জাতীয় ফুটবল লিগ (বাংলাদেশ)
জাতীয় ফুটবল লিগ হলো বাংলাদেশে প্রিমিয়ার আধা পেশাদারী ফুটবল লিগ। ২০০০ সালে এটি বাংলাদেশের ফুটবল লিগ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
স্থাপিত | ২০০০ |
---|---|
প্রথম মৌসুম | ২০০০ |
বিলুপ্ত | ২০০৬ |
দেশ | বাংলাদেশ |
অঞ্চল | বাংলাদেশ |
কনফেডারেশন | এএফসি |
সর্বশেষ চ্যাম্পিয়ন | মোহামেডান (২য় শিরোপা) |
সর্বাধিক শিরোপা | মোহামেডান (২টি শিরোপা) |
ওয়েবসাইট | bff |
) |
২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত, জাতীয় ফুটবল লিগে বিভিন্ন জেলার (চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল এবং সিলেট) ক্লাব চ্যাম্পিয়নরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল, পাশাপাশি তৎকালীন দেশের প্রিমিয়ার বিভাগের শীর্ষ তিনটি সমাপ্তি দল ছিল, ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ঢাকা লিগ)।
২০০৬ সালে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগকে দেশের প্রথম পেশাদার শীর্ষ-স্তরের জাতীয় লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ দ্বারা প্রতিস্থাপিত করা হয়।
ইতিহাস
সম্পাদনা২০০০ সালে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় ফুটবল লিগ (এনএফএল) প্রতিষ্ঠা করে, যেটি তৎকালীন দেশের শীর্ষ-স্তরের লিগ, ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ঢাকা লিগ) এর পাশাপাশি খেলা হত। বিভিন্ন জেলা চ্যাম্পিয়নদের জন্য একটি ভাল প্ল্যাটফর্ম পাওয়ার জন্য লিগটি চালু করা হয়েছিল, কারণ শীর্ষ-স্তরের লিগে শুধুমাত্র ঢাকার ক্লাবগুলি উপস্থিত ছিল।
লিগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের প্রতিটি মৌসুমের শীর্ষ ৩টি শেষ দল, চট্টগ্রাম, রাজশাহী এর জেলা লিগের চ্যাম্পিয়ন এবং সিলেট ও বরিশাল এর চ্যাম্পিয়নদের মধ্যে প্লে-অফের বিজয়ীদের অন্তর্ভুক্ত ছিল। ২০০৩ মৌসুম থেকে, জাতীয় লিগের বিজয়ীদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের চ্যাম্পিয়নদের পরিবর্তে এএফসি কাপের গ্রুপ পর্বে স্থান দেওয়া হয়েছিল।
২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত, ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ অনুষ্ঠিত হয়নি, যার অর্থ হল জাতীয় ফুটবল লিগই একমাত্র কার্যকরী প্রতিযোগিতা যেখানে দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলি অংশগ্রহণ করত, ঘরোয়া কাপ প্রতিযোগিতা বাদ দিয়ে।
২০০৭ সালে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেশের শীর্ষ স্তর হিসেবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগকে প্রতিস্থাপন করে। এটি একটি জাতীয় পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের প্রথম পেশাদার ফুটবল লিগের সূচনা করে, যার অর্থ হল একটি জাতীয় ফুটবল লিগের আর প্রয়োজন হবে না।
বিজ্ঞাপনী উদ্যোক্তা
সম্পাদনা২০০১-২০০৫ পর্যন্ত এই প্রতিযোগিতার বিজ্ঞাপনী উদ্যোক্তা ছিলো নিটোল-টাটা গ্রুপ ছিল। তাদের সহায়তার কারণে, প্রতিযোগিতাটি নিটল-টাটা জাতীয় ফুটবল লিগ নামে পরিচিত ছিল।[১]
বিজয়ী
সম্পাদনাযেসব খেলায় বিজয়ী- [২]
মৌসুম | বিজয়ী |
---|---|
২০০০ | ঢাকা আবাহনী |
২০০১-০২ | মোহামেডান |
২০০৩ | মুক্তিযোদ্ধা সংসদ |
২০০৪ | ব্রাদার্স ইউনিয়ন |
২০০৫-০৬ | মোহামেডান |
ক্লাবভিত্তিক পরিসংখ্যান
সম্পাদনাদল | বিজয়ী |
---|---|
মোহামেডান | ২ |
ঢাকা আবাহনী | ১ |
মুক্তিযোদ্ধা | ১ |
ব্রাদার্স ইউনিয়ন | ১ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Nitol-Tata steps up again"। ঢাকা ট্রিবিউন। ২০১৪-০২-০৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৭।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;rsf
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি