উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা

সাম্প্রতিক মন্তব্য: Tanbiruzzaman কর্তৃক ১ দিন আগে "বাধাদানের অনুরোধ: Afran Tanvir, Md Tanvirul Islam778" অনুচ্ছেদে
আলোচনাসভা
সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনা
পরিভাষা ও অনুবাদ
পরিভাষা, অনুবাদ সংক্রান্ত আলোচনা
প্রশাসকদের আলোচনাসভা
প্রশাসকদের নোটিশবোর্ড
ব্যুরোক্র্যাটদের আলোচনাসভা
ব্যুরোক্র্যাটদের নোটিশবোর্ড
সংবাদ
আন্তঃউইকি বিজ্ঞপ্তি ও সংবাদ
নতুন অবদানকারীর সাহায্য পাতা
নতুন অবদানকারীদের সাহায্য
সরাসরি চলুন: সূচিপত্রেপ্রথম আলোচনায়পাদদেশের আলোচনায়


আলোচনা বন্ধের অনুরোধ ১২ আগস্ট ২০২৪

সম্পাদনা

উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ#বর্ণ নামের নিবন্ধগুলো আলোচনা বন্ধের অনুরোধ রইল। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৭:১৪, ১২ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

  সমর্থন অনেক দিন হয়ে গেছে কিন্তু আলোচনার পরিপ্রেক্ষিতে প্রশাসকদের দ্বারা কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেহেদী আবেদীন ১৮:৩৯, ১৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী CosmLearner

সম্পাদনা

@ব্যবহারকারী CosmLearner সম্পর্কে আমার কিছু সুস্পষ্ট অভিযোগ। তিনি ১৬ জুলাই ২০২৪ উইকিতে যাত্রা শুরু করেছেন। এরপরেই বেশ অভিজ্ঞ সম্পাদকের মত সম্পাদনা করছেন। তবে তার গুরুতর অনিরেপক্ষতা সমস্যা রয়েছে। এসব বিষয় নিয়েই কয়েকটি অভিযোগ।

  • তিনি বাংলা ও ইংরেজি উইকিতে সম্পাদনা করে থাকেন। দুই উইকিতেই আগ্রহ প্রায় একই ধরণের নিবন্ধ নিয়ে। তবে তিনি নিয়মিত তথ্যসূত্র পাওয়া ছাড়াই তথ্য যোগ করেন। এই অভিযোগে তাকে মাত্র ৪০ দিনে ইংরেজি উইকিতে দুইবার বাঁধাপ্রদান করা হয়েছে। লগ দেখুন একবার তাকে চিরস্থায়ী মেয়াদের বাঁধাপ্রদান করা হয়েছিলো।
  • অনিরেপক্ষতার জন্য আমি এই [[১]] সম্পাদনাটি বাতিল করেছি। এছাড়াও এই সম্পাদনায় তিনি তথ্য বিকৃতি ঘটিয়েছেন। এই আলোচনায় একজন প্রশাসকের সাথে এই সম্পাদনা নিয়ে বিতর্কও হয়েছে।
  • নিবন্ধের নাম পরিবর্তনের জন্য আলাপ পাতার পরিবর্তে আলোচনায় আমাকে হিন্দুধর্মের উপর সহিংসতার সাথে বাহ্যিক সম্পর্ক রয়েছে এমন ট্যাগ লাগানোর চেষ্টা করেছে। আমি এই ঘৃণ্য কাজকে নিজের জন্য চরম অপমানজনক মনে করেছি। এটার শাস্তি হওয়া দরকার।
  • এই আলোচনাতে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে আল জাজিরা ইসলামপন্থীদের প্রতীক এমন মন্তব্য, বাংলাদেশী গণমাধ্যমকে মৌলবাদী মুসলমানদের দ্বারা নিয়ন্ত্রিত এমন বক্তব্য করেছে। গণমাধ্যমের উপর এমন আস্থাহীনতা এটা দেশ ও গণমাধ্যমের উপর মিথ্যাচার।
  • একটি অভিযোগ, ২০২৪ বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা (পরে নাম পরিবর্তন হয়েছে) নিবন্ধে অনিরেপক্ষতা ও নামকরণ নিয়ে কিছু ব্যবহারকারী আলোচনা শুরু করলে, তখন নতুন একাউন্ট ComsLearner নামে এইসব নিবন্ধে অপব্যবহার করতে থাকে। এটা খানিকটা মেটাপাপ্রেটির মতো ব্যপার।
  • এছাড়াও অন্যান্য ব্যবহারকারীকে তার সম্পাদনা বাতিল ও উদ্বেগ প্রকাশ করতে দেখেছি। তার সম্পাদনাগুলোতে বায়াসনেস, কৌশলে তথ্য বিকৃতি প্রভৃতি ব্যপার রয়েছে।

তার নীতিমালা উপেক্ষা সম্পাদনা, অনিরেপক্ষ সম্পাদনা এগুলো উইকির মান বজায় রাখার অন্তরায়। তাই আমি তাকে আজীবন মেয়াদে বাধাদানের প্রস্তাব করছি। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১১:৫১, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অতিরিক্ত নোট ৩ নং পয়েন্টের সহিংসতা অংশে আমার বক্তব্যকে এগ্রোসিভ ভাবিয়েন না। এটা আমার উপর ব্যক্তিগত আক্রমণের সমানুপাতিক প্রতিক্রিয়া জানিয়েছি। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৫:০৪, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
বাধাদানে সমর্থন এবং সক-পাপেট তদন্ত করা যেতে পারে। মোঃ সাকিবুল হাসান (আলাপ) ১২:০৯, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
৩ ও ৪ নং পয়েন্টের ভিত্তিতে নির্দিষ্ট সময়ের জন্য বাধাদান এবং নিরপেক্ষতায় সম্প্রদায়ের আস্থাভাজন না হওয়া পর্যন্ত এই নিবন্ধ ও এই জাতীয় নিবন্ধে সম্পাদনা ও সৃষ্টি করা থেকে অনির্দিষ্টকালের জন্য প্রসঙ্গ নিষেধাজ্ঞায় সমর্থনমেহেদী আবেদীন ১৫:২৭, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ফরিদুল ইসলাম নির্জন

সম্পাদনা

বারবার ফরিদুল ইসলাম নির্জন নিজের নাম সিরাজগঞ্জ জেলাউল্লাপাড়া উপজেলায় যুক্ত করছে। আইপি থেকে তৈরি নিজের নামে নিবন্ধে সম্পাদনাও করেছে। মেহেদী আবেদীন ০৪:০৯, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

তাকে তার আলাপ পাতায় বার্তা দেয়া হয়েছে। এরপর সে একই ধরণের কাজ চালিয়ে গেলে তাকে সাময়িকভাবে বাধাপ্রদান করা যেতে পারে। ফেরদৌস১৮:০৬, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ২৩ নভেম্বর ২০২৪-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১১:৫৮, ১৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাধাদানের অনুরোধ: SHEBA RAC

সম্পাদনা

বাধা উপেক্ষা: Md. Jahid Hasan Personal Wikipidia XReport --–TANBIRUZZAMAN (💬) ১৫:৩৭, ১৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ১১:৫৭, ১৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ২৩ নভেম্বর ২০২৪-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১১:৫৭, ১৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাধাদান প্রয়োজন

সম্পাদনা

এটা দেখুন, রাষ্ট্র নিবন্ধে বারবার অগঠনমূলক সম্পাদনা করছে ব্যবহারকারী:103.231.162.34মেহেদী আবেদীন ১৭:৫১, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ১৮:০৩, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ২২ নভেম্বর ২০২৪-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১৮:০৩, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা যুদ্ধ :নভেম্বর ১৮, ২০২৪ ০০:১৬

সম্পাদনা

নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:

  1. বাঙালি হিন্দুদের পদবিসমূহ: CharlesWain, FaysaLBinDaruL

দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।

ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১৮:১৬, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা যুদ্ধ :নভেম্বর ১৯, ২০২৪ ০৩:৩৪

সম্পাদনা

নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:

  1. গোয়াইনঘাট উপজেলা: 103.155.151.246, Nahian

দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।

ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ২১:৩৪, ১৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

  এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ২৪ নভেম্বর ২০২৪-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১০:৪৫, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা যুদ্ধ :নভেম্বর ১৯, ২০২৪ ১৬:০৬

সম্পাদনা

নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:

  1. ব্যবহারকারী আলাপ:Pmlineditor: 180.191.51.58, Nahian

দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।

ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১০:০৬, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

  এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ২৪ নভেম্বর ২০২৪-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১০:৪৫, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা যুদ্ধ :নভেম্বর ১৯, ২০২৪ ১৬:০৮

সম্পাদনা

নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:

  1. ব্যবহারকারী আলাপ:Pmlineditor: Tanbiruzzaman, Nahian, 180.191.51.58

দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।

ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১০:০৮, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

  এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ২৪ নভেম্বর ২০২৪-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১০:৪৪, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাধাদানের অনুরোধ: Wikitanmks

সম্পাদনা

ধ্বংসপ্রবণতা। XReport --–TANBIRUZZAMAN (💬) ১০:৩১, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বৈশ্বিকভাবে বাধাপ্রাপ্ত —শাকিল (আলাপ · অবদান) ১০:৪৪, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ২৪ নভেম্বর ২০২৪-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১০:৪৪, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা যুদ্ধ :নভেম্বর ১৯, ২০২৪ ১৬:৩২

সম্পাদনা

নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:

  1. ব্যবহারকারী আলাপ:Nahian: Wikitanmks, Tanbiruzzaman
  2. ব্যবহারকারী আলাপ:Pmlineditor: Nahian, Wikitanmks, Tanbiruzzaman, 180.191.51.58

দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।

ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১০:৩২, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাধাপ্রাপ্ত, অতিরিক্ত অ্যাকশন প্রয়োজন নেই। —শাকিল (আলাপ · অবদান) ১০:৪৪, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ২৪ নভেম্বর ২০২৪-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১০:৪৪, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাধাদান প্রয়োজন

সম্পাদনা

Wikitanmks সম্পাদনা যুদ্ধে লিপ্ত হওয়ার পাশাপাশি বিদেশী ভাষায় সম্পাদকদের আলাপ পাতায় অগঠনমূলক কথা লিখছে। মেহেদী আবেদীন ১০:৩৬, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

এখন আইপি 180.191.51.58 থেকে সম্পাদনা যুদ্ধ চালাচ্ছে। মেহেদী আবেদীন ১০:৩৭, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  করা হয়েছে। রিপোর্ট করার জন্য ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১০:৪৩, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ২৪ নভেম্বর ২০২৪-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১০:৪৩, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা যুদ্ধ :নভেম্বর ১৯, ২০২৪ ১৭:০২

সম্পাদনা

নিচের পাতাগুলোতে সম্ভবত সম্পাদনা যুদ্ধ হচ্ছে:

  1. ব্যবহারকারী আলাপ:Tanbiruzzaman: Wikitanmksvir, Wikitanmks, Tanbiruzzaman

দয়া করে পাতাটি পরীক্ষা করুন। এই বিজ্ঞপ্তিটি কোনো মানব ব্যবহারকারী নয়, বরং একটি বট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়েছে। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও বট কর্তৃক ভুল বা অসম্পূর্ণ কিছু দেয়া হলে এর পরিচালক নকীব সরকারের সঙ্গে যোগাযোগ করুন।

ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট (আলাপ) ১১:০২, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

  এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ২৪ নভেম্বর ২০২৪-এ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১১:০৬, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাধাদানের অনুরোধ: Afran Tanvir, Md Tanvirul Islam778

সম্পাদনা

একাধিক একাউন্টের অপব্যবহার। –TANBIRUZZAMAN (💬) ২০:১২, ১৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন