রংপুর মেডিকেল কলেজ
রংপুর মেডিকেল কলেজ বাংলাদেশের রংপুর শহরের একটি সরকারি চিকিৎসা মহাবিদ্যালয়।[১] ১৯৭০ সালে স্থাপিত প্রতিষ্ঠানটি রংপুর শহরের ধাপ এলাকার জেল রোডে জেলা কারাগারের বিপরীতে অবস্থিত। মূল ক্যাম্পাস এবং হাসপাতালের আয়তন প্রায় ৭৬০০ বর্গমিটার।[২]
রংপুর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল | |
ধরন | সরকারি মেডিকেল কলেজ |
---|---|
স্থাপিত | ১৮ মার্চ ১৯৭০ |
অধিভুক্তি | রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | শরীফুল ইসলাম |
পরিচালক | ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান |
শিক্ষার্থী | ১৪০০ |
অবস্থান | , রংপুর , |
শিক্ষাঙ্গন | শহুরে |
সংক্ষিপ্ত নাম | রমেক |
ওয়েবসাইট | rpmc |
ইতিহাস
সম্পাদনাআধুনিক চিকিৎসার প্রয়োজনীয়তা বৃদ্ধির সাথে সাথে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের গভর্নর জেনারেল মোনায়েম খান, পূর্ব পাকিস্তানে ১৯৬৬ সালে ৫০০ শয্যা বিশিষ্ট রংপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।[২]
১৯৭১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওতাধীন প্রথম ব্যাচে শিক্ষার্থী ছিলো ৫০ জন যা বতর্মানে ১৭৫ জন। প্রতি বছর দক্ষিণ এশিয়ার দেশ সমুহের জন্য যেমন ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপের জন্য ১০টি আসন সংরক্ষিত থাকে।[২]
অবস্থান
সম্পাদনারংপুর মেডিকেল কলেজের ক্যাম্পাসটি বাংলাদেশের রংপুরের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত। কলেজটি রাজশাহী থেকে ২১০ কিলোমিটার ও ঢাকা থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত। কলেজটি আন্তঃদেশীয় (ভারত-নেপাল) মহাসড়কের পাশে অবস্থিত।
অবকাঠামো
সম্পাদনারংপুর মেডিকেল কলেজটি প্রায় ৬৫ একর এলাকা জুড়ে অবস্থিত। এতে তিন তলা বিশিষ্ট কলেজ ভবন এবং ১০০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে।[২]
সহশিক্ষা কার্যক্রম
সম্পাদনাজার্নাল
সম্পাদনানর্দান মেডিকেল জার্নাল - নামে নিয়মিত জার্নাল প্রকাশ করে থাকে।[৩]
সংগঠন
সম্পাদনা- সন্ধনী
- মেডিসিন ক্লাব
- ফ্রেন্ডস ফাউন্ডেশন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "২ কোটি মানুষের ভরসা রংপুর মেডিকেল"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৬-৩০।
- ↑ ক খ গ ঘ "রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৬-৩০।
- ↑ "নর্দান মেডিকেল জার্নাল"। ১৫ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৫।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের শিক্ষা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |