বিশ্ব ক্রিকেট লিগ

আন্তর্জাতিক পর্যায়ের একদিনের ক্রিকেট প্রতিযোগিতা

আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ একগুচ্ছ আন্তর্জাতিক পর্যায়ের একদিনের ক্রিকেট প্রতিযোগিতা বিশেষটেস্ট মর্যাদা বহির্ভূত জাতীয় ক্রিকেট দলসমূহ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এ প্রতিযোগিতাটি পরিচালনা করে। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আইসিসি’র সকল সহযোগী ও অনুমোদিত সদস্য প্রতিদ্বন্দ্বিতা করে। এর মাধ্যমে দলগুলোর বিভাগভিত্তিক পর্যায়ে উত্তোরণ ও অবনমন ঘটে। দু’টি প্রধান উদ্দেশ্যকে ঘিরে লিগ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। আইসিসি’র সকল সহযোগী ও অনুমোদিত সদস্য দলের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন। আন্তর্জাতিক পর্যায়ের একদিনের খেলাগুলোয় সমমানের দলের সাথে অংশগ্রহণের সুযোগ ঘটানো।

বিশ্ব ক্রিকেট লিগ
প্রাতিষ্ঠানিক লোগো
ব্যবস্থাপকআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
খেলার ধরনএকদিনের আন্তর্জাতিক
লিস্ট এ
প্রথম টুর্নামেন্ট২০০৭-০৯
প্রতিযোগিতার ধরনলিগ পদ্ধতি
দলের সংখ্যা৯৬ দেশ
বর্তমান চ্যাম্পিয়ন আয়ারল্যান্ড
সর্বাধিক সফল আয়ারল্যান্ড (২টি শিরোপা)
ওয়েবসাইটপেপসি আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ
২০১২-১৮ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ

২০০৯-১৩ মৌসুমের আইসিসি বিশ্ব ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতাটি ২০০৯ সালে অতিরিক্ত আরও তিনটি বিভাগ নিয়ে কার্যক্রম শুরু করে।[]

সহযোগী ও অনুমোদন লাভকারী দলের একদিনের র‌্যাঙ্কিং

সম্পাদনা

র‌্যাঙ্কিং

সম্পাদনা

আইসিসি কর্তৃক প্রকাশিক সহযোগী সদস্যদলের গ্লোবাল র‍্যাংকিং নিচের ছকে দেখানো হল।[][] যে সকল দলের একদিনের আন্তর্জাতিক মর্যাদা বিদ্যমান তাদেরকে মূল আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশীপ র‍্যাংকিং ছকে অর্ন্তভূক্ত করা হয়েছে। অন্যান্য দলগুলোর সহযোগী সদস্য দেশের সাথে বাছাইপ্রতিযোগিতার সর্বশেষ খেলা নামিবিয়ায় অনুষ্ঠিত বিশ্ব ক্রিকেট লিগ দ্বিতীয় বিভাগের পর অবস্থান অনুযায়ী নতুন করে ওডিআই মর্যাদাপ্রাপ্ত দল সহ তাদের র‍্যাংকিং করা হয়েছে। ২০১৮ বিশ্ব ক্রিকেট লিগ ৩ এর দলগুলোর র‍্যাংকিং নিম্নরূপ:[]

বিভাগ[] র‌্যাঙ্কিং দল/জাতি আইসিসি অঞ্চল আঞ্চলিক র‌্যাঙ্কিং
ওডিআই মর্যাদা ১৩   স্কটল্যান্ড ইউরোপ
১৪     নেপাল এশিয়া
১৫   সংযুক্ত আরব আমিরাত এশিয়া
১৬   নেদারল্যান্ডস ইউরোপ
১৭   নামিবিয়া আফ্রিকা
১৮   ওমান এশিয়া
১৯   পাপুয়া নিউগিনি ইএপি
২০   মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকাস
বিভাগ ২ ২১   কানাডা আমেরিকাস
২২   হংকং এশিয়া
বিভাগ ৩ ২৩   সিঙ্গাপুর এশিয়া
২৪   কেনিয়া আফ্রিকা
২৫   ডেনমার্ক ইউরোপ
২৬   উগান্ডা আফ্রিকা
বিভাগ ৪ ২৭   মালয়েশিয়া এশিয়া
২৮   জার্সি ইউরোপ
২৯   ভানুয়াতু ইএপি
৩০   বারমুডা আমেরিকাস
বিভাগ ৫ ৩১   কাতার এশিয়া
৩২   ইতালি ইউরোপ
৩৩   জার্মানি ইউরোপ
৩৪   গার্নসি ইউরোপ
৩৫   ঘানা আফ্রিকা
৩৬   কেইম্যান দ্বীপপুঞ্জ আমেরিকাস
  1. বিভাগের অর্থ হচ্ছে দলটি বর্তমানে উক্ত বিভাগে প্রতিদ্বন্ধিতা করছে অথবা উন্নীত হওয়ায় ভবিষ্যতে উক্ত বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আঞ্চলিক র‌্যাঙ্কিং

