ব্যবহারকারী আলাপ:Wikitanvir/archive12
এই ব্যবহারকারী বর্তমানে বাস্তব জীবনের প্রয়োজনে ছুটিতে রয়েছেন তাই উইকিপিডিয়ায় তার ওপর প্রদানকৃত দায়িত্ব পালনে সমর্থ নাও থাকতে পারেন।
লক্ষ্য করুন! এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের একটি সংগ্রহশালা। এখানে আলোচনাকৃত কোনো বিষয়ে নতুন করে আলোচনা শুরু করাসহ সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার মূল আলাপ পাতায় আসুন। আর আপনি চাইলে আমার আলাপ পাতার হওয়া আলোচনাগুলো ঘুরে দেখতে পারেন। নিচে আমার আলাপ পাতার সংগ্রশালাগুলোর একটি তালিকা দেওয়া হলো। ধন্যবাদ। মূল আলাপ পাতা • সংকলন: ১ • ২ • ৩ • ৪ • ৫ • ৬ • ৭ • ৮ • ৯ • ১০ • ১১ • ১২ |
আজ
মঙ্গলবার
৭
জানুয়ারি
২০২৫
অটো উইকি ব্রাউজার ব্যাবহার করে শুধু কি বটকেই অনুমতি দেওয়া হয়?সম্পাদনাআমি আসলে বিষয়টি না জেনে এই সরঞ্জাম বযবহার করেছি। আমাকে কি বট দ্বারা এটা করতে হবে?--ইফতেখার নাইম (আলাপ) ১৪:১২, ১৮ মার্চ ২০২০ (ইউটিসি)
তানভির ধন্যবাদ। -ইফতেখার নাইম (আলাপ) ১৪:১৯, ১৮ মার্চ ২০২০ (ইউটিসি) বিশেষ এডিটাথনের তালিকা নিয়ে প্রশ্নসম্পাদনাতালিকা কি আজকেই যুক্ত করা হবে? ইফতেখার নাইম (আলাপ) ০০:৩৩, ১ এপ্রিল ২০২০ (ইউটিসি) @ইফতেখার নাইম: তালিকা ইতোমধ্যে যোগ হয়েছে। প্রতিযোগিতার ধাপ অংশে দেখুন। লিংক দেয়া হয়েছে। — তানভির • ০০:৫৭, ১ এপ্রিল ২০২০ (ইউটিসি) উড়েদের বাঙালি বিদ্বেষসম্পাদনা"তাম্রলিপ্ত" পেজের ইংরেজি উইকির ভার্সনে গিয়ে এডিট হিস্ট্রিটা একবার দেখুন। একজন অজানা আইপি অ্যাড্রেস 2409:4062:231E:6C42:E1D5:1894:7FC2:77BA থেকে কেউ এডিট করে লিখেছিলো, যে তাম্রলিপ্ত নাকি প্রাচীন কলিঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত। এর চেয়ে বড়ো মিথ্যে আর হয়না। https://www.odisha.gov.in/e-magazine/Orissareview/2014/Nov/engpdf/119-125.pdf বাঙালি বিদ্বেষী উড়িষ্যা সরকার সরকারি ওয়েবসাইট থেকে তাম্রলিপ্তকে নিজেদের বলে দাবি করছে। এর আগে চর্যাপদটা কেড়ে নিয়ে উড়ে ভাষাকে ধ্রুপদী ভাষা বানিয়ে নিয়েছে। সৌভাগ্যবশত রসগোল্লাটা এখনও পর্যন্ত আমাদেরই রয়েছে। উড়িষ্যায় বসতি গাড়া উদ্বাস্তু বাঙালির যে কী হিল হয়েছে কেউ জানে না। দয়া করে বাঙালির স্বার্থে এই সরকারি লিঙ্কটাকে ও আইপি অ্যাড্রেসটাকে ব্ল্যাকলিস্টেড করুন। শৌমেন মান্না (আলাপ) ০৬:০৪, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)
বাংলাপিডিয়া সংক্রান্তসম্পাদনাবাংলাপিডিয়ায় ব্যবহৃত ছবি কি এই উইকিপিডিয়াতে ব্যবহার করা যায়? নাকি ছবি গুলিতে copyright দেওয়া আছে? স্পষ্টভাবে উল্লেখিত নেই বলে জিজ্ঞাসা করছি। তবে প্রত্যেক পেজের তলে 'Powered by MediaWiki' আছে। উদঃ http://en.banglapedia.org/index.php?title=File:LangalCover.jpg বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ২০:০৪, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)
অনুরোধসম্পাদনাভাই আমার common.js কাজ করছে না ,আর আমি আইপি বাধা রহিতকরণ দলে যোগ দিতে চাই তো আমার কি করা উচিত। লেলীন (আলাপ) ১৯:২৩, ৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)
