কিং খান (চলচ্চিত্র)
২০১১ সালের বাংলাদেশি চলচ্চিত্র
কিং খান ২০১১ সালের বাংলাদেশী অ্যাকশনধর্মী রোমান্টিক চলচ্চিত্র। ছবিটি রচনা ও পরিচালনা করেছেন মোহাম্মদ হোসেন জেমী এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ খোরশেদ আলম। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস, লামিয়া মিমো, মিশা সওদাগর ও কাবিলা।
কিং খান | |
---|---|
পরিচালক | মোহাম্মদ হোসেন জেমী |
প্রযোজক | মোহাম্মদ খোরশেদ আলম |
রচয়িতা | মোহাম্মদ হোসেন জেমী |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলী আকরাম শুভ আনান |
পরিবেশক | টিওটি ফিল্মস |
মুক্তি | ৭ নভেম্বর, ২০১১ |
স্থিতিকাল | ১৪৮ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০১১ সালের ৭ নভেম্বর ঈদুল আযহায় বাংলাদেশে মুক্তি পায়। ছবিটি ব্যবসায়িকভাবে হিট হয়। এই ছবিতে অভিনয়ের জন্য শাকিব খান শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে ইউরো-সিজেএফবি পারফরমেন্স পুরস্কার ও মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।[১]
কাহিনি সংক্ষেপ
সম্পাদনাঅভিনয়
সম্পাদনা- শাকিব খান - রাকেশ/কিং খান
- অপু বিশ্বাস - মুনিয়া
- লামিয়া মিমো - ঝুমু
- মিশা সওদাগর - কিং খান ২
- উজ্জ্বল - আশরাফ ইকবাল
- সুচরিতা - সাহারা খান
- আহমেদ শরীফ - ছেরু মোল্লা
- মারুফ আকিব - আকিব
- আসিফ ইকবাল - আরবাজ খান, কিং খান ২-এর ছোট ভাই
- কাবিলা
সঙ্গীত
সম্পাদনাকিং খান ছবির সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ ও আনন।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | দৈর্ঘ্য |
---|---|---|
১. | "বুকটা করে ধিকি ধিকি" | ৪:০০ |
পুরস্কার
সম্পাদনা- বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা - শাকিব খান[২]
- ইউরো-সিজেএফবি পারফরমেন্স পুরস্কার
- বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা - শাকিব খান
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Constellation of stars"। দ্য ডেইলি স্টার। ২৯ এপ্রিল ২০১২। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭।
- ↑ "Constellation of stars"। ঢাকা মিরর। ২৯ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে কিং খান (ইংরেজি)