বিপলু আহমেদ
বিপলু আহমেদ (জন্ম: ৫ মে ১৯৯৯) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | বিপলু আহমেদ | ||
জন্ম | ৫ মে ১৯৯৯ | ||
জন্ম স্থান | সিলেট, বাংলাদেশ | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বসুন্ধরা কিংস | ||
জার্সি নম্বর | ১৫ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭–২০১৮ | ঢাকা মোহামেডান | ১৮ | (২) |
২০১৮–২০১৯ | শেখ রাসেল | ২৪ | (৪) |
২০১৯– | বসুন্ধরা কিংস | ৩৯ | (২) |
জাতীয় দল‡ | |||
২০১৮ | বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ | ৪ | (০) |
২০১৮– | বাংলাদেশ | ৩৪ | (৩) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৬:১০, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:১০, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০১৭–১৮ মৌসুমে, বাংলাদেশী ক্লাব ঢাকা মোহামেডানের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি মাত্র ১ মৌসুম অতিবাহিত করেছেন; ঢাকা মোহামেডানের হয়ে তিনি ১৮ ম্যাচে ২টি গোল করেছেন। অতঃপর ২০১৮–১৯ মৌসুমে তিনি শেখ রাসেলে যোগদান করেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি শেখ রাসেল হতে বাংলাদেশী ক্লাব বসুন্ধরা কিংসে যোগদান করেছেন।
২০১৮ সালে, বিপলু বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বাংলাদেশের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি একই বছরে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৪ ম্যাচে ৩টি গোল করেছেন।
দলগতভাবে, বিপলু এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো বসুন্ধরা কিংসের হয়ে জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাবিপলু আহমেদ ১৯৯৯ সালের ৫ই মে তারিখে বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
সম্পাদনাবিপলু বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের ১৪ই আগস্ট তারিখে তিনি ২০১৮ এশিয়ান গেমসে উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০১৮ সালের ২৭শে মার্চ তারিখে, মাত্র ১৮ বছর ১০ মাস ২৩ দিন বয়সে, বিপলু লাওসের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৪৬তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় মামুনুল ইসলামের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেন। ম্যাচটি ২–২ গোলে ড্র হয়েছিল।[১][২] বাংলাদেশের হয়ে অভিষেকের বছরে বিপলু সর্বমোট ৭ ম্যাচে ১টি গোল করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৬ মাস ৫ দিন পর, বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোলটি করেন; ১লা অক্টোবর তারিখে, লাওসের বিরুদ্ধে ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেন।
পরিসংখ্যান
সম্পাদনাআন্তর্জাতিক
সম্পাদনা- ৯ আগস্ট ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
বাংলাদেশ | ২০১৮ | ৭ | ১ |
২০১৯ | ৯ | ২ | |
২০২০ | ৩ | ০ | |
২০২১ | ৯ | ০ | |
২০২২ | ৬ | ০ | |
সর্বমোট | ৩৪ | ৩ |
আন্তর্জাতিক গোল
সম্পাদনাগোল | তারিখ | মাঠ | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা | সূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | ১ অক্টোবর ২০১৮ | সিলেট জেলা স্টেডিয়াম, সিলেট, বাংলাদেশ | লাওস | ১–০ | ১–০ | ২০১৮ বঙ্গবন্ধু গোল্ডকাপ | [৩] |
২ | ২৯ সেপ্টেম্বর ২০১৯ | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা, বাংলাদেশ | ভুটান | ৩–১ | ৪–১ | প্রীতি ম্যাচ | |
৩ | ১৪ নভেম্বর ২০১৯ | সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্স, মাস্কট, ওমান | ওমান | ১–৩ | ১–৪ | ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব | [৪][৫] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bangladesh hold Laos 2-2"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২১।
- ↑ "International friendlies • Regular"। ইউরোস্পোর্ট (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২১।
- ↑ "বাংলাদেশ বনাম লাওস: ১ অক্টোবর ২০১৮"। গ্লোবাল স্পোর্টস আর্কাইভ (ইংরেজি ভাষায়)। ১ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২১।
- ↑ "PRELIMINARY JOINT QUALIFICATION 2022"। এশিয়ান ফুটবল কনফেডারেশন (ইংরেজি ভাষায়)। ১৪ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২১।
- ↑ "Round 2 - Group E, Boshar - Sultan Qaboos Sports Complex, Muscat"। ফিফা (ইংরেজি ভাষায়)। ১৪ নভেম্বর ২০১৯। ২২ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- সকারওয়েতে বিপলু আহমেদ (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে বিপলু আহমেদ (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে বিপলু আহমেদ (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে বিপলু আহমেদ (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে বিপলু আহমেদ (ইংরেজি)