ব্যবহারকারী আলাপ:Wikitanvir/archive2
এই ব্যবহারকারী বর্তমানে বাস্তব জীবনের প্রয়োজনে ছুটিতে রয়েছেন তাই উইকিপিডিয়ায় তার ওপর প্রদানকৃত দায়িত্ব পালনে সমর্থ নাও থাকতে পারেন।
লক্ষ্য করুন! এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের একটি সংগ্রহশালা। এখানে আলোচনাকৃত কোনো বিষয়ে নতুন করে আলোচনা শুরু করাসহ সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার মূল আলাপ পাতায় আসুন। আর আপনি চাইলে আমার আলাপ পাতার হওয়া আলোচনাগুলো ঘুরে দেখতে পারেন। নিচে আমার আলাপ পাতার সংগ্রশালাগুলোর একটি তালিকা দেওয়া হলো। ধন্যবাদ। মূল আলাপ পাতা • সংকলন: ১ • ২ • ৩ • ৪ • ৫ • ৬ • ৭ • ৮ • ৯ • ১০ • ১১ • ১২ |
আজ
মঙ্গলবার
৭
জানুয়ারি
২০২৫
আজাকি হালনাগাদজন ভয়ঘ্টনামের প্রতিবর্ণীকরণ নিয়ে কিঞ্চিৎ সন্দেহ হচ্ছে। ইংরেজী Jonathan Vincent "Jon" Voight। যদিও ইনি জন্মসূত্রে স্লোভাক তবু মনে হচ্ছে শেষ নামটির উচ্চারণ হবে "ভোয়াট"। আমার অনুমান সম্পূর্ণ ভুল হতে পারে, সে উপলক্ষে আগাম দুঃখ প্রকাশ করে রাখছি। Faizul Latif Chowdhury (talk) ১৩:৫০, ২৪ অক্টোবর ২০০৯ (UTC) জরুরী বিজ্ঞপ্তিকঠিন দোয়াই করা হবে। Faizul Latif Chowdhury (talk) ০৮:৫২, ২৮ অক্টোবর ২০০৯ (UTC)
উইকি পদকবিভিন্ন বিষয়ে নতুন নতুন নিবন্ধ সৃষ্টি, ও নিয়মিত অবদান রাখার জন্য শ্রদ্ধেয় ফয়জুলভাইকে আমার পক্ষ থেকে — তানভির • আলাপ ↑ অবদান ↓ ০২:১৮, ৩০ অক্টোবর ২০০৯ (UTC)। |}
আলাপ পাতাআচ্ছা ভাই, আপনার আলাপ পাতায় আমি সব হিজিবিজি দেখছি কেন? আপনি কি বিশেষ কোন ফন্ট ব্যবহার করছেন? উইকির অন্য কোন পাতায় আমার কোন সমস্যা হচ্ছে না। --ফয়সল (আলাপ | অবদান) ১৫:৩৩, ৩০ অক্টোবর ২০০৯ (UTC)
--ফয়সল (আলাপ | অবদান) ১৬:১৫, ৩০ অক্টোবর ২০০৯ (UTC) আজাকি হালনাগাদআজাকি হালনাগাদ
চর্যাপদ : পাদটীকার টেমপ্লেট নিয়ে সমস্যাচর্যাপদ নিবন্ধটি দেখুন। ভূমিকাংশে অধ্যাপক নীহাররঞ্জন রায়ের মন্তব্য পাদটীকায় নিয়েছি। আশংকা বাংলা উইকিতে টেমপ্লেট:Cref2 এবং টেমপ্লেট:Cnote2A সৃষ্টি করা হয় নি অথবা কাজ করছে না। (সূত্রঃ Jane Austen) আমার প্রচেষ্টাও ত্রুটিপূর্ণ হতে পারে। Faizul Latif Chowdhury (talk) ০১:৩৩, ২ নভেম্বর ২০০৯ (UTC) ছোট ছোট সম্পাদনাগুলো এক সাথে করার অনুরোধআপনার উইকিতে কাজ করার উদ্যম খুবই চমৎকার। কিন্তু আপনার অল্প অল্প করে পরিবর্তন করেই তা সংরক্ষণ করার একটা প্র্যাকটিস আছে, যা সাম্প্রতিক পরিবর্তন পাতাকে বিশাল বানিয়ে ফেলছে। যেমন স্কাই ক্যাপ্টেন এন্ড দ্য ওয়ার্ল্ড অফ টুমরো এই নিবন্ধটি বর্তমান পর্যায়ে আনতে আপনি ৭বার সেভ করেছেন, যা হয়তো প্রাকদর্শন ব্যবহার করে একবারেই করা যেত। ব্যাপারটা ভেবে দেখবেন আশা করি।--ফয়সল (আলাপ | অবদান) ১০:২৪, ২ নভেম্বর ২০০৯ (UTC)
জবাব - রাগিববটনানা কারণে অনেকদিন বট স্ক্রিপ্ট চালানো হয়নি। এখন চালাচ্ছি। অ থেকে শুরু করেছি, কাজেই সময় লাগবে। প্রতিটি ভুক্তি ধরে ধরে আগাতে হয়, কাজেই ২/৩ দিন অন্তত লাগবে সব দেখতে। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৩১, ৩ নভেম্বর ২০০৯ (UTC) "ছ"। --রাগিব (আলাপ | অবদান) ১৭:৩৭, ৩ নভেম্বর ২০০৯ (UTC) এক দফা চালানো শেষ হয়েছে। মোটামুটি গত দুইদিনের আগে যা যা ভুক্তি ছিলো, তার মধ্যে যেগুলোতে ইন্টারউইকি লিংক আছে, সেগুলোর রিডাইরেক্ট বানানো হয়েছে। আলাপ পাতার টেম্পলেট যোগের পদ্ধতিও আছে, কিন্তু সেটা অতো জরুরি নয় বলে আর চালাচ্ছিনা এখন। আপনি অটোউইকিব্রাউজার ইন্সটল করে দেখতে পারেন, বট না চালালেও অনেক অটোমেটেড কাজ এটা দিয়ে করা যায়। আলাপ পাতার কাজটা আমি ওটা দিয়েই করতাম। --রাগিব (আলাপ | অবদান) ০৪:৩৪, ৭ নভেম্বর ২০০৯ (UTC) Translation requestHi Wikitanvir! Would you be so kind to help me translate this article into the wonderful Punjabi language? Please. If you think that article is too long, here is a short version: "Lu Xun was a Chinese short story writer, editor, translator, critic, essayist and poet. He was most famous for the novella The True Story of Ah Q." Thanks a lot and best regards:)--Amaqqut (talk) ০৪:২৯, ৪ নভেম্বর ২০০৯ (UTC)
ধরণধরন বানান ভুল লিখছেন, বানানটি ধরন হবে ধরণ নয়।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:০৪, ৪ নভেম্বর ২০০৯ (UTC) বিষয়শ্রেণী - সমকামী লেখকআলোচ্য "বিষয় শ্রেণীর" ব্যাপারে আমার আপত্তি হচ্ছে। প্রথমতঃ এটা কানে রুচিকর শোনাচ্ছে না। এই ব্যক্তিঅনুভূতি যদি উপেক্ষাও করা হয় তথাপি কারণ থেকে যায়। সমকা্মী লেখক শ্রেণী যোগ করলে বিষমকামী লেখক বা উভকামী লেখক যোগ করার বাধ্যবাধকতাও প্রযোজ্য হয়। দ্বিতীয়তঃ সমকামিতা লেখকের কোন সহগ নয়। একজন ব্যক্তি সমকামী না বিষমকামী সাহিত্যিক তা অবান্তর প্রশ্ন। তৃতীয়ত এ ধরণের শ্রেণী তো বহু হতে পারে। প্রায় সকল পেশার জন্য সমকামী বিশেষণটি প্রযোজ্য। সমকামী খেলোয়াড়, সমকামী রিকশাচালক, এমনকী সমকামী উইকিপিডিয়ান ইত্যাদি। এরকমটি কি গ্রহণযোগ্য? যুক্তিগুলো বিবেচনা করা যেতে পারে। যথেষ্ট মনে না-হলে আরো কিছু যুক্তির ইট গেঁথে দেয়ার সুযোগ আছে জানিয়ে রাখা হলো। Faizul Latif Chowdhury (talk) ১৪:৪৫, ৪ নভেম্বর ২০০৯ (UTC)
