২০১৫ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ দ্বিতীয় বিভাগ
(2015 ICC World Cricket League Division Two থেকে পুনর্নির্দেশিত)
২০১৫ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ দ্বিতীয় বিভাগ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত ক্রিকেটের বিভাগীয় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতাটি আইসিসি বিশ্ব ক্রিকেট লিগের অংশবিশেষ। এছাড়াও এর মাধ্যমে ২০১৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার বাছাইপর্বে অংশগ্রহণের সুযোগ ঘটানো হয়। ১৭-২৪ জানুয়ারি, ২০১৫ তারিখে নামিবিয়ায় এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।[১] চূড়ান্ত খেলায় নামিবিয়াকে ৮ উইকেটে হারিয়ে নেদারল্যান্ডস দল প্রতিযোগিতার শিরোপা জয় করে।[২]
তারিখ | ১৭ জানুয়ারি – ২৪ জানুয়ারি, ২০১৫ |
---|---|
তত্ত্বাবধায়ক | আইসিসি |
ক্রিকেটের ধরন | লিস্ট এ |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও প্লে-অফ |
আয়োজক | নামিবিয়া |
বিজয়ী | নেদারল্যান্ডস |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৬ |
খেলার সংখ্যা | ১৮ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | পারস খডকা |
সর্বাধিক রান সংগ্রহকারী | স্টিফান বার্ড (২৪৯) |
সর্বাধিক উইকেটধারী | আহসান মালিক (১৭) |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ |
দলসমূহ
সম্পাদনা২০১৪ সালের ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব ও ২০১৪ সালের আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ তৃতীয় বিভাগের ফলাফলের উপর ভিত্তি করে এ প্রতিযোগিতায় দলগুলোর অংশগ্রহণ ঘটে।
অবনমনকৃত দলকে নির্দেশ করে | |
উত্তীর্ণ দলকে নির্দেশ করে |
দলের সদস্য
সম্পাদনাকানাডা[৩] | কেনিয়া[৪] | নামিবিয়া[৫] | নেপাল[৬] | নেদারল্যান্ডস[৭] | উগান্ডা[৮] |
---|---|---|---|---|---|
পয়েন্ট তালিকা
সম্পাদনাদল | খেলা | জয় | পরাজয় | টাই | এনআর | পয়েন্ট | এনআরআর | মর্যাদা |
---|---|---|---|---|---|---|---|---|
নামিবিয়া | ৫ | ৪ | ১ | ০ | ০ | ৮ | +১.০২৫ | ২০১৫-১৭ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশীপে খেলার যোগ্যতা লাভ, ২০১৫-১৭ আইসিসি আন্তঃমহাদেশীয় কাপে খেলার যোগ্যতা লাভ |
নেদারল্যান্ডস | ৫ | ৩ | ২ | ০ | ০ | ৬ | +০.৬৪২ | |
নেপাল | ৫ | ৩ | ২ | ০ | ০ | ৬ | +০.৩৮৮ | ২০১৫-১৭ আইসিসি আন্তঃমহাদেশীয় কাপে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় যোগ্যতা লাভ |
কেনিয়া | ৫ | ২ | ৩ | ০ | ০ | ৪ | -০.১৯৭ | |
কানাডা | ৫ | ২ | ৩ | ০ | ০ | ৪ | -০.৩১৭ | ৫ম স্থান নির্ধারণী খেলায় অংশগ্রহণ ও ২০১৭ তৃতীয় বিভাগে অবনমন |
উগান্ডা | ৫ | ১ | ৪ | ০ | ০ | ২ | -১.৫৯৯ |
চূড়ান্ত খেলা
সম্পাদনাচূড়ান্ত অবস্থান
সম্পাদনাঅবস্থান | দল | মর্যাদা |
---|---|---|
১ম | নেদারল্যান্ডস | ২০১৫–১৭ আইসিসি আন্তঃমহাদেশীয় কাপ ও ২০১৫–১৭ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে খেলায় যোগ্যতা অর্জন |
২য় | নামিবিয়া | |
৩য় | কেনিয়া | ২০১৫–১৭ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ খেলায় যোগ্যতা অর্জন |
৪র্থ | নেপাল | |
৫ম | উগান্ডা | ২০১৭ সালের তৃতীয় বিভাগে অবনমন |
৬ষ্ঠ | কানাডা |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৫।
- ↑ "Rippon stars as Netherlands take title"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৫।
- ↑ "Canada Squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Kenya Squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Namibia Squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Nepal Squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Netherlands Squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Uganda Squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৪।