লিটন দাস
লিটন কুমার দাস (জন্ম: ১৩ অক্টোবর, ১৯৯৪) একজন বাংলাদেশী ক্রিকেটার এবং সকল ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান সহ-অধিনায়ক। তিনি একজন উইকেট-কিপার এবং ডানহাতি ব্যাটার।[১][২] তিনি ২০১৫ সালের জুনে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। তিনি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেছেন (১৭৬)। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে (১৮) বলে অর্ধশতক করেন। যা ছিল বাংলাদেশের সবচেয়ে কম বলে অর্ধ শতক রান করার রেকর্ড।[৩]
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | লিটন কুমার দাস | |||||||||||||||||||||||||||||||||||
জন্ম | দিনাজপুর, বাংলাদেশ | ১৩ অক্টোবর ১৯৯৪|||||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | লিটু | |||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ৫ ফুট ৭ ইঞ্চি (১.৭০ মিটার) | |||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি অফ স্পিন | |||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | উইকেট-রক্ষক-ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ৭৭) | ১০ জুন ২০১৫ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ১৪ জুন ২০২৩ বনাম আফগানিস্তান | |||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১১৭) | ১৮ জুন ২০১৫ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ১১ নভেম্বর ২০২৩ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||
টি২০আই অভিষেক (ক্যাপ ৪৬) | ৫ জুলাই ২০১৫ বনাম দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||
শেষ টি২০আই | ২৭ ডিসেম্বর ২০২৩ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||
টি২০আই শার্ট নং | ১৬ | |||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||
২০১২-বর্তমান | উত্তরাঞ্চল ক্রিকেট দল (বাংলাদেশ) (জার্সি নং ১৬) | |||||||||||||||||||||||||||||||||||
২০১২ | ঢাকা গ্ল্যাডিয়েটর্স (জার্সি নং ১৬) | |||||||||||||||||||||||||||||||||||
২০১১-বর্তমান | রংপুর বিভাগ ক্রিকেট দল (জার্সি নং ১৬) | |||||||||||||||||||||||||||||||||||
২০১৬-বর্তমান | কুমিল্লা ভিক্টোরিয়ান্স (জার্সি নং ১৬) | |||||||||||||||||||||||||||||||||||
২০১৮-২০১৯ | সিলেট সিক্সার্স (জার্সি নং ১৬) | |||||||||||||||||||||||||||||||||||
২০১৯ | জ্যামাইকা তালাওয়াস (জার্সি নং ১৬) | |||||||||||||||||||||||||||||||||||
২০১৯-২০ | রাজশাহী রয়্যালস (জার্সি নং ১৬) | |||||||||||||||||||||||||||||||||||
২০২৩ | কলকাতা নাইট রাইডার্স | |||||||||||||||||||||||||||||||||||
২০২৩ | সারে জাগুয়ার | |||||||||||||||||||||||||||||||||||
২০২৩ | গালে টাইটান্স | |||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
পদক রেকর্ড
| ||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ |
ব্যক্তিগত জীবন
সম্পাদনালিটন কুমার দাস বাংলাদেশের দিনাজপুর জেলার একটি বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বাচ্চু চন্দ্র দাস এবং মাতার নাম অনিতা দাস। তার দুই ভাই আছে।[৪]
তিনি বিকেএসপিতে পড়াশোনা করেছেন এবং বয়স স্তরের দলের হয়ে খেলেছেন।
তিনি ২০১৯ সালের জুলাই মাসে দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাকে বিবাহ করেন।[৫] যিনি বাংলাদেশের মিরপুরে একজন কৃষিবিদ । ২০২৩ সালের নভেম্বরে তাদের একটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে।[৬]
ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট
সম্পাদনাপ্রারম্ভিক জীবন
সম্পাদনা২০০৭-২০০৮ মৌসুমে ১৩ বছর বয়সে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে খেলেন। [৭] ২০১০-১১ সালে তাকে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ উভয় দলে খেলার জন্য নির্বাচন করা হয়। শেষমেষ তিনি অনূর্ধ্ব-১৯ দলের হয় ২০১২ ও ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেন।[৭][৮] ২০১৩ সালে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়েও খেলেন। [৭]
জাতীয় ক্রিকেট লীগ ও লিস্ট এ ক্রিকেট
সম্পাদনা২০১৪-১৫ জাতীয় ক্রিকেট লিগে রংপুর বিভাগের হয়ে তিনি পাঁচটি সেঞ্চুরি করেন এবং ৮৫.৩৩ গড়ে ১,০২৪ রান নিয়ে সাত ম্যাচের মৌসুম শেষ করেন। তার দল রংপুর বিভাগ ওই মৌসুমে চ্যাম্পিয়ন হয়।
২০১৭ সালের জানুয়ারিতে, দাস ২০১৬-১৭ বাংলাদেশ ক্রিকেট লিগে পূর্বাঞ্চলের হয়ে প্রথম -শ্রেণীর ক্রিকেটে তার প্রথম ডাবল সেঞ্চুরি করেন। এর ফলস্বরূপ, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে একমাত্র ম্যাচের জন্য তাকে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে ডাকা হয়।
২০১৬-১৭ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ১৪ ম্যাচে ৭৫২ রান করে সর্বাধিক রান সংগ্রাহক হন।[৯]
এপ্রিল ২০১৮ সালে, দাস ২০১৭-১৮ বাংলাদেশ ক্রিকেট লিগে শীর্ষস্থানীয় রান সংগ্রাহক ছিলেন, এক ইনিংসে ২৭৪ রান সহ ছয় ম্যাচে ৭৭৯ রান করেন।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল)
সম্পাদনা২০১৮ সালের অক্টোবরে, দাসকে ২০১৮-১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগের খসড়া অনুসরণ করে সিলেট সিক্সার্স দলের স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল। [৮]
নভেম্বর ২০১৯ সালে, তিনি ২০১৯-২০ বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী রয়্যালসের হয়ে খেলার জন্য নির্বাচিত হন, যেখানে তিনি ৪৫৫ রান করেন।[৮]
২০২০-২১ বঙ্গবন্ধু টি২০ কাপে গাজী গ্রুপ বরিশালের হয়ে খেলেছেন ২০২১ সালের এপ্রিলে।
২০২১-২২ বিপিএলে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে অন্তর্ভুক্ত হন। ৯ ম্যাচে ২০৯ রান করে কুমিল্লাকে ২য় বিপিএল শিরোপা জিততে সহায়তা করেন।[৮][১০]
২০২৩ বিপিএলেও তিনি কুমিল্লার হয়ে ১৩ ম্যাচে ৩৭৯ রান করে টানা ২য়বার বিপিএল শিরোপা জেতেন।[৮][১০]
২০২৪ বিপিএলেও তিনি কুমিল্লার হয়ে ১৪ ম্যাচে ৩৯১ রান করেন। ফাইনালে ফরচুন বরিশালের কাছে তার দল ৬ উইকেটে হেরে যায়।[৮][১১]
২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লীগে তিনি ঢাকা ক্যাপিটালস দলে যোগ দেন। [১২] ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ১৫ সদস্যের সংক্ষিপ্ত দলে না পাওয়ার দিনেই(১২ জানুয়ারি ২০২৫), দাস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ এ ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে টি২০তে তার প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন যা বিপিএলের ইতিহাসে একজন বাংলাদেশী হিসেবে ২য় সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি।[১৩][১৪][১৫][১৬] তিনি ৪৪ বলে তার সেঞ্চুরি পূর্ণ করেন যা বাংলাদেশীদের মধ্যে ২য় সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি এবং বিপিএলের ৪র্থ সর্বোচ্চ ব্যাক্তিগত রান। একই ম্যাচে তিনি ও তানজিদ হাসান মিলে ১১৮ বলে ২৪১ রানের পার্টনারশিপ গড়েন যা স্বীকৃত টি২০ ক্রিকেটে ২য় সর্বোচ্চ। এর ফলে ঢাকা ২৫৪ রানে ইনিংস শেষ করে যা বিপিএলের সর্বোচ্চ রান।[১৬]
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ(সিপিএল)
সম্পাদনাতিনি ২০১৯ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলেন, যা বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে তার প্রথম উপস্থিতি। টুর্নামেন্টে দুই ম্যাচে ৪৪ রান করেন তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল)
সম্পাদনামার্চ ২০২৩ সালে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের জন্য কলকাতা নাইট রাইডার্স তাকে ৫০লাখ রুপিতে কিনে নেয়। সেখানে সে শুধুমাত্র একটি ম্যাচেই খেলার সুযোগ পেয়ে ৪ রান করেন। [১৭]
আন্তর্জাতিক ক্যারিয়ার
সম্পাদনা২০১৫-২০১৯
সম্পাদনা১০ জুন ২০১৫ তারিখে ভারতের বিপক্ষে দাসের টেস্ট অভিষেক হয় তিনি ১৮ জুন ২০১৫ তারিখে ভারতের বিপক্ষেও একদিনের আন্তর্জাতিকে অভিষেক করেন তিনি ৫:জুলাই ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক করেন
২ মার্চ ২০১৭ সালে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমকে শুধুমাত্র একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে বলা হয়েছিল, যেখানে দাস শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের উইকেট-রক্ষক হয়েছিলেন।
২০১৮ সালের জুন মাসে, বাংলাদেশ দুটি টেস্ট , তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিকের জন্য ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফর করে । প্রথম টেস্টে, বাংলাদেশ টেস্টে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ রেকর্ড করে যেখানে দাস অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে ডাবল ফিগারে প্রবেশ করতে সক্ষম হন- একটি হেরে যাওয়া কারণে মাত্র ২৫ রান করে দাসের রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে, তিনি ২৪ বলে তার প্রথম সাদা-বলে অর্ধশতক ছুঁয়েছিলেন এবং ১৭ ইনিংসে তার প্রথম ৫০ প্লাস স্কোর ৬১ রান করে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ ২১ ব্যবধানে সীলমোহর করে ফেলেন। জিতে আপম্যাচ সেরার পুরস্কার।
২৮ সেপ্টেম্বর ২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে দাস তার প্রথম ওডিআই সেঞ্চুরি করেন এবং ১২টি বাউন্ডারি এবং ২ ছক্কার সাহায্যে ১২১(১১৭) করেন। শেষ বলে বাংলাদেশ ম্যাচ হারলেও তার প্রচেষ্টার জন্য তিনি শেষ পর্যন্ত "ম্যান অফ দ্য ম্যাচ" জিততেন।
এপ্রিল ২০১৯ সালে, দাসকে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে অভিষেক করেন যেখানে তিনি অপরাজিত ৯৪ রান করেন এবং সাকিব আল হাসানের সাথে অপরাজিত ১৮৯ রানের জুটি গড়েন যা বাংলাদেশকে ৭ উইকেটের বিখ্যাত জয়ে সাহায্য করে।
২০২০-২০২২
সম্পাদনা২০২০ সালের মার্চ মাসে, যখন জিম্বাবুয়ে বাংলাদেশ সফর করে , প্রথম ওডিআইতে, দাস ১২৬ রান করেন, ওডিআইতে তার দ্বিতীয় সেঞ্চুরি এবং সিলেটে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হন। তৃতীয় ওডিআইতে, তিনি ওয়ানডেতে তার ১০০০তম রান করেন এবং তারপর তামিম ইকবালের সাথে ওয়ানডেতে যেকোনো উইকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ জুটি গড়েন (২৯২ রান) পাশাপাশি ১৪৩ বলে ১৭৬ রান করেন। বল ওয়ানডেতে বাংলাদেশের যেকোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেছেন তিনি। দাস ওয়ানডে সিরিজে ১০৩.৬৮ গড়ে ৩১১ রান করেন এবং শেষ পর্যন্ত যৌথভাবে "টুর্নামেন্টের সেরা খেলোয়াড়" হন।তামিম ইকবাল
২০২১ সালের ফেব্রুয়ারিতে, যখন ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফর করে , তখন তিনি টেস্ট সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন ছিলেন, তিনি দুটি অর্ধশতক সহ ২০০ রান করেছিলেন।
২০২১ সালের মার্চে বাংলাদেশ ৩ ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ড সফর করে । ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় সিরিজেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। তৃতীয় টি-টোয়েন্টিতে, তিনি নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়কত্ব করেন যিনি ইনজুরির কারণে বাদ পড়েন এবং বাংলাদেশ ১০-ওভারের বৃষ্টির কারণে ৬৫ রানে হেরে যায় এবং শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ ৩-এ হেরে যায়। -০ পাশাপাশি।
২০২১ সালের জুনে, জিম্বাবুয়ে সফরের জন্য তাকে সব ফরম্যাটে বাংলাদেশের স্কোয়াডে রাখা হয়েছিল। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসের সময় , তিনি তার প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে পাঁচ রান পিছিয়ে ছিলেন, তিনি মাহমুদউল্লাহর সাথে ১৩৮ রানের জুটি বজায় রেখেছিলেন, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ সপ্তম উইকেট। পার্টনারশিপ এবং টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সপ্তম উইকেট জুটি।
২০২১ সালের সেপ্টেম্বরে, তাকে ২০২১ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াডে রাখা হয়েছিল। ২০২১ সালের নভেম্বরে, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে , দাস টেস্ট ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি করেন।
জানুয়ারী, ২০২২-এ যখন বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ড সফর করে , তখন তিনি নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম জয় এবং বে ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবারের মতো টেস্ট জয়ের জন্য ৮৬ রানের গুরুত্বপূর্ণ নক খেলেন । দ্বিতীয় টেস্টে, তিনি তাদের দ্বিতীয় ইনিংসে ১১৪ বলে ১০২ রান করেন, যা ছিল অ্যাওয়ে ম্যাচে তার প্রথম টেস্ট সেঞ্চুরি। তবে ইনিংস ও ১১৭ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজে দুই ম্যাচে ১৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।
২০২২ সালের জানুয়ারী পর্যন্ত, তিনি আইসিসি পুরুষদের প্লেয়ার র্যাঙ্কিং- এ বিশ্বের একজন টেস্ট ব্যাটসম্যান হিসাবে ১২ নম্বরে তার ক্যারিয়ার সেরা টেস্ট র্যাঙ্কিং অর্জন করেন যা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ।
২০২২ সালের ফেব্রুয়ারিতে, আফগানিস্তানের বিরুদ্ধে একটি ৩ ম্যাচের ওডিআই সিরিজে , তিনি একটি সেঞ্চুরি এবং একটি অর্ধশতক সহ ২২৩ রান করেন এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হন। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের প্রথম ওয়ানডে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন , সিরিজে ১১৩ রান করেছিলেন, দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে ৩৭.৬৭ গড়ে। ২ ম্যাচের টেস্ট সিরিজে ভালো পারফর্ম করতে না পারলেও ৪ ইনিংসে মাত্র ৮১ রান করেন।
২০২২ সালের মে মাসে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে , তিনি তিনটি ইনিংসে ৮৮, ১৪১ এবং ৫২ রান করেন যা তাকে ৭২৪ রেটিং পয়েন্ট সহ আইসিসি পুরুষদের টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে ১২তম স্থানে উন্নীত করে, যা সর্বোচ্চ পয়েন্ট। টেস্ট ক্রিকেটে যেকোনো বাংলাদেশি ব্যাটারের জন্য।
সহ-অধিনায়ক হিসেবে (২০২২-বর্তমান)
সম্পাদনা২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্টের সিরিজ ১ -০ ব্যবধানে হেরে যাওয়ার পর টেস্ট অধিনায়ক মমিনুল হক অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন এবং ২ জুন ২০২২ সালে সাকিব আল হাসান তাঁর স্থলাভিষিক্ত হন এবং দাসকে টেস্ট দলের সহ অধিনায়ক করা হয়।
২৯ মার্চ ২০২৩-এ, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২য় টি-টোয়েন্টিতে , তিনি মাত্র ১৮ বলে তার অর্ধশতক ছুঁয়েছিলেন এবং টি-টোয়েন্টিতে একজন বাংলাদেশী ক্রিকেটারের দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড করেছিলেন। তিনি ৪১ বলে ৮৩ রান করেন এবং রনি তালুকদারের সাথে ১২৪ রানের জুটি গড়েন , টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উদ্বোধনী জুটি যা বাংলাদেশকে আয়ারল্যান্ডকে ৭৭ রানে পরাজিত করতে সাহায্য করে।
অধিনায়ক হিসেবে
সম্পাদনামার্চ ২০২২ সালে ৩ ম্যাচের ওডিআই এবং টি২০ সিরিজ খেলতে বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফর করে। লিটন ওডিআই ও টি২০ তে ব্যাট হাতে ব্যার্থ হন। ৩য় টি২০তে নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ ইঞ্জুরির কারণে অনুপস্থিত থাকলে দাস প্রথমবারের মত বাংলাদেশকে আন্তর্জাতিক টি২০তে নেতৃত্ব দেন এবং বৃষ্টি-বিঘ্নিত ম্যাচটি ১০ওভারে খেলা হয় যা বাংলাদেশ ৬৫ রানে হেরে যায়। ফলে টি২০ সিরিজটিও বাংলাদেশ ৩-০ তে হেরে যায়।[১৮]
ডিসেম্বর ২০২২ সালে, নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ইঞ্জুরিতে পড়ার কারণে দাসকে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজের জন্য অধিনায়ক নির্বাচন করা হয়। টানটান উত্তেজনায় বাংলাদেশ প্রথম দুই ওয়ানডে যথাক্রমে ১ উইকেট ও ৫ রানে জয় লাভ করে। যদিও বাংলাদেশ ৩য় ওয়ানডে ২২৭ রানের বিশাল ব্যবধানে হেরে যায়। তবুও বাংলাদেশ ২-১ ব্যবধানে ওডিআই সিরিজটি জিতে নেয়।[১৯]
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ইঞ্জুরির কারণে, লিটনকে বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক হিসাবে নির্বাচন করা হয়।[২০] দাস দুই ইনিংসের যথাক্রমে ৯ ও ৬৬ রান এবং সাথে ৬টি আউট করেন। রানের হিসাবে বাংলাদেশ টেস্টে সবচেয়ে বড় জয় পায় যা টেস্ট ক্রিকেটেরই ৩য় সর্বোচ্চ বড় জয়। সাথে এটি ২১ শতকে টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় জয়।[২১][২২]
২০২৪-২০২৫
সম্পাদনামে ২০২৪ সালে, দাস বাংলাদেশের ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের দলে জায়গা পান।[২৩]
সেপ্টেম্বর ২০২৪ সালে,দাস পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ১২টি ডিসমিসালের(আউট) রেকর্ড গড়েন যা যেকোনো টেস্ট সিরিজে একজন বাংলাদেশী উইকেটকিপার হিসাবে সর্বোচ্চ[২৪] এবং ২ ম্যাচের টেস্ট সিরিজে একজন উইকেটকিপার হিসাবে যা ৫ম সর্বোচ্চ। ১ম ইনিংসে তার অনবদ্য ১৩৮ রানের দরুন তিনি ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার জিতে নেন।[২৫]
ডিসেম্বর ২০২৪ সালে, বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩ ম্যাচের টি২০ সিরিজে নেতৃত্ব দিতে দাসকে নির্বাচন করা হয়।[২৬] তার নেতৃত্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে ওয়াইটওয়াশ করে। ফলে ভারত ও ইংল্যান্ডের পর মাত্র ৩য় দল হিসাবে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরি ঘরের মাঠে সিরিজে পরাজিত করার কীর্তি গড়ে বাংলাদেশ। সাথে এই সিরিজ জয় কোনো পূর্ন সদস্য দেশের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি২০ সিরিজ জয়।[২৭]
আন্তর্জাতিক শতকসমূহ
সম্পাদনাKey
- * – অপরাজিত
- – ম্যান অব দ্য ম্যাচ
টেস্ট আন্তর্জাতিক শতকসমূহ
সম্পাদনালিটন দাসের টেস্ট আন্তর্জাতিক শতকসমূহ | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | রান | প্রতিপক্ষ | ব্যাটিং পজিশন | ইনিংস | টেস্ট | মাঠ | হোম/অ্যাওয়ে | বছর | ফলাফল | তথ্যসূত্র |
১ | ১১৪ | পাকিস্তান | ৬ | ১ | ১/২ | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম | হোম | ২০২১-২২ | পরাজিত | [২৮] |
২ | ১০২ | নিউজিল্যান্ড | ৫ | ৩ | ২/২ | হ্যাগলে ওভাল | হোম | ২০২১-২২ | পরাজিত | [২৯] |
৩ | ১৪১ | শ্রীলঙ্কা | ৭ | ১ | ২/২ | মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম | হোম | ২০২২-২৩ | পরাজিত | [৩০] |
৪ | ১৩৮ | পাকিস্তান | ৭ | ২ | ২/২ | রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি | অ্যাওয়ে | ২০২৩-২০২৪ | বিজয়ী | [৩১] |
একদিনের আন্তর্জাতিক শতকসমূহ
সম্পাদনালিটন দাসের একদিনের আন্তর্জাতিক শতকসমূহ | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
# | রান | প্রতিপক্ষ | ব্যাটিং পজিশন | ইনিংস | মাঠ | হোম/অ্যাওয়ে | বছর | ফলাফল | |
১ | ১২১ | ভারত | ১ | ১ | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | নিরপেক্ষ | ২০১৮ | পরাজিত | [৩২] |
২ | ১২৬ | জিম্বাবুয়ে | ১ | ১ | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | হোম | ২০১৯-২০ | বিজয়ী | [৩৩] |
৩ | ১৭৬ | জিম্বাবুয়ে | ২ | ১ | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | হোম | ২০১৯-২০ | বিজয়ী(ডি/এল পদ্ধতিতে) | [৩৪] |
৪ | ১০২ | জিম্বাবুয়ে | ২ | ১ | হারারে স্পোর্টস ক্লাব | অ্যাওয়ে | ২০২০-২১ | বিজয়ী | [৩৫] |
৫ | ১৩৬ | আফগানিস্তান | ২ | ১ | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম | হোম | ২০২১-২২ | বিজয়ী | [৩৬] |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Uddin, Mazhar (২০২১-০১-০৬)। "Time to decide on a Test gloveman"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৬।
- ↑ "Das — the new age Bangladesh cricketer"। thehindu.com। জুন ১৫, ২০১৫।
- ↑ "Bangladesh T20I matches batting most runs innings"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ "লিটন কুমার দাস"। প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৯।
- ↑ sun, daily। "Liton Das's wedding reception held in Dinajpur | Daily Sun"। daily sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৯।
- ↑ Chowdhury, Siam। "মেয়ের বাবা হলেন লিটন"। bn.bdcrictime.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৭।
- ↑ ক খ গ "The Home of CricketArchive"। cricketarchive.com। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২২।
- ↑ ক খ গ ঘ ঙ চ "Litton Das Profile - Cricket Player Bangladesh | Stats, Records, Video"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২২।
- ↑ "Dhaka Premier Division 2017 Statistics"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২২।
- ↑ ক খ "Bangladesh Premier League Trophy team series results"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২২।
- ↑ "BPL 2024 2023/24 Schedule | Bangladesh Premier League Fixtures & Results"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২২।
- ↑ Sengupta, Koustav (২০২৪-১০-১৪)। "Newly-formed Dhaka Capitals sign Litton Das in BPL Players' Draft"। CricTracker (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২২।
