চট্টগ্রাম আবাহনী লিমিটেড
চট্টগ্রাম আবাহনী লিমিটেড বাংলাদেশের চট্টগ্রামের একটি ক্রীড়া সংগঠন। যা মূলত আবাহনী লিমিটেডের একটি শাখা হিসেবে বন্দর নগরী চট্টগ্রামে চট্টগ্রাম আবাহনী হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। ক্রিকেট, ফুটবল ও হকিসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক আসরে অংশগ্রহণ করে ক্রীড়ানৈপূর্ন প্রদর্শনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে খ্যাতি অর্জন করেছে। সর্বশেষ ২০১৩ সালে ক্রীড়া সংগঠনটি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
পূর্ণ নাম | চট্টগ্রাম আবাহনী লিমিটেড | ||
---|---|---|---|
ডাকনাম | ব্লু পাইরেটস চট্টলার আকাশী নীল | ||
প্রতিষ্ঠিত | ১০ অক্টোবর ১৯৮০ | ||
মাঠ | এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রাম, বাংলাদেশ | ||
ধারণক্ষমতা | ২০,০০০ | ||
সভাপতি | এম. এ লতিফ | ||
ম্যানেজার | মারুফুল হক | ||
লিগ | বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ | ||
২০২২-২৩ | ৮ম | ||
| |||
চট্টগ্রাম আবাহনীর বিভাগসমূহ | |||
---|---|---|---|
ফুটবল (পুরুষ) |
ফুটবল (রিজার্ভ ও যুব) |
ক্রিকেট (পুরুষ) |
বর্তমান খেলোয়াড়
সম্পাদনা২০২২-২৪ মৌসুমের জন্য চট্টগ্রাম আবাহনী লিমিটেডের স্কোয়াড।
- ১৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
অর্জন
সম্পাদনাচট্টগ্রাম আবাহনী অক্টোবর ২০, ২০১৫ থেকে অক্টোবর ৩০, ২০১৫ পর্যন্ত অনুষ্ঠিত ২০১৫ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের প্রথম সংস্করণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় আয়োজনের পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।[১]
লিগ
সম্পাদনা- চট্টগ্রাম প্রথম বিভাগ লিগ
- চ্যাম্পিয়ন - ১৯৯৮–৯৯
- রানার্সআপ - ২০০৩–০৪,২০০৫–০৬
- বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ
- চ্যাম্পিয়ন - ২০১৩
- বাংলাদেশ প্রিমিয়ার লিগ
- রানার্সআপ - ২০১৭–১৮
কাপ
সম্পাদনা- স্বাধীনতা কাপ
- শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ
- ফেডারেশন কাপ
- ফেয়ার প্লে ট্রফি - ২০২০-২১
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৫।