২০২১–২২ বাংলাদেশ স্বাধীনতা কাপ

(2021–22 Independence Cup (Bangladesh) থেকে পুনর্নির্দেশিত)

২০২১–২২ বাংলাদেশ স্বাধীনতা কাপ (পৃষ্ঠপোজনিত কারণে রিবিয়েরা স্বাধীনতা কাপ ২০২১ নামেও পরিচিত[]) হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন দ্বারা আয়োজিত বাংলাদেশের ক্লাব পর্যায়ের বার্ষিক ফুটবল প্রতিযোগিতা বাংলাদেশ স্বাধীনতা কাপের ১১তম আসর ছিল, যেখানে বাংলাদেশের ১৫টি ক্লাব প্রতিযোগিতা করেছে। এই আসরটি ২০২১ সালের ২৭শে নভেম্বর তারিখে বাংলাদেশের ঢাকায় শুরু হয়েছে।[][][]

২০২১–২২ বাংলাদেশ স্বাধীনতা কাপ
বিবরণ
স্বাগতিক দেশ বাংলাদেশ
শহরঢাকা
তারিখ২৭ নভেম্বর – ১৮ ডিসেম্বর ২০২১[][][]
দল১৫
মাঠ১ (১টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নঢাকা আবাহনী (২য় শিরোপা)
রানার-আপবসুন্ধরা কিংস
পরিসংখ্যান
ম্যাচ২৮
গোল সংখ্যা৭৫ (ম্যাচ প্রতি ২.৬৮টি)
শীর্ষ গোলদাতাব্রাজিল ডরিয়েল্টন (৪টি গোল)
সেরা খেলোয়াড়ব্রাজিল রাফায়েল আউগুস্তো

বসুন্ধরা কিংস বাংলাদেশ স্বাধীনতা কাপের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০১৮ সালে ফাইনালের অতিরিক্ত সময়ে ২–১ গোলের ব্যবধানে শেখ রাসেলকে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করেছে।[][] ফাইনালে ঢাকা আবাহনী বসুন্ধরা কিংসকে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত করে ১৯৯০ সালের পর প্রথম, বাংলাদেশ স্বাধীনতা কাপের ইতিহাসে দ্বিতীয় শিরোপা জয়লাভ করেছে।[১০][১১]

অংশগ্রহণকারী দল

সম্পাদনা

নিম্নলিখিত ১৫টি দল এই বাংলাদেশ স্বাধীনতা কাপের এই আসরে প্রতিদ্বন্দ্বিতা করেছে।[১২]

দল অংশগ্রহণ সেরা সাফল্য
বাংলাদেশ পুলিশ অভিষেক
বসুন্ধরা কিংস ২য় চ্যাম্পিয়ন (২০১৮)
চট্টগ্রাম আবাহনী ১১তম চ্যাম্পিয়ন (২০১৬)
ঢাকা আবাহনী ১১তম চ্যাম্পিয়ন (১৯৯০)
ঢাকা মোহামেডান ১১তম চ্যাম্পিয়ন (১৯৭২, ১৯৯১, ২০১৪)
মুক্তিযোদ্ধা সংসদ ১১তম চ্যাম্পিয়ন (২০০৫)
রহমতগঞ্জ ১১তম সেমি-ফাইনাল (২০১৭–১৮)
শেখ রাসেল ৭ম চ্যাম্পিয়ন (২০১৩)
শেখ জামাল ৭ম রানার-আপ (২০১২–১৩)
সাইফ ৩য় কোয়ার্টার-ফাইনাল (২০১৮)
স্বাধীনতা অভিষেক
উত্তর বারিধারা অভিষেক
বাংলাদেশ বিমান বাহিনী (আমন্ত্রিত) অভিষেক
বাংলাদেশ সেনাবাহিনী (আমন্ত্রিত) অভিষেক
বাংলাদেশ নৌবাহিনী (আমন্ত্রিত) অভিষেক

২০২১ সালের ১৬ই সেপ্টেম্বর তারিখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই আসরের ম্যাচ আয়োজনের জন্য ঢাকার বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের নাম ঘোষণা করেছে, যেখানে এই আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।[১৩][১৪] এই মাঠটি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ এবং ঢাকা লীগের ম্যাচ আয়োজন করেছে।

ঢাকা
বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম
ধারণক্ষমতা: ২৫,০০০

২০২১ সালের ২৩শে নভেম্বর তারিখে, ঢাকার মতিঝিলের বিএফএফ হাউসে ১৫:০০টায় (বিএসটি) এই আসরের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই আসরে অংশগ্রহণকারী ১৫টি দলকে চারটি গ্রুপে (একটি গ্রুপে ৩টি দল এবং বাকি তিনটি গ্রুপে ৪টি দল করে) বিভক্ত করা হয়েছে।[১৫][১৬]

