ব্যবহারকারী আলাপ:Wikitanvir/archive6
এই ব্যবহারকারী বর্তমানে বাস্তব জীবনের প্রয়োজনে ছুটিতে রয়েছেন তাই উইকিপিডিয়ায় তার ওপর প্রদানকৃত দায়িত্ব পালনে সমর্থ নাও থাকতে পারেন।
লক্ষ্য করুন! এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের একটি সংগ্রহশালা। এখানে আলোচনাকৃত কোনো বিষয়ে নতুন করে আলোচনা শুরু করাসহ সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার মূল আলাপ পাতায় আসুন। আর আপনি চাইলে আমার আলাপ পাতার হওয়া আলোচনাগুলো ঘুরে দেখতে পারেন। নিচে আমার আলাপ পাতার সংগ্রশালাগুলোর একটি তালিকা দেওয়া হলো। ধন্যবাদ। মূল আলাপ পাতা • সংকলন: ১ • ২ • ৩ • ৪ • ৫ • ৬ • ৭ • ৮ • ৯ • ১০ • ১১ • ১২ |
আজ
মঙ্গলবার
৭
জানুয়ারি
২০২৫
ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজপাতাটি মুছে ফেলার কারন জানতে চাচ্ছি। তথ্যসুত্র কিন্তু দেয়া হচ্ছিল। একটু তাড়াতাড়ি করলে ভাল হয়।আমি অনলাইনে আছি। শাকির আহমেদ একজন নতুন উজার এবং এটি তার প্রথম লেখা আপনি যদি সেই লেখাটি দিতে দিতেই মুছে ফেলেন তবে ব্যাপারটা কিন্তু কেমন হয়ে যায়। সতর্কতা মুলক ট্যাগ দেয়া যেত। মনিরুজ্জামান (আলাপ) ১১:৪৫, ১৭ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
দ্রুত নিবন্ধ মুছে ফেলাতানভির, কোন নিবন্ধ তৈরি হলে, তা মুছে ফেলার নীতিতে পড়লেও, দ্রুত তা মুছে ফেলবেন না। কারণ অনেক নিবন্ধ দাতা নিবন্ধ শুরুর সময়েই পর্যাপ্ত তথ্য যোগ করেন না। সাধারণত একজন নতুন নিবন্ধ দাতা আগে পাতাটি তৈরি করেন, পরে তথ্য যোগ করেন। আপনাকে অনুরোধ করবো নিবন্ধ পাতা তৈরি হবার পর কিছু সময় দেন। অন্তত এক ঘন্টা। এর মধ্যে তিনি কোন তথ্য যোগ না করলে তখন মুছে ফেলুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:২৯, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
রবীন্দ্রনাথ ঠাকুর: পর্যালোচনার অনুরোধ ও মতামত প্রার্থনাসকলেই অবগত আছেন, আগামী মে মাসে (বৈশাখ, ১৪১৮) বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসার্ধশতবার্ষিকী। এই উপলক্ষ্যে আমরা বাংলা উইকিপিডিয়ার পক্ষ থেকে "রবীন্দ্রনাথ ঠাকুর" নিবন্ধটিকে "নির্বাচিত নিবন্ধ" স্তরে উন্নীত করে সংস্কৃতির এই মিলনোৎসবে সামিল হতে পারি। কিন্তু নির্বাচিত নিবন্ধ স্তরে উন্নীত করতে গেলে প্রথমে প্রয়োজন হয় নিবন্ধটির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা। নিবন্ধে কী কী ত্রুটি রয়েছে বা আরও কী করলে, নিবন্ধটি সর্বাঙ্গসুন্দর হতে পারে - তা পাঠক-লেখকের আলোচনাসাপেক্ষ বিষয়। বৈশাখ মাস যদিও এখনও অনেকখানি দূরে, তাও পূর্বতন অভিজ্ঞতা থেকে জানি এই আলোচনা সময়সাপেক্ষ। তাই এখনই যদি অন্যান্য অবদানকারীরা এই নিবন্ধের পর্যালোচনা শুরু করে মতামত প্রকাশ করতে থাকেন; তাহলে যথাসময়ে অল্প আয়াসেই আমরা এই নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ স্তরে উন্নীত করতে পারব। ভাল নিবন্ধ রূপে এর মনোনয়ন দাখিল করা হয়েছে। কিন্তু পর্যালোচনার আগে সাধারণ আলোচনার মাধ্যমে নিবন্ধটিকে সংশোধন-পরিমার্জন করে নিলে নির্বাচন প্রক্রিয়া সহজতর হবে। এদিকে বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধের সংখ্যাও অনেক কম। সেই সংখ্যা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। সুতরাং সকলের কাছে আমার বিনীত অনুরোধ, পর্যালোচনা-আলোচনার কাজ শুরু করলে ভাল হয়। ধন্যবাদান্তে --অর্ণব দত্ত (আলাপ) ১৪:৪৪, ২১ ডিসেম্বর ২০১০ (ইউটিসি) মুছে ফেলার অনুরোধক্যাম্পাস ভিত্তিক প্রথম মুক্তিযুদ্ধ যাদুঘর নিবন্ধটি কপিরাইট ভঙ্গ করেছে। মুছে ফেলার অনুরোধ। কপি করা হয়েছে www.ittefaq.com.bd/content/2010/12/15/news0759.htm লিংক থেকে। আমি কোনোভাবেই ট্যাগ যোগ করতে পারছি না। আমার ইন্টারনেট স্পিড, কাজ করতে দিচ্ছে না। চারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। জানিনা, এই বার্তাটিও দিতে পারবো কিনা। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৪৪, ২৫ ডিসেম্বর ২০১০ (ইউটিসি) মুছে দিলাম। --রাগিব (আলাপ | অবদান) ১৭:৪৬, ২৫ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
রবীন্দ্রনাথ ঠাকুর: প্রথম পুনর্লিখনের সমাপ্তি ঘোষণা ও দ্বিতীয় পর্যালোচনার অনুরোধপ্রথম পর্যালোচনার পর যে সামান্য মতামত পেয়েছি, সেই অনুযায়ী নিবন্ধটির পুনর্লিখন করা হল। কিন্তু তা সত্ত্বেও মনে হয়, নিবন্ধটিতে আরও কিছু ত্রুটিবিচ্যুতি রয়ে গেছে। নিবন্ধটির সংশোধন-পরিমার্জনে আরও কী কী পদক্ষেপ নিলে ভাল হয়, সেই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত প্রার্থনা করছি। ধন্যবাদান্তে --অর্ণব দত্ত (আলাপ) ১৫:৩০, ২৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি) সোনার কেল্লা (উপন্যাস)বিষয়: সোনার কেল্লা (উপন্যাস) > এক বা একাধিক অবদানকারী উদ্বেগ প্রকাশ করেছেন যে এই নিবন্ধের বিষয় উল্লেখযোগ্যতা নাই বা উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার কোন নীতি অনুসরণ করে না।
আমার প্রশ্নের উত্তর আমাকে এই নিবন্ধটির উল্লেখযোগ্যতা প্রতিষ্ঠার জন্য প্রসারিত করতে এবং ভবিষ্যতে আরো ভাল লিখতে সাহায্য করবে। --শ্রীজিত্ কুমার ভদ্র (আলাপ) ১৪:৫৯, ২৭ ডিসেম্বর ২০১০ (ইউটিসি) ছবি আপলোডতানভীর ভাই, আমার কাছে অনেকগুলো চলচ্চিত্রের ছবি/পোষ্টার স্ক্যান করা আছে যা যুক্ত করলে চলচ্চিত্র বিষয়ের নিবন্ধ গুলো হয়তো আরো মানসম্মত হতে পারত, এর আগে আমি কিছু চলচ্চিত্রের নিবন্ধে ছবি যুক্ত করেছিলাম, কিন্তু সেগুলো কয়েক দিন পর এমনিতেই মুছে যায়। আমার ধারনা- হয়তো আমি পর্যাপ্ত তথ্য প্রদান করতে ব্যার্থ হয়েছি বলেই এমনটি ঘটেছে। যাইহোক, আমি জানতে চাই স্ক্যান করা কোন ছবি/পোষ্টার উইকিপিডিয়ায় কি গ্রহনযোগ্য, যদি গ্রহনযোগ্য হয়ে থাকে তবে আমি কিভাবে তথ্য প্রদান করবো/দেখাব যা হবে দীর্ঘস্হায়ী ও গ্রহনযোগ্য, ধন্যবাদান্তে।--হেমায়েত (আলাপ | অবদান) ০৭:৫৫, ৩০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি) উইকিপিডিয়া লোগোতানভির ভাই, অর্ণব ভাইয়ের কথামত উইকিপিডিয়ার একটি লোগো তৈরি করে আমি উইকিমিডিয়া কমন্সে আপলোড করে দিয়েছি। ছবিটা পছন্দ হলে রাখতে পারেন। ধন্যবাদান্তে -তৃণাঞ্জন (আলাপ) ০৯:৪৭, ৩ জানুয়ারি ২০১১ (ইউটিসি) একই নিবন্ধ একাধিকবারএকই এন্ট্রি একাধিক বার আছে । এটা কার নজরে আনব ? মাহবুব--Mmnabi05 (আলাপ) ১১:৩৭, ৮ জানুয়ারি ২০১১ (ইউটিসি) (অং সান সু কি থেকে ঘুরে এসেছে) ঘুরে এসেছে মানে কি ? (অং সান সু কি থেকে ঘুরে এসেছে) ঘুরে এসেছে মানে কি ? --Mmnabi05 (আলাপ) ১২:৪৯, ৮ জানুয়ারি ২০১১ (ইউটিসি)মাহবুব ডেভিড শেপার্ড-কে ডেভিড শেফার্ডতানভীর বিশ্বখ্যাত ইংলিশ আম্পায়ার ডেভিড শেপার্ড (আম্পায়ার) নামটি কিন্তু ভাল দেখাচ্ছে না। নামটি যদি ডেভিড শেফার্ড (আম্পায়ার) হয় তাহলে ভালো দেখাবে! শিরোনামটি পরিবর্তন করে দেখাবেন কি? অপেক্ষায় রইলাম দশ মিনিট। বেলায়েত-সহ আপনার সুন্দর ও প্রাণবন্ত উপস্থাপনাসহ দক্ষ পরিচালনায় গতকাল জানুয়ারী ৮, ২০১১ তারিখে উইকি ওয়ার্কশপ সম্পন্ন হওয়ায় অজস্ত্র ধন্যবাদ জানাচ্ছি। -- সুব্রত রায় Subrata Roy (আলাপ) ১৮:১৬, ৮ জানুয়ারি ২০১১ (ইউটিসি)
ইসরায়েলইসরায়েলকে বিশ্বের ১৯১ টি দেশের মধ্যে ১৫৬ টি দেশ স্বীকৃতি দিয়েছে। (ক্লিক) সেই হিসেবে ইসরায়েলকে দেশ হিসেবেই উল্লেখ করা ঠিক হবে। দেশ বিষয়ক কোন নিবন্ধের সুচনাতে জনসংখ্যা, আয়তন, ভৌগোলিক অবস্থান এই বিষয়গুলি থাকা দরকার। মুসলিম দেশগুলির স্বীকৃতি, প্যালেস্তাইনের উদ্বাস্তু সমস্যা, রাজধানী তেল আভিব না জেরুসালেম সেই বিতর্ক ইতিহাস/রাজনীতি বিষয়ক অনুচ্ছেদে রাখা যেতে পারে। এই নিবন্ধটি নিয়ে আমি কাজ শুরু করছি। কোন বক্তব্য/আপত্তি থাকলে জানান। দেবোত্তম (আলাপ) ২০:১০, ৯ জানুয়ারি ২০১১ (ইউটিসি) সমবায় সমিতি নিবন্ধটি পুনরুদ্ধারঅবশ্যই! নিবন্ধ সম্পাদনার পূর্ণ অধিকার আপনার রয়েছে। তবে সরাসরি লেখা মুছে না দিয়ে, এর আলাপের পাতায় নিবন্ধের কোন অংশটুকু কপিরাইটেড সোর্স থেকে হুবুহু কপি তা আলোকপাত করলে তা আরও ভাল হয়।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:২৬, ২৫ জানুয়ারি ২০১১ (ইউটিসি)
Your botHi! I'm interested how does your bot work? Because when I start my bot, even at any obscure wikipedia and even at an long time 'didn't touched' article at the middle point of my bot's work your bot interupts. That's a bit annoying when after 20 minutes of bot's work half of it's edits isn't done only because of edit conflicts. Could you arrange your bot in more rational way cause I don't see any point to do things in advance that other bot is doing at that moment. Greetings, Hugo.arg (আলাপ) ১৭:৫০, ২৭ জানুয়ারি ২০১১ (ইউটিসি)
Yes, the same problem with Luckas-bot. Now I got, how that happens, when I fix interwiki error with my bot your bot starts checking after that point, where my bot works at that moment so it goes n advance of my bot. I think, the best way to solve this problem isn't reducing count of newest changes but stopping repeating. Because there are no point in repeating, if you go in autonomous mode you won't solve interwiki conflicts and if someone solves that conflict then his bot will do the rest. If that would be successful we could offer for Luckas to do the same. Hugo.arg (আলাপ) ১১:০৮, ২৮ জানুয়ারি ২০১১ (ইউটিসি)
Please do not revert humans with your bot. --Erik Warmelink (আলাপ) ২১:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি) অতিস্থুলতাhttp://wpedia.goo.ne.jp/enwiki/User:Piyali5998/অতিস্থুলতা -- এই সাইটটা বাংলা উইকির মিরর সাইট বলে মনে হচ্ছে। কাজেই কপিরাইট ভঙ্গ ঠিক না। তবে মেশিন ট্রান্স্লেশন হতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ২০:১০, ২৯ জানুয়ারি ২০১১ (ইউটিসি)
infoboxতানভির ভাই, ব্লেইজ প্যাসকেল পাতায় infobox এ জন্মতারিখ, মৃত্যু তারিখ ইত্যাদি আছে কিন্তু আসছে না কেন?? এডিট মুডে গেলেই দেখতে পাবেন। আমিতো বুঝতে পারছি না।--মনিরুজ্জামান (আলাপ) ০৯:৫০, ৯ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)
Please, could you translate en:Podolsk into বাংলা? Naturally if you have available time!Good day to you! Could you, please, translate into বাংলা the article, containing two-three sentences, about this city in Russia? I’d like to thank you in advance :)--Переход Артур (আলাপ) ১০:০৮, ১২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)
BotHi, could you please stop your bot doing this, thx, --He3nry (আলাপ) ১২:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)
ইসলাম ও নারীআমার ইসলাম ও নারী লেখাটি কেনো মুঝে ফেলা হলো। জানতে চাই।--Farabi (আলাপ) ০৯:৪১, ২০ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)--Farabi (আলাপ) ০৯:৪১, ২০ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি) ফারাবী। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের দিনলিপি: পর্যালোচনার অনুরোধ ও মতামতবাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের দিনলিপি শীর্ষক নিবন্ধটির আর কি কি মানোন্নয়ন প্রয়োজন এবং এখন এর ট্যাগগুলো অপসারন করা যায় কিনা, সেই বিষয়ে আপনার মতামত জানাবার ও আলোচনার আহবান জানাচ্ছি।-- কাজী ফয়সাল (আলাপ | অবদান) ১৭:৫৭, ২২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি) ছবি আপলোডআমি ছবি আপলোড সম্বন্ধে বিষদে জানতে চাই। — Sourabhmallickp (আলাপ • অবদান) ১২:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০১১ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন। হটক্যাটহটক্যাট আমি ব্যবহার করছি ভাই। সমস্যা হল, ভুলভাল কাজ হয়ে রয়েছে। স্কুলের জায়গায় কলেজের বিষয়শ্রেণী, কলেজের জায়গায় স্কুলের বিষয়শ্রেণী ঢুকে গেছে। একই বিষয়ে দুটো বিষয়শ্রেণীও রয়েছে। ঠক বাছতে গাঁ উজাড়। কী করি? তাই একটু ভেবেচিন্তে বিষয়শ্রেণী যুক্ত করছি। অধিকাংশই অনুল্লেখ্য পরিবর্তন থাকছে। সাম্প্রতিক পরিবর্তন পাতাটা একটু নোংরা হচ্ছে ঠিকই। কিন্তু এই কষ্টটুকু স্বীকার করলে পুরো জিনিসটাই সুন্দর হতে পারে। --অর্ণব দত্ত (আলাপ) ০৬:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি) বট অ্যাকাউন্ট ব্যবহারসাম্প্রতিক পরিবর্তন পাতায় ফ্লাডিং হয় এমন কাজে বট অ্যাকাউন্ট ব্যবহার করার অনুরোধ করছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:২৮, ২৮ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)
লেখালেখি কে উৎসাহীত করুনপুরা জাতি নাচ গান, খেলাধুলা, হিন্দি সিনেমা নিয়ে ব্যস্ত, এই সময় কয় জনই বা বাংলা উইকিপিডিয়ায় লেখতে যাবে? তাই যারা লেখছে তাদের কে উৎসাহ দিন,লেখা গুলো প্রকাশ করুন। তা না হলে এক সময় যারা লেখছে তারাও আর লেখতে আসবে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেয। --ফারাবী (আলাপ) ০৭:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি) ফারাবী The Fox and the HoundCan you please translate this for me? The Fox and the Hound (English: The Fox and the Hound) is a 1981 American animated film produced by Walt Disney Productions and released on July 10, 1981 in the United States. This is the 24th film in the Walt Disney Animated Classics series. It is loosely based on the book of the same name by Daniel P. Mannix. The directers of the film are Ted Berman and Richard Rich. A direct-to-video sequel, The Fox and the Hound 2, was released in 2006. 99.56.72.50 (আলাপ) ০০:১৫, ৫ মার্চ ২০১১ (ইউটিসি) WikitanvirBot@dewikiCould you please tell your bot that this is wrong because the interwiki on this page are included from the includeonly part at de:Wikipedia:Administratoren/Probleme/Hinweis. Thx. Merlissimo (আলাপ) ১৬:০১, ১০ মার্চ ২০১১ (ইউটিসি) Please, could you translate es:Nicole (cantante chilena) into বাংলা? Naturally if you have available timeGood day to you! Could you, please, translate into বাংলা the article? I’d like to thank you in advance. Greetings, --Víctor Alexis Cantillano Oviedo (আলাপ) ০১:৩৪, ১৩ মার্চ ২০১১ (ইউটিসি) সম্পাদনা করছি কিন্তু বার বার আগের মত হয়ে যাচ্ছে ।সম্পাদনা করছি কিন্তু বার বার আগের মত হয়ে যাচ্ছে । কি করব আমি বুজতে পারছি না। — RAFIAMAN (আলাপ • অবদান) ১৫:১৮, ১৪ মার্চ ২০১১ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন। WikitanvirBotHi Wikitanvir! Your bot always puts back the worng interwiki-links I recently removed in the German article de:VW Buggy: [১]. I removed this wrong link also from all other language versions but only some minutes later, your bot puts them back again. What can I do to instill the bot that he should not do this? Chaddy (আলাপ) ০৭:৩৯, ২০ মার্চ ২০১১ (ইউটিসি)
ধন্যবাদ তানভির ভাই।আমাক উপরের টিপস দেওয়ার জন্য। — 117.18.231.13 (আলাপ • অবদান) ১৯:৫৭, ২৩ মার্চ ২০১১ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন। Bot issue on Arabic WikipediaHi! Your bot removed an English interwiki at http://ar.wiki.x.io/w/index.php?title=%D8%AA%D8%B1%D9%8A%D8%B3%D8%AA%D9%86&action=history - I keep trying to reinsert it, but the bot keeps removing it Sometimes you want to link to a section of an article on another Wiki as an interwiki - The english Wikipedia DOES have content about "Shizuka Kawai" but it chooses to consolidate her content in another article. The interwikis need to link to these sections WhisperToMe (আলাপ) ২৩:৩৮, ২৪ মার্চ ২০১১ (ইউটিসি)
প্রশাসক হওয়ার বিষয়ে..আমি উইকিপিডিয়াতে নতুন । তানভির , আমি একজন প্রশাসক হতে চাই , কি করতে হবে ? আর একটা সমস্যা - আমি রেফ লেখতে পারছি না । আমার পাতায় আমি GERMANY কথাটা লেখতে গিয়ে সমস্যাটা অনুভব করলাম। আশা করি জলদি উত্তর দিবে । কারন , আমি একজন জুনিয়র উইকিপিডিয়ান। আমার বয়স ১৪ বছর । (অবশ্য উইকিপিডিয়াতে সিনিয়র-জুনিয়র বলতে কোন কথা নেই !)আর একটা প্রশ্ন হছছে- হছছে কথাটা লেখতে সমস্যা হছছে । আর একটা প্রশ্ন হছছে - প্রশাসক হবার জন্য অবদানের কোন নিদিষ্ট স্কেল আছে কি ? আর তোমার আজাকি প্রকল্পটা কি সেটা জানতে পারি ? --irian (আলাপ) ২০:০৭, ২৬ মার্চ ২০১১ (ইউটিসি)
সমস্যা ভাল হয় নাইআমার কি-বোড DOOLBY Home Theater . aspire 5920G আর তানভির আমাকে তুই না হলে তুমি বলবে । আপনি সম্বোধন আমার পছন্দ না । আর তোমার "আজাকি" প্রকল্পটা কি ? আর আমি উইকিজিবনীপ্রকল্প-এ যোগদান করেছি এবং সম্পাদনা করছি খুব যত্নের সাথে । ভালো না ? — Irian1998 (আলাপ • অবদান) ১৬:৫৪, ২৭ মার্চ ২০১১ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
(করবিন ব্লেউ - Corbin Bleu) in Bengali WikipediaHello, possible service, the translation of the word Corbin Bleu in Bengali, do you speak so (Corbin Bleu - করবিন ব্লেউ) , yes or no, I want to write an article or to this person in Bengali Wikipedia, Please teach me ؟ --2.88.33.189 (আলাপ) ২০:৫৩, ৪ এপ্রিল ২০১১ (ইউটিসি) সাম্প্রতিক পরিবর্তন পাতা সংক্রান্ত জিজ্ঞাসাপ্রশ্নটা অনেকদিন থেকে জিজ্ঞাসা করবো করবো বলে করা হয়নি। জানতে চাচ্ছি, সাম্প্রতিক পরিবর্তন পাতার দৈর্ঘ্য খুবই নির্ধারিত। অর্থাৎ এর আগের পরিবর্তনগুলো আর নিচে গেলে দেখা যায় না। সেগুলো কি দেখার কোনো ব্যবস্থা আছে? মানে নিচের দিকে গিয়ে যেখানটা শেষ হয়ে গেছে তার আগের পরিবর্তনগুলো দেখার কোনো ব্যবস্থা কি আছে? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:৩৪, ৮ এপ্রিল ২০১১ (ইউটিসি)
Welcome message for new usersHi wikitanvir, Thank you for your interest. We would love to have the welcome message. You will be provided with the local approval once you apply for that. Thank you for your contributions in Nepali Wikipedia. --RajeshPandey (আলাপ) ০৯:০০, ১২ এপ্রিল ২০১১ (ইউটিসি) তানভির ভাই,
আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক একটি নিবন্ধ নিয়ে কাজ করছি। বিভিন্ন সময় আমাকে উক্ত নিবন্ধে আপনি, বেলায়েত ভাই, রাগিব ভাইসহ আরো অনেক উইকিপিডিয়ান সহায়তা করেছেন, করছেন। নিবন্ধটিকে আমি ২০১০-এর ১২ সেপ্টেম্বর "পরিবেশ" ক্যাটাগরিতে ভালো নিবন্ধের জন্য প্রস্তাব করেছি। নিবন্ধে মোটামুটি সম্পূর্ণতা আনা হয়েছে। এই বিষয়টি একটি চলমান বিষয়, তাই এর সম্পাদনা একেবারে থেমে থাকবে -এমনটা আশা করা সমিচীন হবে না। তবে বড়সড় পরিবর্তন হয়তো আর আসবে না, যদিনা উল্লেখযোগ্য কোনো গবেষণা প্রতিবেদন ইতোমধ্যে আর প্রকাশিত না হয়। এদিকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের অবস্থান বিশ্বের কাছে তুলে ধরা দরকার। তাই নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ করার মাধ্যমে প্রধান পাতায় নেবার বিকল্প নেই। কিন্তু নিবন্ধটি এখনও ভালো নিবন্ধই হতে পারেনি। সেক্ষেত্রে আপনিসহ সকল উইকিপিডিয়ানের কাছে আমার বিনীত অনুরোধ, এবার আপনারা উদ্যোগ নিয়ে নিবন্ধটিকে অন্তত ভালো নিবন্ধস্তরে উন্নীত করুন। নিবন্ধের "মৎস্যসম্পদ হ্রাস" অংশে সুন্দরবনের বর্ণনায় একটু কাটছাট করা লাগতে পারে। এছাড়া আমি যথাসাধ্য চেষ্টা করেছি নিবন্ধটিতে ভালো নিবন্ধের মানদন্ড বজায় রাখতে। মুহুর্মুহু তথ্যসূত্র দিয়েছি, যাতে রিভিউ করা সহজ হয়। নিতান্ত অপ্রয়োজনীয় তথ্যসূত্র আলোচনাস্বাপেক্ষে বাদ দেয়া যেতে পারে। ...তাহলে আর দেরি কেন? শুরু করে দিন। একটি বার্তা বিষয়েআপনি কি আমাকে একটি বার্তা পাঠিয়েছেন? আমি উইকিপিডিয়াতে একেবারে নতুন সবকিছু বুঝতে পারছি না বলে দুঃক্ষিত। তবে একটু একটু করে নিয়মাবলী পড়ার চেষ্টা করছি। আশা করি খুব তাড়াতাড়ি সব বুঝতে পারব এবঙ উকিপিডিয়াতে অবদান রাখার। — মেঘদূত (আলাপ • অবদান) ১৬ এপ্রিল ২০১১, ০৯:৪৭ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন। পাতা স্থানান্তরওকে, আর স্থানান্তর করছি না। যেগুলো করেছি সেগুলো আবার আগেরটায় ফিরিয়ে আনছি। ধন্যবাদ। -- মুহাম্মদ (আলাপ) ১১:৩৯, ১৮ এপ্রিল ২০১১ (ইউটিসি) সংযোগ বিচ্ছন্ন প্রসঙ্গেআমি উইকিপিডিয়ার একজন নতুন সদস্য।আমি উইকিপিডিয়ায় নিজের অবদান রাখতে চাই।আমি নতুন সদস্য হওয়ায় উইকিপিডিয়ার নীতিমালা সঠিক ভাবে জানানেই তাই আমি বার বার এইরকম সমস্যায় পড়ছি।এখন আমার সংযোগটি বিচ্ছন্ন করা হয়েছে,যদি দয়া করে সংযোগটি পূর্নরায় দেওয়া যায় তবে উইকিতে আমি আমার নিজের জেলা,বাংলা ভাষার পক্ষে অবদান রাখতে চাই। — Munna haque (আলাপ • অবদান) ১১:১৮, ২০ এপ্রিল ২০১১ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন। রেফটুলবার গ্যাজেটএই সাইটে গ্যাজেট অপশন থেকে রেফটুলবার সক্রিয় করেও, সম্পাদনা টুলবারে কোন "তথ্যসূত্র যোগ" লিঙ্ক দেখাচ্ছে না। জানি না এটা শুধুমাত্র আমার একারই সমস্যা কিনা। যেহেতু সম্প্রতি আপনি গ্যাজেটি আপডেট করেছেন তাই আপনাকে জানালাম।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:২৭, ২১ এপ্রিল ২০১১ (ইউটিসি)
মিস ওয়ার্ল্ড সংক্রান্ততানভির, শুভেচ্ছা জানবেন। লক্ষ্য করেছেন নিশ্চয়ই, মিস ওয়ার্ল্ড নিবন্ধটি ইতোমধ্যেই পূর্ণাংগতা পেয়েছে, অবশ্য যতটুকু করতে পেরেছি। কি রকম হয়েছে তারও কোন মানদণ্ড নেই অন্তত: গ্রাফ আকারে! তবে - পতাকা সংশোধন, ইংরেজী কিংবা লোগোজনিত সমস্যার ফলে তৃপ্ত হতে পারছি না নিবন্ধটি দেখে। এ বিষয়ে দক্ষ ও দায়িত্বশীল প্রশাসক হিসেবে আপনার কাছ আশা করি ভবিষ্যতে সৃষ্ট নিবন্ধগুলোতে স্বয়ংক্রিয় ও স্বত:স্ফূর্তভাবে সাড়া দিবেন। আপনার প্রয়াস ও স্বপ্ন সফল হউক উইকিকে ঘিরে। শুভ কামনায় - Subrata Roy (আলাপ) ২০:১৫, ২১ এপ্রিল ২০১১ (ইউটিসি) ট্র্যান্সলেট উইকিট্র্যান্সলেট উইকি-তে এ্যাকাউন্ট খুললাম। কিন্তু কাজটা কিভাবে শুরু করবো কিচ্ছু বুঝতে পারছি না। দেখলাম আপনি, বেলায়েত ভাই, তন্ময় ভাই -সবাই আছেন, তাই জানতে চাওয়া, কাজ করবো কিভাবে? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:২৭, ১ মে ২০১১ (ইউটিসি) দ্য ফক্স অ্যান্ড দ্য হাউন্ডCould you expand it please? At least a little? Thanks anyways. 64.134.54.15 (আলাপ) ২০:৫৭, ১ মে ২০১১ (ইউটিসি) Multilingual Challenge
Andrew Dalby (আলাপ) ১১:২৬, ২ মে ২০১১ (ইউটিসি) A problem with my interwiki botI dont know why my bot “GedawyBot” (on Arabic Wikipedia) sometimes deletes the "IV" interwikis? check this link. Im waiting for your respond here--Mohamed ElGedawy (আলাপ) ১৫:১৬, ৩ মে ২০১১ (ইউটিসি) Wiktanvirbot error on frrwikiHello Wiktanvir, your bot connected frr:Emil_Hansen to da:Emil Christian Hansen de:Emil Christian Hansen en:Emil Christian Hansen es:Emil Christian Hansen fr:Emil Christian Hansen it:Emil Christian Hansen pt:Emil Christian Hansen ru:Хансен, Эмиль sv:Emil Christian Hansen uk:Еміль Хрістіан Гансен But this is not correct. frr:Emil_Hansen is a different person. I reverted Wiktanvirbot's changes on frrwiki. Please revert the changes in da, de, en, ... Thank you --Murma174 (আলাপ) ১৬:২১, ৩ মে ২০১১ (ইউটিসি)
২০১০-২০১১-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় গণবিদ্রোহI have been created this page and edited. But this event is a very big phenomena and it needs to be enlarged.Also this page is constantly changing day by day. I am a student and can't afford much time here. I've seen you have changed the name to ২০১০-২০১১-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় গণবিদ্রোহ from ২০১০-২০১১-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় গণবিদ্রোহ ও বিক্ষোভ . There have been some protests and some revolutions in different countries. hence the word বিক্ষোভ has a great importance. I think you will understand if you read the main page. ছবি যুক্ত করতে চাই কিভাবে করবসম্পাদনার মধ্য ছবি যুক্ত করতে চাই এইটা কিভাবে করবো যদি বুঝিয়ে দেন তবে উপকৃত হই। — Munna haque (আলাপ • অবদান) ১৬ মে ২০১১, ১৯:৫১ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন। NewsletterSent you an email. --Shijualex (আলাপ) ০৬:০৫, ১৭ মে ২০১১ (ইউটিসি) শেয়ার বাজার নিবন্ধটায় সময় পেলে দৃষ্টি দেয়ার অনুরোধ থাকলো। তানভীর মোর্শেদের পর একজন ব্যবহারকারী কোত্থেকে জানি অনেক তথ্য পুরেছেন, যাচাই করা দরকার। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:১৪, ১৮ মে ২০১১ (ইউটিসি)
সাধারন প্রশ্নকিভাবে আমি কোন বড় প্রজেক্টের সাথে Wikipedia তে যুক্ত হব।আর আনেক নিবন্ধন করার পরেও {এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।} দেখায় কেন?--------মুন্না হক (আলাপ) ১৪:৫০, ১৯ মে ২০১১ (ইউটিসি) Question about botWhy does the bot put the ro link right before nl? Isn't it supposed to be before pt? I'm talking about this edit to Disney's classic movie Snow White and the Seven Dwarfs. Also, shouldn't that movie's page be here? It's a true classic! Cyxz (আলাপ) ২১:১৬, ২৫ মে ২০১১ (ইউটিসি)
প্রশাসকদের আলোচনাসভায় দৃষ্টি আকর্ষণ করছিপ্রশাসকদের আলোচনাসভার সর্বশেষ আলাপে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:২৬, ৩০ মে ২০১১ (ইউটিসি) Gone with the WindHi, can you revert your bot's edit at nl:Gejaagd door de wind? I would do it myself, but my ip range is blocked there. Also, when it's safe you should remove the nobots notice. This is only because the bot's adding an incorrect iw (it's about an Iranian movie, but the bots think it's about the book). Thanks. 68.220.184.245 (আলাপ) ০২:৪৯, ৩১ মে ২০১১ (ইউটিসি) এখন ঠিক আছে??????? মুন্না হক (আলাপ) ০৮:০৩, ৪ জুন ২০১১ (ইউটিসি)
আমি খুবই দুঃখিত আমি নিজের ভাষায় লিখতে এই রকম লিখে ফেলেছি।তবে আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।আমি খুব তাড়াতাড়িই পূর্নসংশোধন করছি।মুন্না হক (আলাপ) ০৭:৫২, ৬ জুন ২০১১ (ইউটিসি) আমি হতাশ ডট কমতানভির ভাই, এতো হতাশা কেন? আপনার হতাশা কি এখনও কাটলো না? অফিসে গেলে চ্যাট করবো, ইনশাল্লাহ। জাস্ট একটা অনুরোধ, মরার আগে মরে যাবেন না। হতাশাকে প্রশ্রয় দিবেন না। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৬:৫০, ১২ জুন ২০১১ (ইউটিসি) মুছে ফেলার অনুরোধব্যবহারকারী:Mayeenul Islam/বাংলাদেশের বিয়ে মুছে ফেলার অনুরোধ করছি। কারণ নিবন্ধটি মূল শিরোনামে (বাংলাদেশের বিয়ে) স্থানান্তর করেছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৪৫, ১৮ জুন ২০১১ (ইউটিসি)
আলোচনা সভা ও পরামর্শতানভির, শুভেচ্ছা জানবেন। সিলেট বিভাগ ও শাহজালাল (আওলিয়া) বিষয়ে প্রশাসকদের আলোচনা সভায় আমার মতামত ও প্রতিক্রিয়া ব্যক্ত করা ছিল প্রথমবারের মতো। তো আপলোড করার পরই টের পেলাম উপরের দিক-নির্দেশনা সঠিকভাবে অনুসৃত হয়নি। পরামর্শ প্রদান করায় ধন্যবাদ। পাশাপাশি পার্ল হারবার আক্রমণ নিবন্ধেরও মান বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ ও হস্তেক্ষপ কামনা করছি। ধন্যবাদ সহযোগে - Subrata Roy (আলাপ) ০৭:৩৯, ৪ জুলাই ২০১১ (ইউটিসি)
WikitanvirBot - InterwikiHi Wikitanvir, here is an interwiki-confict. If you can, please resolve it:
Thanks for your help --Wkpd (আলাপ) ১২:২৭, ৩০ জুন ২০১১ (ইউটিসি) খাজুরে আলাপতানভির ভাই, সপ্তর্ষিদা'র পরামর্শে সিলেট বিভাগ-এর আলাপ পাতায় আপনার অ্যাঞ্জেলিনা জোলি থেকে কোড নিয়ে আগের আলাপগুলো কলাপসিবল প্যানে লুকিয়ে নিলাম, কিন্তু লাভের লাভ কিচ্ছু হচ্ছে না। পুরো পাতাটাই (লুকিয়ে রাখা অংশসহ) ব্রাউজার লোড করছে। আর্কাইভ করা ছাড়া অন্য কোনো বুদ্ধি কি আছে আপনার মাথায়?
প্রতিক্রিয়া ও অন্তঃদৃষ্টিতানভির, শুভেচ্ছা জানবেন। নাম সম্পর্কীয় বিষয়ে দৃষ্টি নিবদ্ধ করায় ধন্যবাদ। এ বিষয়ে সম্যক জানা ছিল না। পরামর্শমাফিক তৈরী করলাম। পাশাপাশি আরো কয়েকটি বিষয়ে আলোকপাত করছি -
আপনার অগ্রযাত্রা সফল হউক। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৪:৪৬, ৭ জুলাই ২০১১ (ইউটিসি)
|