১৯৯৫ বার্মা ফুটবল প্রতিযোগিতা

আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা

১৯৯৫ বার্মা ফুটবল প্রতিযোগিতা (বর্মী: မြန်မာနိုင်ငံပြိုင်ပွဲ ၁၉၉၅ যা চার দেশীয় টাইগার ট্রফি নামেও পরিচিত) হলো মিয়ানমার ফুটবল ফেডারেশন কর্তৃক ১৯৯৫ সালে আয়োজিত একটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি ১৯৯৫ সালের ২৭ অক্টোবর হতে ৪ নভেম্বর পর্যন্ত মিয়ানমারে অনুষ্ঠিত হয়েছিল।[][][]

১৯৯৫ বার্মা ফুটবল প্রতিযোগিতা
শিরোপা জয়ের পর বাংলাদেশ দল
বিবরণ
স্বাগতিক দেশ মিয়ানমার
শহরইয়াঙ্গুন
তারিখ২৭ অক্টোবর–৪ নভেম্বর ১৯৯৫
দল৪ (১টি কনফেডারেশন থেকে)
মাঠ (১টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন বাংলাদেশ
রানার-আপ মিয়ানমার
পরিসংখ্যান
ম্যাচ

অংশগ্রহণকারী দল

সম্পাদনা

প্রতিযোগিতায় সর্বমোট চারটি ফুটবল দল অংশগ্রহণ করেছিল।

দল কনফেডারেশন বৈশ্বিক
র‍্যাঙ্কিংয়ে অবস্থান

(১৭ই অক্টোবর ১৯৯৫ অনুযায়ী)
কনফেডারেশন
র‍্যাঙ্কিংয়ে অবস্থান

(১৭ই অক্টোবর ১৯৯৫ অনুযায়ী)
  বাংলাদেশ এএফসি ১৩৪ তম ২৫ তম
  মিয়ানমার (স্বাগতিক) এএফসি ১৩৮ তম ২৬ তম
  সিঙ্গাপুর এএফএসএ এএফসি ১১৯ তম ১৯ তম
  শ্রীলঙ্কা এএফসি ১২৭ তম ২১ তম

প্রতিযোগিতাটির সকল ম্যাচ মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে অবস্থিত থুউন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।

ইয়াঙ্গুন
থুউন্না স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৫০,০০০
 

গ্রুপ পর্ব

সম্পাদনা

প্রতিযোগিতা চারটি দল একক রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে ম্যাচ খেলেছিল। গ্রুপ‌ পর্বের মোট ৬টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বাংলাদেশমিয়ানমার ফাইনালে অংশগ্রহণ করে। অন্যদিকে, সিংগাপুর এএফএসএ এবং শ্রীলঙ্কা গ্রুপ পর্ব থেকে বাদ পরে যায়। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা একটি ম্যাচও জিততে পারিনি এমনকি কোন গোলও করতে পারেনি তবে সিংগাপুর এএফএসএ একটি ম্যাচ জিততে পেরেছিল। গ্রুপ পূর্বে স্বাগতিক মিয়ানমার সবগুলো ম্যাচ জিতে প্রথম স্থান এবং বাংলাদেশ দুইটি ম্যাচ জিতে দ্বিতীয় স্থান অর্জন করেছিল।[]

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট অগ্রগতি
  মিয়ানমার +৬ ফাইনালে উন্নীত
  বাংলাদেশ −২
  সিঙ্গাপুর এএফএসএ ? ?
  শ্রীলঙ্কা ?
মিয়ানমার  ৪–০  বাংলাদেশ
প্রতিবেদন





ফাইনাল

সম্পাদনা
  1. সর্বসম্মতভাবে জানা যায় বার্মা প্রথম আর বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন করেছিল। অন্যদিকে শ্রীলঙ্কা সমস্ত ম্যাচ হেরেছিল পাশাপাশি কোন গোল করতে পারেনি।
  2. সর্বসম্মতভাবে জানা যায় বার্মা প্রথম আর বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন করেছিল।

পরিসংখ্যান

সম্পাদনা

গোলদাতা

সম্পাদনা

এই প্রতিযোগিতার সকল গোলদাতার গোল লিপিবদ্ধ করা হয়নি

১টি গোল

বিজয়ী

সম্পাদনা
 ১৯৯৫ বার্মা ফুটবল প্রতিযোগিতা 
 
বাংলাদেশ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Burma Tournament 1995"www.rsssf.org। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩ 
  2. Islam, Rashedul। "Bangladesh would play better than India"প্রথম আলো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩ 
  3. utpalshuvro.com। "`আন্তর্জাতিক` ফুটবলে প্রথম শিরোপা"উৎপল শুভ্র :: Utp al Shuvro (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