সম্পাদনা

যে সকল দল বিশ্ব ক্রিকেট লিগে অংশ গ্রহণ করেনি অথবা বিশ্ব ক্রিকেট লিগ থেকে আঞ্চলিক লিগে অবনমন হয়েছে তাদের র‍্যাংক উক্ত বিভাগে তাদের সর্বশেষ অবস্থান অনুযায়ী উল্লেখ করা হল:

** আইসিসির সদস্য নয়, কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসির) সদস্য।

সংক্ষিপ্ত বিবরণ

সম্পাদনা
বিস্তারিত স্বাগতিক দেশ চূড়ান্ত খেলার মাঠ চূড়ান্ত খেলা
বিজয়ী ফলাফল রানার-আপ
২০০৭-০৯ বিভিন্ন দক্ষিণ আফ্রিকা   আয়ারল্যান্ড
১৮৮/১ (৪২.৩ ওভার)
আয়ারল্যান্ড ৯ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
  কানাডা
১৮৫ (৪৮ ওভার)
২০০৯-১৪ বিভিন্ন নিউজিল্যান্ড   স্কটল্যান্ড
২৮৫/৫ (৫০ ওভার)
স্কটল্যান্ড ৪১ রানে বিজয়ী
স্কোরকার্ড
  সংযুক্ত আরব আমিরাত
২৪৪/৯ (৫০ ওভার)
২০১২-১৮ বিভিন্ন

বিভাগীয় ফলাফল

সম্পাদনা
বিস্তারিত স্বাগতিক দেশ চূড়ান্ত খেলার মাঠ চূড়ান্ত খেলা
বিজয়ী ফলাফল রানার-আপ
২০০৭-০৯
২০০৭
১ম বিভাগ
 
কেনিয়া
নাইরোবি জিমখানা ক্লাব,
নাইরোবি
  কেনিয়া
১৫৮/২ (৩৭.৫ ওভার)
কেনিয়া ৮ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
  স্কটল্যান্ড
১৫৫ (৪৭ ওভার)
২০০৭
৩য় বিভাগ
 
অস্ট্রেলিয়া
গার্ডেন্স ওভাল,
ডারউইন
  উগান্ডা
২৪১/৮ (৫০ ওভার)
উগান্ডা ৯১ রানে বিজয়ী
স্কোরকার্ড
  আর্জেন্টিনা
১৫০ (৪৬.৩ ওভার)
২০০৭
২য় বিভাগ
  নামিবিয়া ওয়ান্ডেরার্স ক্রিকেট গ্রাউন্ড,
উইন্ডহোক
  সংযুক্ত আরব আমিরাত
৩৪৭/৮ (৫০ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৬৭ রানে বিজয়ী
স্কোরকার্ড
  ওমান
২৮০ (৪৩.২ ওভার)
২০০৮
৫ম বিভাগ
 
জার্সি
গ্রেইনভিল,
সেন্ট সেভিয়ার
  আফগানিস্তান
৮১/৮ (৩৭.৪ ওভার)
আফগানিস্তান ২ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
  জার্সি
৮০ (৩৯.৫ ওভার)
২০০৮
৪র্থ বিভাগ
 
