বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ফুটবল দল
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ফুটবল দল বাংলাদেশের একটি ফুটবল দল। যেটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে এবং ২০০০ এর দশকের মাঝামাঝি বাংলাদেশে পেশাদার ফুটবল খেলা শুরু করে। দলটি বর্তমানে ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণ করছে। যা বাংলাদেশী ফুটবলের চতুর্থ স্তর।[১] এই দলটি ১৮ বছরের কম বয়সী খেলোয়াড়দের নিয়ে গঠিত হয় এবং অনেক পেশাদার ফুটবলার তৈরি করেছে যারা বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং যুব জাতীয় দলের হয়ে খেলেছে।[২][৩]
পূর্ণ নাম | বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ফুটবল দল |
---|---|
ডাকনাম | বিকেএসপি |
প্রতিষ্ঠিত | ১৯৮৬ |
মাঠ | বিভিন্ন |
মহাপরিচালক | ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম. মানহাজুল হক |
লিগ | ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ |
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনাশুধু মাত্র ৩০ জন প্রশিক্ষণার্থী ও ২ জন প্রশিক্ষক নিয়ে ১৯৮৬ সাল থেকে বিকেএসপির ফুটবল কার্যক্রম শুরু হয়। ২০১৬ সালে বিকেএসপির ফুটবল প্রশিক্ষণার্থী ভর্তি কার্যক্রম শুরু হয় এবং প্রতিষ্ঠানটি খুলনা, দিনাজপুর, বরিশাল এবং সিলেটে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন রয়েছে। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মামুনুল ইসলাম এবং হাসান আল-মামুন সহ আরও অনেক উল্লেখযোগ্য ফুটবল খেলোয়াড় এই প্রতিষ্ঠানে তাদের যুব ক্যারিয়ার কাটিয়েছেন।[৪] কিছু প্রতিষ্ঠানের প্রাথমিক সাফল্য বিকেএসপি অনূর্ধ্ব-১৪ দলের মাধ্যমে পাওয়া যায়, যেটি ১৯৯০ সালে ডেনমার্কে ডানা কাপ এবং সুইডেনের গোথিয়া কাপ জিতেছিল।[৫]
২০১৩ সালে বাংলাদেশ গেমসের সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে বরিশাল জেলাকে ২–১ গোলে পরাজিত করে বিকেএসপি ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল।[৬] দুটি গোলই ফরোয়ার্ড রোহিত সরকারের কাছ থেকে এসেছিল, যাকে পরে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২০ দলে ডাকা হয়েছিল।[৭] ২০১৬ সালে বিকেএসপি অনূর্ধ্ব ১৪ দল সুব্রতো কাপ সাব-জুনিয়র ফুটবল টুর্নামেন্ট জিতেছিল, এবং দুই বছর পরে তারা অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট জিতেছিল, যে দুটিই ভারতে অনুষ্ঠিত হয়েছিল।[৮][৯]
বিকেএসপি ২০১৭ সালের ওয়ালটন অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে ঢাকা জেলা দলকে পেনাল্টিতে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল।[১০] ২০২০ সালে বিকেএাপি ২০২০ বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সার্ভিস-জোন ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করে তাদের সবচেয়ে উল্লেখযোগ্য জয়গুলির একটি অর্জন করেছিল।[১১]
২০২২ সালে বিকেএসপি ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে অংশ নেয়, যা দুই বছরের ব্যবধানে শুরু হয়েছিল। ১০ আগস্ট ২০২২ বিকেএসপি ২০২১–২২ ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ মৌসুমের প্রথম খেলায় বিক্রমপুর কিংসকে ২–১ গোলে পরাজিত করে।[১২][১৩] দলের পক্ষে গোল করেন মোহাম্মদ ইমন ও আল-মিরাদ।[১৪][১৫]
প্রতিযোগিতামূলক রেকর্ড
সম্পাদনাবিকেএসপি তাদের পেশাদার ফুটবল প্রচার শুরু করেছে ২০০০এর দশকের মাঝামাঝি থেকে।
মৌসম | বিভাগ | লীগ | ফেডারেশন কাপ | স্বাধীনতা কাপ | শীর্ষ লিগের স্কোরার | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
P | W | D | L | GF | GA | Pts | Position | প্লেয়ার | গোল | ||||
২০২১-২২ | ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ | ১ | ১ | ০ | ০ | ২ | ১ | ৩ | টিবিডি | - | - | - | - |
অর্জন
সম্পাদনাযুব টুর্নামেন্ট
সম্পাদনা- অনূর্ধ্ব-১৪ গোঠিয়া কাপ
- বিজয়ী (১) : ১৯৯০
- অনূর্ধ্ব-১৪ ডানা কাপ
- বিজয়ী (১) : ১৯৯০
- অনূর্ধ্ব-১৮;জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
- বিজয়ী (১) : ২০১৭
- বাংলাদেশ গেমস
- বিজয়ী (১): ২০১৩
- অনূর্ধ্ব-১৭ সুব্রতো কাপ
- বিজয়ী (১): ২০১৮
- রানার্স আপ (১): ২০১৯
- অনূর্ধ্ব-১৪ সুব্রতো কাপ
- বিজয়ী (১): ২০১৬
- রানার্স আপ (২): ২০০৮, ২০০৩
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মাঠে গড়াল সিনিয়র ও দ্বিতীয় বিভাগ"। alokitobangladesh।
- ↑ "Bangladesh U-15 squad named for Saff Championship"। ঢাকা ট্রিবিউন। ১৩ আগস্ট ২০১৭।
- ↑ যেন এক টুকরো বিকেএসপি!। Samakal। ১১ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৩।
- ↑ "বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান"। bksp.gov.bd। ২৮ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৩।
- ↑ Iqbal, Nair। 'এভাবে চলে যেতে নেই বন্ধু'। দৈনিক প্রথম আলো।
- ↑ "Games corner"। দ্য ডেইলি স্টার। ২৮ এপ্রিল ২০১৩।
- ↑ "SAFF U-19: Bangladesh romp into the semis"। দ্য ডেইলি স্টার। ২২ আগস্ট ২০১৫।
- ↑ "BKSP continue love affair with Subrata Cup as both boys, girls prevail"। ঢাকা ট্রিবিউন। ২৫ ডিসেম্বর ২০১৮।
- ↑ "The under-14 football team of Bangladesh Krira Shikkha Protisthan (BKSP) - Sports"। The Daily Observer। ১২ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৩।
- ↑ "BKSP clinch U-18 National Football title"। Daily Sun।
- ↑ "National Football: BKSP emerge Seba Zone champions beating Army"। UNB।
- ↑ একদিনে মাঠে গড়ালো দুটি লিগ। জাগো নিউজ।
- ↑ বিকেএসপি ও ভিক্টোরিয়া জয়ী। Daily Naya Diganta।
- ↑ Desk, Offside (১০ আগস্ট ২০২২)। "জয় দিয়ে বিকেএসপির শুভ সূচনা"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ শুরু হল প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। Kaler Kantho। ১০ আগস্ট ২০২২।