~ জিজ্ঞাসা ~সম্পাদনা@Wikitanvir: শুধু en.wiki.x.io -এ Nahian নামক একটি একাউন্ট আছে, যিনি ১৪ বছর পূর্বে উইকিপিডিয়ার সাথে যুক্ত হন। কিন্তু তিনি কোনো ব্যবহারকারী পাতা-ও তৈরি করেননি বা সক্রিয়-ও নন। আমি কি আমার নাম Nahian~bnwiki এর পরিবর্তে Nahian করতে পারবো? ~ নাহিয়ান আলাপ ১৬:২৪, ৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)
কি করি বলুন তোসম্পাদনা@Wikitanvir: সম্মানিত উইকিপিডিয়ানরা নিবন্ধ তৈরি করে কিন্তু আন্তঃউইকি সংযোগ দেয় না। আমার মনে হয় এতে অন্যান্য উইকিপিডিয়ানরা হয়রানির স্বীকার হচ্ছেন। কি করা যায় পরামর্শ চাইছি। গতকাল ও আজ আমি যে নিবন্ধগুলো তৈরি করেছি তার মধ্যে দুইটির নাম এম এম ইস্পাহানী লিমিটেড ও শেবা.এক্সওয়াইজেড। যেগুলোর কোন উইকি সংযোগ ছিল না বিধায় আমি মনে করেছি তৈরি করা নেই। কিন্তু পরে জানতে পারলাম এম. এম. ইস্পাহানি লিমিটেড ও সেবা এক্সওয়াইজেড নামে নিবন্ধগুলো পূর্বেই তৈরি করা আছে। আমারগুলো পরে তৈরি তাই এগুলো এখন পুনঃনির্দেশ করতে হবে। আমার পরিশ্রম মাটি হলো। সবাইকে আন্তঃউইকি সংযোগ দিতে উদ্বুদ্ধ করা যায় কিভাবে জানাবেন। — কুউ পুলক ✉ ০৭:৫২, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি) উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পের অনুস্মারকসম্পাদনাসুধী, বাধাপ্রদানসম্পাদনাসুধী, বিশেষ:অবদান/Md. Sawon Mizi দেখে, Md. Sawon Mizi কে সাময়িক বাধা দেওয়ার অনুরোধ। — রিয়াজ (আলাপ) ০৯:২৮, ৮ মে ২০২০ (ইউটিসি)
বাংলা অনুবাদসম্পাদনাউইকিপিডিয়ায় অনেক কিছু এখনও ইংরেজিতেই রয়েছে এগুলো অনুবাদ করে এবং নতুন নিবন্ধ যুক্ত করে বাংলা উইকিপিডিয়া কে সমৃদ্ধ করতে চাই। এ বিষয়ে আপনাদের পরামর্শ ও সহযোগিতা চাইছি। যাচাই শেখ (আলাপ) ১৬:৪৩, ১১ মে ২০২০ (ইউটিসি) ঈদ শুভেচ্ছাসম্পাদনা
ঈদ মোবারকসম্পাদনা
Eid Mubarak মিজানুল কাশেম নাহিদ (আলাপ) ০৮:২২, ৩১ আগস্ট ২০২০ (ইউটিসি) Hi, I'm currently working on removing bot flags from inactive bots in wikis of languages that I can speak. It looks like your bot is no longer working on guwiki and hiwiki since Wikidata has been in the use for interwiki linking. Would it be fine for you if the bot flag gets removed in both wikis? -- CptViraj (আলাপ) ০৬:১২, ২৬ মে ২০২০ (ইউটিসি)
বট দ্বারা স্বাগতম বার্তা জানানোসম্পাদনাবট দ্বারা স্বাগতম বার্তা জানানোর বিষয়ে মনে হয় আমাদের পর্যালোচনা করা উচিত। আমরা বছরের পর বছরের স্বাগতম জানিয়েই যাচ্ছি ও ইতিমধ্যে ২ লক্ষ ৮০ হাজারের মধ্যে প্রায় ২ লক্ষের অধিক ব্যবহারকারীকে স্বাগতম জানিয়েছি। কিন্তু বিপরীতে ফলাফল শূন্যের কাছাকাছি। যে দুই একজন সম্পাদনা করেও, তারা নিজের ব্যবহারকারী প্রোফাইল বানিয়েই চলে গেছে। এভাবে যদি আমরা চালাতে থাকি, তবে এক সময় আমরা বিশাল একটা বোঝা নিয়ে উপস্থিত হব। বাংলা উইকিতে আস্তে আস্তে বড় হচ্ছে, আমাদের এই বিষয়ে ভাবা দরকার। তাই আমার প্রস্তাব হল:
--আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৪৬, ২৭ মে ২০২০ (ইউটিসি)
বিশেষ:অব্যবহৃত চিত্রসম্পাদনা@Wikitanvir:, @তানভির ভাই, বিশেষ:অব্যবহৃত চিত্র মুছে দিন। জাগরন খান (আলাপ) ০৬:৫৭, ২৪ জুন ২০২০ (ইউটিসি) হ্যালো মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমীর নতুন ভবন উদ্ভোধনের সময়কাল ভুল দেওয়া আছে উইকিপিডিয়াতে। এটা সংশোধনের জন্য অনুরোধ করলাম High অভ্যর্থনা কমিটি বট login rateসম্পাদনাHello! Your bot is logging into Wikimedia projects over 5K times in a 48H period, which is excessive, and shouldn't be necessary. See https://phabricator.wikimedia.org/T256533#6261565 Can you do anything about this? https://www.mediawiki.org/wiki/API:Login#Additional_notes >If you are sending a request that should be made by a logged-in user, add assert=user parameter to the request you are sending in order to check whether the user is logged in. If the user is not logged-in, an assertuserfailed error code will be returned. Reedy (আলাপ) ১৫:২০, ২৭ জুন ২০২০ (ইউটিসি) সম্পাদনা বাতিল প্রসঙ্গেসম্পাদনাআমার " কাজী নজরুল: একজন প্রেমিক কবি" শিরোনামের সম্পাদনা বাতিল হলো কেন তা বুঝলাম না Sujan Mazumder (আলাপ) ০৮:১৮, ১ জুলাই ২০২০ (ইউটিসি) পেশাদারি কুস্তি এডিটাথনে আপনাকে আমন্ত্রণ!সম্পাদনাপ্রিয় Wikitanvir, দেবারতি মুখোপাধ্যায় নিবন্ধসম্পাদনাভি, আমি নতুন সৃষ্টিকারী। দেবারতি মুখোপাধ্যায় নিবন্ধটিতে প্রথম সারির বিভিন্ন সংবাদপত্রের সূত্র থাকা সত্বেও কেন অপসারণের প্রস্তাব আনা হচ্ছে জানতে চাই। এর থেকে অনেক কম সূত্র সম্পর্কিত পেজ যেমন হিমাদ্রী কিশোর দাশগুপ্ত বিনোদ ঘোষাল জাতীয় নিবন্ধ বহাল তবিয়তে রয়েছে। Bengalitez (আলাপ) ০৩:৫৮, ৩০ জুলাই ২০২০ (ইউটিসি)
সংগ্রহশালা তৈরিতে সাহায্যের প্রস্তাবসম্পাদনাপ্রিয় তানভির ভাই, আশা করি ভালই আছেন। আপনি সম্ভবত জেনে থাকবেন যে আলাপ পাতার সংগ্রহশালা ব্যবস্থাপনার জন্য আমার তৈরি স্ক্রিপ্ট কাজের অনুমতি পেয়েছে। তাই যদি আপনি আপনার আলাপ পাতার পুরনো বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তরিত করতে চান, তবে আপনার আলাপ পাতার (এই পাতাটিতেই) সবার উপরে {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা|max-day=7|current-index=1}} যুক্ত করুন। টেমপ্লেটটির অন্যান্য সেটিং সম্পর্কে জানতে টেমপ্লেট:স্বয়ংক্রিয় সংগ্রহশালা/নথি দেখুন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৬:৪৬, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি) অভ্যর্থনা কমিটি বট ও আন্তঃউইকি বটসম্পাদনাশ্রদ্ধেয় তানভির ভাই, আশা করি ভালোই আছেন। আমি দুটি বট সম্পর্কে কিছু কথা বলতে চাই।
মন্তব্যের অপেক্ষায়-নকীব সরকার বলুন... ০৬:১৮, ৮ আগস্ট ২০২০ (ইউটিসি) Misunderstandসম্পাদনাcan I write Bangla language Asadun islam (আলাপ) ১১:৫৫, ২৯ আগস্ট ২০২০ (ইউটিসি) অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুনসম্পাদনাহ্যালো Wikitanvir/archive12: অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন! বিষয়: "The Community Insights survey is coming!"আপনার যদি প্রশ্ন থাকে, ইমেল surveys@wikimedia.org (Please check your email! Subject: "The Community Insights survey is coming!" If you have questions, email surveys@wikimedia.org.) Samuel (WMF) (আলাপ) ০২:৫৯, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি) নামের আংশিক মিল থাকায় বিশিষ্ট লেখকের নামে নিবন্ধ লিখতে সমস্যার সমাধান চাইসম্পাদনাশুভেচ্ছা জানবেন,প্রিয় আপনার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। একজন খ্যাতিমান লেখকের নাম অনুসন্ধান বক্সে সার্চ করেছি। দেখলাম তার নামে কোন নিবন্ধ নেই। সমস্যা হলো তার নামের প্রথম অংশের মিলে অন্য ব্যাক্তির নিবন্ধ আছে আবার শেষ অংশের মিলেও অন্য ব্যাক্তির নিবন্ধ আছে। কিন্তু আমার কাঙ্ক্ষিত লেখকের নামটি লাল দেখাচ্ছে না বলে নিবন্ধটি তৈরি করতে পারছি না। কিভাবে এটি করতে পারব সহজ উপায় বর্ণনা করলে কৃতজ্ঞ হব। নবীন সাদিক ঝালকাঠী নতুন সদস্য,উইকিপিডিয়াNobin Sadik (আলাপ) ১৪:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
বরাবর, সম্পাদক মহোদয় উইকিপিডিয়া। সালাম ও শুভেচ্ছা রইল। আমি মোহাঃ মনিরুল ইসলাম একটি একাউন্ট খুললাম। আমি আজীবন আপনাদেরই থাকতে চাই। আমার প্রশ্ন হলো আমার জানা ও দেখা জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো কি ভাবে উইকিপিডিয়ায় সহজ ও সাবলীলভাবে সন্নিবেশন করব? দয়াকরে সুন্দর পরামর্শ দিয়ে সঙযুক্ত থাকার সুযোগ দিবেন। বিভিন্ন মুনিষীর জীবনি নিজে তৈরি করব তা প্রকাশ করতে চাইসম্পাদনাউইকিপিডিয়ার সদস্য হবো Nayemcatgami (আলাপ) ২২:৪২, ৬ অক্টোবর ২০২০ (ইউটিসি) সাধারণ সদস্য একটি নিবন্ধন লিখলে সেটা বিবেচনা বা নিরীক্ষণের কতদিন পর প্রকাশ করা হয়?সম্পাদনাআমি একটি নিবন্ধন যোগ করেছে স্কুল সম্পর্কে, সেটা অলরেডি দুই দিন পার হয়ে গেল কিন্তু এখনো প্রকাশ করা হলো না। আসলে এর কারণটা কি? প্লিজ বলবেন। Wiki Kah (আলাপ) ১৫:০৫, ১৭ অক্টোবর ২০২০ (ইউটিসি) ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুনসম্পাদনা
Steward notice: Please evaluate উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/পরামর্শবটসম্পাদনাDear Wikitanvir, I am Martin Urbanec, and I serve as a Wikimedia Steward. A request has been made at Meta-Wiki, asking the stewards to close উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/পরামর্শবট as part of the steward duties, because the request is sitting there since September, and was not actioned by you as the bureaucrat yet. I noticed you were active recently, and I thought that you might missed this request. I would like to ask you to have a look at the request, and either close it, or let me know why it cannot be closed at this point. If I do not hear from you in 14 days, the request might be evaluated and closed by a steward. Thank you for your time. On behalf of the Wikimedia Stewards, সাহায্য করুনসম্পাদনাআমার উইকি পাতায় কেন উদ্ধৃতি ত্রুটি দেখানো হচ্ছে বুঝতে পারছি না। (রামিশা তাবাস্সুম (আলাপ) ০৮:৪৬, ১৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)) দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনার সময় নির্বাচনসম্পাদনাআমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে দুটি সময় নির্বাচন করেছি, আপনারা আপনাদের পছন্দ মত মতামত ২৩ নভেম্বর-এর মধ্যে দিতে পারেন। সবার মতামত অনুসারে ২৪ নভেম্বর আলোচনার জন্য একটি সময় নির্বাচন করে জানিয়ে দেয়া হবে। আপনার বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত দিতে পারেন।
বিঃদ্রঃ আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় ৪ জন ২৭ নভেম্বর এবং ১ জন ২৬ নভেম্বর সমর্থন দিয়েছেন। আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন। এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন। শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৭:৫০, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি) দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (তৃতীয় দফা)সম্পাদনাসবার মতামত অনুসারেে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে আগামীকাল, ২৭ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।
আপনাকে স্বাগতম। এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন। শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৯:৩১, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি) দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনার সারসংক্ষেপসম্পাদনাআশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি জনি এবং রাজীব আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আমরা উইকিমিডিয়া ২০৩০ আন্দোলনের কৌশলের সুপারিশ এবং এর উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ও বাস্তবায়ন করার উদ্দেশ্যে তিন দফায় আলোচনা করেছি। আমাদের এই আলোচনায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও নেপাল থেকে উইকিমিডিয়ান অংশগ্রহণ করেছেন। সকল অংশগ্রহণকারীর প্রতি রইলো বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদের তিন দফায় আলোচনার উপর ভিক্তি করে উইকিমিডিয়া ফাউন্ডেশনে তিনটি সুপারিশ এবং দশটি উদ্যোগের প্রতিবেদন দেয়া হবে। এই জন্য আপনাদের সবাইকে এই ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফর্মটি ২৮ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে। এর পরে সময়সীমা শেষ হওয়ার কারণে এই ফর্মটি বন্ধ হয়ে যাবে। ৫ এবং ৬ ডিসেম্বরের বৈশ্বিক কথোপকথনে অংশগ্রহণের জন্য এই নিবন্ধন ফর্মটি চালু করা হয়েছে, নিবন্ধন ফর্মটি ৪ ডিসেম্বর পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে, সবাইকে নিবন্ধন ফর্মটি পূরণের জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের আজকের (২৭ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন। এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন। শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৮:১৩, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি) নিবন্ধে তথ্যযোগসম্পাদনামামুনুল হক নিবন্ধে “মুসলিম জনসাধারণের মাঝে তার জনপ্রিয়তা রয়েছে” এই লাইনটা যোগ করা যায় কিনা? - ওয়াইস আলাপ ১৬:৩৮, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি) আপনার জন্য একটি পদক!সম্পাদনা
কিছু নিবন্ধ মধ্যে কোন কিছু ই নেইসম্পাদনাআসসালামুয়ালাইকুম : ভাই লক্ষ করলাম কিছু নিবন্ধ মধ্যে সামান্য লেখা আছে - ভাবলাম লিখতে তাই আপনার পরামর্শ চাই -:. MohamedSharirarNayeem (আলাপ) ১২:৫৮, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি) প্রস্তাবসম্পাদনাধরে নিচ্ছি উইকিপিডিয়া:আলোচনাসভা#গণহারে_সকলকে_স্বাগত_বার্তা_না_দিয়ে_ন্যূনতম_১টি_সম্পাদনাকারীকে_বট_দিয়ে_স্বাগত_বার্তা_দেয়া_হোক শীঘ্রই গৃহীত হবে ও আপনি শীঘ্রই সে অনুযায়ী বটের সেটিং সমন্বয় করবেন। একই সাথে আমি আরেকটা প্রস্তাব দিতে চাই, প্রস্তাব হল
অনুরোধসম্পাদনাতানভির ভাই (4798244,4798236) নম্বর সম্পাদনা গুলো সারাংশ সহ লুকায়িত করে দিন, ভুলক্রমে যাচাই করা ব্যাতিত যুক্ত হয়ে গিয়েছিল -শাকিল হোসেন আলাপ ১০:২৯, ৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!সম্পাদনা
Enabling Section Translation on Bengali Wikipediaসম্পাদনাHi @Wikitanvir: I am Eli, a researcher on the Language Team. I hope you're doing well. The Language team plans to improve the mobile translation experience with Section Translation enablement in Bengali Wikipedia. This announcement contains the details. Because you participated in past research about this topic, I thought it may be of your interest. Please feel free to provide any feedback. We are also planning research sessions to learn more about the experience of using Section Translation. If you or any friends may be interested to participate, and regularly use a mobile device for editing and translating, please contact eli@wikimedia.org. I will follow-up to any messages I receive with more details and specifics about the opportunity. Thanks, EAsikingarmager (WMF) (আলাপ) ২০:১০, ২৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি) অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণসম্পাদনা
ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন এর নামের পাতা কে অপসারণে বিরোধিতাসম্পাদনাড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন একটি আন্তর্জাতিক মানের মানসম্মত যোগ্যতাসম্পন্ন সংগঠন। সংগঠনটি সম্পর্কে প্রথম সারির নিউজপেপারে সংবাদ আসে।সংগঠনের পাতা কে অপসারণের বিরোধিতা যে অ্যাকাউন্টের করা হচ্ছে সে একাউন্টকে মিথ্যে বলে দাবি করা হয় কেন? সংগঠন টির একটি নিজস্ব যোগ্যতা রয়েছে সংগঠনকে কেন মিথ্যে বলে প্রমাণিত করার চেষ্টা করা হচ্ছে। সংগঠনটি সম্পর্কে কোন ভুয়া তথ্য দেওয়া হয়নি ।সংগঠনের যোগ্যতা রয়েছে বলেই এটি বাংলাদেশ সরকার থেকে নিবন্ধিত হতে পেরেছে এবং সংগঠনের কার্যক্রম গুলো বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত হয়।অনুগ্রহ করে আপনি দেখবেন পাতা কে কেন অপসারণ করার জন্য কেন প্রচেষ্টা চালানো হচ্ছে মাহিন আহমেদ (আলাপ) ১৩:২১, ১ মার্চ ২০২১ (ইউটিসি) মাহিন আহমেদ মন্তব্য== প্রথম সারির সংবাদপত্রের তথ্যসূত্র == 1. https://www.kalerkantho.com/amp/print-edition/news/2015/02/17/188805 3. https://www.bd-pratidin.com/news/2017/05/10/230510 6. https://m.mzamin.com/article.php?mzamin=171769 মাহিন আহমেদ অনুগ্রহ করে, আপনি সংগঠনটি সম্পর্কে ভালো করে সমস্ত কিছু জানুন পরবর্তীতে পাতাটিকে সংরক্ষণ করার ব্যবস্থা করুন। বাধা অপসারণে করুনসম্পাদনাবিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আর্টিকেলটি ছড়িয়ে পড়েছে এবং অনেকে সন্ত্রাসবাদে উৎসাহ মূলক লিখা প্রকাশ করেছে এটিকে পুঁজি করে। তাই আমি তাকে অনুরোধ করেছিলাম এটি আরো কিছুদিন পরে যুক্ত করতে । তিনি শোনেননি তাই আমি আপাতত এটি সরিয়ে রাখতে চেয়েছিলাম কিন্তু তিনি এটি পুণরায় ফিরিয়ে আনেন। এরপর আরেকজন ব্যবহারকরী এটি থেকে ‘ভারত বর্ষে মুসলিম শাসন’ পেজে এটিকে ট্যাব করে দিলে তিনি আবার এটিকে ফিরিয়ে আনেন। এরপর এগুলো শুরু হলো, আমি দুঃখিত,আমি আপনাদের সবার কনিষ্ঠ ,তাই দ্রুত বুঝতে পারেনি এটি নীতিমালা বহির্ভূত। বাধাটি সরিয়ে দিন আমার অনেক লিখা নোট হয়ে আছে,আমি এরকম প্রবন্ধে আমার ব্যক্তিগত রোষ কখনোই প্রকাশ করবো না এবং নীতিমালা মেনে চলবো। 58.145.189.242 (আলাপ) ০৯:২০, ৩০ মার্চ ২০২১ (ইউটিসি)
প্রোক্যারিওটা নিয়ে Sajib407780-এর প্রশ্ন (১৫:১৮, ৪ এপ্রিল ২০২১)সম্পাদনাআমি কিভাবে আমার সারাংশ সম্পাদনাটি পরিবর্তন করবো??? --Sajib407780 (আলাপ) ১৫:১৮, ৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)
ব্যবহারকারী:আরাফাত সুলতান নিয়ে আরাফাত সুলতান-এর প্রশ্ন (২৩:৫২, ৭ এপ্রিল ২০২১)সম্পাদনাআপনাকে শুভেচ্ছা। আমার লেখা গুলো স্থায়ী করতে কি করতে হবে। --আরাফাত সুলতান (আলাপ) ২৩:৫২, ৭ এপ্রিল ২০২১ (ইউটিসি)
অনেক সময় দেখি যে একটা লেখা লিখলাম কিন্তু কিছুক্ষণ পরে দেখি নাই, কেউ যেন মুছে দিচ্ছে।। বিষয় টি দেখবেন।। তাই লেখা গুলো স্থায়ী করতে।। আরাফাত সুলতান (আলাপ) ২০:০৭, ২০ এপ্রিল ২০২১ (ইউটিসি)
Adittho madak vai-এর প্রশ্ন (১৭:১২, ২০ এপ্রিল ২০২১)সম্পাদনাYes --Adittho madak vai (আলাপ) ১৭:১২, ২০ এপ্রিল ২০২১ (ইউটিসি)
Toton ojha kolkata-এর প্রশ্ন (১১:২৪, ২১ এপ্রিল ২০২১)সম্পাদনাধন্যবাদ --Toton ojha kolkata (আলাপ) ১১:২৪, ২১ এপ্রিল ২০২১ (ইউটিসি)
জেনি নিয়ে অরুনাভ দাস-এর প্রশ্ন (১৪:২৯, ২২ এপ্রিল ২০২১)সম্পাদনাhow to add picture in wikepedia --অরুনাভ দাস (আলাপ) ১৪:২৯, ২২ এপ্রিল ২০২১ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা - তথ্য প্রদান সংক্রান্ত সমস্যাসম্পাদনাসুপ্রিয় @Wikitanvir, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমার একাধিক নিবন্ধ গ্রহণ করার জন্য অজস্র ধন্যবাদ। আপনাদের উল্লিখিত ফর্মটি আমি পূরণ করেছি। তবে একটা ব্যাপারে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। আমি আমার বাড়ির ঠিকানা বাংলায় লিখেছি। আমি ভারতে বসবাস করি। আমার ধারণা, আন্তর্জাতিক স্তরে চিঠি পাঠাবার ক্ষেত্রে বাংলায় লেখা ঠিকানা সমস্যার সৃষ্টি করতে পারে। তাই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন আপনারা যেন আমার বাড়ির ঠিকানা খামে লেখার সময় অবশ্যই ইংরেজিতে লিখে দেন। ঠিকানাটি আমি নিচে লিখে দিলাম -
-- শান্তনু চট্টোপাধ্যায় (আলাপ) ১৬:২৬, ২৭ এপ্রিল ২০২১ (ইউটিসি)
তানভীর ভাই, আমার ঠিকানাটা পরিবর্তন করতে হবে, কী করব? — ইফতেখার নাইম (আলাপ) ১২:০৫, ৬ মে ২০২১ (ইউটিসি)
নিবন্ধের নামসম্পাদনাপূর্বে আপনি ইউনাইটেড স্টেটস আর্মি নিবন্ধটি লিখেছিলেন। বিতর্কমূলক নয় বিবেচনা করে আমি আলোচনা না করেই, নিবন্ধের নাম মার্কিন সেনাবাহিনী করেছি। আশা করি আপনার আপত্তি নেই। আমি বিস্তারিত কারণ আলাপ:মার্কিন সেনাবাহিনী-এ লিখেছি। সংক্ষেপে, উইকির নিয়ম হল প্রচলিত নামটি ব্যবহার করা। কোন বাংলা সংবাদমাধ্যম ইউনাইটেড স্টেটস আর্মি ব্যবহার করে না, প্রথম আলোসহ সকল জাতীয় সংবাদমাধ্যম মার্কিন সেনাবাহিনী লিখে। এই জন্য বাংলায় প্রচলিত নামটি ব্যবহার করেছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৭, ২৭ এপ্রিল ২০২১ (ইউটিসি)
আবেদন বন্ধ করা বিষয়েসম্পাদনাতানভির ভাই, এই আবেদনটি এখনো বন্ধ করা হয়নি। একটু দেখার অনুরোধ করছি —শাকিল হোসেন আলাপ ১২:৫৮, ৩ মে ২০২১ (ইউটিসি) |