তাঞ্জানিয়া
কিনোনদোনি মাঠ,
দারুস সালাম
  আফগানিস্তান
১৭৯ (৪৯.৪ ওভার)
আফগানিস্তান ৫৭ রানে বিজয়ী
স্কোরকার্ড
  হংকং
১২২ (৪৫ ওভার)
২০০৯
৩য় বিভাগ
 
আর্জেন্টিনা
বেলগ্রানো অ্যাথলেটিক ক্লাব
বুয়েন্স আয়ার্স
  আফগানিস্তান
+০.৯৭১(এনআরআর)
আফগানিস্তান নেট রান রেটে বিজয়ী
টেবিল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ মে ২০১১ তারিখে
  উগান্ডা
+০.৭৬৮(এনআরআর)
২০০৯
বিশ্বকাপ বাছাইপর্ব
  দক্ষিণ আফ্রিকা সুপারস্পোর্ট পার্ক
সেঞ্চুরিয়ন, গটেং
  আয়ারল্যান্ড
১৮৮/১ (৪২.৩ ওভার)
আয়ারল্যান্ড ৯ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
  কানাডা
১৮৫ (৪৮ ওভার)
২০০৯-১৪
২০০৯
৭ম বিভাগ
 
গার্নসি
রাজা পঞ্চম জর্জ ক্রীড়া মাঠ,
কাস্তেল
  বাহরাইন
২০৭/৭ (৪৬.১ ওভার)
বাহরাইন ৩ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ সেপ্টেম্বর ২০১২ তারিখে
  গার্নসি
২০৪/৯ (৫০ ওভার)
২০০৯
৬ষ্ঠ বিভাগ
 
সিঙ্গাপুর
কালাং ক্রিকেট মাঠ,
সিঙ্গাপুর
  সিঙ্গাপুর
২৪২/৮ (৫০ ওভার)
সিঙ্গাপুর ৬৮ রানে বিজয়ী
স্কোরকার্ড ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ সেপ্টেম্বর ২০০৯ তারিখে
  বাহরাইন
১৭৪ (৪৮.৪ ওভার)
২০১০
৫ম বিভাগ
 
নেপাল
টিইউ ক্রিকেট মাঠ,
কাঠমান্ডু
    নেপাল
১৭৩/৫ (৪৬,৫ ওভার)
নেপাল ৫ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ জানুয়ারি ২০১৫ তারিখে
  মার্কিন যুক্তরাষ্ট্র
১৭২ (৪৭.২ ওভার)
২০১০
১ম বিভাগ
 
নেদারল্যান্ডস
ভিআরএ ক্রিকেট মাঠ,
আমস্তেলভিন
  আয়ারল্যান্ড
২৩৩/৪ (৪৪.৫ ওভার)
আয়ারল্যান্ড ৬ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
  স্কটল্যান্ড
২৩২ (৪৪.৫ ওভার)
২০১০
৪র্থ বিভাগ
 
ইতালি
সেন্ত্রো স্পোর্টিভো ডোজা,
পিয়ানোরো
  মার্কিন যুক্তরাষ্ট্র
১৮৮/২ (২১.৪ ওভার)
মার্কিন যুক্তরাষ্ট্র ৮ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
  ইতালি
১৮৫/৯ (৫০ ওভার)
২০১০
৮ম বিভাগ
 
কুয়েত
কুয়েত অয়েল কোম্পানি হুবারা মাঠ,
আহমাদি সিটি
  কুয়েত
১৬৪/৪ (৩৩.১ ওভার)
কুয়েত ৬ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
  জার্মানি
১৬৩/৮ (৫০ ওভার)
২০১১
৩য় বিভাগ
 
হংকং
কাউলুন ক্রিকেট ক্লাব,
হংকং
  হংকং
২০৭/৬ (৪৭.১ ওভার)
হংকং ৪ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  পাপুয়া নিউগিনি
২০২/৯ (৫০ ওভার)
২০১১
২য় বিভাগ
 
সংযুক্ত আরব আমিরাত
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম,
দুবাই
  সংযুক্ত আরব আমিরাত
২০১/৫ (৪৫.৩ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৫ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
  নামিবিয়া
২০০ (৪৯.৩ ওভার)
২০১১
৭ম বিভাগ
 
