অনিল চৌধুরী (আম্পায়ার)
ভারতীয় ক্রিকেট আম্পায়ার
অনিল চৌধুরী (জন্ম: ১২ মার্চ, ১৯৬৫) দিল্লিতে জন্মগ্রহণকারী ভারতের আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার। তিনি এ পর্যন্ত ১৩টি টুয়েন্টি২০ আন্তর্জাতিক ও ৭টি একদিনের আন্তর্জাতিকে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বেশকিছুসংখ্যক খেলায় আম্পায়ারিং করেছেন।
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | দিল্লি, ভারত | ১২ মার্চ ১৯৬৫
আম্পায়ারিং তথ্য | |
ওডিআই আম্পায়ার | ৭ (২০১৩–২০১৬) |
উৎস: ক্রিকইনফো, ২৬ অক্টোবর ২০১৬ |
৮ আগস্ট, ২০১৩ তারিখে আইসিসি’র আম্পায়ারদের আন্তর্জাতিক তালিকায় অন্তর্ভুক্তির জন্য ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড তার নাম প্রেরণ করে।[১] এরপর ২০১৩ সালের অক্টোবর মাসের ১০ তারিখে রাজকোটে অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার টুয়েন্টি২০ আন্তর্জাতিকে আম্পায়ার হিসেবে তার অভিষেক ঘটে।[২] ২৭ নভেম্বর, ২০১৩ তারিখে কানপুরে অনুষ্ঠিত ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার খেলা পরিচালনার মাধ্যমে একদিনের আন্তর্জাতিকে আম্পায়ার হিসেবে তার অভিষেক ঘটে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ESPNcricinfo staff, date=9 August 2013। "Umpire Anil Chaudhary nominated for ICC international panel"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৪।
- ↑ "Anil Chaudhary"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৪।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে অনিল চৌধুরী (ইংরেজি)