মোহাম্মদ নওয়াজ

পাকিস্তানী ক্রিকেটার

মোহাম্মদ নওয়াজ (উর্দু: محمد نواز‎‎; জন্ম: ২১ মার্চ, ১৯৯৪) রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণকারী বিশিষ্ট পাকিস্তানি ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলিং করেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রতিনিধিত্ব করছেন তিনি।[] এছাড়া, পাকিস্তানের অনূর্ধ্ব-১৫, ১৯ ও ২৩ দলসহ রাওয়ালপিন্ডি, রাওয়ালপিন্ডি রামসের পক্ষে খেলেছেন।

মোহাম্মদ নওয়াজ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1994-03-21) ২১ মার্চ ১৯৯৪ (বয়স ৩০)
রাওয়ালপিন্ডি, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনস্লো বাম-হাত অর্থোডক্স
ভূমিকাঅল-রাউন্ডার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৪-বর্তমানন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান
২০১৬-বর্তমানকোয়েটা গ্ল্যাডিয়েটর্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২৬ ৪২
রানের সংখ্যা - ১৩০২ ১১২৫
ব্যাটিং গড় - ৩৪.২৬ ৩৬.২৯
১০০/৫০ -/- ৩/৫ ১/৬
সর্বোচ্চ রান - ১৭০ ১৮৭
বল করেছে ৩৬ ১৯২৮ -
উইকেট - ৩৬ ৪৯
বোলিং গড় ২৫.৩৮ ২৮.০৪
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৭/৩১ ৪/৫১
ক্যাচ/স্ট্যাম্পিং ১/০ ১৮/– ৮/–
উৎস: ক্রিকইনফো, ২৫ মার্চ, ২০১৬

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

২০১৬ সালের পাকিস্তান সুপার লীগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলের সাথে চুক্তিবদ্ধ হন। প্রতিযোগিতার প্রথম চারটি খেলার মধ্যে দু'টিতেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন তিনি। ফলশ্রুতিতে পাকিস্তান দলে খেলার জন্য ডাক পান। ২০১৬ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় খেলার জন্য পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য মনোনীত হন।[] এতে তিনিও অন্তর্ভুক্ত হন।

১৩ অক্টোবর, ২০১৬ তারিখে সিরিজের ২য় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাবর আজমের সাথে তারও অভিষেক ঘটে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Mohammad Nawaz"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৫ 
  2. "Pakistan pick Manzoor, Raees for WT20"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৬ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা