বাংলাদেশ ফুটবল ফেডারেশন

বাংলাদেশের ফুটবলের প্রশাসনিক সংস্থা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (এছাড়াও সংক্ষেপে বিএফএফ এবং বাফুফে নামে পরিচিত) হচ্ছে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে ১৯৭৬ সালে , এর পাশাপাশি প্রতিষ্ঠার ২ বছর পর ১৯৭৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিলের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নিকটবর্তী বিএফএফ ভবনে অবস্থিত।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন
এএফসি
প্রতিষ্ঠিত১৫ জুলাই ১৯৭২; ৫২ বছর আগে (1972-07-15)[]
সদর দপ্তরঢাকা, বাংলাদেশ
ফিফা অধিভুক্তি১৯৭৬[]
এএফসি অধিভুক্তি১৯৭৪
সাফ অধিভুক্তি১৯৯৭
সভাপতিতাবিথ আউয়াল
ওয়েবসাইটbff.com.bd

এই সংস্থাটি বাংলাদেশের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ এবং ফেডারেশন কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। ২০১৫ সালে সংস্থাটি এএফসি থেকে অ্যাসপায়ারিং মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার এর পুরস্কার জয়লাভ করেছে।[] বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন তাবিথ আউয়াল[][]

ইতিহাস

সম্পাদনা

১৯৭২ সালের ১৫ই জুলাই তারিখে তৎকালীন শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠা করেছিলেন। তিনিই বাফুফের প্রথম সভাপতি এবং ওয়ারী ক্লাবের আবুল হাসেম প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৪ সালে সংস্থাটি ফুটবলের আঞ্চলিক সংস্থা এএফসি এবং ১৯৭৬-এ আন্তর্জাতিক সংস্থা ফিফার সদস্য পদ পায় বাংলাদেশ ফুটবলের ফেডারেশনের সর্বোচ্চ সংস্থা। ১৯৮২–৮৬ ও ১৯৯৮–২০০২ সালে দুই দফায় বাংলাদেশ এএফসির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছিল। অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ১৯৯০–৯৪ সালের জন্য এএফসির সহ-সভাপতিও নির্বাচিত হন। ফুটবল ফেডারেশন ১৯৪৮ সাল থেকে ঢাকা ফুটবল লিগের আয়োজন করে আসছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও উক্ত লিগ ধারাবাহিকতা ধরে রেখেছে।

কর্মকর্তা

সম্পাদনা
১৫ অক্টোবর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি তাবিথ আউয়াল
জ্যেষ্ঠ সহ-সভাপতি ইমরুল হাসান
সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ
আতাউর রহমান ভূঁইয়া
ইমরুল হাসান
মহিউদ্দিন আহমেদ মহি
সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার
কোষাধ্যক্ষ মোহাম্মদ সরফরাজ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক
প্রযুক্তিগত পরিচালক সাইফুল বারী টিটু
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) হাভিয়ের কাবরেরা
জাতীয় দলের কোচ (নারী) সাইফুল বারী টিটু
রেফারি সমন্বয়কারী আজাদ রহমান

প্রতিযোগিতা

সম্পাদনা

সক্রিয়

সম্পাদনা
২০২২ অক্টোবর পর্যন্ত হালনাগাদকৃত।

বর্তমানে বাফুফে দ্বারা পরিচালিত প্রতিযোগিতাগুলির মধ্যে রয়েছে:

