অনন্য মামুন

বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক

অনন্য মামুন (জন্ম: ২৭ মার্চ ১৯৮৬) একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার এবং একশন কাট এন্টারটেইনমেন্ট এলএলসি প্রযোজনা প্রতিষ্ঠানের একমাত্র কর্ণধর। তিনি প্রথমে কাহিনীকার হিসেবে পরিচিতি লাভ করলেও পরে অনন্ত প্রযোজিত মোস্ট ওয়েলকাম ছবির মাধ্যমে পরিচালনা শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছেমোস্ট ওয়েলকাম, আমি শুধু চেয়েছি তোমায়, অস্তিত্ব, আবার বসন্ত, নবাব এলএলবি, মেকাপকসাই

অনন্য মামুন
জন্ম (1986-03-27) ২৭ মার্চ ১৯৮৬ (বয়স ৩৮)
উত্তর চেলোপাড়া, বগুড়া
শিক্ষারাষ্ট্রবিজ্ঞান
মাতৃশিক্ষায়তনঢাকা কলেজ
পেশাচলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক
কর্মজীবন২০১০–বর্তমান

কর্মজীবন

সম্পাদনা

চিত্রনাট্য লেখক হিসাবে অনন্য মামুন ২০১০ সালে তাঁর কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ চলচ্চিত্র জগতে অনন্য মামুনের লেখা অনেক ব্লকবাস্টার চলচ্চিত্র রয়েছে। তাছাড়াও, তিনি টালিউড চলচ্চিত্রের জন্য প্রচুর পান্ডুলিপি লিখেছেন। ২০১২ সালে তিনি তাঁর প্রথম চলচ্চিত্র মোস্ট ওয়েলকাম পরিচালনা করেন। তারপরে ২০১৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম যৌথ-প্রযোজনার চলচ্চিত্র আমি শুধু চেয়েছি তোমায় পরিচালনা করেন।

২০১৫ সালে ব্ল্যাকমেল (২০১৫-এর চলচ্চিত্র) এবং ভালবাসার গল্প দুটি ছবি মুক্তি পায়।

২০১৬ সালে আরিফিন শুভ এবং নুসরাত ইমরোজ তিশা অভিনীত অস্তিত্ব মুক্তি পায়।[] ২০১৬ সালে বাপ্পি চৌধুরী এবং বিদ্যা সিনহা সাহা মিম অভিনীত অমি তোমার হতে চায় চলচ্চিত্রটি মুক্তি পায়।[]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
বছর চলচ্চিত্র ভূমিকা অভিনেতা নোট
২০১০ ওয়ান্টেড রচয়িতা জিৎ, শ্রাবন্তী চট্টোপাধ্যায় পুনর্নির্মাণঃ আথাদু
২০১২ মোস্ট ওয়েলকাম রচনা ও পরিচালনা অনন্ত জলিল, বর্ষা, রাজ্জাক পুনর্নির্মাণঃ কন্দস্বামী
২০১৪ আমি শুধু চেয়েছি তোমায় রচনা ও পরিচালনা অঙ্কুশ, শুভশ্রী গাঙ্গুলী পুনর্নির্মাণঃ আরিয়া ২
২০১৫ ব্ল্যাকমেইল রচনা, প্রযোজনা ও পরিচালনা আনিসুর রহমান মিলন, ইয়ামিন হক ববি, মৌসুমী হামিদ
ভালবাসার গল্প পরিচালনা আনিসুর রহমান মিলন, আফরিন, কায়েস আরজু
২০১৬ অস্তিত্ব সংলাপ ও পরিচালনা আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, নিঝুম রুবিনা
আমি তোমার হতে চাই পরিচালনা বাপ্পি চৌধুরী, বিদ্যা সিনহা সাহা মীম
২০১৮ তুই শুধু আমার পরিচালনা সোহম চক্রবর্তী, মাহিয়া মাহী, ওম বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনা
২০১৯ বন্ধন পরিচালনা সাঞ্জু জন, অর্চিতা স্পর্শিয়া, শিপন মিত্র, এমিয়া এমি, তন্ময়, মৌমিতা
আবার বসন্ত পরিচালনা তারিক আনাম খান, অর্চিতা স্পর্শিয়া
২০২০ নবাব এলএলবি পরিচালনা শাকিব খান, মাহিয়া মাহী, অর্চিতা স্পর্শিয়া আই থিয়েটার মৌলিক চলচ্চিত্র
২০২১ মেকাপ পরিচালনা রোশান, নিপা আহমেদ রিয়েলি, তারিক আনাম খান আই থিয়েটার মৌলিক চলচ্চিত্র
কসাই পরিচালনা নিরব, প্রিয় মণি, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, শাহীন মৃধা, লুৎফর রহমান খান সীমান্ত, ফারহান খান রিও আই থিয়েটার মৌলিক চলচ্চিত্র
২০২২ অমানুষ পরিচালনা নিরব, মিথিলা, মিশা সওদাগর, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ আই থিয়েটার মৌলিক চলচ্চিত্র
সাইকো পরিচালনা রোশান, পূজা চেরি রায়
২০২৩ রেডিও পরিচালনা রিয়াজ, জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায়
আসন্ন চলচ্চিত্র দরদ পরিচালনা শাকিব খান, সোনাল চৌহান, মিশা সওদাগর, রাহুল দেব ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা চলচ্চিত্র

ওয়েব সিরিজ

সম্পাদনা
বছর শিরোনাম সহ-শিল্পী ওটিটি মন্তব্য
২০১৮ ইন্দুবালা পপি, এবিএম সুমন, আচল, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম
ফোন এক্স অ্যাঞ্জেলা জলি, ইমতু রাতিশ, সাঞ্জ জন, মধুমিতা গুপ্তা, শ্রাবন্তী ব্যানার্জি
২০২০ ধোকা এবিএম সুমন, আইরিন সুলতানা, আচল, সাঞ্জ জন
যাত্রা আচল, ইমতু রাতিশ

ব্যক্তি জীবন

সম্পাদনা

অনন্য মামুন ১৯৮৬ সালের ১ মার্চ বগুড়া জেলার উত্তর চেলোপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস সম্পন্ন করেছেন।[]

সমালোচনা

সম্পাদনা

সাংস্কৃতিক অনুষ্ঠানের অজুহাতে ৫৭ জনকে পাচারের জন্য মালয়েশিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।[][] পরে তাকে ছেড়ে দেওয়া হয়।[]

২০২০ সালের ১৬ ডিসেম্বর আইথিয়েটারে তার পরিচালিত নবাব এলএলবি চলচ্চিত্র অর্ধাংশ মুক্তি দেয়ায় তিনি দর্শকদের কাছে নেতিবাচক অভ্যর্থ্যনা পেয়েছিলেন। ২৪ ডিসেম্বর ঐ চলচ্চিত্রে পুলিশকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হয়েছিল।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Arifin Shuvo shoots Astitwo"দ্য ডেইলি স্টার। ১৪ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬ 
  2. "Ami Tomar Hote Chai (2016) - IMDb" 
  3. "অনন্য মামুন"বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৫ 
  4. "Malaysian police runs sting operation to arrest Bangladeshi director"ঢাকা ট্রিবিউন। ডিসেম্বর ২৬, ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. Rodzi, Nadirah (ডিসেম্বর ২৬, ২০১৭)। "Malaysian police detain Bangladeshi film director on suspicion of human trafficking"The Straits Times। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  6. "Anonno Mamun released from Malaysian detention, will return home on Saturday"ঢাকা ট্রিবিউন। জানুয়ারি ১২, ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  7. "কারাগারে 'নবাব এলএল.বি'র নির্মাতা অনন্য মামুন"চ্যানেল আই। ২০২০-১২-২৫। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৫ 
  8. "পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার পরিচালক ও অভিনেতা"প্রথম আলো। ২০২০-১২-২৫। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা