উজ্জ্বল (অভিনেতা)

বাংলাদেশী অভিনেতা
(উজ্জ্বল থেকে পুনর্নির্দেশিত)

আশরাফ উদ্দিন আহমেদ, (উজ্জ্বল নামে পরিচিত; জন্ম ২৮ এপ্রিল ১৯৪৬) একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক। সুভাষ দত্ত পরিচালিত বিনিময় চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গণে প্রবেশ করেন। তিনি প্রায় শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল অরুণোদয়ের অগ্নিসাক্ষী, ইয়ে করে বিয়ে, নালিশ, নসিব, উসিলা, নিজেকে হারিয়ে খুঁজি। তার পরিচালিত চলচ্চিত্রসমূহ হল শক্তি পরীক্ষা, তীব্র প্রতিবাদ, ও পাপের শাস্তি[]

উজ্জ্বল
জন্ম
আশরাফ উদ্দিন আহমেদ

(1946-04-28) ২৮ এপ্রিল ১৯৪৬ (বয়স ৭৮)
জন্তিহার, ফরিদপুর, পাবনা, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাস্নাতকোত্তর (আন্তর্জাতিক সম্পর্ক)
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাচলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক
কর্মজীবন১৯৭০ - বর্তমান
সন্তানজিয়া আশরাফ (ছেলে)[][]

প্রাথমিক জীবন

সম্পাদনা

উজ্জ্বলের আসল নাম আশরাফ উদ্দিন আহমেদ।[] তিনি ১৯৪৬ সালের ২৮ এপ্রিল তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) পাবনা জেলার ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএ পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৬৭-৬৯ সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের নাটকে বা টিএসসিতে অনুষ্ঠিত নাটকে নায়কের ভুমিকায় অভিনয় করতেন আর সুজাতা বা রুবিনা ছিল তার সহ-শিল্পী।[]

কর্মজীবন

সম্পাদনা

উজ্জ্বল ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত নিয়মিত নাটক করতেন ঢাকা টেলিভিশনে। নাটকের অভিনয় দেখে প্রযোজকেরা তাকে চলচ্চিত্রে নেওয়ার আগ্রহ দেখায়। এরপর ১৯৭০ সালে সুভাষ দত্ত পরিচালিত বিনিময় চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গণে প্রবেশ করেন। প্রথম চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন কবরী[] এরপর ১৯৭২ সালে তিনি ইউসুফ জহির পরিচালিত হাস্যরসাত্মক-নাট্যধর্মী ইয়ে করে বিয়ে ছবিতে বুলবুল আহমেদববিতার সাথে অভিনয় করেন।[] একই বছর সুভাষ দত্ত পরিচালিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক অরুণোদয়ের অগ্নিসাক্ষী চলচ্চিত্রে অভিনয় করেন।

আশির দশকের শেষের দিকে মমতাজ আলী পরিচালিত নসিব চলচ্চিত্রে তিনি খলচরিত্রে অভিনয় করেন। ছবিটিতে তার অভিনয় সমাদৃত হয়।[]

উজ্জ্বল এক সময় চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন। উজ্জ্বল ফিল্মস লিমিটেড নামে তার একটি প্রযোজনা সংস্থা রয়েছে।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই উজ্জ্বল দলটিকে সমর্থন দিয়ে আসছেন এবং দলের কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণও করেছেন।[] তিনি জাসাসের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। []

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
মুক্তির সাল চলচ্চিত্র চরিত্র সহ-শিল্পী পরিচালক টীকা
১৯৭০ বিনিময় মুনির কবরী সুভাষ দত্ত প্রথম চলচ্চিত্র
মেঘের পরে মেঘ নাসিমা খান মোহসীন
১৯৭২ অরুণোদয়ের অগ্নিসাক্ষী আসাদ ববিতা সুভাষ দত্ত ববিতার বিপরীতে প্রথম
কাঁচের স্বর্গ কবরী আবুল বাশার
লালন ফকির লালন কবরী, সুজাতা সৈয়দ হাসান ইমাম
সমাধান সেলিম শাবানা আজিজুর রহমান
স্বীকৃতি শাবানা আজিজুর রহমান
১৯৭৩ ইয়ে করে বিয়ে টেনু বুলবুল আহমেদ ইউসুফ জহির
দুটি মন দুটি আশা শাবানা
পায়ে চলার পথ ববিতা মেহমুদ
বলাকা মন কবরী সুভাষ দত্ত
১৯৭৪ শনিবারের চিঠি ববিতা
১৯৭৫ ধন্যি মেয়ে কবিতা বাবুল চৌধুরী
১৯৭৬ গড়মিল শাবানা আজিজুর রহমান
সমাধি সুচরিতা দিলীপ বিশ্বাস
১৯৭৭ অনুভব শাবানা আজিজুর রহমান
দম মারো দম
পিঞ্জর শাহজাহান চৌধুরী
রূপালি সৈকতে বুলবুল আহমেদ, জয়শ্রী কবির, নূতন আলমগীর কবির
১৯৭৮ অগ্নিশিখা রাজ্জাক, ববিতা আজিজুর রহমান
অচেনা অতিথি ইউসুফ জহির
দাবী দীলিপ বিশ্বাস
বন্ধু দীলিপ বিশ্বাস
ফকির মজনু শাহ শাবানা দারাশিকো
মহেশ খালীর বাঁকে শাবানা দেলোয়ার জাহান ঝন্টু
১৯৭৯ অনুরাগ রাজ্জাক, শাবানা কামাল আহমেদ
বেলা শেষের গান ববিতা নুরুল হক বাচ্চু
১৯৮০ এখনই সময় ববিতা, আবদুল্লাহ আল মামুন আবদুল্লাহ আল মামুন
১৯৮১ জনতা এক্সপ্রেস ফারুক, রোজিনা আজিজুর রহমান
১৯৮২ নালিশ শাবানা মমতাজ আলী
লাল কাজল শাবানা, প্রবীর মিত্র মতিন রহমান
কুদরত শাবানা, সুচরিতা
নিজেরে হারায়ে খুঁজি কবরী
অপবাদ ববিতা
অপরাধ ববিতা
বাংলার মুখ সুজাতা
বেদ্বীন
দোস্তী
আমির ফকির উজ্জ্বল প্রযোজিত
উসিলা
নসিব রোজিনা মমতাজ আলী উজ্জ্বল প্রযোজিত
ঘর-সংসার রোজিনা
কারণ শবনম
নিয়ত
বিশাল শবনম
চোর ডাকাত পুলিশ রোজিনা
চিটার নাম্বার ওয়ান
রাজ সিংহাসন অঞ্জু ঘোষ
১৯৮৯ বীরাঙ্গনা সখিনা শাবানা মতিন রহমান
১৯৯০ নালিশ গীতিন ঘোষ গোলাম মুস্তাফা, ঝুমুর গাঙ্গুলী শহীদুল হক খান
২০০৯ জান আমার জান শাকিব খান, অপু বিশ্বাস এম বি মানিক
সবার উপরে তুমি শাকিব খান, স্বস্তিকা এফ আই মানিক
২০১১ ওয়ান্টেড কাজী মারুফ আজাদ খান
কিং খান আশরাফ ইকবাল সুচরিতা, শাকিব খান, অপু বিশ্বাস মোহাম্মদ হোসেন জেমী
২০১২ ডন নাম্বার ওয়ান শাকিব খান বদিউল আলম খোকন
দুর্ধর্ষ প্রেমিক শাকিব খান, অপু বিশ্বাস এম বি মানিক
বুক ফাটে তো মুখ ফোটে না ফরিদ চৌধুরী শাকিব খান, অপু বিশ্বাস বদিউল আলম খোকন
রাজা সূর্য খাঁ জং বাহাদুর শের খান ববিতা গাজী মাহবুব
২০১৪ কঠিন প্রতিশোধ দিতি, শাকিব খান, অপু বিশ্বাস নজরুল ইসলাম খান
হিরো: দ্যা সুপার স্টার রায়হান চৌধুরী শাকিব খান, অপু বিশ্বাস, ববি, মিশা সওদাগর, অমিত হাসান বদিউল আলম খোকন শাকিব খান প্রযোজিত প্রথম চলচ্চিত্র
২০১৫ রাজা বাবু দিতি, শাকিব খান বদিউল আলম খোকন

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "দাদা হয়েছেন অভিনেতা উজ্জ্বল"লেটেস্টবিডিনিউজ.কম। ২১ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "দাদা হলেন উজ্জ্বল"দৈনিক যায় যায় দিন। ২২ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬ 
  3. Deepita, Novera (৩১ জানুয়ারি ২০০৫)। "Ujjal on his silver-screen co-actresses"দ্য ডেইলি স্টার। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭ 
  4. Ahmed, Afsar (৬ মে ২০০৫)। "The celebrity name game"দ্য ডেইলি স্টার। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭ 
  5. খোকন, লিয়াকত হোসেন। "কিংবদন্তি : মেগাস্টার উজ্জ্বল"দৈনিক আমার দেশ। ২১ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬ 
  6. "ফিরে দেখা..."বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. Deepita, Novera (৬ মে ২০০৫)। ""We need to weed out obscene films"--Ujjal"দ্য ডেইলি স্টার। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭ 
  8. মাজিদ, আলাউদ্দীন (১১ জানুয়ারি ২০১৫)। "রাজনীতিতে তারকারা"। উত্তর বাংলা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬ 
  9. "জাসাসের ৩৪৫ সদস্যের নতুন কমিটি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২০-০৮-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা