বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১০:১৫, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আমন্ত্রণ

সম্পাদনা
 

উইকিপ্রকল্প ইসলামে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটি ইসলামমুসলমানদের সাথে সম্পর্কিত নিবন্ধসমূহের মানোন্নয়ন ও সংস্কারের জন্য উৎসর্গীকৃত একটি প্রকল্প।

বর্তমানে আমরা এ প্রকল্পের উন্নতিকল্পে কাজ করছি; আপনিও আমাদের সাথে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে ইসলামী নিবন্ধগুলিকে মানসম্মত পর্যায়ে আনতে সাহায্য করতে পারেন। ধন্যবাদ আপনাকে; আপনার উইকি সম্পাদনা শুভ হোক।

-- Muḥammad (আলাপ) ১২:২৪, ৭ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কিছু পরামর্শ

সম্পাদনা

আপনি  ভিজুয়াল এডিটর দিয়ে তথ্যসূত্র কপিপেস্ট করতে পারেন । নিবন্ধের প্রয়োজনে ইংরেজি উইকি থেকে তথ্যসূত্র কপি করা লাগলে দ্বিতীয় বন্ধনীর }} আগে |language=ইংরেজি লিখে দিন।

উদাহরণ: {{ওয়েব উদ্ধৃতি|....... বিভিন্ন লেখা.... }} এই রকম টেমপ্লেটে মধ্যে সেখানে ইচ্ছা |language=ইংরেজি দিলেই হল। যেমন: {{ওয়েব উদ্ধৃতি|....... বিভিন্ন লেখা.... |language=ইংরেজি}} (নমুনা)। আর বহিঃসংযোগের ক্ষেত্রে :
* [www.omuk.kom অমুক] হলে এই রকম * [www.omuk.kom অমুক] {{en}} দিবেন। বিঃদ্রঃ তথ্যসূত্র ও বহিঃসংযোগের ওয়েবসাইট বাংলা ভাষার হলে এই সব কিছুই দিতে হবে না।

ইংরেজি তথ্যসূত্র দিলে উক্তিসহ যোগ করবেন না। উক্তিসহ দিলে বাংলায় অনুবাদ করে দিবেন । দ্বিতীয় বন্ধনীর }} আগে </nowiki>|trans-title=     বসান । trans-title= অংশে মূল শিরোনামের অনুবাদ দিতে হয়; অর্থাৎ মূল শিরোনাম যদি হয় "History of Bangladesh" তাহলে trans-title= হবে "বাংলাদেশের ইতিহাস" । এটা করতে পারলে সবচেয়ে  ভাল হয় । আর সম্পাদনা সম্পর্কিত যেকোন পরামর্শের জন্য আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন ।--- Muḥammad (আলাপ) ১২:২৪, ৭ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কিছু বহিঃসংযোগ

সম্পাদনা

"তথ্যসূত্র যোগ করা" সম্বন্ধে কিছু বাঙলা ভিডিও ।

কিছু সমস্যা

সম্পাদনা

প্রিয় Ziyaurr, নিবন্ধে সংখ্যা যোগ করলে বাংলাতে লিখুন। অনুবাদ না করলে শুধু শুধু ইংরেজি লেখা যোগ করবেন না। কোন নিবন্ধ লেখা শুরু করলে (শেষ বিচার) শেষ করার চেষ্টা করুন। কোন কিছু না বুঝলে, সাহায্য লাগলে জানাবেন। বাংলা উইকিতে অবদান রাখার জন্য ধন্যবাদ --আফতাব (আলাপ) ০১:২৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ।Ziyaurr (আলাপ)
জনাব, এখানে আপনার সম্পাদনাটি বাতিল করেছিলাম আপনাকে জানানোর জন্য যে নিবন্ধে বাংলা সংখ্যা দিতে হয়, ইংরেজি নয়। পরে উল্টো আমার সম্পাদনাটি বাতিল করলেন। বাতিল করা সমস্যা নয়, বাতিল করার সময় আপনার উচিত ছিল সংখ্যাগুলি বাংলা করে দেয়া। --আফতাব (আলাপ) ১৪:৪৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ছোট নিবন্ধ তৈরি প্রসঙ্গে

সম্পাদনা

প্রিয় সুধী, আপনার তৈরি ক্রিকেট পিচ নিবন্ধটি খুবই ছোট, যা পড়ে বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যাচ্ছে না। দয়া করে অচিরেই তা সম্প্রসারণ করুন, নতুবা তা শীঘ্রই মুছে ফেলা হবে এবং {{ছোট নিবন্ধ}}{{কাজ চলছে}} এই দুইটি ট্যাগ সাময়িক সময়ের জন্য ঝুলিয়ে দিতে পারেন। আর এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য এই পাতাটি পড়তে পারেন। আরোও কিছু জানার থাকলে আমাকে আলাপ পাতায় জানাতে পারেন। ধন্যবাদ, আপনার উইকিযাত্রা শুভ হোক। -Ibrahim Husain Meraj (আলাপ) ০৮:৪৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

 
সুপ্রিয় Ziyaurr,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

সম্পাদনা
 

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান

সম্পাদনা

সুপ্রিয় Ziyaurr,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ অনুবাদ সম্পূর্ণ করার বিষয়ে

সম্পাদনা

সুধী! আপনি এবার উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ এ অংশগ্রহণ করেছেন এবং ধর্ম নিবন্ধটি অনুবাদ করার কাজ হাতে নিয়েছেন। কিন্তু আপনি প্রায় গত ৪৫ দিন ধরে নিবন্ধটিতে কোনোরূপ অনুবাদ বা সম্পাদনা করেননি। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের তুলনায় নিবন্ধ সংখ্যা সীমিত। যেহেতু নিবন্ধটিতে অনেকদিন ধরে কোনো কাজ করা হয়নি তাই এটি অন্য ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। এজন্য, প্রতিযোগিতার নিয়মানুসারে নিবন্ধটির অনুবাদ সম্পূর্ণ করুন এবং শেষ হলে এখানে জমা দিন। ধন্যবাদ। -- মোঃ মারুফ হাসান (আলাপ) ০৩:৫৮, ২৫ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ অনুবাদ সম্পূর্ণ করার বিষয়ে

সম্পাদনা

সুধী! আপনি এবার উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ এ অংশগ্রহণ করেছেন এবং ঈশ্বর নিবন্ধটি অনুবাদ করার কাজ হাতে নিয়েছেন। কিন্তু আপনি প্রায় গত ১ মাস ১৮ দিন ধরে নিবন্ধটিতে কোনোরূপ অনুবাদ বা সম্পাদনা করেননি। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের তুলনায় নিবন্ধ সংখ্যা সীমিত। যেহেতু নিবন্ধটিতে অনেকদিন ধরে কোনো কাজ করা হয়নি তাই এটি অন্য ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। এজন্য, প্রতিযোগিতার নিয়মানুসারে নিবন্ধটির অনুবাদ সম্পূর্ণ করুন এবং শেষ হলে এখানে জমা দিন। ধন্যবাদ। -- মোঃ মারুফ হাসান (আলাপ) ০৫:৫৬, ২৫ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন