মোহাম্মদ সালাহউদ্দিন

কোচ ও সাবেক ক্রিকেটার

মোহাম্মদ সালাহউদ্দিন একজন বাংলাদেশী ক্রিকেট কোচ[][] চোটের কারণে তার ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ না হওয়া পর্যন্ত তিনি ছয় বছর ঘরোয়া ক্রিকেট খেলেন এবং ১৯৯৭ সালে তিনি খণ্ডকালীন কোচ হন। এরপর থেকে তিনি নিয়মিত বাংলাদেশের ঘরোয়া লিগের দল, জাতীয় দল এবং খেলোয়াড়দের কোচিং করান।[] তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি সিঙ্গাপুর জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন।[]

মোহাম্মদ সালাহউদ্দিন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
মোহাম্মদ সালাহউদ্দিন
জন্ম১৩ই ফেব্রুয়ারী
দেবিদ্বার, কুমিল্লা
ভূমিকাকোচ
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৫–২০১০বাংলাদেশ
২০১৩সিলেট রয়্যালস
২০১৫–২০১৬কুমিল্লা ভিক্টোরিয়ানস
২০১৬–২০১৭চিটাগাং ভাইকিংস

ক্রিকেট কোচিং

সম্পাদনা

বেশ কিছু সাফল্যের পর তিনি ২০০৫ সালে ফিল্ডিং কোচ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক দলে যোগ দেন এবং ২০১০ সালে মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয় দলের কোচ হিসেবে কাজ করার জন্য চলে যান।[] তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একজন প্রাক্তন কোচ এবং ২০১৫-১৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাদের জয়লাভের জন্য নেতৃত্ব দিয়েছিলেন এবং ২০১৩ বিপিএলের চূড়ান্ত পর্বে সিলেট রয়্যালসকেও প্রশিক্ষক দিয়েছিলেন। তিনি ২০১৬ সালে চিটাগং ভাইকিংসের কোচও ছিলেন, তাদের এলিমিনেটর যাওয়ার পথে সাহায্য করেছিলেন। অনেক বাংলাদেশী ক্রিকেটার তাকে একজন মেন্টর হিসেবে বিবেচনা করেন যাদের মধ্যে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মুমিনুল হক অন্যতম।[] ২০২০-২৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তিনি আবার প্রধান কোচ হিসেবে নির্বাচিত হন। নভেম্বর ২০২৪ সালে, তিনি বাংলাদেশ পুরুষ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নির্বাচিত হন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "আবার প্রদীপ জ্বালাতে চান সালাউদ্দিন"দৈনিক প্রথম আলো। ১০ নভেম্বর ২০২৪। 
  2. "সালাউদ্দিন এবার সিনিয়র সহকারী কোচ হয়ে জাতীয় ক্রিকেট দলে"দৈনিক প্রথম আলো। ৫ নভেম্বর ২০২৪। 
  3. Bishwajit Roy। "The coach the Tigers swear by"। দ্য ডেইলি স্টার। 
  4. "টাইগারদের 'বড় খেলোয়াড়ে' পরিণত করাই সালাহউদ্দিনের লক্ষ্য"দ্য ডেইলি স্টার। ৮ নভেম্বর ২০২৪। 
  5. "১৪ বছর পর জাতীয় দলের কোচিং প্যানেলে সালাউদ্দিন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৫ নভেম্বর ২০২৪। Archived from the original on ১২ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২৪ 
  6. "সাকিব-তামিমদের প্রজন্মকে ছাড়িয়ে যেতে চিন্তায়-মানসিকতায় উন্নতি চান সালাউদ্দিন"দৈনিক প্রথম আলো। ৮ নভেম্বর ২০২৪। 
  7. "বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হলেন সালাহউদ্দিন"দ্য ডেইলি স্টার। ৫ নভেম্বর ২০২৪। 
  8. "কোচ হওয়ার পরদিনই মাঠে নেমে পড়লেন সালাউদ্দিন"যায়যায়দিন। ৭ নভেম্বর ২০২৪।