Faizul Latif Chowdhury
ফয়জুল লতিফ চৌধুরী (জ. ১৯৫৯)। সাহিত্যিক, অর্থনীতিবিদ ও গবেষক। বহু গ্রন্থের প্রণেতা। জীবিকা দেশে ও বিদেশে বহুবিধ চাকুরী। বিশ্ব ব্যাংক ঢাকায় রাজস্ব বিষয় উপদেশক হিসেবে কাজ করার চুক্তি সম্প্রতি শেষ হয়েছে। জীবিকার অন্বেষণে অস্থির। ২০১০ থেকে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, ব্যবস্থাপনা, অপারেশানস্ রিসার্চ ও বিজনেস রিসার্চ ইত্যাদি বিষয়ের অধ্যাপক। উইকিপিডিয়াতে কাজ করতে পারলে ভাল লাগে। তবে প্রচুর সময় চলে যায়। আজকাল লেখালিখি ও গবেষণাতেই অবসর কেটে যায়। তার প্রথম উপন্যাস “দুর্দানা খানের চিঠি” ২০২২-এর বই মেলায় প্রকাশিত হয়েছে। দ্বিতীয় উপন্যাস “কক্সবাজার” ২০২২ সালের ঈদসংখ্যা সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্য নিয়ে ১৯৮৯ থেকে কাজ করে আসছেন। বর্তমানে নানা কাজের মধ্যে মুক্তিযুদ্ধকেন্দ্রিক একটি উপন্যাস লিখছেন যার প্রচ্ছদনাম হবে “১৯৭১”। এটি তার তৃতীয় উপন্যাস। এ ছাড়া দুর্নীতির অর্থনৈতিক ব্যাখ্যা নিয়ে একটি বই লিখছেন যার প্রচ্ছদনাম হবে Microeconomics of Corruption।