এজাজুল ইসলাম
এজাজুল ইসলাম একজন বাংলাদেশী নাট্য ও চলচ্চিত্র অভিনেতা। তিনি মূলত একজন ডাক্তার।[২] জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মাধ্যমে তার নাটকে আগমন। পরবর্তীতে তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিন। এর পর তিনি দুই দুয়ারী (২০০১), চন্দ্রকথা (২০০৩), শ্যামল ছায়া (২০০৪) চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি তারকাঁটা চলচ্চিত্রে অভিনয়ের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতার পুরস্কারে ভূষিত হন।[৩]
এজাজুল ইসলাম | |
---|---|
জন্ম | ১৯৬০ |
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | ডাঃ এজাজ |
শিক্ষা | এমবিবিএস নিউক্লিয়ার মেডিসিন |
মাতৃশিক্ষায়তন | রংপুর মেডিকেল কলেজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় |
পেশা | ডাক্তার, নাট্য ও চলচ্চিত্র অভিনেতা |
কর্মজীবন | ১৯৯৯–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | দুই দুয়ারী তারকাঁটা |
সন্তান | আবুবকর সিদ্দিক (ছেলে)[১] |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ বার) |
প্রাথমিক জীবন
সম্পাদনাএজাজুল ইসলাম ১৯৮৪ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর পাশ করেন।[৪]
কর্মজীবন
সম্পাদনাচিকিৎসা জীবন
সম্পাদনাএজাজ একজন ডাক্তার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি গাজীপুর চৌরাস্তায় একটি চেম্বারে নিয়মিত রোগী দেখেন।[৫] তিনি সরকার নির্ধারিত ৩০০ টাকা ফিতে রোগী দেখেন। তার ভিজিট ফি কম হওয়ায় তাকে গরীবের ডাক্তার নামে ডাকা হয়।[৬] ২০১৭ সালের অক্টোবর মাসে এজাজুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিনের প্রধান হিসেবে যোগদান করেন।[৭][৮]
অভিনয় জীবন
সম্পাদনাএজাজুল ইসলাম হুমায়ূন আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক সবুজ সাথী দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন।[৯] ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড় পর্দায় অভিনয় শুরু করেন। চলচ্চিত্রটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বেও ছিলেন তিনি। পরবর্তীতে তিনি হুমায়ূন আহমেদ পরিচালিত দুই দুয়ারী (২০০১), চন্দ্রকথা (২০০৩), শ্যামল ছায়া (২০০৪) ও আমার আছে জল (২০০৮) চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৫ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত কমেডি ধাঁচের টক ঝাল মিষ্টি ছায়াছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেন। ২০০৬ সালে বাদল খন্দকার পরিচালিত বিদ্রোহী পদ্মায় নায়েব, তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্প-এ রেস্টুরেন্ট ম্যানেজার, এসএ হক অলিক পরিচালিত হৃদয়ের কথায় দারোয়ান চরিত্রে অভিনয় করেন। পরের বছর জাকির হোসেন রাজু পরিচালিত স্বামীর সংসার ছায়াছবিতে অভিনয় করেন। একই বছর মতিন রহমান পরিচালিত রোমান্টিক-কমেডি তোমাকেই খুঁজছি ছায়াছবিতে অভিনয় করেন। পরবর্তীতে অনন্য মামুন পরিচালিত খোঁজ-দ্য সার্চ (২০১০) এবং আশরাফুর রহমান পরিচালিত তুমি আসবে বলে (২০১২) মুক্তি পায়। ২০১৪ সালে তিনি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তারকাঁটা, নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এক কাপ চা, নজরুল ইসলাম খান পরিচালিত কঠিন প্রতিশোধ ও ওয়াজেদ আলী সুমন পরিচালিত কি দারুণ দেখতে ছায়াছবিতে অভিনয় করেন। তারকাঁটা চলচ্চিত্রে মুসা ভাই চরিত্রে অভিনয়ের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতার পুরস্কার অর্জন করেন।[১০]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাটেলিভিশন
সম্পাদনানাটক
সম্পাদনাবছর | নাটক | পরিচালক | চ্যানেল |
---|---|---|---|
সবুজ সাথী | হুমায়ূন আহমেদ | বাংলাদেশ টেলিভিশন | |
২০১৫ | শান্তি অধিদপ্তর | ||
নগর জোনাকি | |||
২০১৫-২০১৬ | লড়াই | আল হাজেন | বাংলাভিশন |
জীবনের অলিগলি | ফজলুর রহমান | এটিএন বাংলা | |
২০১৬ | সম্রাট | সৈয়দ শাকিল | এনটিভি |
কক্ষ নাম্বার ৫২ | |||
২০২১ | শান্তি মলম ১০ টাকা | হিমু আকরাম | আরটিভি |
একক নাটক
সম্পাদনা- তারা তিনজন
- টি মাস্টার
- হাবলঙের বাজারে
- জুতা বাবা
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনাবছর | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|
২০১৬ | শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | তারকাঁটা (২০১৪) | বিজয়ী |
- আরটিভি স্টার অ্যাওয়ার্ড
বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০১৯ | ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা - পার্শ্ব চরিত্র | ধামাকা অফার | বিজয়ী | [১১] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ হাবিবুল্লাহ সিদ্দিক (মে ২০, ২০১৫)। "এজাজুল ইসলামের প্রিয় গায়ক বারী সিদ্দিকী, ছেলের মাইকেল জ্যাকসন"। দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ শাহ আলম সাজু (মার্চ ৬, ২০১৫)। "Doctor as actor - In conversation with Dr Ejajul Islam"। দ্য ডেইলি স্টার। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ আনন্দনগর প্রতিবেদক (১১ মে ২০১৬)। "আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান"। দৈনিক যুগান্তর। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ মারুফ কিবরিয়া (৩ সেপ্টেম্বর ২০১৬)। "'এখন সেনাপতিরা মরা, তাই আমরা সৈন্যরাও মরা'"। দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ মাহতাব হোসেন (৫ এপ্রিল ২০১৬)। "আমাকে সবাই গরিবের ডাক্তার হিসেবেই চেনে : ডা. এজাজ"। দৈনিক কালের কণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ মুহতাসীম আল মামুন (৫ এপ্রিল ২০১৬)। "Everybody calls me as 'Doctor to the poor': Actor Ezazul Islam"। ডেইলি সান। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "ঢামেক নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হলেন 'গরীবের ডাক্তার' এজাজ"। দৈনিক ইত্তেফাক। ৩ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৭।
- ↑ "ঢাকা মেডিক্যালে নিউক্লিয়ার মেডিসিনের প্রধান হিসেবে ডা. এজাজের যোগদান"। প্রিয়.কম। ৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৭।
- ↑ "'ডাক্তার ভালো করছে'"। বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। জুলাই ১৭, ২০১৪। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ আনন্দনগর প্রতিবেদক (১১ মে ২০১৬)। "কারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার"। কালের কণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "'আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৯' পেলেন যারা"। আরটিভি অনলাইন। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে এজাজুল ইসলাম (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে এজাজুল ইসলাম