হাসান আল-মামুন
হাসান আল-মামুন (ইংরেজি: Hassan Al-Mamun) জন্ম ১৬ ডিসেম্বর ১৯৭৮) একজন বাংলাদেশী প্রাক্তন পেশাদার ফুটবলার যিনি একজন ডিফেন্ডার হিসাবে খেলেন। তাকে মূলত ফুল ব্যাক হিসেবে মোতায়েন করা হয় যারা মাঠের দুই পাশে খেলতে পারে। তিনি ১৯৯৫ থেকে
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | মোহাম্মদ হাসান আল-মামুন | ||||||||||||||||||||||
জন্ম | ১৬ ডিসেম্বর ১৯৭৮ | ||||||||||||||||||||||
জন্ম স্থান | ময়মনসিংহ, বাংলাদেশ | ||||||||||||||||||||||
উচ্চতা | ১.৬৯ মিটার | ||||||||||||||||||||||
মাঠে অবস্থান | ফুল ব্যাক (অ্যাসোসিয়েশন ফুটবল) | ||||||||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||||||||
১৯৮৮–১৯৯১ | বিকেএসপি | ||||||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||||||||
১৯৯২–১৯৯৪ | টিম বিজেএমসি | ||||||||||||||||||||||
১৯৯৪–১৯৯৫ | ফকিরেরপুল ওয়াইএমসি | ||||||||||||||||||||||
১৯৯৫–১৯৯৬ | আবাহনী লিমিটেড ঢাকা | ||||||||||||||||||||||
১৯৯৭–২০০৮ | মুক্তিযোদ্ধা সংসদ | ||||||||||||||||||||||
২০০৯–২০১২ | মোহামেডান এসসি | (২) | |||||||||||||||||||||
২০১২–২০১৩ | শেখ জামাল ধানমন্ডি | ||||||||||||||||||||||
২০১৩–২০১৪ | শেখ রাসেল কেসি | (০) | |||||||||||||||||||||
২০১৫ | মোহামেডান এসসি | ||||||||||||||||||||||
২০১৬ | চট্টগ্রাম আবাহনী | ||||||||||||||||||||||
জাতীয় দল | |||||||||||||||||||||||
১৯৯৬ | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ | ৬ | (১) | ||||||||||||||||||||
১৯৯৫-২০০৮ | বাংলাদেশ | ৫৬ | (০) | ||||||||||||||||||||
পরিচালিত দল | |||||||||||||||||||||||
২০১৬ | চট্টগ্রাম আবাহনী (সহকারী কোচ) | ||||||||||||||||||||||
২০২০-২৯২১ | শেখ জামাল ধানমন্ডি (সহকারী কোচ) | ||||||||||||||||||||||
২০২২– | বাংলাদেশ (সহকারী কোচ) | ||||||||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
২০০৮ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। তিনি বর্তমানে জাভিয়ের ক্যাব্রেরার অধীনে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করছেন।
ক্লাব ক্যারিয়ার
সম্পাদনামামুন ১৯৯২ সালে টিম বিজেএমসির সাথে তার কর্মজীবন শুরু করেন, যখন তিনি দশম শ্রেণীতে ছিলেন। তারপরে তিনি ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাবে যোগদান করেন, যারা ৯০ এর দশকের গোড়ার দিকে প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের বিকাশের জন্য পরিচিত ছিল, কিন্তু মামুন আবাহনী লিমিটেড ঢাকায় থাকাকালীন নিজেকে দেশের অন্যতম সেরা ডিফেন্ডার হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। ১৯৯৬ সালে মুক্তিযোদ্ধা সংসদ কেসিতে যোগদানের আগে তিনি আবাহনীর হয়ে ঢাকা লিগ[১]
মামুন তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় মুক্তিযোদ্ধা সংসদের অধিনায়কত্বে কাটিয়েছেন, ক্লাবে তার সময় এগারো বছর স্থায়ী হয়েছিল, এই সময়ে তিনি ২০০৩ জাতীয় ফুটবল লিগ এবং ২০০১ এবং ২০০৩ উভয় ক্ষেত্রেই ফেডারেশন কাপ জিতেছিলেন, যখন তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল ১৯৯৭ সালে ঢাকা লিগ জয়। –৯৮ এবং ২০০০।[২][৩][৪][৫][৬]
২০০৮ সালে, মামুন একটি সাক্ষাত্কারে বিতর্কের মুখে পড়েছিলেন যে তার মতে সরকার ফুটবলকে পাত্তা দেয় না এবং দেশের ফুটবল ধ্বংস করার জন্য ক্লাব কর্মকর্তাদের কারাগারে বন্দী হওয়া উচিত। তার বক্তব্যের ফলে ঢাকা থেকে ৮টি পেশাদার লিগ দল আসন্ন বি লিগ মৌসুমে ডিফেন্ডারকে সই না করার জন্য একটি চুক্তিতে সই করে। তবে, মামুন শীঘ্রই আরেকটি সাক্ষাৎকার দেন যেখানে তিনি বলেছিলেন যে সাংবাদিকরা তাকে ভুল উদ্ধৃত করেছেন। তিনি আরও বলেছিলেন যে তার পাশাপাশি বেশিরভাগ খেলোয়াড়কে আগের তিন বছর ধরে বেতন দেওয়া হয়নি।[৭]
আন্তর্জাতিক ক্যারিয়ার
সম্পাদনামামুন ১৯৯৫ সালে মিয়ানমারে তাদের ৪-জাতি টাইগার ট্রফি জয়ের সময় বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয়। এটি ছিল দেশের প্রথম ট্রফি এবং মামুন ছিলেন প্রধান কোচ অটো ফিস্টার যে ছয়টি নতুন মুখকে দলে যুক্ত করেছিলেন তাদের একজন।[৮] ১৯৯৬ সালে, তিনি দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত ১৯৯৬ এএফসি যুব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়কত্ব করেন। মামুন মালদ্বীপ অনূর্ধ্ব ১৯-এর বাছাইপর্বের সময় ৫-০ ব্যবধানে জয়ে উদ্বোধনী গোলটি করেছিলেন।
পরের কয়েক বছরে মামুন ১৯৯৯ সালের দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণ জিতে জাতীয় দলে নিয়মিত অবস্থান তৈরি করে। মামুন ২০০৩ সালের সাফ গোল্ড কাপ জয়ী দলের সদস্য ছিলেন। টুর্নামেন্ট চলাকালীন ছয়টি ম্যাচই খেলেছেন তিনি।
আনোয়ার পারভেজ এবং মামুনের ফুল-ব্যাক পার্টনারশিপকে বাংলাদেশ ট্রফি জয়ের অন্যতম প্রধান কারণ হিসাবে দেখা হয়, কারণ দলটি টুর্নামেন্টের নকআউট পর্বে দুইজন স্ট্রাইকার এবং কোন উইঙ্গার নিয়ে খেলেনি।[৯] তবে মালদ্বীপের বিপক্ষে ফাইনালের সময় অধিনায়ক রজনী কান্ত বর্মনের সাথে সাসপেন্ড মামুন সেন্টার ব্যাক হিসেবে খেলেন এবং অধিনায়কত্বের আর্মব্যান্ড পরেন।[১০]
কোচিং ক্যারিয়ার
সম্পাদনামামুন চট্টগ্রাম আবাহনীর সহকারী কোচ হিসেবে তার কোচিং ক্যারিয়ার শুরু করেন।[১১] পরবর্তীতে তিনি মোশাররফ হোসেন বাদলের অধীনে ২০২১ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সহকারী কোচ হিসেবে নিযুক্ত হন।[১২] ০৯ মার্চ ২০২২-এ, মামুনকে বাংলাদেশ জাতীয় দলে জাভিয়ের ক্যাবরেরার সহকারী কোচ মনোনীত করা হয়।[১৩]
অনার্স
সম্পাদনাআবাহনী লিমিটেড ঢাকা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ: ১৯৯৫
মুক্তিযোদ্ধা সংসদ
সম্পাদনা- জাতীয় ফুটবল লিগ: ২০০৩
- ফেডারেশন কাপ: ২০০১- ২০০৩
- ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ: ১৯৯৭-৯৮, ২০০০[১৪]
- মহানগরী কাপ: ১৯৯৭
- স্বাধীনতা দিবস গোল্ড কাপ: ২০০৫[১৫]
চট্টগ্রাম আবাহনী
সম্পাদনাবাংলাদেশ
সম্পাদনা- সাফ চ্যাম্পিয়নশিপ: ২০০৩
- দক্ষিণ এশিয়ান গেমসের স্বর্ণপদক: ১৯৯৯
- ৪-জাতি টাইগার ট্রফি: ১৯৯৫
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ফুটবলার হাসান আল মামুনের অবসরের জন্য ক্লাব মুখ্য না"। Kalerkantho। মার্চ ২৩, ২০১৬। জানুয়ারি ৪, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৪, ২০২২।
- ↑ "Giants warmed up"। দ্য ডেইলি স্টার। জানুয়ারি ২৯, ২০০৮। ডিসেম্বর ১২, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১২, ২০২১।
- ↑ "Reds reach another final"। দ্য ডেইলি স্টার। ২০২১-১২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-১২।
- ↑ "Munna special takes MSC on the brink"। দ্য ডেইলি স্টার। ২০২১-১২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-১২।
- ↑ "Muktijoddha survive Russel onslaught"। দ্য ডেইলি স্টার। ২০২১-১২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-১২।
- ↑ "Dull draw keeps Muktis top"। দ্য ডেইলি স্টার। ২০২১-১২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-১২।
- ↑ "Hassan denies comments against clubs"। দ্য ডেইলি স্টার। মার্চ ২০, ২০০৮। জুলাই ১, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২, ২০২৩।
- ↑ "'আন্তর্জাতিক' ফুটবলে প্রথম শিরোপা"। Utp al Shuvro। ২০২২-০২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০২-২০।
- ↑ "বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ"। Pavilion। ২০২১-১২-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-১২।
- ↑ Islam, Rashedul (১ অক্টোবর ২০২১)। "২০০৩ সালে সাফের ফাইনালে খেলা 'ওরা ১১ জন' কে কোথায়"। দৈনিক প্রথম আলো। জানুয়ারি ৪, ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "ক্যাবরেরার সহকারী সাবেক ফুটবলার হাসান আল মামুন"। Jago News 24। জানুয়ারি ৪, ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "এক চ্যাম্পিয়নকে পাশে পাচ্ছেন বাংলাদেশ কোচ কাবরেরা"। দৈনিক প্রথম আলো। সেপ্টেম্বর ৮, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "জাতীয় দলের নতুন সহকারী কোচ হাসান আল মামুন"। Kalerkantho। মার্চ ৯, ২০২২। এপ্রিল ২৪, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৯, ২০২২।
- ↑ Bangladesh - List of Champions: Dhaka League ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-১২-১৫ তারিখে Rsssf. Retrieved 12 August 2021
- ↑ "Mukti's Cup of joy"। দ্য ডেইলি স্টার। এপ্রিল ১৭, ২০০৫। জানুয়ারি ৮, ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।