আনিসুর রহমান জিকো

বাংলাদেশী ফুটবলার

সাকিবুল হাসান বাংলার বাজপাখি (জন্ম: ১২ ডিসেম্বর ২০০৬) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব আবাহানী এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।[] পেনাল্টি প্রতিহত করার ক্ষমতার জন্য তিনি দেশের পেনাল্টি বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেছেন। এছাড়াও তার অসাধারণ গোলরক্ষন ক্ষমতার জন্য তাকে 'বাংলার বাজপাখি' নামেও ডাকা হয়। [][]

সাকিবুল হাসান
চিত্র:Anisurrahmanzico.2024.jpg
২০২4 সালে আবাহানী লিমিটেড হয়ে সাকিব
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সাকিবুল হাসান
জন্ম (2006-12-15) ১৫ ডিসেম্বর ২০০৬ (বয়স ১৭)
জন্ম স্থান ফটিকছড়ি , বাংলাদেশ
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
আবাহানী লিমিটেড ]]
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০২৩–২০২৪ ব্রাদার (০)
২০২৪– আবাহানি লিমিটেড ]] (০)
জাতীয় দল
২০২৩– বাংলাদেশ ২০ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০২:৩৮, ২২ জুলাই ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৪:৪৮, ৯ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০২৩–২৪ মৌসুমে, ব্রাদার ইউনিয়ন হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন। সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে মাত্র ১ মৌসুম খেলার পর, তিনি আবাহানী যোগদান করেছেন।

২০২৩ সালে, সাকিব বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন, যেখানে তিনি এপর্যন্ত ২ম্যাচে অংশগ্রহণ করেছেন। দলগতভাবে, সাকিবএপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো আবাহানীর হয়ে জয়লাভ করেছেন। ।[]

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

আনিসুর রহমান জিকো ১৯৯৭ সালের ১০শে আগস্ট তারিখে বাংলাদেশের কক্সবাজারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

ক্লাব ফুটবল

সম্পাদনা

২০১৮ সালের ১৪ই ডিসেম্বর তারিখে, ওয়াল্টন ইন্ডিপেন্ডেন্স কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে জিকোর অসাধারণ খেলার নৈপুণ্যে বসুন্ধরা কিংস রহমতগঞ্জ এমএফএসকে পেনাল্টি শুট-আউটে ৩–২ গোলে পরাজিত করেছে।[] ২০১৮ সালের ২০শে ডিসেম্বর তারিখে জিকো পুনরায় তার খেলা দিয়ে বসুন্ধরা কিংসকে ঢাকা আবাহনীর বিরুদ্ধে পেনাল্টি শুট-আউটে ৭–৬ গোলে পরাজিত করে স্বাধীনতা কাপের ফাইনালে উঠতে সহায়তা করেছিলেন। ২০১৯–২০ এএফসি এশিয়ান কাপে তিনি তার খেলার মাধ্যমে সকলের নজর কেড়েছিলেন; উক্ত আসরে টিসি স্পোর্টসের বিরুদ্ধে তিনি ৭টি গোল রক্ষা করার পাশাপাশি দলকে ৫–১ গোলের ব্যবধানে জয়লাভ করতে সাহায্য করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

২০২০ সালের ১৩ই নভেম্বর তারিখে, ২৩ বছর ৩ মাস ৪ দিন বয়সে, উভয় পায়ে ফুটবল খেলায় পারদর্শী জিকো নেপালের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন।[][][] উক্ত ম্যাচের মূল একাদশে তিনি অন্তর্ভুক্ত ছিলেন। ম্যাচটি বাংলাদেশ ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। বাংলাদেশের হয়ে অভিষেকের বছরে জিকো সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৯৯ মিনিট পর, তিনি বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোলটি হজম করেন।

পরিসংখ্যান

সম্পাদনা
২০২১–২২ মৌসুম পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব মৌসুম লিগ কাপ মহাদেশীয় অন্যান্য মোট
বিভাগ ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল
সাইফ স্পোর্টিং ক্লাব ২০১৭–১৮ বাংলাদেশ প্রিমিয়ার লিগ
বসুন্ধরা কিংস ২০১৮–১৯ ২২ ২২
২০১৯–২০ ১২
২০২০–২১ ২১ ২৯
২০২১–২২ ২১ ২৪
মোট ৭০ ১০ ৮৭
সর্বমোট ৭৯ ১০ ৯৬

আন্তর্জাতিক

সম্পাদনা
৯ আগস্ট ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
বাংলাদেশ ২০২০
২০২১ ১২
২০২২
সর্বমোট ২০

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Rahman Anisur Zico Bashundhara Kings videos, transfer history and stats - SofaScore"www.sofascore.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৭ 
  2. "বাংলার বাজপাখি জিকো - Bhorer Kagoj"www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১৬ 
  3. নিউজ, সময়। "মেজর লিগ সকার থেকেও ডাক পেয়েছিলেন বাংলার 'বাজপাখি' জিকো! | খেলা"Somoy News। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১৬ 
  4. "জিকো, তপু, মোরসালিনসহ পাঁচ ফুটবলার অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ!"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৩ 
  5. "Kings survive Rahmatganj scare"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-১৫। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৭ 
  6. "FIFA International Series: Bangladesh off to a flying start with 2..."unb.com.bd (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৭ 
  7. "Mujib Barsho friendly series: Bangladesh vs Nepal"Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৭ 
  8. "New goalkeeper, striker for first friendly?"Dhaka Tribune। ২০২০-১১-১২। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা