দক্ষিণ এশীয় গেমস
দক্ষিণ এশীয় গেমস (ইংরেজি: South Asian Games, SA Games) চার-বার্ষিকভিত্তিতে প্রবর্তিত বহু-ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে দক্ষিণ এশিয়ার ক্রীড়াবিদগণ অংশগ্রহণ করে থাকেন। কিন্তু মাঝেমাঝেই এটি অনিয়মিতভাবে অনুষ্ঠিত হতে দেখা যায়। ১৯৮৩ সালে দক্ষিণ এশীয় ক্রীড়া সংস্থা গঠন করা হয়। সংস্থার নির্বাহী পরিচালনা পরিষদ কর্তৃক সর্বপ্রথম এ প্রতিযোগিতাটি ১৯৮৪ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। ২০০৪ সাল পর্যন্ত এ প্রতিযোগিতার পূর্বেকার নাম ছিল দক্ষিণ এশীয় ফেডারেশন গেমস বা সাফ গেমস। এ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে ৮। সার্কভূক্ত নতুন সদস্য দেশ হিসেবে আফগানিস্তান এ পর্যন্ত দু'টি প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিষ্ঠাকালীন সময়ে বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা একাদশ প্রতিযোগিতার সবগুলোতেই অংশগ্রহণ করেছে। প্রায়শঃই এ প্রতিযোগিতাকে অলিম্পিক গেমসের এশীয় সংস্করণ হিসেবে গণ্য করা হয়।
সংক্ষেপে | SAG |
---|---|
প্রথম আসর | সেপ্টেম্বর, ১৯৮৪, কাঠমান্ডু, নেপাল |
আবর্তন | ৪ বছর অন্তর |
সর্বশেষ আসর | ১–১০ ডিসেম্বর ২০১৯ কাঠমান্ডু, পোখরা ও জনকপুর , নেপাল |
ইতিহাস
সম্পাদনা১৯৮৪ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রথম দক্ষিণ এশীয় গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র মোতাবেক প্রতি দুই বছর অন্তর নিয়মিতভাবে প্রতিযোগিতা আয়োজনের কথা থাকলেও মাঝে মাঝেই তা কক্ষচ্যুত হয়। এ সময় প্রতিযোগিতার নাম ছিল দক্ষিণ এশীয় ফেডারেশন গেমস বা সাফ গেমস। কিন্তু ২০০৪ সালে সংস্থার পরিচালনা পরিষদের ৩২তম সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আনুষ্ঠানিকভাবে ফেডারেশন শব্দটি বাদ দেয়া হয়। প্রতিযোগিতার গুরুত্ব ও দর্শক আকৃষ্টতার বিষয়টি চিন্তা করেই তা করা হয়েছিল।[১]
প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ফুটবল খেলাটি দক্ষিণ এশীয় গেমসে অন্তর্ভুক্ত ছিল।[২] বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ২০১০ সালের প্রতিযোগিতায় প্রথমবারের মতো প্রমিলা ফুটবল খেলা বিষয়টি স্থান পায়।[৩]
স্বাগতিক শহর
সম্পাদনাসাল | প্রতিযোগিতার বিবরণ | স্বাগতিক শহর | দেশ |
---|---|---|---|
১৯৮৪ | ১ম | কাঠমান্ডু | নেপাল |
১৯৮৫ | ২য় | ঢাকা | বাংলাদেশ |
১৯৮৭ | ৩য় | কলকাতা | ভারত |
১৯৮৯ | ৪র্থ | ইসলামাবাদ | পাকিস্তান |
১৯৯১ | ৫ম | কলম্বো | শ্রীলঙ্কা |
১৯৯৩ | ৬ষ্ঠ | ঢাকা | বাংলাদেশ |
১৯৯৫ | ৭ম | মাদ্রাজ | ভারত |
১৯৯৯ | ৮ম | কাঠমান্ডু | নেপাল |
২০০৪ | ৯ম | ইসলামাবাদ | পাকিস্তান |
২০০৬ | ১০ম | কলম্বো | শ্রীলঙ্কা |
২০১০ | ১১শ | ঢাকা | বাংলাদেশ |
২০১৬ | ১২শ | গুয়াহাটি ও শিলং | ভারত |
২০১৯ | ১৩শ | কাঠমান্ডু, পোখরা ও জনকপুর | নেপাল |
দক্ষিণ এশীয় বীচ গেমস
সম্পাদনাসাল | প্রতিযোগিতার বিবরণ | স্বাগতিক শহর | দেশ |
---|---|---|---|
২০১১ | ১ম | হাম্বানতোতা | শ্রীলঙ্কা |
২০১৩ | ২য় | মালে | মালদ্বীপ |
দক্ষিণ এশীয় শীতকালীন গেমস
সম্পাদনাসাল | প্রতিযোগিতার বিবরণ | স্বাগতিক শহর | দেশ |
---|---|---|---|
২০১১[৪] | ১ম | দেরাদুন ও অলী | ভারত |
শীর্ষ স্থান
সম্পাদনাদেশ | ১ম স্থান | ২য় স্থান | ৩য় স্থান |
---|---|---|---|
ভারত | |||
পাকিস্তান | |||
শ্রীলঙ্কা | |||
নেপাল | |||
বাংলাদেশ |
মোট পদক তালিকা
সম্পাদনার্যাঙ্ক/অবস্থান | এনওসি | অংশগ্রহণকারী দেশ | স্বর্ণ | রূপা | ব্রোঞ্জ | সর্বমোট পদক |
---|---|---|---|---|---|---|
১ | ভারত | ১৩ | ১২৬৩ | ৭৩৬ | ৩৭৯ | ২৩৭৮ |
২ | পাকিস্তান | ১৩ | ২৯৭ | ৪২১ | ৪৩২ | ১১৫০ |
৩ | শ্রীলঙ্কা | ১৩ | ২৫০ | ৪৩৬ | ৬৮১ | ১৩৬৭ |
৪ | নেপাল | ১৩ | ১২৪ | ১৮৬ | ৩৮০ | ৬৯০ |
৫ | বাংলাদেশ | ১৩ | ৮৬ | ২১০ | ৪৯৩ | ৭৮৯ |
৬ | আফগানিস্তান | ৪ | ২১ | ২৮ | ৭৯ | ১২৮ |
৭ | ভুটান | ১৩ | ২ | ২৩ | ৬৬ | ৯১ |
৮ | মালদ্বীপ | ১৩ | ১ | ৩ | ১৩ | ১৭ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ It will be South Asian Games.Rediff news.April 2, 2004.
- ↑ South Asian Federation Games
- ↑ 11th South Asian Federation Games 2010 (Bangladesh)
- ↑ "South Asian Winter Games to have two opening and closing - Times Of India"। Timesofindia.indiatimes.com। ২০১০-১১-২৫। সংগ্রহের তারিখ ২০১১-০৮-০১।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- Official Site
- Pakistan Sports Board:South Asian Games ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৬ তারিখে