জেমস এগোচি
কেনীয় ক্রিকেটার
জেমস ওটিয়েনো এগোচি (জন্ম জানুয়ারি ২৯, ১৯৮৮) জেমস এগোচি হিসাবে পরিচিত, একজন কেনীয় ক্রিকেটার। তিনি তিনটি অন্যান্য কেনিয়ার আন্তর্জাতিক ক্রিকেটারদের ভাই লামেক অনায়াঙ্গা, শেম এগোচি এবং নেহেমিয়া ওধিয়াম্বোর ভাই।
২০১১ বিশ্বকাপ ক্রিকেট
সম্পাদনাওধিয়াম্বো অপর দুই ভাই নেহেমিয়া ওধিয়াম্বো এবং শেম এনগোচির সঙ্গে কেনিয়ার হয়ে ক্রিকেট বিশ্বকাপ খেলেন, যেটি অনুষ্ঠিত হয়েছিল যৌথভাবে বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কাতে ১৯ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল ২০১১ সালে।