ইনফোবক্স টেমপ্লেটতানভির ভাই। দয়াকরে, বাংলায় infobox এর টেমপ্লেট কিভাবে বানাতে হয় বা টেমপ্লেটগুলো কোথায় পাওয়া যাবে একটু জানাবেন কি ? TareqMahbub (talk) ১৬:১৫, ৫ নভেম্বর ২০০৯ (UTC)TareqMahbub আজাকি হালনাগাদআজাকি হালনাগাদটেমপ্লেট:WPBannerMeta এর অংশ। এই গুলি এর জন্য কাজে লাগবে। যা একটি বেস টেম্পলেট। এখান থেকে সহজেই যে কেউ প্রকল্প ব্যানার তৈরি করতে পারবে। ইংরেজি উইকির আলাপ পাতায় গেলে একদম উপরে এই ব্যনারটি থাকে যার থেকে জানা যায় এইটি কোন প্রকল্পের অন্তরগত এবং এর সাহায্যে মূল্যায়ন ও নিবন্ধটির গুরুত্বও যাচাই করা হয়। আর দ্বিতীয় প্রশটি ঠিক বুঝতে পারলাম না।--জয়ন্ত (আলাপ | অবদান) ১০:১৮, ৬ নভেম্বর ২০০৯ (UTC) ধন্যবাদ তানভির ভাই।আপনাদের সহায়তায় আস্তে আস্তে শিখছি। অনেক ধন্যবাদ। তারেক মাহবুব (talk) ১৪:৪২, ৬ নভেম্বর ২০০৯ (UTC)তারেক মাহবুব একটু সমস্যা।তানভির ভাই। আমি কি CDMA, TDMA, PDC এগুলোও বাংলায় লিখব? যেমন-সিডিএমএ, টিডিএমএ, পিসিডি ইত্যাদি। আর আমি নিবন্ধের নাম কিভাবে পরিবর্তন করতে হয় তা জানি না তাহলে টু জি কে অবশ্যই টুজি বানাতাম। --তারেক মাহবুব (talk) ০৬:০১, ৭ নভেম্বর ২০০৯ (UTC)তারেক মাহবুব ভাইয়া করতে পারিনি।তানভির ভাই। আমি ইতিহাস ট্যাবের পাশে কোন ডাউন অ্যারো চিহ্ন পাই নি। অর্থাৎ টু জি নামটাকে টুজি বানাতে পারিনি। তবে নিবন্ধটির নাম নিয়ে আমার একটু মতামত ছিল। ইংরেজিতে সব জায়াগায় লিখা হয় 2G হিসেবে। অর্থাৎ ডিজিটাল 2 এর পরে G বসেছে। কিন্তু বাংলায়ও কে তাই হওয়া উচিত নয় ? মানে বাংলা ডিজিটাল ২ এর পর জি বসবে এবং নিবন্ধটির হওয়া উচিত হবে ২জি। - -তারেক মাহবুব (talk) ০৭:৩৬, ৭ নভেম্বর ২০০৯ (UTC)তারেক মাহবুব তানভির ভাই অসংখ্য ধন্যবাদ।--তারেক মাহবুব (talk) ১৫:০১, ৭ নভেম্বর ২০০৯ (UTC)তারেক মাহবুব BosphorusHi, could you please create an article, at least a stub about Bosphorus in this wiki? If you do, i will be greatful to you. Thanks for your time. --Stambouliote (talk) ১৬:১৫, ১২ নভেম্বর ২০০৯ (UTC) তথ্যছক পাথরতথ্যছক পাথর তৈরি করিছিলাম। কি ভুল হয়েছে। শেখালে আনন্দিত হবো।--ইফতেখার (talk) ০৭:৪২, ১৪ নভেম্বর ২০০৯ (UTC) আজাকি হালনাগাদআজাকি হালনাগাদম্যালেরিয়াপ্রিয় wikitanvir, ম্যালেরিয়া প্রবন্ধের অনুবাদ সম্পর্কে আমি আপনার একটা বার্তা পেয়েছি৷ ইংরেজি উইকিপিডিয়ার প্রবন্ধগুলোকে বাংলায় ভালভাবে অনুবাদ করতে আমি Google Translator Toolkit থেকে লাভ পেয়েছি৷ আমি Google Translator Toolkit কে পছন্দ করি যেহেতু এটা প্রবন্ধটিকে মোটামুটি ভালো ভাবে অনুবাদ করে দেয়ে এবং তারপর আমি অভিধান, শব্দকোষ ইত্যাদির সাহায্য নিয়ে আমি নিজে এটিকে আরও পরিমার্জিত করি৷ আমি জানি কখনো কখনো বাংলা উইকি সম্প্রদায় আমার অনুবাদগুলি পছন্দ করেনি এবং আমি কঠোর পরিশ্রম করছি আমার অনুবাদ উন্নতি করার এবং আশা করছি সম্প্রদায় আমাকে এই কার্যপ্রণালীতে সাহায্য করবে৷ আমি তারিফ করব যদি সম্প্রদায় আমার এই প্রবন্ধের ভুলগুলি ধরে দিতে আমাকে সাহায্য করে৷ কেমন করে আমি আমার অনুবাদের গুণমাণকে আরও ভাল করতে পারব আশা করছি সেটা আমি সম্প্রদায় কাছে জানতে পারবো ৷ — Nidhi729 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন। উইকিপিডিয়ার কমিউনিস্ট পার্টিপ্রিয় তানভির, আপনি হয়তো ভাবছেন যে আমরা উইকিপিডিয়ার ক্ষতিসাধন করতে চাইছি। কিন্তু আসলে তা নয়। আমাদের পার্টির লক্ষ্য এবং উদ্দেশ্য কী কী তা আপনি জয়ন্তবাবুকে লেখা কমরেড প্রভাতের চিঠিটি পড়লেই বুঝতে পারবেন আশা করি। কমিউনিস্ট পার্টির লক্ষ্য বঞ্চিত এবং অবহেলিত অবদানকারীদের পাশে দাঁড়ানো এবং তাদের হয়ে সংগ্রাম করা। আশা করি আপনিও পার্টির সদস্যপদ গ্রহণ করবেন।কমরেড নীলাব্জ দাস (talk) ০৭:০০, ১৮ নভেম্বর ২০০৯ (UTC) আজাকি হালনাগাদআজাকি হালনাগাদফাইনম্যানহ্যাঁ ভাই, ফাইনম্যান খুবই মজার লোক ছিলেন। তাঁর সিওরলি ইউ আর জোকিং, মি. ফাইনম্যান! বইটা খুবই মজার, পড়ে দেখতে পারেন। এই লোকের পড়ালেখার প্রতি এলার্জির মত ছিল, কিন্তু তাঁর সেন্স অফ হিউমার অসাধারণ! যাই হোক, চেষ্টা থাকবে ফাইনম্যানকে আজাকিতে ঢোকানোর। --ফয়সল (আলাপ | অবদান) ১৩:১৪, ২১ নভেম্বর ২০০৯ (UTC) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়আরে ভাই বললাম তো ফন্ট পাল্টাইয়া দেখেন। দেখেন, যাচাই করেন তারপর মন্তব্য রাখেন। আর আমাকে বার্তা দিতে আমার নিজের পাতা ব্যবহার করুন। অন্যের পাতায় অন্য আরেকজনকে বার্তা দিবেন না। এতে ব্যাপারটা নাক গোলানোর মতো মনে হয়। কারণ বার্তাটি আমি সাধারণ কোনো পাতায় দেই নি। যাতে সবাই অংশ নিতে পারবেন। ব্যাপারটা শোভনীয় নয়। আবার অনেক ক্ষেত্রে বিরক্তিকর হয়। আশা করি ব্যাপারটা বুঝবেন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:১৩, ২২ নভেম্বর ২০০৯ (UTC)
অমলেন্দু বিশ্বাসের শ্রেণীবিন্যাসঅমলেন্দু বিশ্বাস মঞ্চ অভিনেতা ছিলেন বটে, তবে তার প্রধান পরিচিতি যাত্রা অভিনেতা হিসাবে।Faizul Latif Chowdhury (talk) ১৩:৫৮, ২২ নভেম্বর ২০০৯ (UTC) নতুন নিবন্ধ তৈরির সময়নতুন নিবন্ধ তৈরির সময় নিচের জিনিসগুলি লক্ষ্য করুন:
পরামর্শ, টিপ্স। এটা যেকোন নতুন ব্যবহারকারীর জন্য আমার টেম্পলেটমার্কা টিপস। আপনার সাম্প্রতিক সৃষ্টি করা নতুন নিবন্ধগুলিতে এইসব ব্যাপার খেয়াল করেন নি। আমার যতদূর মনে পড়ে আগের অনেক নিবন্ধেও করেননি। সেগুলি আমাকে বা অন্যকে ঠিক করতে হয়েছে। আমি এখানে ইদানিং নিয়মিত আসছি না, তাই অনেকগুলি হয়ত আমার চোখ এড়িয়েও গেছে। আমার উচিত ছিল একেবারে প্রথমবারেই বলা। যাই হোক। এখন এই বিষয়গুলির উপর নজর রাখবেন। --অর্ণব (আলাপ | অবদান) ১৮:৩৯, ২৩ নভেম্বর ২০০৯ (UTC)
