নামিবিয়া

দক্ষিণ-পশ্চিম আফ্রিকার স্বাধীন রাষ্ট্র

নামিবিয়া দক্ষিণ-পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। আটলান্টিক সাগরের তীরবর্তী নামিবিয়ার উত্তরে অ্যাঙ্গোলাজাম্বিয়া পূর্বে বতসোয়ানা দক্ষিণ ও পূর্বে দক্ষিণ আফ্রিকা। ১৫ শতকে পর্তুগিজরা নামিবিয়ায় প্রবেশ করে। ১৮৮৪ সালে দেশটি জার্মানদের অধিকারে চলে যায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ-পশ্চিম আফ্রিকার জার্মান উপনিবেশ দক্ষিণ আফ্রিকা কর্তৃক অধিকৃত হয়। ১৯৬০ সালে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার নাম পরিবর্তন করে নামিবিয়া নামকরণ করা হয়। দেশটির মার্কসবাদী সংগঠন সোয়াপোর নেতৃত্বে স্বাধীনতার জন্য গেরিলা যুদ্ধ শুরু হয়। পরে জাতিসংঘের শান্তি প্রক্রিয়ার মাধ্যমে ১৯৯০ সালের ২১ মার্চ দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে নামিবিয়া। নামিবিয়া এখন একটি স্বাধীন দেশ।

নামিবিয়া প্রজাতন্ত্র
নামিবিয়ার জাতীয় পতাকা
পতাকা
নামিবিয়ার জাতীয় মর্যাদাবাহী নকশা
জাতীয় মর্যাদাবাহী নকশা
নীতিবাক্য: "Unity, Liberty, Justice"
"একতা, স্বাধীনতা, সুবিচার"
নামিবিয়ার অবস্থান
রাজধানী
ও বৃহত্তম নগরী বা বসতি
উইন্ডহোক
সরকারি ভাষাইংরেজি1
স্বীকৃত আঞ্চলিক ভাষাআফ্রিকান্স, জার্মান[]
জাতীয়তাসূচক বিশেষণনামিবিয়ান
সরকারপ্রজাতন্ত্র
Hifikepunye Pohamba
Nahas Angula
স্বাধীনতা 
• তারিখ
২১শে মার্চ ১৯৯০
আয়তন
• মোট
৮,২৫,৪১৮ কিমি (৩,১৮,৬৯৬ মা) (৩৪তম)
• পানি (%)
negligible
জনসংখ্যা
• ২০০৯ আনুমানিক
২,১৭১,০০০[] (১৪২তম)
• ২০০৮ আদমশুমারি
২,০৮৮,৬৬৯
• ঘনত্ব
২.৬/কিমি (৬.৭/বর্গমাইল) (২৩৫তম)
জিডিপি (পিপিপি)২০০৯ আনুমানিক
• মোট
$১৩.৭৬৪ বিলিয়ন[] (১৩৬তম)
• মাথাপিছু
$৬,৬১০.৩৫[] (১২৯তম)
জিডিপি (মনোনীত)২০০৯ আনুমানিক
• মোট
$৯.০৩৯ বিলিয়ন[]
• মাথাপিছু
$৪,৩৪১.৩৬[]
জিনি (২০০৩)৭০.৭[]
ত্রুটি: জিনি সহগের মান অকার্যকর · ১ম
মানব উন্নয়ন সূচক (২০০৭)বৃদ্ধি ০.৬৫০
ত্রুটি: মানব উন্নয়ন সূচক-এর মান অকার্যকর · ১২৫তম
মুদ্রানামিবিয়ান ডলার (NAD)
সময় অঞ্চলইউটিসি+১ (WAT)
• গ্রীষ্মকালীন (ডিএসটি)
ইউটিসি+২ (WAST)
গাড়ী চালনার দিকleft
কলিং কোড২৬৪
ইন্টারনেট টিএলডি.na

প্রশাসনিক অঞ্চলসমূহ

সম্পাদনা

উইন্ডহোক:-প্রশাসনিক কার্যালয় ও রাজধানী

দক্ষিণ আফ্রিকার দেশ নামিবিয়া। দেশটির পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে জাম্বিয়া ও অ্যাঙ্গোলা, পূর্বে বটসোয়ানা এবং দক্ষিণ ও পূর্বে দক্ষিণ আফ্রিকা

অর্থনীতি

সম্পাদনা

জনসংখ্যা

সম্পাদনা

২৪লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার ১.৭ উল্লেখযোগ্য জাতিগোষ্ঠী : ওভাম্বো (৪৯.৫%), কাভাঙ্গো (৯.২%), কলর্ড (৮%), হেরেরো (৭%), ডামারা (৭%), নামিবিয়ান শেতাঙ্গ (৭%)।

সংস্কৃতি

সম্পাদনা
 
জার্মান গির্জা এবং উইন্ডহোকে উপনিবেশবাদীদের স্মৃতিস্তম্ভ, নামিবিয়া

নামিবিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা হল অ্যাসোসিয়েশন ফুটবল। নামিবিয়ার জাতীয় ফুটবল দল আফ্রিকা কাপ অফ নেশনসের ১৯৯৮, ২০০৮ এবং ২০১৯ সংস্করণের জন্য যোগ্যতা অর্জন করেছিল। কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপ খেলার জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ২৪ জুন ২০০৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০০৮ 
  2. Department of Economic and Social Affairs Population Division (2009). "World Population Prospects, Table A.1" (.PDF). 2008 revision. United Nations. Retrieved on 2009-03-12.
  3. "Namibia"। International Monetary Fund। সংগ্রহের তারিখ ২০০৯-১০-০১ 
  4. "সিআইএ পৃথিবীর ফেক্টবুক: নামিবিয়া"। ২৩ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০০৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা
সরকারি
সাধারণ তথ্য
মিডিয়া