প্রতিযোগিতা প্রথম মৌসুম বর্তমান চ্যাম্পিয়ন মন্তব্য
বিপিএল ২০০৭ বসুন্ধরা কিংস দেশের শীর্ষ পর্যায়ের পেশাদার ফুটবল লিগ
বিসিএল ২০১২ ফর্টিস ফুটবল ক্লাব দেশের ২য় স্তরের পেশাদার ফুটবল লিগ
সিনিয়র ডিভিশন লিগ ১৯৪৮ কাওরান বাজার প্রগতি সংঘ দেশের ৩য় স্তরের পেশাদার ফুটবল লিগ
ফেডারেশন কাপ ১৯৮০ আবাহনী লিমিটেড ঢাকা দেশের শীর্ষ ক্লাবগুলোর কাপ ফুটবল প্রতিযোগিতা
সুপার কাপ ২০০৯ আবাহনী লিমিটেড ঢাকা দেশের সর্বোচ্চ বাজেটের কাপ ফুটবল প্রতিযোগিতা
অগ্রগামী ফুটবল লিগ ১৯৮৭ বরিশাল ফুটবল একাডেমি দেশের তৃণমূল পর্যায়ের ক্লাব ফুটবল লিগ
স্বাধীনতা কাপ ১৯৭২ আবাহনী লিমিটেড ঢাকা দেশের শীর্ষ ক্লাব কাপ ফুটবল প্রতিযোগিতা
বঙ্গবন্ধু গোল্ডকাপ ১৯৯৬-৯৭ ফিলিস্তিন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ২০১৯ বাংলাদেশ/লাওস যৌথ চ্যাম্পিয়ন আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল টুর্নামেন্ট
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ২০১৫ তেরেঙ্গানু এফসি আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট
বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল প্রতিযোগিতা ২০১৪ নোফেল স্পোর্টিং ক্লাব অনূর্ধ্ব-১৯ দেশের যুব অনূর্ধ্ব-১৮ ক্লাব ফুটবল টুর্নামেন্ট
বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ ২০২১-২২ শেখ জামাল ডিসি অনূর্ধ্ব-১৮ দেশের শীর্ষ সারির ক্লাব যুব অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ
বাফুফে অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট ২০২১-২২ কাওরান বাজার অনূর্ধ্ব-১৬ পিএস দেশের ২য় স্তরের ক্লাব যুব অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট
শেখ রাসেল অনূর্ধ্ব-১৮ গোল্ডকাপ ২০২১-২২ ওয়ারী থানা দেশের মহানগর থানা ফুটবল প্রতিযোগিতা
বাংলাদেশ মহিলা ফুটবল লিগ ২০১১ বসুন্ধরা কিংস দেশের নারী পেশাদার ক্লাব ফুটবল লিগ
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০০০ বাংলাদেশ সেনাবাহিনী দেশের জাতীয় সেমি-প্রফেশনাল ফুটবল লিগ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ২০১৫ সমাজ কল্যাণ কে.এস দেশের ৪র্থ স্তরের পেশাদার ক্লাব ফুটবল লিগ
ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লিগ ২০০৩ ওয়ারী ক্লাব ঢাকা দেশের ৫ম স্তরের পেশাদার ক্লাব ফুটবল লিগ

বিলুপ্ত

সম্পাদনা

পূর্বে বাফুফে দ্বারা পরিচালিত প্রতিযোগিতাগুলির মধ্যে রয়েছে:

প্রতিযোগিতা প্রথম মৌসুম শেষ মৌসুম সর্বশেষ চ্যাম্পিয়ন মন্তব্য
আগা খান কাপ ১৯৫৮ ১৯৮১/১৯৮২ ব্যাংকক ব্যাংক এফসি এবং ব্রাদার্স ইউনিয়ন

[১-১ ড্রয়ের পর ভাগ করা]

শের-ই-বাংলা কাপ ১৯৭৫ ১৯৯৪ ভোলা সেমি-প্রো কাপ যার শেষ মরসুম ছিল ১৯৯৪ সালে

স্টেডিয়াম

সম্পাদনা

অফিসিয়াল অংশীদার

সম্পাদনা

বাংলাদেশে টাটা গাড়ির একমাত্র পরিবেশক নিটোল-টাটা ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে সরকারী স্পনসর ছিল।

এপ্রিল ২০০৮-এ, বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্পনসরশিপ হিসাবে তিন বছরের জন্য একটি বহুজাতিক মোবাইল অপারেটর কোম্পানি, সিটিসেল (প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড) থেকে তিন বছরের জন্য ৳১৬,০০,০০,০০০ (প্রায় $২২,৫৮,৭১৪ এর সমতুল্য) সুরক্ষিত করে, যা। বাংলাদেশ ফুটবলের ইতিহাসে ফুটবল স্পন্সরশিপের অর্থ রক্ষায় এটি একটি রেকর্ড।

পরবর্তীতে ২০১০ সালে, এটি BFF এর টুর্নামেন্টের স্পনসরশিপের জন্য গ্রামীণফোন - দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর-এর সাথে চুক্তি করে।

বাফুফে এক বছরের জন্য $৭০,০০০ সুরক্ষিত করে যখন নিটল-টাটা আবার ২০১৩-১৪ মৌসুমের জন্য অফিসিয়াল স্পনসর হয়ে ওঠে।

১৩ মার্চ ২০২২-এ দুই বছরের চুক্তির পর পুস্তি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পানীয় অংশীদার হয়ে ওঠে।[]

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 
  2. "AFC Aspiring MA of the Year 2015: Bangladesh"the-AFC.com। ২৯ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৭ 
  3. "বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল"দৈনিক প্রথম আলো। ২৬ অক্টোবর ২০২৪। 
  4. "বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল"banglanews24.com। ২৬ অক্টোবর ২০২৪। 
  5. Report, Star Sports (মার্চ ১৩, ২০২২)। "Pusti for Bangladesh footballers"দ্য ডেইলি স্টার 

বহিঃসংযোগ

সম্পাদনা