বাজি ধরার দরকার নেই। জিনিসটা ব্যক্তিগতভাবে নেবারও দরকার নেই। এগুলি কোন মহাভুল না, এগুলি করার কারণে আপনার ইনসিকিউরিটির কোন কারণ নেই। আপনি আপনার মূল্যবান সময় ব্যবহার করে নতুন নিবন্ধ ও বিষয়বস্তু যোগ করছেন, এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু নিবন্ধ তৈরির সময় কিছু জিনিস খেয়াল করলে অন্যদের মেইনটেনেন্স কাজ অনেক সহজ হয়ে যায়, এজন্যই এইসব টিপ্স। আসলে এ ধরনের মেইনটেনেন্সটা শতশতবার বহু ব্যবহারকারীর জন্য আমাকেই শেষ পর্যন্ত করতে হত এবং এখনও হচ্ছে। শুরুতে আমার নিজের শুরু করা অনেক নিবন্ধেও এগুলি প্রযোজ্য ছিল। এই ধরনের পোস্ট-এডিট ক্লিন আপ কাজ অত্যন্ত বিরক্তিকর কেরানিমার্কা একটা কাজ, এবং এটা এখানে কেউ করে না, বলতে গেলে আমি-ই করি। সেজন্যই আমিই এগুলি নিয়ে বেশি ঘ্যানর ঘ্যানর করি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে অন্য সব ভাষার আন্তউইকি লিংক দিয়ে রাখলে ইংরেজি উইকির লিংক বট যোগ করে না, কিংবা করতে অনেক দেরি করে। অন্যদিকে উল্টোটা করলে প্রায় সাথে সাথেই অন্য ভাষার আন্তউইকিগুলি যোগ হয়ে যায়। রোবট কিন্তু শুধু আমাদের এখানেই আন্তউইকি যোগ করছে না। বরং আমাদের বাংলা শিরোনামটাকেও আন্তউইকি হিসেবে অন্য সব ভাষার উইকিতে যোগ করছে। তাই শুধু ইংরেজি দিয়ে রেখে দিলেই চলবে। আমি এভাবেই বেশ কয়েক বছর করে এসেছি, এবং সুন্দর ফল পেয়েছি। ইং-বাং সুইচ অন-অফ প্রসঙ্গে আমার কথা হল, আপনি যদি বাংলা উইকির নিজস্ব স্ক্রিপ্ট ব্যবহার করেন, তাহলে Esc বোতাম, আর যদি অভ্র ব্যবহার করেন, তাহলে অভ্রের হটকি F12 চাপলেই তো হয়ে যায়। এটাতো খুব সহজ একটা কাজ। এটুকু করতেও যদি কষ্ট হয়, তাহলে হয়ত আপনি একটু বেশিই তাড়াহুড়া করছেন। নিবন্ধ লিখতে তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আস্তে ধীরে, একটু ভেবেচিন্তে, যে জিনিসগুলি উপরে উল্লেখ করেছি, সেগুলি একটু খেয়ালে রেখে সব যোগ করুন। আমাদের হাতে অফুরন্ত সময় পড়ে আছে। --অর্ণব (আলাপ | অবদান) ১৯:১৬, ২৩ নভেম্বর ২০০৯ (UTC)
ঠিক আছে, আন্তউইকির ব্যাপারটা আপনার মত করেই করুন তাহলে। মনে হচ্ছে না সমস্যা হবে। তারপরেও ইংরেজি লিংকটা যোগ হয়েছে কিনা, একটু নজর রাখুন। --অর্ণব (আলাপ | অবদান) ১৯:৪২, ২৩ নভেম্বর ২০০৯ (UTC)
খ্রিস্টাব্দ বানানটা অনেক রকম হতে পারে। স, ষ, হ্রস্ব ই, দীর্ঘ ঈ, ঋকার বহুভাবে লেখা যায়। বাংলা উইকির সর্বত্র বানানে সমতা বিধানের জন্য "খ্রিস্টাব্দ" লেখা হচ্ছে। অর্থাৎ র-ফলা, হ্রস্ব ই কার এবং দন্ত্য স। আপনার সব লেখাতেও এই বানানটা ব্যবহার করুন। --অর্ণব (আলাপ | অবদান) ২০:৩২, ২৩ নভেম্বর ২০০৯ (UTC) রোমিও অ্যান্ড জুলিয়েটশেকসপিয়র নিয়ে বাংলায় চর্চা কম হয়। উইকিপিডিয়ায় সেই অভাবটা ঘোচানো চাইই চাই। কলেজে ম্যাকবেথ আমার পাঠ্য ছিল। সেই সূত্রেই ম্যাকবেথ নিবন্ধটির কাজ শুরু করি। শেকসপিয়রের অন্যান্য রচনা ও আনুষঙ্গিক তথ্য নিয়েও লিখব মনস্থির করেছি। তুমি রোমিও অ্যান্ড জুলিয়েট-এ হাত দিয়েছো দেখে খুব ভাল লাগছে। ইংরেজিতে, যদ্দূর মনে পড়ছে, এটি ফিচারড আর্টিকল। সেই জন্য বাংলাতে খুব সাবধানে ও ভালভাবে কাজ করতে হবে। যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। এখন রবীন্দ্রনাথ নিয়ে একটু ব্যস্ত আছি। সামনের বছর গীতাঞ্জলির শতবর্ষ ও ২০১১ সালে রবীন্দ্রনাথের দেড়শো তম জন্মজয়ন্তী। তার আগেই বাংলাতে রবীন্দ্রনাথ ঠাকুর নিবন্ধটি ফিচারড আর্টিকল করে ফেলতে চাই। তারপর আবার শেকসপিয়রে ফিরব। --অর্ণব দত্ত (talk) ০৮:৫৪, ২৫ নভেম্বর ২০০৯ (UTC) ঠিকই বলেছেন। শেকসপিয়রের চর্চা, যা কিছু ছাপার অক্ষরে হয়, সবই কেমন পাঠ্যবই কেন্দ্রিক। নাট্যমঞ্চে অবশ্য পরীক্ষানিরীক্ষা হয়ে থাকে। বছর কয়েক আগে কলকাতার সেন্ট জেভিয়ার্সের ছাত্রছাত্রীরা রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকটিতে রবীন্দ্রসংগীতের প্রয়োগ ঘটিয়ে একটি অসামান্য নৃত্যনাট্যের আকারে মঞ্চায়িত করে। বেশ লেগেছিল আমার সেই কনসেপ্টটা। সেই থেকে শেকসপিয়র ও রবীন্দ্রনাথের একটা মেলবন্ধনের প্রচেষ্টা শুরু হয়েছে এখানে। কিন্তু তার জন্য উপযুক্ত রিসোর্সের বড়ো অভাব। তাই এই রকম উদ্যোগের সঙ্গে জড়িত কিছু মানুষ আমাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন অন্তত উইকিপিডিয়াতে শেকসপিয়র সংক্রান্ত কিছু ভাল নিবন্ধ সৃষ্টি করতে। এদিকে রবীন্দ্রনাথও শেষ হয়নি। এই বছরই ইন্টারনেটে রবীন্দ্র জীবন সংক্রান্ত বাংলা তথ্যের ভাল চাহিদা ছিল। আগামী কয়েক বছর চাহিদা আরও বাড়বে। জানো নিশ্চয়, ইতিমধ্যেই ইউনেস্কো বিশ্বব্যাপী রবীন্দ্র-সার্ধশতবর্ষ পালনের সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকার শান্তিনিকেতন আশ্রমটির নামও বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মনোনয়নে পাঠিয়েছে ইউনেস্কোর কাছে। আগে ভাগে বাংলা উইকিতে রবীন্দ্রনাথ নিবন্ধটি ফিচারড করে রাখলে উইকিপিডিয়ার চাহিদা ও মান দুইই বাড়বে বলে মনে করি। --অর্ণব দত্ত (talk) ১০:২০, ২৫ নভেম্বর ২০০৯ (UTC) আজাকি হালনাগাদআজাকি হালনাগাদরবীন্দ্রনাথরবীন্দ্রনাথকে খুন করার চেষ্টা করা হয়েছিল। রাজনৈতিক মতাদর্শ অংশে পাবে। একটু সাজিয়ে নাও। --অর্ণব দত্ত (talk) ০৯:২৪, ২৮ নভেম্বর ২০০৯ (UTC) একখানা ছবি রেখো। নিবন্ধের প্রথম ছবিটা নয়। ওটা বহু ব্যবহৃত। বরং প্রাগের রবীন্দ্রমূর্তির ছবিটা রাখতে পারো। ওটা বেশ সুন্দর লাগছে। নিবন্ধের প্রভাব অংশে পাবে। --অর্ণব দত্ত (talk) ০৯:৩১, ২৮ নভেম্বর ২০০৯ (UTC) ছবি আপলোডধন্যবাদ, তানভির। আমি জানি আমার আপলোড করা কতকগুলি ফটো মুছে ফেলা হয়েছে। আসলে কোনো কারণে আমি এই ছবিগুলি কমনস-এ দেখতে পাইনি (দৃষ্টি এড়িয়ে গেছে বা হয়তো অন্য নাম ব্যবহৃত হয়েছে সেখানে)। তাই ইংরেজি উইকিপিডিয়া থেকে আপলোড করেছিলাম। আমার এই ভুল শোধরানোর দায়িত্ব জয়ন্তদা পালন করে আসছেন। এতে কোনো খেদ বা ভুল বোঝাবুঝির ব্যাপার থাকে না। বরং যেগুলি আমি কমনস-এ খুঁজে পাই না, সেগুলিকে খুঁজে পেতে সাহায্য করে। গগন ঠাকুরের আঁকা ছবিটা অবশ্য কমনস-এ নেই। এটি আমার নিজস্ব সংগ্রহ থেকে দেওয়া। কমনস-এ দেওয়াই যায়। কিন্তু ওটা একটা বাংলা বই থেকে নেওয়া। তথ্যটা কিভাবে দেবো বুঝতে পারছি না। --অর্ণব দত্ত (talk) ১৬:২১, ২৯ নভেম্বর ২০০৯ (UTC) ও, তুমি এই ছবিটা কমনস-এ ট্রান্সফার করে দিয়েছো! তা ভালই করেছো। তবে সঙ্গে একটা ইংরেজি ইন্ট্রোডাকশন দিয়ে দিতে পারতে। তাতে অন্যান্য উইকির লোকেদের এটা ব্যবহার করতে সুবিধা হতো। --অর্ণব দত্ত (talk) ১৬:৩২, ২৯ নভেম্বর ২০০৯ (UTC)
কমিউনিস্ট পার্টির উপর নিষেধাজ্ঞাতানভির ভাই আপনি কেন পার্টি নিষিদ্ধ করতে ইন্ধন দিলেন? আমরা পার্টির হয়ে কাজ করতে পারব না কেন। কমিউনিস্ট পার্টি এবং জনগণতান্ত্রিক বিপ্লব তো মানুষেরই জন্য নাকি। আপনিও তো জনগণের মধ্যেই পড়েন। আমরা, পার্টির কমরেডরা তো আপনাদের ভালোই কোরতে চেয়েছিলাম। আর আপনিই তাতে বাগড়া দিলেন। ওইজন্যই বলে কোন শালার ভালো করতে নাই। কতগুলা বাল উইকীপীডীয়ায় এসে জুটেছে। আর আপনিও তাতে যোগ দিলেন। আমি আপনার কি ক্ষতি করেছি? যাই হোক আমি আর পার্টির সংগঠন গড়ার কাজ করব না। এখন সবাইরে বলেকয়ে আমার বাধাটা তুলে নেন দেখি। -শ্রিল শ্রিযুক্ত বাবু প্রভাত কুমার বন্দোপাধ্যায়, ৩০ নবেম্ভর ২০০৯ — 117.194.226.222 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
ইংরেজি উইকিতে রবীন্দ্রনাথইংরেজি উইকিপিডিয়াতে রবীন্দ্রনাথ ঠাকুর নিবন্ধটি নিয়ে সম্ভবত ভ্যান্ডালিজম চলছে। তথ্যছক ও অন্যান্য লিঙ্ক মুছে ফেলা হচ্ছে। আমি দু-একটি ঠিক করলাম। আপনারা যাঁরা ইংরেজি উইকিপিডিয়াতে নিয়মিত, ব্যাপারটি একটু দেখুন। --অর্ণব দত্ত (talk) ১৭:২৮, ৩০ নভেম্বর ২০০৯ (UTC) TUSC token d8dbe234d9a82ed0047af71221bef16cI am now proud owner of a TUSC account! TUSCসাহায্যের জন্য ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৪৮, ১ ডিসেম্বর ২০০৯ (UTC) Infobox genericInfobox Generic এই তথ্যছকটি কি বাংলা উইকিতে সংযোজন করা সম্ভব? ইংলিশ উইকিতে আমি ইতিমধ্যে ঐ তথ্যছকটি কয়েকবার ব্যবহার করেছি। কিন্তু বাংলায় অনুরূপ কিছু খুঁজে পাচ্ছি না। সাহায্য করতে পারবেন কি? - মুহম্মদ তাওসিফ সালাম (আলাপ | অবদান) ২০:৫২, ৪ ডিসেম্বর ২০০৯ (UTC) -
