বাফুফে এলিট একাডেমি | ৩–০ | ১৬ নভেম্বর ২০২২ |
বিজয়ী
সম্পাদনা১২তম স্বাধীনতা কাপ (বাংলাদেশ)–২০২২-২৩ বিজয়ীরা |
---|
বসুন্ধরা কিংস দ্বিতীয় শিরোপা |
পুরস্কার
সম্পাদনাম্যাচ সেরা খেলোয়াড়
সম্পাদনাম্যাচ | ম্যাচ সেরা খেলোয়াড় | |
---|---|---|
খেলোয়াড় | দল | |
সেমিফাইনাল ১ | দিদিয়ের ব্রসো | শেখ রাসেল |
সেমিফাইনাল ২ | রাকিব হোসেন | বসুন্ধরা কিংস |
তৃতীয় স্থান | ইউসুফ মোহাম্মদ | ঢাকা আবাহনী |
ফাইনাল | আনিসুর রহমান জিকো | বসুন্ধরা কিংস |
টুর্নামেন্ট সেরা পুরস্কার
সম্পাদনা- সেরা গোলরক্ষক : আনিসুর রহমান জিকো (বসুন্ধরা কিংস)
- শীর্ষ গোলদাতা: ডরিয়েল্টন
- সবচেয়ে মূল্যবান খেলোয়াড় : রাকিব হোসেন (বসুন্ধরা কিংস)
- ফেয়ার প্লে পুরস্কার: ঢাকা আবাহনী
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "লিগ কমিটির দায়িত্ব নিয়েই চমকের ইঙ্গিত সালাউদ্দিনের!"। Offside Desk। ২৪ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "BFF drops controversial venue for next season"। দ্য ডেইলি স্টার। ২৬ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২।
- ↑ রিপোর্টার, স্পোর্টস। "একই সঙ্গে লিগ, ফেডারেশন কাপ"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৩।
- ↑ "Independence Cup football: Abahani champions once more Bashundharas run of titles"। United News of Bangladesh। ১৮ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "ঢাকার বাইরে স্বাধীনতা কাপ"। Daily Dhaka Post। ২০ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২২।
- ↑ "স্বাধীনতা কাপে সহজ গ্রুপে চ্যাম্পিয়ন আবাহনী"। www.bangla.bdnews24। ৩১ অক্টোবর ২০২২। ৩১ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২।
- ↑ "প্লে-অফ-২ বিজয়ী"। ৫ নভেম্বর ২০২২।
- ↑ "প্লে-অফ-১ বিজয়ী"। ৬ নভেম্বর ২০২২।