জয়শ্রী রায়

বাংলাদেশী অভিনেত্রী
(জয়শ্রী কবির থেকে পুনর্নির্দেশিত)

জয়শ্রী রায় একজন বাঙালি অভিনেত্রী যিনি বিশ্বনন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। ১৯৬৮ সালে তিনি মিস ক্যালকাটা উপাধি লাভ করেন।[]

জয়শ্রী রায়
জন্ম
জয়শ্রী রায়

পেশাচলচ্চিত্র অভিনেত্রী
পরিচিতির কারণচলচ্চিত্র অভিনেত্রী

কলকাতার জীবন

সম্পাদনা

জয়শ্রীর জন্ম ১৯৫২ সালে কলকাতায়। পড়েছেন সাউথ পয়েন্ট স্কুলে। ১৯৬৮ সালে মিস ক্যালকাটা উপাধি লাভ করেন। সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন। 'প্রতিদ্বন্দ্বী' মুক্তি পায় ১৯৭০ সালে।[] উত্তমকুমারের সাথে তার অভিনীত চলচ্চিত্র ‘অসাধারণ’ ১৯৭৬ সালে মুক্তি পায়।[]

বাংলাদেশের চলচ্চিত্রে

সম্পাদনা

জয়শ্রী রায়সূর্য কন্যা’ নামের ছবিতে অভিনয়ের জন্য তিনি বাংলাদেশে আসেন এবং পরে পরিচালক আলমগীর কবিরকে বিয়ে করে এদেশে থেকে যান।[] এবং বিয়ের পরে জয়শ্রী কবির নামে পরিচিতি লাভ করেন। সত্তর দশকের মাঝামাঝি থেকে তিনি এদেশের চলচ্চিত্রে অভিনয় করতে আসেন। তারপর প্রায় একযুগের মতো তিনি এদেশের চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সুনির্বাচিত কিছু ছবিতে অভিনয় করেছেন। গড়পড়তা বাণিজ্যিক ছবিতে তিনি অভিনয় করেন নি, তাই খুব বড় তারকা হওয়া সম্ভব হয়নি তার। আলমগীর কবিরের সাথে বিবাহ বিচ্ছেদের পর তিনি কলকাতাতে পাড়ি জমান।[] আলমগীর কবির ১৯৮৯ সালের ২০ জানুয়ারি মৃত্যুবরণ করেন ।তারপর একমাত্র সন্তান লেনিন সৌরভ কবিরকে নিয়ে জয়শ্রী রায় চলে যান লন্ডনে। লন্ডনের সিটি কলেজে ইংরেজি বিষয়ে শিক্ষাদান করছেন তিনি প্রায় এক যুগেরও বেশি।[][] ১৩ই ফেব্রুয়ারি ২০১১ জয়শ্রী কবির বলেন, “আমি বাংলাদেশে আসতে চাই। চলচ্চিত্রে ভালো প্রস্তাব পেলে অভিনয় করতে আপত্তি নেই। শিগগিরই বাংলাদেশে আসব।”[] লন্ডনের রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালের একজন সম্মানিত সদস্য ও গুণী বিচারক হিসেবেও কাজ করেছেন তিনি। বাংলাদেশে জনপ্রিয় জুটি ছিল জয়শ্রী-বুলবুল। ‘সূর্যকন্যা’ ছবিতে প্রথম নায়ক হিসেবে বুলবুল আহমেদের সাথে অভিনয় করেন তিনি। এই নায়কের সঙ্গে পরে ‘সীমানা পেরিয়ে’, ‘মোহনা’, ‘পুরস্কার’, ‘রুপালি সৈকতে’ সিনেমাগুলোতে জুটি বাঁধেন। বাংলাদেশের সেরা ১০ চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছে এই জুটি অভিনীত দুটি ছবি। একটি ‘রুপালি সৈকতে’ আরেকটি ‘সীমানা পেরিয়ে’।[]

সম্মাননা

সম্পাদনা

তিনি ১৯৭৫ সালে বাচসাস পুরস্কার লাভ করেন ‘সূর্য কন্যা’ ছবিতে অভিনয় করে।

উল্লেখযোগ্য সিনেমা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মোমিন রহমান,নবীন হোসেন (১৯৯৮)। বাংলাদেশের চলচ্চিত্রে তারকা নায়িকাঃ পপি থেকে পপি। ঢাকা: অন্যদিন ,ঈদ সংখ্যা ১৯৯৮। পৃষ্ঠা ৩৫২। 
  2. কান ক্ল্যাসিকসে সত্যজিৎ রায়ের 'প্রতিদ্বন্দ্বী', সমকাল, ৯ মে ২০২২[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. জয়শ্রী কবির কেন ঢাকা ছেড়েছিলেন, বাংলাদেশ প্রতিদিন, ১৮ জুন ২০২০
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১১ 
  5. জয়শ্রী কবির কেন ঢাকা ছেড়েছিলেন, বাংলাদেশ প্রতিদিন, ১৮ জুন ২০২০
  6. মঈনুদ্দীন, অভি (১৪ ফেব্রুয়ারি ২০১১)। "আবারও এদেশের ছবিতে কাজ করতে চান জয়শ্রী কবির"দৈনিক করতোয়া। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১১ 
  7. "বাংলাদেশে আসছেন জয়শ্রী কবির"দৈনিক সমকাল। ১৪ ফেব্রুয়ারি ২০১১। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১১ 
  8. জয়শ্রী কবির কেন ঢাকা ছেড়েছিলেন, বাংলাদেশ প্রতিদিন, ১৮ জুন ২০২০

বহিঃসংযোগ

সম্পাদনা