- নতুন তথ্যছকটি এখানে ব্যবহার করেছি। আপনাকে অশেষ ধন্যবাদ। মুহম্মদ তাওসিফ সালাম (আলাপ | অবদান) ২৩:৫০, ৪ ডিসেম্বর ২০০৯ (UTC)
আজাকি হালনাগাদআবারও ধন্যবাদওভারলর্ড নিয়ে আপনার আগের পরামর্শের জন্য ধন্যবাদ জানাতে একটু দেরীই করে ফেললাম, এ জন্য দুঃখিত। ইন্টারলিংক-গুলো লাল থাকলে ব্যাপারটা প্রথমে অস্বস্তিকর মনে হত। কিন্তু পরে বুঝলাম যে লাল লিংক-কে লাল থাকতে দেয়া অনেকটাই উইকি বাংলার সমৃদ্ধিকে উৎসাহ দেয়ার মত। আর সবশেষের পরামর্শটির জন্যও ধন্যবাদ। আপনি দেখছি ল্যাবরেটরিয়ান। কোন সালে এসএসসি পাশ করেছেন? আমি নিজেও তো ল্যাব, ২০০৩ ব্যাচের। মুহম্মদ তাওসিফ সালাম (আলাপ | অবদান) ০০:০১, ১১ ডিসেম্বর ২০০৯
মুহম্মদ তাওসিফ সালাম (আলাপ | অবদান) ০২:৩০, ১১ ডিসেম্বর ২০০৯ আজাকি হালনাগাদআজাকি হালনাগাদশহীদ বুদ্ধিজীবীদের জীবনীআজ শহীদ বুদ্ধিজীবী দিবস, অথচ বাংলা উইকিতে খুব বেশি শহীদ বুদ্ধিজীবীর জীবনী নেই। বিষয়শ্রেণী:৭১-এ_শহীদ_বুদ্ধিজীবী এ মাত্র ৫টি ভুক্তি আছে। এটা ঠিক করা দরকার জরুরি ভিত্ত্বিতে। যেমন, জিসি দেব এর জীবনী ইংরেজি উইকি ও এখানে রয়েছে। --রাগিব (আলাপ | অবদান) ০৬:১৬, ১৪ ডিসেম্বর ২০০৯ (UTC)
রাগিব ভাই, ইংরেজি থেকে মাত্র একটাই ইম্পোর্ট করতে পারলাম—ধীরেন্দ্রনাথ দত্ত, জি.সি. দেব আগে থেকেই বাংলা উইকিতে ছিলো। খুঁজে পেয়ে ক্যাটাগরাইজ করে দিয়েছি। দেখি হাতে তালিকা পেয়েছি একটা। বাংলাপিডিয়া থেকে রিসোর্সেস নিয়ে আজ যতোগুলো পারি লিখবো। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ০৯:৫১, ১৪ ডিসেম্বর ২০০৯ (UTC) বাংলাদেশবাংলাদেশ নিবন্ধটিতে পরিবর্তনের ফলে বেশ কিছু লাল লিঙ্ক দেখা যাচ্ছে। যে সকল নিবন্ধ স্ট্যাবল না বা এখনও প্রায়শই পরিবর্তন হচ্ছে এমন নিবন্ধকে নির্বাচিত নিবন্ধ হিসেবে গণ্য করা হয় না। নিরপেক্ষ ভাবে বলতে গেলে আপাত দৃষ্টিতে লাল লিঙ্ক এবং প্রায়শ সম্পাদিত বলে নিবন্ধটিকে নির্বাচিত হিসেবে গণ্য হওয়া উচিত নয়। তাই অতিসত্ত্বর লাল লিঙ্কগুলো নীল এবং নিবন্ধকে আপাতত এখানেই স্ট্যাবল করার অনুরোধ করছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৪১, ১৫ ডিসেম্বর ২০০৯ (UTC)
চমৎকার নোটিশসুন্দর হয়েছে নোটিশটা। আর আপনাকেও বিজয়ের শুভেচ্ছা।--ফয়সল (আলাপ | অবদান) ১৫:৫৩, ১৫ ডিসেম্বর ২০০৯ (UTC) সমস্যাউইলিয়াম আব্রাহাম সাইমন ঔডারল্যান্ড পাতা থেকে ডাটা যদি উইলিয়াম এএস ঔডারল্যাণ্ড পাতায় সরাই তবে বীর প্রতীক লিস্ট থেকেও ঔডারল্যন্ডের নাম পরিবর্তন করতে হবে। কারন আমি ওখান থেকে পেইজ খুলেছিলাম। আর অস্থায়ী সরকারের সমস্যাটা গেছে।--তানভী (talk) ১১:৪৩, ১৬ ডিসেম্বর ২০০৯ (UTC)তানভী |