২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগ
২০১৯ বিপিএল মৌসুম, যা বিপিএল ৬ (স্পনসরশিপের কারণে টিভিএস দ্বারা পরিচালিত ইউসিবি বিপিএল ২০১৯ নামেও পরিচিত) হল বাংলাদেশের শীর্ষস্থানীয় পেশাদার টুয়েন্টি২০ ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ষ্ঠ মৌসুম। এই প্রতিযোগিতাটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত হয়, যেখানে সাতটি শহর থেকে সাতটি দল অংশগ্রহণ করে।
তারিখ | ৫ জানুয়ারি ২০১৯ – ৮ ফেব্রুয়ারি ২০১৯ |
---|---|
তত্ত্বাবধায়ক | বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল পরিচালনা পরিষদ |
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ |
প্রতিযোগিতার ধরন | ডাবল রাউন্ড-রবিন ও প্লে-অফ |
আয়োজক | বাংলাদেশ |
বিজয়ী | কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২য় শিরোপা) |
রানার-আপ | ঢাকা ডায়নামাইটস |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৭ |
খেলার সংখ্যা | ৪৬ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) |
সর্বাধিক রান সংগ্রহকারী | রাইলি রুশো (রংপুর রাইডার্স) (৫৫৮) |
সর্বাধিক উইকেটধারী | সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) (২৩) |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
এই বিপিএল মৌসুমটি মূলত ২০১৮ সালের ১লা অক্টোবরে শুরু হয়ে ১৬ই নভেম্বর পর্যন্ত আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছিল।[১] তবে ২০১৮ সালের মে মাসে, বোর্ড কর্তৃক জানানো হয় যে, ২০১৮ সালের ডিসেম্বর মাসে, বাংলাদেশী সাধারণ নির্বাচন চলাকালে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এই মৌসুমটি ২০১৯ সালের জানুয়ারী মাসে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।[২] ২০১৮ সালের জুলাই মাসে নিশ্চিত করা হয় যে, এই মৌসুমটি ২০১৯ সালের ৫ই জানুয়ারিতে শুরু হবে।[৩][৪] টুর্নামেন্টের এই মৌসুমে, আম্পায়ার সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) প্রথমবারের মতো ব্যবহার করা হয়।[৫] এই প্রতিযোগিতায় প্রতিটি দলে ৪ জন করে বিদেশি খেলোয়াড় খেলে, যেখানে এর পূর্ববর্তী মৌসুমে ৫ জন করে বিদেশি খেলোয়াড় খেলত।[৬]
ফাইনালে, ঢাকা ডাইনামাইটসকে ১৭ রানে পরাজিত করে কুমিল্লা ভিক্টোরিয়ানস দ্বিতীয় শিরোপা লাভ করে।[৭] ফাইনালে ১৪১ রান করে তামিম ইকবাল ম্যাচসেরার পুরস্কার পান। ৫৫৮ রান করে রাইলি রুশো টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। সাকিব আল হাসান ২২ উইকেট নিয়ে উইকেট শিকারে শীর্ষ হন এবং অলরাউন্ডিং নৈপুণ্যে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও লাভ করেন।[৮]
দল
সম্পাদনা২০১৮ সালের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক দল তাদের আইকন খেলোয়াড় এবং সংরক্ষিত খেলোয়াড়ের তালিকা ঘোষণা করে। ২০১৮ সালের ২৫শে অক্টোবর তারিখে, "খেলোয়াড় ড্রাফট" আয়োজনের কথা ছিল। তবে, বাংলাদেশ এবং জিম্বাবুয়ের ওডিআই সিরিজের তারিখের সাথে সাংঘর্ষিক হওয়ায় এই ড্রাফটটি ২৮শে অক্টোবরে স্থানান্তর করা হয়।[৯]
আইকন খেলোয়াড় এবং সংরক্ষিত খেলোয়াড় বাদে বাকি খেলোয়াড়দের ২০১৮ সালের ২৮শে অক্টোবর তারিখে আয়োজিত "খেলোয়াড় ড্রাফট" থেকে নেওয়া হয়।[১০] সৌম্য সরকার এবং সাব্বির রহমানকে বাদ দিয়ে লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান তালিকায় নতুন সংযোজন করা হয়।[১১][১২][১৩] প্রাথমিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্টিভ স্মিথকে এই টুর্নামেন্টে খেলতে নিষিদ্ধ করেছিল; তবে, বিসিবি তাদের এই সিদ্ধান্তটি বাতিল করে দেয়,[১৪] যার ফলে স্মিথ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পায়।[১৫]
মাঠ
সম্পাদনাপূর্ববর্তী মৌসুমে, ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্লেঅফ এবং চূড়ান্ত অনুষ্ঠানসহ সর্বমোট ৪৬টি ম্যাচ খেলা হয়েছিল। এই মৌসুমে ৩টি মাঠে ৪টি পর্যায়ে সকল ম্যাচ আয়জন করা হয়। প্রথম পর্যায়ে ঢাকায় ১৪টি ম্যাচ, দ্বিতীয় পর্যায়ে সিলেটে ৮টি ম্যাচ, তৃতীয় পর্যায়ে আবারও ঢাকায় ৬টি ম্যাচ এবং চতুর্থ পর্বে চট্টগ্রামে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্লেঅফ এবং ফাইনাল খেলা ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[১৬]
চট্টগ্রাম | ঢাকা | সিলেট |
---|---|---|
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম |
ধারণক্ষমতা: ২০,০০০ | ধারণক্ষমতা: ২৬,০০০ | ধারণক্ষমতা: ১৮,৫০০ |
ম্যাচ খেলা হয়: ১০ | ম্যাচ খেলা হয়: ২৪ | ম্যাচ খেলা হয়: ৮ |
ফলাফল
সম্পাদনাপয়েন্ট টেবিল
সম্পাদনাদল | খেলা | জয় | হার | টাই | ফলহীন | পয়েন্ট | নে.রা.রে. | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
রংপুর রাইডার্স | ১২ | ৮ | ৪ | ০ | ০ | ১৬ | +১.০১৮ | |||||||||||||||||
কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ১২ | ৮ | ৪ | ০ | ০ | ১৬ | +০.০৬৬ | |||||||||||||||||
চিটাগাং ভাইকিংস | ১২ | ৭ | ৫ | ০ | ০ | ১৪ | –০.২৯৩ | |||||||||||||||||
ঢাকা ডায়নামাইটস | ১২ | ৬ | ৬ | ০ | ০ | ১২ | +০.৯৭৪ | |||||||||||||||||
রাজশাহী কিংস | ১২ | ৬ | ৬ | ০ | ০ | ১২ | –০.৫১৮ | |||||||||||||||||
সিলেট সিক্সার্স | ১২ | ৫ | ৭ | ০ | ০ | ১০ | +০.০৬৬ | |||||||||||||||||
খুলনা টাইটান্স | ১২ | ২ | ১০ | ০ | ০ | ৪ | –১.২৫৯ | |||||||||||||||||
উৎস:Cricinfo.com, ২ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত |
- শীর্ষ ৪ দল প্লেঅফ খেলার জন্য উত্তীর্ণ হবে
- কোয়ালিফাইয়ার ১-এর জন্য অগ্রসর
- ইলিমিনেটরের জন্য অগ্রসর
লিগের অগ্রগতি
সম্পাদনালিগ ম্যাচ | প্লে-অফ | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
দল | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ক১/এ | ক২ | ফা | |||
চিটাগাং ভাইকিংস | ২ | ২ | ৪ | ৬ | ৮ | ১০ | ১২ | ১২ | ১২ | ১২ | ১৪ | ১৪ | হা | |||||
কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ২ | ২ | ৪ | ৪ | ৬ | ৮ | ৮ | ১০ | ১২ | ১৪ | ১৬ | ১৬ | জ | জ | ||||
ঢাকা ডায়নামাইটস | ২ | ৪ | ৬ | ৮ | ৮ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১২ | জ | জ | হা | |||
খুলনা টাইটান্স | ০ | ০ | ০ | ০ | ২ | ২ | ২ | ২ | ৪ | ৪ | ৪ | ৪ | ||||||
রাজশাহী কিংস | ০ | ২ | ২ | ৪ | ৪ | ৬ | ৮ | ৮ | ৮ | ১০ | ১০ | ১২ | ||||||
রংপুর রাইডার্স | ০ | ২ | ৪ | ৪ | ৪ | ৪ | ৬ | ৮ | ১০ | ১২ | ১৪ | ১৬ | হা | হা | ||||
সিলেট সিক্সার্স | ০ | ২ | ২ | ২ | ৪ | ৪ | ৪ | ৪ | ৬ | ৮ | ৮ | ১০ |
জয় | হার | ফলাফল হয়নি |
- টীকা: প্রতিটি গ্রুপ ম্যাচের শেষে মোট পয়েন্ট তালিকাভুক্ত।
- টীকা: ম্যাচের সারাংশ দেখতে পয়েন্ট (গ্রুপ ম্যাচ) বা জ/হা (প্লে-অফ) ক্লিক করুন।
লিগ পর্যায়
সম্পাদনালিগ পর্যায়ে সর্বমোট ৪২টি ম্যাচ খেলা হয়; যার মধ্যে ঢাকায় ২৪টি ম্যাচ, সিলেটে ৮টি ম্যাচ এবং চট্টগ্রামে ১০টি অনুষ্ঠিত হয়।[১৬]
পর্যায় ১ (ঢাকা)
সম্পাদনারংপুর রাইডার্স
৯৮ (২০ ওভার) |
ব
|
চিটাগাং ভাইকিংস
১০১/৭ (১৯.১ ওভার) |
- চিটাগাং ভাইকিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
ঢাকা ডায়নামাইটস
১৮৯/৫ (২০ ওভার) |
ব
|
রাজশাহী কিংস
১০৬ (১৮.২ ওভার) |
- রাজশাহী কিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- মোহর শেখ (ঢাকা ডায়নামাইটস) টি২০ অভিষেক করেন।
সিলেট সিক্সার্স
১২৭/৮ (২০ ওভার) |
ব
|
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৩০/৬ (১৯.৫ ওভার) |
- কুমিল্লা ভিক্টোরিয়ানস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- তৌহিদ হৃদয় (সিলেট সিক্সার্স) টি২০ অভিষেক করেন।
রংপুর রাইডার্স
১৬৯/৩ (২০ ওভার) |
ব
|
খুলনা টাইটান্স
১৬১/৫ (২০ ওভার) |
- খুলনা টাইটানস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
ঢাকা ডায়নামাইটস
১৯২/৬ (২০ ওভার) |
ব
|
খুলনা টাইটান্স
৮৭ (১৩ ওভার) |
- খুলনা টাইটানস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
৬৩ (১৬.২ ওভার) |
ব
|
রংপুর রাইডার্স
৬৭/১ (১২ ওভার) |
- রংপুর রাইডার্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
সিলেট সিক্সার্স
১৬৮/৫ (২০ ওভার) |
ব
|
চিটাগাং ভাইকিংস
১৬৩/৭ (২০ ওভার) |
- সিলেট সিক্সার্স টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
খুলনা টাইটান্স
১১৭/৯ (২০ ওভার) |
ব
|
রাজশাহী কিংস
১১৮/৩ (১৮.৫ ওভার) |
- খুলনা টাইটানস টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
ঢাকা ডায়নামাইটস
১৮৩/৯ (২০ ওভার) |
ব
|
রংপুর রাইডার্স
১৮১/৯ (২০ ওভার) |
- রংপুর রাইডার্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- আলিস ইসলাম (ঢাকা ডায়নামাইটস) টি২০ অভিষেক করেন এবং হ্যাট্রিক লাভ করেন।[১৭]
রাজশাহী কিংস
১২৪ (১৮.৫ ওভার) |
ব
|
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৩০/৫ (১৮.৪ ওভার) |
- কুমিল্লা ভিক্টোরিয়ানস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
খুলনা টাইটান্স
১৫১/৬ (২০ ওভার) |
ব
|
চিটাগাং ভাইকিংস
১৫১/৮ (২০ ওভার) |
- চিটাগাং ভাইকিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- মহিদুল ইসলাম অংকন (খুলনা টাইটানস) টি২০ অভিষেক করেন।
সুপার ওভার | ||||||
---|---|---|---|---|---|---|
ডেলিভারি | চিটাগাং ভাইকিংস | খুলনা টাইটান্স | ||||
বোলার | ব্যাটসম্যান | রান | বোলার | ব্যাটসম্যান | রান | |
১ | জুনায়েদ খান | ক্যামেরন ডেলপোর্ট | ৪ | রবার্ট ফ্রাইলিঙ্ক | কার্লোস ব্রাদওয়েট | ১ |
মোট | ১১/১ | মোট | ১০/২ |
ঢাকা ডায়নামাইটস
১৭৩/৭ (২০ ওভার) |
ব
|
সিলেট সিক্সার্স
১৪১/৯ (২০ ওভার) |
- ঢাকা ডায়নামাইটস টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
- মোহাম্মদ নাইম (ঢাকা ডায়নামাইটস) টি২০ অভিষেক করেন।
রাজশাহী কিংস
১৩৫/৮ (২০ ওভার) |
ব
|
রংপুর রাইডার্স
১২৯/৬ (২০ ওভার) |
- রংপুর রাইডার্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৮৪/৫ (২০ ওভার) |
ব
|
চিটাগাং ভাইকিংস
১৮৬/৬ (১৯.৪ ওভার) |
- চিটাগাং ভাইকিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
পর্যায় ২ (সিলেট)
সম্পাদনাখুলনা টাইটান্স
১২৮/৯ (২০ ওভার) |
ব
|
রাজশাহী কিংস
১০৩ (১৯.৫ ওভার) |
- খুলনা টাইটানস টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
সিলেট সিক্সার্স
৬৮ (১৪.৫ ওভার) |
ব
|
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
৬৯/২ (১১.১ ওভার) |
- কুমিল্লা ভিক্টোরিয়ানস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
রাজশাহী কিংস
১৩৬/৬ (২০ ওভার) |
ব
|
ঢাকা ডায়নামাইটস
১১৬/৯ (২০ ওভার) |
- রাজশাহী কিংস টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
সিলেট সিক্সার্স
১৮৭/৫ (২০ ওভার) |
ব
|
রংপুর রাইডার্স
১৬০/৬ (২০ ওভার) |
- রংপুর রাইডার্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- জাকের আলীর (সিলেট সিক্সার্স) টি২০ অভিষেক হয়।
সিলেট সিক্সার্স
১৫৮/৮ (২০ ওভার) |
ব
|
ঢাকা ডায়নামাইটস
১৬৩/৪ (২০ ওভার) |
- সিলেট সিক্সার্স টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
খুলনা টাইটান্স
১৮১/৭ (২০ ওভার) |
ব
|
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৮৬/৭ (১৯.৪ ওভার) |
- কুমিল্লা ভিক্টোরিয়ানস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
সিলেট সিক্সার্স
১৯৪/৪ (২০ ওভার) |
ব
|
রংপুর রাইডার্স
১৯৫/৬ (১৯.৩ ওভার) |
- রংপুর রাইডার্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
চিটাগাং ভাইকিংস
২১৪/৪ (২০ ওভার) |
ব
|
খুলনা টাইটান্স
১৮৮/৮ (২০ ওভার) |
- খুলনা টাইটানস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
পর্যায় ৩ (ঢাকা)
সম্পাদনারাজশাহী কিংস
১৭৬/৩ (২০ ওভার) |
ব
|
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৩৮ (১৮.২ ওভার) |
- কুমিল্লা ভিক্টোরিয়ানস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- লরি ইভান্স (রাজশাহী কিংস) টুয়েন্টি২০ ক্রিকেটে তার প্রথম শতক অর্জন করেন।[১৮]
ঢাকা ডায়নামাইটস
১৩৯/৯ (২০ ওভার) |
ব
|
চিটাগাং ভাইকিংস
১৪৫/৭ (১৯.৫ ওভার) |
- ঢাকা ডায়নামাইটস টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
খুলনা টাইটান্স
১৮১/৬ (২০ ওভার) |
ব
|
রংপুর রাইডার্স
১৮৩/৪ (১৯.৩ ওভার) |
- রংপুর রাইডার্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- ক্রিস গেইল (রংপুর রাইডার্স) টি-২০ ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৯০০টি ছক্কা হাঁকান।[১৯]
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৫৩/৮ (২০ ওভার) |
ব
|
ঢাকা ডায়নামাইটস
১৪৬/৯ (২০ ওভার) |
- ঢাকা ডায়নামাইটস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) প্রথম বোলার হিসেবে বিপিএলে ১০০ উইকেট তুলে নেন।[২০]
রাজশাহী কিংস
১৫৭/৫ (২০ ওভার) |
ব
|
চিটাগাং ভাইকিংস
১৫৯/৪ (১৯.৪ ওভার) |
- চিটাগাং ভাইকিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
খুলনা টাইটান্স
১৭০/৯ (২০ ওভার) |
ব
|
সিলেট সিক্সার্স
১৪৯/৭ (২০ ওভার) |
- সিলেট সিক্সার্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
পর্যায় ৪ (চট্টগ্রাম)
সম্পাদনাসিলেট সিক্সার্স
১৮০/৬ (২০ ওভার) |
ব
|
রাজশাহী কিংস
১০৪ (১৮.২ ওভার) |
- রাজশাহী কিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
রংপুর রাইডার্স
২৩৯/৪ (২০ ওভার) |
ব
|
চিটাগাং ভাইকিংস
১৬৭/৮ (২০ ওভার) |
- চিটাগাং ভাইকিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- রবিউল হক (চিটাগাং ভাইকিংস) এর টি২০ অভিষেক হয়।
- রংপুর রাইডার্স বিপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রান করে।[২১]
- রাইলি রুশো ও অ্যালেক্স হেলস (রংপুর রাইডার্স) উভয়ে শতক অর্জন করেন, যা টি-টোয়েন্টির ইতিহাসে একই ইনিংসে একই দলের দুই ব্যাটসম্যানের শতক করার তৃতীয় ঘটনা।[২১]
সিলেট সিক্সার্স
১৯৫/৪ (২০ ওভার) |
ব
|
খুলনা টাইটান্স
১৩৭ (১৮.১ ওভার) |
- সিলেট সিক্সার্স টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
রাজশাহী কিংস
১৯৮/৫ (২০ ওভার) |
ব
|
চিটাগাং ভাইকিংস
১৯১/৮ (২০ ওভার) |
- চিটাগাং ভাইকিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
২৩৭/৫ (২০ ওভার) |
ব
|
খুলনা টাইটান্স
১৫৭ (১৮.৫ ওভার) |
- খুলনা টাইটানস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- ওয়াহাব রিয়াজ (কুমিল্লা ভিক্টোরিয়ানস) হ্যাট্রিক লাভ করেন।
ঢাকা ডায়নামাইটস
১৮৬/৬ (২০ ওভার) |
ব
|
রংপুর রাইডার্স
১৮৯/২ (১৮.২ ওভার) |
- ঢাকা ডায়নামাইটস টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
চিটাগাং ভাইকিংস
১১৬/৮ (১৯ ওভার) |
ব
|
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১১৭/৩ (১৬.৪ ওভার) |
- চিটাগাং ভাইকিংস টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে দল প্রতি ওভার হ্রাস করে ১৯ ওভার করা হয়।
রাজশাহী কিংস
১৪১/৮ (২০ ওভার) |
ব
|
রংপুর রাইডার্স
১৪৫/৪ (১৮.৪ ওভার) |
- রাজশাহী কিংস টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
চিটাগাং ভাইকিংস
১৭৪/৫ (২০ ওভার) |
ব
|
ঢাকা ডায়নামাইটস
১৬৩/৯ (২০ ওভার) |
- চিটাগাং ভাইকিংস টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
- আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস) হ্যাট্রিক লাভ করেন।
সিলেট সিক্সার্স
১৮৯/৫ (২০ ওভার) |
ব
|
রাজশাহী কিংস
১৯০/৫ (১৮ ওভার) |
- সিলেট সিক্সার্স টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
পর্যায় ৫ (ঢাকা)
সম্পাদনাকুমিল্লা ভিক্টোরিয়ান্স
১২৭ (২০ ওভার) |
ব
|
ঢাকা ডায়নামাইটস
১২৬/৯ (২০ ওভার) |
- ঢাকা ডায়নামাইটস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
সিলেট সিক্সার্স
১৬৫/৫ (২০ ওভার) |
ব
|
চিটাগাং ভাইকিংস
১৩৬ (১৮.৩ ওভার) |
- চিটাগাং ভাইকিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
৭২ (১৬.৩ ওভার) |
ব
|
রংপুর রাইডার্স
৭৬/১ (৯.৩ ওভার) |
- কুমিল্লা ভিক্টোরিয়ানস টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
- সঞ্জিত সাহা (কুমিল্লা ভিক্টোরিয়ানস) ও মিনহাজুল আবেদিন আফ্রিদি (রংপুর রাইডার্স) উভয়ের টি২০ অভিষেক হয়।
খুলনা টাইটান্স
১২৩/৯ (২০ ওভার) |
ব
|
ঢাকা ডায়নামাইটস
১২৪/৪ (১৪.৫ ওভার) |
- খুলনা টাইটানস টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
প্লে-অফ
সম্পাদনাসেমি-ফাইনাল | প্রিলিমিনারি ফাইনাল | ফাইনাল | |||||||||||
৪ ফেব্রুয়ারি ২০১৯ — শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা | ৮ ফেব্রুয়ারি ২০১৯ — শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা | ||||||||||||
১ | রংপুর রাইডার্স | ১৬৫/৫ (২০ ওভার) | ২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ১৯৯/৩ (২০ ওভার) | ||||||||
২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ১৬৬/২ (১৮.৫ ওভার) | ৬ ফেব্রুয়ারি ২০১৯ — শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা | ৪ | ঢাকা ডায়নামাইটস | ১৮২/৯ (২০ ওভার) | |||||||
১ | রংপুর রাইডার্স | ১৪২ (১৯.৪ ওভার) | |||||||||||
৪ ফেব্রুয়ারি ২০১৯ — শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা | ৪ | ঢাকা ডায়নামাইটস | ১৪৭/৫ (১৬.৪ ওভার) | ||||||||||
৩ | চিটাগাং ভাইকিংস | ১৩৫/৮ (২০ ওভার) | |||||||||||
৪ | ঢাকা ডায়নামাইটস | ১৩৬/৪ (১৬.৪ ওভার) | |||||||||||
এলিমিনেটর
সম্পাদনাচিটাগাং ভাইকিংস
১৩৫/৮ (২০ ওভার) |
ব
|
ঢাকা ডায়নামাইটস
১৩৬/৪ (১৬.৪ ওভার) |
- চিটাগাং ভাইকিংস টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
কোয়ালিফায়ার
সম্পাদনা- কোয়ালিফায়ার ১
রংপুর রাইডার্স
১৬৫/৫ (২০ ওভার) |
ব
|
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৬৬/২ (১৮.৫ ওভার) |
- রংপুর রাইডার্স টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
- কোয়ালিফায়ার ২
রংপুর রাইডার্স
১৪২ (১৯.৪ ওভার) |
ব
|
ঢাকা ডায়নামাইটস
১৪৭/৫ (১৬.৪ ওভার) |
- ঢাকা ডায়নামাইটস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
ফাইনাল
সম্পাদনাকুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৯৯/৩ (২০ ওভার) |
ব
|
ঢাকা ডায়নামাইটস
১৮২/৯ (২০ ওভার) |
- ঢাকা ডায়নামাইটস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- কুমিল্লা ভিক্টোরিয়ানস দ্বিতীয়বারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা লাভ করে।
পরিসংখ্যান
সম্পাদনাসর্বোচ্চ রান
সম্পাদনাখেলোয়াড় | দল | ম্যাচ | ইনিংস | রান | গড় | স্ট্রাইক রেট | সর্বোচ্চ | ১০০ | ৫০ | ৪ | ৬ | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
রাইলি রুশো | রংপুর রাইডার্স | ১৪ | ১৩ | ৫৫৮ | ৬৯.৭৫ | ১৫০.০০ | ১০০* | ১ | ৫ | ৪৯ | ২৪ | |||||||||||||
তামিম ইকবাল | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ১৪ | ১৪ | ৪৬৭ | ৩৮.৯১ | ১৩৩.৮১ | ১৪১* | ১ | ২ | ৪১ | ২৩ | |||||||||||||
মুশফিকুর রহিম | চিটাগাং ভাইকিংস | ১৩ | ১৩ | ৪২৬ | ৩৫.৫০ | ১৩৯.২১ | ৭৫ | ০ | ৩ | ৩৬ | ১৮ | |||||||||||||
নিকোলাস পুরান | সিলেট সিক্সার্স | ১১ | ১১ | ৩৭৯ | ৪৭.৩৭ | ১৫৯.৯১ | ৭৬* | ০ | ৩ | ২৭ | ২৮ | |||||||||||||
লরি ইভান্স | রাজশাহী কিংস | ১১ | ১১ | ৩৩৯ | ৩৭.৬৬ | ১৩৭.৮০ | ১০৪* | ১ | ২ | ৩৭ | ১০ | |||||||||||||
উৎস: ক্রিকইনফো.কম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ অনুযায়ী |
সর্বোচ্চ উইকেট
সম্পাদনাখেলোয়াড় | দল | ম্যাচ | ইনি | ওভার | মেডেন | রান | উই | ইসেবো | গড় | ইকো | স্ট্রারে | ৪উই | ৫উই | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাকিব আল হাসান | ঢাকা ডায়নামাইটস | ১৫ | ১৫ | ৫৬ | ২ | ৪০৬ | ২৩ | ৪/১৬ | ১৭.৬৫ | ৭.২৫ | ১৪.৬ | ১ | ০ | |||||||||||
তাসকিন আহমেদ | সিলেট সিক্সার্স | ১২ | ১২ | ৩৭.১ | ০ | ৩১৮ | ২২ | ৪/২৮ | ১৪.৪৫ | ৮.৫৫ | ১০.১ | ২ | ০ | |||||||||||
মাশরাফি বিন মর্তুজা | রংপুর রাইডার্স | ১৪ | ১৪ | ৫৫ | ১ | ৩৮৭ | ২২ | ৪/১১ | ১৭.৫৯ | ৭.০৩ | ১৫.০ | ১ | ০ | |||||||||||
রুবেল হোসেন | ঢাকা ডায়নামাইটস | ১৫ | ১৫ | ৫২.৪ | ১ | ৪০৭ | ২২ | ৪/২৩ | ১৮.৫০ | ৭.৭২ | ১৪.৩ | ২ | ০ | |||||||||||
মোহাম্মদ সাইফুদ্দিন | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ১৩ | ১৩ | ৪৬ | ২ | ৩৫৬ | ২০ | ৪/২২ | ১৭.৮০ | ৭.৭৩ | ১৩.৮ | ১ | ০ | |||||||||||
উৎস: ক্রিকইনফো.কম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ অনুযায়ী |
দলীয় সর্বোচ্চ রান
সম্পাদনাদল | সর্বমোট | প্রতিপক্ষ | মাঠ | ফলাফল | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
রংপুর রাইডার্স | ২৩৯/৪ | চিটাগাং ভাইকিংস | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম | জয় | ||||||||||||||||||||
কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ২৩৭/৫ | খুলনা টাইটান্স | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম | জয় | ||||||||||||||||||||
চিটাগাং ভাইকিংস | ২১৪/৪ | খুলনা টাইটান্স | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | জয় | ||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো.কম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ অনুযায়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "BPL teams to have a maximum of four overseas players in 2018"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৮।
- ↑ "BPL likely to be delayed due to general elections"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮।
- ↑ "Zimbabwe's tour of Bangladesh now set for October 2018"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮।
- ↑ "BPL VI to start on January, 2019"। bdcrictime (ইংরেজি ভাষায়)। ২৯ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৮।
- ↑ "DRS set to be introduced in BPL 2019"। CricBuzz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Four foreigners per side in BPL 2018"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৮।
- ↑ ইকবাল, নাইর। "তামিমের কুমিল্লার কাছেই বিপিএলের শিরোপা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "ফাইনালে কে কী পুরস্কার পেলো?"। somoynews.tv। ৯ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Players draft for BPL postponed due to Zimbabwe ODIs"। Cricbuzz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৮।
- ↑ "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19"। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। ২৮ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
- ↑ "Rajshahi Kings release Mushfiqur Rahim ahead of BPL 2019"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)।
- ↑ "BPL 2018-19 all teams full squad list"। Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮।
- ↑ "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19"। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। ২৮ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৮।
- ↑ "BCB bars Steven Smith's BPL participation on technical grounds"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮।
- ↑ "BCB changes rules to let Steven Smith play in the BPL"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ ক খ "বিপিএলের পূর্ণাঙ্গ সূচি দেখুন এখানে"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৮।
- ↑ "Aliss Islam's hat-trick helps Dhaka barely defend 183"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯।
- ↑ Mohammad Isam। "Laurie Evans century helps Rajshahi rise to fourth place"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- ↑ "Stats: Chris Gayle becomes the first batsman to hit 900 T20 sixes"। CricTracker (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯।
- ↑ "Thisara Perera's all-round heroics down ঢাকা ডায়নামাইটস"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৯।
- ↑ ক খ Mohammad Isam। "Rossouw, Hales shine with centuries in রংপুর রাইডার্স' big win"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ক্রিনইনফোতে সিরিজের পাতা (ইংরেজি)