আবুল হাসান (ক্রিকেটার)

বাংলাদেশী ক্রিকেটার

আবুল হাসান (জন্ম: ৫ আগস্ট ১৯৯২) একজন বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড়। ২০১২ সালে ২০১২-১৩ মৌসুমের ওয়েস্ট-ইন্ডিজবাংলাদেশের মধ্যকার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট সিরিজের মাধ্যমে তার আন্তর্জাতিক অভিষেক হয়। তিনি বাংলাদেশের পক্ষে ৬৫তম টেস্ট ক্রিকেটার।

আবুল হাসান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
আবুল হাসান রাজু
ডাকনামরাজু
ব্যাটিংয়ের ধরনবামহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট মিডিয়াম
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক২১ নভেম্বর ২০১২ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট২০১২ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই অভিষেক৩০ নভেম্বর ২০১২ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই২৩ মার্চ ২০১৩ বনাম শ্রীলঙ্কা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
সিলেট বিভাগ
২০১২ - বর্তমানসিলেট রয়্যালস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই প্রথম-শ্রেণী লিস্ট এ
ম্যাচ সংখ্যা ১২ ১৫
রানের সংখ্যা ১৬৫ ৩৫৫ ৯৩
ব্যাটিং গড় ৮২.৫০ ৩.০০ ২৭.৩০ ৮.৪৫
১০০/৫০ ১/০ ০/০ ১/১ ০/০
সর্বোচ্চ রান ১১৩ ১১৩ ৩৭
বল করেছে ৫২৮ ৮৪ ১,৪৬৫ ৫৫৭
উইকেট ১১ ১২
বোলিং গড় ১২৩.৬৬ - ৮২.০৯ ৩৬.৯১
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ২/৮০ ২/৩৮ ২/১৭
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/&ndash ৫/– ০/–
উৎস: ক্রিকইনফো, ২১ নভেম্বর ২০১৩

অভিষেক টেস্টে ১০ নম্বরে ব্যাট করে সেঞ্চুরি করেন । সর্বশেষ এই কীর্তিটা গড়েছিলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান রেগি ডাফ, ১৯০২ সালে। দীর্ঘ ১১০ বছর শেখ আবু নাসের স্টেডিয়াম একই কীর্তির পুনরাবৃত্তি করলেন আবুল হাসান। কিন্তু রেগি ডাফ খুব অল্প বয়সেই মারা যান।[]

আরও যেসব রেকর্ড করেন :

  • তৃতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসাবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন । []
  • ক্রিকেট ইতিহাসের ৪র্থ ব্যাটসম্যান হিসাবে ১০নং এ সেঞ্চুরি করেন এবং টেস্ট ক্রিকেট ইতিহাসের ২য় ব্যাটসম্যান হিসাবে ১০নং এ সেঞ্চুরি করেন।
  • অভিষেক ইনিংসে ১০ নম্বরে নেমে টেস্ট ইতিহাসে প্রথম সেঞ্চুরি। আগের সর্বোচ্চ ৫৯ ছিল পাকিস্তানের রশিদ খানের, ১৯৮২ সালে। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অনন্য আবুল হাসান - প্রথম আলো"দৈনিক প্রথম আলো। ২০১৩-০৮-৩১। ২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১২-২৯ 
  2. "বোলার আবুল হাসানের সেঞ্চুরি | বিডি নিউজ | bdnews.com"। Bangla.bdnews.com। ২৩ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১২-২৯ 
  3. "হাসানের যত কীর্তি - প্রথম আলো"দৈনিক প্রথম আলো। ২০১৩-০৮-৩১। সংগ্রহের তারিখ ২০১৩-১২-২৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]