বতসোয়ানা
বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ১, গাবোরোনি   কুয়েত
২১৯/৯ (৫০ ওভার)
কুয়েত ৭২ রানে বিজয়ী
স্কোরকার্ড
  নাইজেরিয়া
১৪৭ (৩৬.৫ ওভার)
২০১১
৬ষ্ঠ বিভাগ
  মালয়েশিয়া কিনরারা একাডেমি ওভাল,
কুয়ালালামপুর
  গার্নসি
২১১/৮ (৪৯.৩ ওভার)
গার্নসি ২ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
  মালয়েশিয়া
২০৮/৯ (৫০ ওভার)
২০১২
৫ম বিভাগ
 
সিঙ্গাপুর
কালাং মাঠ,
সিঙ্গাপুর
  সিঙ্গাপুর
১৬৪/১ (২৬.৪ ওভার)
সিঙ্গাপুর ৯ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
  মালয়েশিয়া
১৫৯ (৪৭ ওভার)
২০১২
৪র্থ বিভাগ
  মালয়েশিয়া কিনরারা একাডেমি ওভাল,
কুয়ালালামপুর
    নেপাল
১৪৭/২ (২৮ ওভার)
নেপাল ৮ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
  মার্কিন যুক্তরাষ্ট্র
১৪৫ (৪৮.১ ওভার)
২০১৩
৩য় বিভাগ
 
বারমুদা
জাতীয় স্টেডিয়াম, হ্যামিলটন     নেপাল
১৫৩/৫ (৩৯.২ ওভার)
নেপাল ৫ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
  উগান্ডা
১৫১/৮ (৫০ ওভার)
২০১৪
আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব
 
নিউজিল্যান্ড
বার্ট সাটক্লিফ ওভাল,
নিউজিল্যান্ড
  স্কটল্যান্ড
২৮৫/৫ (৫০ ওভার)
স্কটল্যান্ড ৪১ রানে বিজয়ী
স্কোরকার্ড

  সংযুক্ত আরব আমিরাত
২৪৪/৯ (৫০ ওভার)

২০১২-১৮
২০১২
৮ম বিভাগ
 
সামোয়া
ফালিয়াতা ওভাল নং ১,
আপিয়া
  ভানুয়াতু
২২২/৯ (৫০ ওভার)
ভানুয়াতু ৩৯ রানে বিজয়ী
স্কোরকার্ড
  ঘানা
১৮৩ (৪২.৫ ওভার)
২০১৩
৭ম বিভাগ
 
বতসোয়ানা
বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ১, গাবোরোনে   নাইজেরিয়া
১৩৪/৪ (৩২.১ ওভার)
নাইজেরিয়া ৬ উইকেটে বিজয়ী

স্কোরকার্ড

  ভানুয়াতু
১৩৩ (৩৮.৪ ওভার)
২০১৩
৬ষ্ঠ বিভাগ
 
জার্সি
  জার্সি   জার্সি স্থাননির্ধারণী খেলা বাতিল [১]   নাইজেরিয়া
২০১৪
৫ম বিভাগ
  মালয়েশিয়া কিনরারা একাডেমি ওভাল,
কুয়ালালামপুর
  জার্সি
২৪৭/৮ (৫০ ওভার)
জার্সি ৭১ রানে বিজয়ী
স্কোরকার্ড
  মালয়েশিয়া
১৭৬ (৪৪.৪ ওভার)
২০১৪
৪র্থ বিভাগ
 
সিঙ্গাপুর
কালাং, সিঙ্গাপুর   মালয়েশিয়া
২৩৫ (৫০ ওভার)
মালয়েশিয়া ৫৭ রানে বিজয়ী
স্কোরকার্ড
  সিঙ্গাপুর
১৭৮ (৪৬.১ ওভার)
২০১৪
৩য় বিভাগ
  মালয়েশিয়া কিনরারা একাডেমী ওভাল,
কুয়ালালামপুর
    নেপাল
২২৩/১০ (৪৯.৫ ওভার)
নেপাল ৬২ রানে বিজয়ী
স্কোরকার্ড
  উগান্ডা
১৬১ (৪৪.১ ওভার)
২০১৫
২য় বিভাগ
  নামিবিয়া ওয়ান্ডারার্স ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোয়েক   নেদারল্যান্ডস
২১৩/২ (৪১ ওভার)
নেদারল্যান্ডস ৮ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
  নামিবিয়া
২১২ (৪৯.২ ওভার)
২০১৫
৬ষ্ঠ বিভাগ
 
ইংল্যান্ড
কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড, কেল্মসফোর্ড   সুরিনাম
২৩৯/৪ (৪৫.১ ওভার)
সুরিনাম ৬ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
  গার্নসি
২৩৭ (৪৯.৫ ওভার)
২০১৬
৫ম বিভাগ
 
জার্সি
গ্রেইনভিল ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট সেভিয়র   জার্সি
১৯৪/৭ (৫০ ওভার)
জার্সি ৪৪ রানে বিজয়ী
স্কোরকার্ড
  ওমান
১৫০ (৪৫.৩ ওভার)
২০১৬
৪র্থ বিভাগ
  মার্কিন যুক্তরাষ্ট্র লিও ম্যাগ্নাস ক্রিকেট কমপ্লেক্স, লস এঞ্জেলস   মার্কিন যুক্তরাষ্ট্র
২০১৮ (৪৯.৪ ওভার)
ইউ এস এ ১৩ রানে বিজয়ী
স্কোরকার্ড
  ওমান
১৯৫/৯ (৫০ ওভার)
২০১৭ ৩য় বিভাগ   উগান্ডা ইন্তেবি ক্রিকেট ওভাল   ওমান
৫০/২ (৪.৩ ওভার)
ফলাফল হয়নি

স্কোরকার্ড

(ওমান লিগের শীর্ষে থাকায় তাদেরকে
বিজয়ী ঘোষণা করা হয়।)

  কানাডা
১৭৬/৩ (৩৮ ওভার)
২০১৫-১৭
চ্যাম্পিয়নশীপ
বিভিন্ন ফাইনাল নেই   নেদারল্যান্ডস
২২ পয়েন্ট
লিগ
পয়েন্ট টেবিল
  স্কটল্যান্ড
১৯ পয়েন্ট
২০১৮ ২য় বিভাগ   নামিবিয়া ওয়ান্ডারার্স ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক   সংযুক্ত আরব আমিরাত
২৭৭/৪ (৫০ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৭ রানে বিজয়ী
স্কোরকার্ড
    নেপাল
২৭০/৮ (৫০ ওভার)
২০১৮ আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব   জিম্বাবুয়ে হারারে স্পোর্টস ক্লাব, হারারে   আফগানিস্তান
২০৬/৩ (৪০.৪ ওভার)
আফগানিস্তান ৭ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
  ওয়েস্ট ইন্ডিজ
২০৪ (৪৬.৫ ওভার)
২০১৭-১৯ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ
২০১৭ ৫ম বিভাগ   দক্ষিণ আফ্রিকা উইলোমুর পার্ক, বেনোনি   জার্সি
২৫৫ (৪৮ ওভার)
জার্সি ১২০ রানে বিজয়ী
স্কোরকার্ড
  ভানুয়াতু
১৩৫ (৩৬.৫ ওভার)
২০১৮
৪র্থ বিভাগ
  মালয়েশিয়া ফাইনাল নেই   উগান্ডা
৮ পয়েন্ট
লিগ
পয়েন্ট টেবিল
  ডেনমার্ক
৬ পয়েন্ট
২০১৮
৩য় বিভাগ
  ওমান ফাইনাল নেই   ওমান
১০ পয়েন্ট
লিগ
পয়েন্ট টেবিল
  মার্কিন যুক্তরাষ্ট্র
৮ পয়েন্ট
২০১৯
২য় বিভাগ
  নামিবিয়া ওয়ান্ডারার্স ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহুক   নামিবিয়া
২২৬/৭ (৫০ ওভার)
নামিবিয়া ১৪৫ রানে বিজয়ী

স্কোরকার্ড

  ওমান
৮১ (২৯ ওভার)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ICC World Cricket LEague Division 1–5 Structure for 2006–2009"। ICC। ২০১১-০৭-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-১৮ 
  2. "Associate ODI Ranking Table"www.icc-cricket.com (ইংরেজি ভাষায়)। ২০১৬-১০-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১৯ 
  3. "ICC AM RANKINGS"। ICC। ১৫ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা