২০১৩-১৪ ভারত ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
ভারত ক্রিকেট দল ১৯ জানুয়ারি, ২০১৪ তারিখ থেকে ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখ পর্যন্ত পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক নিউজিল্যান্ড সফর করে। সফরে ভারত ক্রিকেট দল ৫টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও ২টি টেস্ট ম্যাচে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে অংশ নেয়।[১]
২০১৩-১৪ ভারত ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর | |||
---|---|---|---|
নিউজিল্যান্ড | ভারত | ||
তারিখ | ১৯ জানুয়ারি, ২০১৪ – ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ | ||
অধিনায়ক | ব্রেন্ডন ম্যাককুলাম | মহেন্দ্র সিং ধোনি | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | ব্রেন্ডন ম্যাককুলাম (৫৩৫) | শিখর ধাওয়ান (২১৫) | |
সর্বাধিক উইকেট |
টিম সাউদি (১১) নিল ওয়াগনার (১১) | ইশান্ত শর্মা (১৫) | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ৪–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | কেন উইলিয়ামসন (৩৬১) | বিরাট কোহলি (২৯১) | |
সর্বাধিক উইকেট | কোরে অ্যান্ডারসন (১০) | মোহাম্মদ শমী (১১) |
মাঠসমূহ
সম্পাদনাদলের সদস্য
সম্পাদনানিউজিল্যান্ড | ভারত |
---|---|
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
- ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
- ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
- বৃষ্টির কারণে খেলা ৪২ ওভারে আনা হয়। ভারত দলকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে সংশোধিত লক্ষ্যমাত্রা দেয়া হয় ২৯৩ রান।
- পরাজয়ের ফলে ভারত দল আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশিপে তাদের শীর্ষস্থান হারায় ও অস্ট্রেলিয়া শীর্ষস্থানে চলে আসে।[২] কিন্তু, ২৪ জানুয়ারি’র ৪র্থ ওডিআইয়ে ইংল্যান্ডের কাছে পরাজয়ের ফলে অস্ট্রেলিয়া পুনরায় শীর্ষস্থান হারায় ও ভারত শীর্ষস্থানে ফিরে আসে।
৩য় ওডিআই
সম্পাদনাব
|
||
- ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
- ভারতীয় দলের অধিনায়ক ও উইকেট-রক্ষক মহেন্দ্র সিং ধোনি নিজস্ব ২৫০তম আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেন।
৪র্থ ওডিআই
সম্পাদনাব
|
||
- ভারত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ভারতের পক্ষে স্টুয়ার্ট বিনি’র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
৫ম ওডিআই
সম্পাদনাব
|
||
- ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
পরিসংখ্যান
সম্পাদনা- সর্বাধিক রান[৩]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | রান | গড় | সর্বোচ্চ রান |
---|---|---|---|---|
কেন উইলিয়ামসন | ৫ | ৩৬১ | ৭২.২০ | ৮৮ |
রস টেলর | ৫ | ৩৪৩ | ৮৫.৭৫ | ১১২* |
বিরাট কোহলি | ৫ | ২৯১ | ৫৮.২০ | ১২৩ |
মহেন্দ্র সিং ধোনি | ৫ | ২৭২ | ৬৮.০০ | ৭৯* |
মার্টিন গাপটিল | ৫ | ২১৪ | ৪২.৮০ | ১১১ |
সর্বোচ্চ রান
সম্পাদনানাম | দল | রান | মাঠ | ব্যাটিং অবস্থান | ম্যাচ ইনিংস |
---|---|---|---|---|---|
কোহলি | ভারত | ১২৩ | নাপিয়ের | ৩ | ২ |
টেলর | নিউজিল্যান্ড | ১১২* | হ্যামিলটন | ৪ | ২ |
গাপটিল | নিউজিল্যান্ড | ১১১ | অকল্যান্ড | ১ | ১ |
টেলর | নিউজিল্যান্ড | ১০২ | ওয়েলিংটন | ৪ | ১ |
উইলিয়ামসন | নিউজিল্যান্ড | ৮৮ | ওয়েলিংটন | ৩ | ১ |
কোহলি | ভারত | ৮২ | ওয়েলিংটন | ৩ | ২ |
বোলিং
সম্পাদনা- সর্বাধিক উইকেট[৪]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | উইকেট | ইকোনোমি | সেরা বোলিং | |
---|---|---|---|---|---|
মোহাম্মদ শমী | ৫ | ১১ | ৩১৬ | ৭.১৮ | ৪/৫৫ |
কোরে অ্যান্ডারসন | ৩ | ১০ | ১৮১ | ৬.৫৮ | ৫/৬৩ |
টিম সাউদি | ৪ | ৮ | ২২৫ | ৫.৮১ | ৪/৭২ |
মিচেল ম্যাকক্লেনাগান | ৪ | ৫ | ২৩৪ | ৬.১৫ | ৪/৬৮ |
ম্যাট হেনরি | ১ | ৪ | ৩৮ | ৩.৮০ | ৪/৩৮ |
সেরা বোলিং
সম্পাদনানাম | দল | উইকেট | মাঠ | প্রথম ৫ জন ব্যাট্সমেনের মধ্যে | ম্যাচ ইনিংস |
---|---|---|---|---|---|
কোরে আন্ডারসন | নিউজিল্যান্ড | ৫ | অকল্যান্ড | ৩ | ২ |
ম্যাট হেনরি | নিউজিল্যান্ড | ৪ | ওয়েলিংটন | ৩ | ২ |
শামি | ভারত | ৪ | নাপিএর | ৩ | ১ |
মাক্লানেঘান | নিউজিল্যান্ড | ৪ | নাপিএর | ২ | ২ |
সউদি | নিউজিল্যান্ড | ৪ | হ্যামিলটন | ৩ | ২ |
শামি | ভারত | ৩ | হ্যামিলটন | ২ | ১ |
শামি | ভারত | ৩ | হ্যামিলটন | ২ | ১ |
কোরে আন্ডারসন | নিউজিল্যান্ড | ৩ | হ্যামিলটন | ১ | ২ |
অর্জনসমূহ
সম্পাদনা- নিউজিল্যান্ড
- রস টেলর ১ম ওডিআইয়ে ৪,০০০ রান অতিক্রম করেন।
- টিম সাউদি ২য় ওডিআইয়ে রোহিত শর্মাকে আউট করে শততম উইকেট লাভ করেন।
- মার্টিন গাপটিল ৩য় ওডিআইয়ে তার ৫ম সেঞ্চুরি করেন।
- রস টেলর ৪র্থ ওডিআইয়ে তার ৯ম সেঞ্চুরি করেন।
- রস টেলর ৫ম ওডিআইয়ে তার ১০ম সেঞ্চুরি করেন।
- ম্যাট হেনরি ৫ম ওডিআইয়ে রোহিত শর্মাকে আউট করে তার ১ম উইকেট লাভ করেন।
- ভারত
- বিরাট কোহলি ১ম ওডিআইয়ে তার ১৮শ সেঞ্চুরি করেন।
- মহেন্দ্র সিং ধোনি ৫ম ওডিআইয়ে ৮,০০০ রান অতিক্রম করেন।
প্রস্তুতিমূলক খেলা
সম্পাদনাটেস্ট সিরিজ
সম্পাদনা১ম টেস্ট
সম্পাদনা২য় টেস্ট
সম্পাদনা১৪–১৮ ফেব্রুয়ারি ২০১৪
স্কোরকার্ড |
ব
|
||
- ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- নিউজিল্যান্ডের পক্ষে টম ল্যাথাম ও জেমস নিশামের টেস্ট অভিষেক ঘটে।
- ব্রেন্ডন ম্যাককুলাম ও বিজে ওয়াটলিং ৬ষ্ঠ উইকেট জুটিতে ৩৫২ রান সংগ্রহ করে নতুন রেকর্ড স্থাপন করেন।[৫] অভিষিক্ত জেমস নিশামের অপরাজিত ১৩৭ রান ৮নং ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান।[৬] নিউজিল্যান্ডের ৮ উইকেটে ৬৮০ রান টেস্টের ৩য় ইনিংসে নতুন রেকর্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়।
পরিসংখ্যান
সম্পাদনা- সর্বাধিক রান[৭]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ রান |
---|---|---|---|---|---|
ব্রেন্ডন ম্যাককুলাম | ২ | ৪ | ৫৩৫ | ১৩৩.৭৫ | ৩০২ |
শিখর ধাওয়ান | ২ | ৪ | ২১৪ | ৫৩.৭৫ | ১১৫ |
বিরাট কোহলি | ২ | ৪ | ২১৪ | ৭১.৩৩ | ১০৫* |
জেমস নিশাম | ১ | ২ | ১৭০ | ১৭০.০০ | ১৩৭* |
কেন উইলিয়ামসন | ২ | ৪ | ১৭০ | ৪২.৫০ | ১১৩ |
বোলিং
সম্পাদনা- সর্বাধিক উইকেট[৮]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | ওভার | উইকেট | ইকোনোমি | সেরা বোলিং |
---|---|---|---|---|---|
ইশান্ত শর্মা | ২ | ১০৬.০ | ১৪ | ৩.৫৫ | ৬/৫১ |
টিম সাউদি | ২ | ৭৮.০ | ১১ | ৩.৩৫ | ৩/৩৮ |
নিল ওয়াগনার | ২ | ৬৯.৪ | ১১ | ৩.৮৭ | ৪/৬২ |
ট্রেন্ট বোল্ট | ২ | ৮২.৩ | ১০ | ৩.২৭ | ৩/৩৮ |
মোহাম্মদ শমী | ২ | ৯৯.৫ | ১০ | ৩.৫১ | ৪/৭০ |
অর্জনসমূহ
সম্পাদনানিউজিল্যান্ড
- কেন উইলিয়ামসন ১ম টেস্টের ১ম ইনিংসে তার ৫ম সেঞ্চুরি করেন।
- ব্রেন্ডন ম্যাককুলাম ১ম টেস্টের ১ম ইনিংসে তার ৮ম সেঞ্চুরি ও ২য় ডাবল-সেঞ্চুরি করেন।
- ব্রেন্ডন ম্যাককুলাম ২য় টেস্টে ৫,০০০ রান অতিক্রম করেন।
- ব্রেন্ডন ম্যাককুলাম ২য় টেস্টের ২য় ইনিংসে তার ৯ম সেঞ্চুরি ও ১ম ট্রিপল-সেঞ্চুরি করেন।
- বিজে ওয়াটলিং ২য় টেস্টের ২য় ইনিংসে তার ৩য় সেঞ্চুরি করেন।
- বিজে ওয়াটলিং ২য় টেস্টের ২য় ইনিংসে ১,০০০ রান অতিক্রম করেন।
- জিমি নিশাম ২য় টেস্টের ২য় ইনিংসে তার ১ম সেঞ্চুরি করেন।
ভারত
- ইশান্ত শর্মা ১ম টেস্টের ১ম ইনিংসে হ্যামিশ রাদারফোর্ডকে আউট করে ১৫০তম উইকেট লাভ করেন।
- শিখর ধাওয়ান ১ম টেস্টের ২য় ইনিংসে তার ১ম সেঞ্চুরি করেন।
- ইশান্ত শর্মা ২য় টেস্টের ১ম ইনিংসে ৬/৫১ বোলিং পরিসংখ্যান গড়েন যা তার নিজস্ব সেরা বোলিং।
- আজিঙ্কা রাহানে ২য় টেস্টের ১ম ইনিংসে তার ১ম সেঞ্চুরি করেন।
- বিরাট কোহলি ২য় টেস্টের ২য় ইনিংসে তার ৬ষ্ঠ সেঞ্চুরি করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "India tour of New Zealand, 2013/14"। ESPNcricinfo। ৫ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৪।
- ↑ Monga, Sidharth (২২ জানুয়ারি ২০১৪)। "India down 2-0, lose No. 1 ranking"। Cricinfo। ESPN। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৪।
- ↑ "Records / India in New Zealand ODI Series, 2013/14 / Most runs"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Records / India in New Zealand ODI Series, 2013/14/Most wickets"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "New Zealand v India: Brendon McCullum leads recovery"। BBC Sport। ১৭ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Brendon McCullum hits 302 as New Zealand draw with India"। BBC Sport। ১৮ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Most runs in Test Series"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Most wickets in Test Series"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৪।