- ↑ প্রতিবেদক, ক্রীড়া (২০২৫-০১-১২)। "সেঞ্চুরিতে লিটনের জবাব, সেঞ্চুরি তানজিদেরও"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ "Bangladesh Premier League Trophy batting list hundreds"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৪।
- ↑ "Axed Liton hits fastest BPL ton by a Bangladeshi"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২৫-০১-১২। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২২।
- ↑ ক খ "Litton Das and Tanzid Hasan slam tons to take Dhaka Capitals to record total"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২২।
- ↑ "Liton, Shakib picked by KKR at IPL auction"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২২-১২-২৩। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২২।
- ↑ "Liton to captain in last T20I as injured Mahmudullah ruled out"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ "Bangladesh win nailbiter against India clinching ODI series"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২২-১২-০৭। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ "Bangladesh, Afghanistan meet amid rains as solitary Test struggles for significance"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ "Shanto, bowlers shine as Bangladesh create history in Dhaka"। Cricbuzz (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৬-১৭। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ "Bangladesh seal 546-run win, third highest by runs in Test history"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ "Bangladesh Squad - ICC Men's T20 World Cup, 2024 Squad"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ "Bangladesh Test matches keeping most dismissals series"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ AFP (২০২৪-০৯-০১)। "Ton-up Liton Das helps Bangladesh thwart Pakistan in second Test"। The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ "Litton Das to lead Bangladesh in T20Is against West Indies"। www.cricbuzz.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ "Bangladesh Seal Historic 3-0 Whitewash Of West Indies With Record 80-Run Win | WI vs BAN 2024 | Cricket News"। Wisden (ইংরেজি ভাষায়)। ২০২৪-১২-২০। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ "BAN vs PAK Cricket Scorecard, 1st Test at Chattogram, November 26 - 30, 2021"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ "NZ vs BAN Cricket Scorecard, 2nd Test at Christchurch, January 09 - 11, 2022"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ "BAN vs SL Cricket Scorecard, 2nd Test at Dhaka, May 23 - 27, 2022"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ "PAK vs BAN Cricket Scorecard, 2nd Test at Rawalpindi, August 30 - September 03, 2024"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ "BAN vs IND Cricket Scorecard, Final at Dubai, September 28, 2018"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ "BAN vs ZIM Cricket Scorecard, 1st ODI at Sylhet, March 01, 2020"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ "BAN vs ZIM Cricket Scorecard, 3rd ODI at Sylhet, March 06, 2020"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ "ZIM vs BAN Cricket Scorecard, 1st ODI at Harare, July 16, 2021"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
- ↑ "BAN vs AFG Cricket Scorecard, 2nd ODI at Chattogram, February 25, 2022"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-১৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে লিটন দাস (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে লিটন দাস (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- ফেসবুকে লিটন দাস