গ্রুপ পর্ব

সম্পাদনা

২০২১ সালের ২৩শে নভেম্বর তারিখে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই আসরের সময়সূচী ঘোষণা করেছে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের ১ম এবং ২য় স্থান অধিকারী দল কোয়ার্টার-ফাইনালের জন্য উত্তীর্ণ হয়েছে।

টাইব্রেকার

সম্পাদনা

প্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্ণয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট), এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো খেলা শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হবে:

  1. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের ম্যাচে পয়েন্ট;
  2. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল পার্থক্য;
  3. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল সংখ্যা;
  4. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের হেড-টু-হেড গোল পার্থক্য;
  5. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের হেড-টু-হেড গোল সংখ্যা;
  6. যেসকল দলের পয়েন্ট সমান এবং তারা যদি সর্বশেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়, তবে তাদের মধ্যে পেনাল্টি শুট-আউট;
  7. গ্রুপ পর্বের সকল ম্যাচে সর্বনিম্ন শাস্তিমূলক পয়েন্ট (একটি নির্দিষ্ট ম্যাচে একজন খেলোয়াড়ের জন্য শুধুমাত্র একটি নিয়ম প্রয়োগ করা হবে):
    1. হলুদ কার্ড = −১ পয়েন্ট;
    2. এক ম্যাচে দুটি হলুদ কার্ডের জন্য বহিষ্কার = −৩ পয়েন্ট;
    3. লাল কার্ড = −৩ পয়েন্ট;
    4. হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = −৪ পয়েন্ট;
  8. লটারি।

গ্রুপ এ

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
ঢাকা আবাহনী +৩ নকআউট পর্বে উত্তীর্ণ
স্বাধীনতা
রহমতগঞ্জ −৩
স্বাধীনতা১–২ঢাকা আবাহনী

রহমতগঞ্জ২–৩স্বাধীনতা
প্রতিবেদন

গ্রুপ বি

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
শেখ রাসেল +৩ নকআউট পর্বে উত্তীর্ণ
শেখ জামাল +৩
উত্তর বারিধারা −১
বাংলাদেশ বিমান বাহিনী −৫
শেখ রাসেল১–০উত্তর বারিধারা
শেখ জামাল৩–০বাংলাদেশ বিমান বাহিনী
রেফারি: মুহাম্মদ সায়মন হাসান সানি (বাংলাদেশ)

শেখ জামাল০–০উত্তর বারিধারা
প্রতিবেদন
শেখ রাসেল০–২বাংলাদেশ বিমান বাহিনী
প্রতিবেদন

শেখ জামাল১–১শেখ রাসেল
প্রতিবেদন
রেফারি: মুহাম্মদ সায়মন হাসান সানি (বাংলাদেশ)

গ্রুপ সি

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
সাইফ +২ নকআউট পর্বে উত্তীর্ণ
বাংলাদেশ সেনাবাহিনী
ঢাকা মোহামেডান
মুক্তিযোদ্ধা সংসদ −২
ঢাকা মোহামেডান২–১মুক্তিযোদ্ধা সংসদ
সাইফ২–১বাংলাদেশ সেনাবাহিনী

মুক্তিযোদ্ধা সংসদ২–৩সাইফ
প্রতিবেদন

সাইফ১–১ঢাকা মোহামেডান
প্রতিবেদন

গ্রুপ ডি

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
বসুন্ধরা কিংস ১০ +১০ নকআউট পর্বে উত্তীর্ণ
বাংলাদেশ পুলিশ −১
চট্টগ্রাম আবাহনী −৩
বাংলাদেশ নৌবাহিনী −৬
চট্টগ্রাম আবাহনী১–১বাংলাদেশ পুলিশ
বসুন্ধরা কিংস৬–০বাংলাদেশ নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনী১–১চট্টগ্রাম আবাহনী
প্রতিবেদন
রেফারি: মুহাম্মদ সায়মন হাসান সানি (বাংলাদেশ)

বসুন্ধরা কিংস৩–০চট্টগ্রাম আবাহনী
প্রতিবেদন

নকআউট পর্ব

সম্পাদনা

নকআউট পর্বে, একটি ম্যাচের ফলাফল যদি পূর্ণ ৯০ মিনিট পর সমতায় থাকে তবে অতিরিক্ত সময়ের খেলা অনুষ্ঠিত হবে (১৫ মিনিট করে দুই অর্ধে ৩০ মিনিট)। যদি অতিরিক্ত সময়ের পরেও খেলার ফলাফল সমতায় থাকে, তবে খেলার ফলাফল পেনাল্টি শুট-আউটের মাধ্যমে নির্ধারণ করা হবে।

বন্ধনী

সম্পাদনা
 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
          
 
১০ ডিসেম্বর – ঢাকা
 
 
ঢাকা আবাহনী
 
১৪ ডিসেম্বর – ঢাকা
 
বাংলাদেশ সেনাবাহিনী
 
ঢাকা আবাহনী
 
১০ ডিসেম্বর – ঢাকা
 
সাইফ
 
সাইফ (অ.স.প.)
 
১৮ ডিসেম্বর – ঢাকা
 
স্বাধীনতা
 
ঢাকা আবাহনী
 
১২ ডিসেম্বর – ঢাকা
 
বসুন্ধরা কিংস
 
শেখ রাসেল
 
১৪ ডিসেম্বর – ঢাকা
 
বাংলাদেশ পুলিশ
 
বাংলাদেশ পুলিশ
 
১২ ডিসেম্বর – ঢাকা
 
বসুন্ধরা কিংস (অ.স.প.)
 
বসুন্ধরা কিংস
 
 
শেখ জামাল
 

কোয়ার্টার-ফাইনাল

সম্পাদনা
ঢাকা আবাহনী৪–০বাংলাদেশ সেনাবাহিনী

সাইফ২–০ (অ.স.প.)স্বাধীনতা

শেখ রাসেল০–১বাংলাদেশ পুলিশ
প্রতিবেদন

বসুন্ধরা কিংস৪–০শেখ জামাল
প্রতিবেদন

সেমি-ফাইনাল

সম্পাদনা
ঢাকা আবাহনী২–০সাইফ
প্রতিবেদন

বাংলাদেশ পুলিশ১–২ (অ.স.প.)বসুন্ধরা কিংস
প্রতিবেদন

ফাইনাল

সম্পাদনা
ঢাকা আবাহনী৩–০বসুন্ধরা কিংস
প্রতিবেদন

.

পরিসংখ্যান

সম্পাদনা

গোলদাতা

সম্পাদনা

এই প্রতিযোগিতায় ৫৫ জন খেলোয়াড় ২৮টি ম্যাচে ৭৫টি গোল করেছেন (৫টি আত্মঘাতী গোলসহ), যা ম্যাচ প্রতি গড়ে ২.৬৮টি গোল।

৪টি গোল

৩টি গোল

২টি গোল

১টি গোল

১টি আত্মঘাতী গোল

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Independence Cup Football kicks off Nov 27"United News of Bangladesh (ইংরেজি ভাষায়)। ২৯ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১ 
  2. "স্বাধীনতা কাপ দিয়ে নতুন মৌসুম শুরু হবে ২৭ নভেম্বর"Daily Jagonews24। ২৯ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১ 
  3. "২৭ নভেম্বর থেকে শুরু স্বাধীনতা কাপ"Channel 24। ২৯ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ 
  4. "'Sponsor signing ceremony', 'Logo unveiling' and 'Draw' event was held today for 'Riviera Independence Cup 2021' -"BFF। ২৩ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১ 
  5. "স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে ফুটবলের নতুন মৌসুম"Daily Football Bangladesh। ১৬ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২১ 
  6. "নভেম্বরের শেষ সপ্তাহে স্বাধীনতা কাপ"Daily Sports BD। ১৬ সেপ্টেম্বর ২০২১। ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২১ 
  7. "নভেম্বরে শুরু ফুটবলের নতুন মৌসুম"Offside Bangladesh। ১৬ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২১ 
  8. "Bashundhara Kings clench on to maiden Independence Cup title -"BFF (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২১ 
  9. "Newcomers Bashundhara Kings clinch Independence Cup title"unb.com.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-২৬। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২১ 
  10. "স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন আবাহনী"Kalerkantho। ১৮ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২১ 
  11. "Abahani clinch Independence Cup after outclassing Kings"ঢাকা ট্রিবিউন। ১৮ ডিসেম্বর ২০২১। ১৮ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২১ 
  12. "১৫ দল নিয়ে এবারের স্বাধীনতা কাপ ফুটবল"Daily Jagonews (Bengali ভাষায়)। ২০ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২১ 
  13. "স্বাধীনতা কাপের ভেন্যু হিসেবে প্রথম পছন্দ কুমিল্লা"Jagonews24 (Bengali ভাষায়)। ১৯ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২১ 
  14. "স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপের ভেন্যু চূড়ান্ত"bdfootballlive (Bengali ভাষায়)। ৯ নভেম্বর ২০২১। ১০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১ 
  15. "Fixture of Independence Cup 2021"BFF। ১৯ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২১ 
  16. "স্বাধীনতা কাপের ডেথ গ্রুপে বসুন্ধরা কিংস"Daily Dhaka Post (Bengali ভাষায়)। ২৩ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২১