২০১৪ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব
২০১৪ আইসিসি বিশ্বকাপ বাছাই-পর্ব (ইংরেজি: 2014 ICC World Cup Qualifier) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে ১৪ দলের[১] অংশগ্রহণে অনুষ্ঠিত ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত বাছাই ক্রিকেট প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় শীর্ষস্থানীয় দুইটি দল আয়ারল্যান্ড ও আফগানিস্তান ২০১১-১৩ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা লাভ করে।[২] বাছাই-পর্বের মাধ্যমে ২০০৯-১৪ বিশ্ব ক্রিকেট লীগের সমাপণ ঘটে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আয়োজিত ২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাটি শুরুতে স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবার কথা ছিল।
তারিখ | ১৩ জানুয়ারি, ২০১৪ – ১ ফেব্রুয়ারি, ২০১৪ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | একদিনের আন্তর্জাতিক লিস্ট এ ক্রিকেট |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও নক-আউট |
আয়োজক | নিউজিল্যান্ড |
বিজয়ী | স্কটল্যান্ড (২য় শিরোপা) |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ১০ |
খেলার সংখ্যা | ৩৪ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | প্রিস্টন মমসেন |
সর্বাধিক রান সংগ্রহকারী | খুররম খান (৫৮১) |
সর্বাধিক উইকেটধারী | হাসিব আমজাদ (২০) |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | www.icc-cricket.com |
এ প্রতিযোগিতায় স্কটল্যান্ড তৃতীয়বারের মতো বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করে। পাশাপাশি দলটি একদিনের আন্তর্জাতিকে খেলার মর্যাদা পায়। সংযুক্ত আরব আমিরাত দল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জনের পাশাপাশি দলটি একদিনের আন্তর্জাতিকে খেলার মর্যাদা পায়। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন না করলেও প্রতিযোগিতায় ৩য় ও ৪র্থ স্থানলাভকারী হংকং এবং পাপুয়া নিউগিনি দল প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিকের মর্যাদা পায়। এছাড়াও, প্রতিযোগিতায় বাজে ফলাফলের প্রেক্ষিতে আইসিসি’র সহযোগী সদস্য নেদারল্যান্ডস, কেনিয়া এবং কানাডা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় ও ২০১৮ সাল পর্যন্ত ওডিআই মর্যাদা হারায়। কিন্তু নেদারল্যান্ডস দল স্কটল্যান্ডের পরিবর্তে ২০১৪ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা লাভ করে।
২০০৯ সালের আইসিসি বিশ্বকাপ বাছাই-পর্বে আয়ারল্যান্ড ক্রিকেট দল শিরোপা লাভ করেছিল। ১০টি দেশের জাতীয় ক্রিকেট দল এ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে।
ধরন
সম্পাদনাআইসিসি’র সিদ্ধান্ত মোতাবেক অংশগ্রহণকারী ১০টি দলকে দুই গ্রুপে বিভক্ত করে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। প্রতি গ্রুপের শীর্ষস্থানীয় ৩টি দলকে নিয়ে সুপার সিক্স পর্ব অনুষ্ঠিত হবে। গ্রুপের শীর্ষস্থানীয় দল দুইটি ফাইনালে খেলাসহ ১৪-দল নিয়ে গড়া ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করবে।[৩] এছাড়াও শীর্ষস্থানীয় ৪টি দল পরবর্তী ৪ বছরের জন্য একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মর্যাদাপ্রাপ্ত সদস্য হবে। ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম স্থানীয় দল একই স্থানে থাকবে অথবা দ্বিতীয় বিভাগে অবনমিত হবে।[৪]
অংশগ্রহণকারী দলসমূহ
সম্পাদনা২০১১-১৩ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশীপের সমাপণের পর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা থেকে ইতোমধ্যেই আয়ারল্যান্ড ও আফগানিস্তান ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকী ছয়টি দলসহ ২০১১ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ দ্বিতীয় বিভাগের তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী এবং ২০১৩ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ তৃতীয় বিভাগের শীর্ষ দুই দলকে নিয়ে বিশ্বকাপ বাছাই-পর্বে অবতীর্ণ হবে।[৫]
স্থান
সম্পাদনাক্রাইস্টচার্চ | লিঙ্কন | মাউন্ট মঙ্গানুই | |
---|---|---|---|
হ্যাগলে ওভাল | বার্ট সাটক্লিফ ওভাল | বে ওভাল | |
Capacity: N/A | Capacity: N/A | Capacity: N/A | |
New Plymouth | রঙ্গিওরা | কুইন্সটাউন | |
Pukekura Park | Rangiora Recreation Ground | Queenstown Events Centre | |
Capacity: N/A | Capacity: N/A | Capacity: N/A | |
আম্পায়ার
সম্পাদনাতিনজন ম্যাচ রেফারিসহ ১৪ সদস্যবিশিষ্ট আম্পায়ার প্রতিযোগিতার খেলাগুলো পরিচালনা করবেন। তন্মধ্যে আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা থেকে মারাইজ ইরাসমাসও খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন। বাদ-বাকী সকলেই আইসিসির সহযোগী ও অনুমোদন লাভকারী দেশের খেলা পরিচালনায় নিযুক্ত আম্পায়ার তালিকা থেকে অন্তর্ভুক্ত হয়েছেন।[৬]
খেলোয়াড়
সম্পাদনাকানাডা | হংকং | নেপাল | স্কটল্যান্ড | সংযুক্ত আরব আমিরাত |
---|---|---|---|---|
কেনিয়া | নামিবিয়া | নেদারল্যান্ডস | পাপুয়া নিউগিনি | উগান্ডা |
প্রস্তুতিমূলক খেলা
সম্পাদনাব
|
||
- সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- কেনিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- নামিবিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- কানাডা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- নেদারল্যান্ডস টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- নেপাল টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- হংকং টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- উগান্ডা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
গ্রুপ পর্ব
সম্পাদনাগ্রুপ এ
সম্পাদনাপয়েন্ট তালিকা
সম্পাদনাদল | খে | জ | প | ফহ | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|
স্কটল্যান্ড | ৪ | ৩ | ১ | ০ | +১.৬৬৩ | ৬ |
হংকং | ৪ | ৩ | ১ | ০ | +১.০৬৯ | ৬ |
সংযুক্ত আরব আমিরাত | ৪ | ৩ | ১ | ০ | +০.৮৪৮ | ৬ |
কানাডা | ৪ | ১ | ৩ | ০ | −২.০৬৬ | ২ |
নেপাল | ৪ | ০ | ৪ | ০ | −১.৫৬৭ | ০ |
সুপার সিক্স পর্বে উত্তীর্ণ দলসমূহ
খেলার সময়সূচী / ফলাফল
সম্পাদনাব
|
||
- নেপাল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- নেপাল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- কানাডা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে খেলা ২৮ ওভারে নিয়ে আসা হয়।
ব
|
||
- কানাডা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- কানাডা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
গ্রুপ বি
সম্পাদনাপয়েন্ট তালিকা
সম্পাদনাদল | খে | জ | প | ফহ | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|
পাপুয়া নিউগিনি | ৪ | ৩ | ১ | ০ | +১.০৯৫ | ৬ |
নামিবিয়া | ৪ | ৩ | ১ | ০ | +০.৫৭৪ | ৬ |
কেনিয়া | ৪ | ২ | ২ | ০ | +০.৪০১ | ৪ |
নেদারল্যান্ডস | ৪ | ২ | ২ | ০ | +০.৩৭০ | ৪ |
উগান্ডা | ৪ | ০ | ৪ | ০ | −২.২৫৯ | ০ |
সুপার সিক্স পর্বে যোগ্যতালাভকারী দলসমূহ
খেলার সময়সূচী / ফলাফল
সম্পাদনাব
|
||
- উগান্ডা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- পাপুয়া নিউগিনি টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- নেদারল্যান্ডস টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- পাপুয়া নিউগিনি টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- কেনিয়া ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- কেনিয়া ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- নেদারল্যান্ডস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- উগান্ডা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- নামিবিয়া ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- কেনিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
স্থান নির্ধারণী খেলা
সম্পাদনাব
|
||
- নেদারল্যান্ডস ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- কানাডা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কানাডার ইনিংস চলাকালে ২৯ ওভারের সময় বৃষ্টি আঘাত হানে। জয়ের জন্য দরকার ছিল ৬০ রান।
ব
|
||
- নেপাল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- কানাডা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
সুপার সিক্স
সম্পাদনাপয়েন্ট তালিকা
সম্পাদনাদল | খে | জ | হা | ফহ | ড্র | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
সংযুক্ত আরব আমিরাত | ৫ | ৪ | ১ | ০ | ০ | +০.৭৩৭ | ৮ |
স্কটল্যান্ড | ৫ | ৪ | ১ | ০ | ০ | +০.৪৯৫ | ৮ |
হংকং | ৫ | ৩ | ২ | ০ | ০ | +০.৫৬৮ | ৬ |
পাপুয়া নিউগিনি | ৫ | ২ | ৩ | ০ | ০ | −০.৪৯৫ | ৪ |
কেনিয়া | ৫ | ১ | ৪ | ০ | ০ | −০.২০১ | ২ |
নামিবিয়া | ৫ | ১ | ৪ | ০ | ০ | −১.০৩৫ | ২ |
চিহ্নিত দলগুলো ফাইনাল খেলাসহ ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করে।
খেলার সূচীপত্র / ফলাফল
সম্পাদনাব
|
||
- কেনিয়া ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কেনিয়ার ইনিংস চলাকালীন ৪৫.২ ওভারের সময় বৃষ্টি নামে। তখন তাদের স্কোর ছিল ২১৩।
ব
|
||
- পাপুয়া নিউগিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- স্কটল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- নামিবিয়ার ইনিংস চলাকালে ১২.১ ওভারের সময় বৃষ্টি নামে ও সংরক্ষিত দিনে খেলা শেষ হয়।
ব
|
||
- হংকং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- কেনিয়া ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- স্কটল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- কেনিয়া ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- পাপুয়া নিউগিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ফাইনাল
সম্পাদনাব
|
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
চূড়ান্ত অবস্থান
সম্পাদনাঅবস্থান | দল |
---|---|
১ম | স্কটল্যান্ড |
২য় | সংযুক্ত আরব আমিরাত |
৩য় | হংকং |
৪র্থ | পাপুয়া নিউগিনি |
৫ম | কেনিয়া |
৬ষ্ঠ | নামিবিয়া |
৭ম | নেদারল্যান্ডস |
৮ম | কানাডা |
৯ম | নেপাল |
১০ম | উগান্ডা |
পরিসংখ্যান
সম্পাদনাসর্বাধিক রান
সম্পাদনাখেলোয়াড় | দল | খেলা | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
---|---|---|---|---|---|---|---|---|
খুররম খান | সংযুক্ত আরব আমিরাত | ৮ | ৮ | ৫৮১ | ৭২.6২ | ১৩৮ | ১ | 4 |
প্রিস্টন মমসেন | স্কটল্যান্ড | ৮ | ৮ | ৫২০ | ৮৬.৬৬ | ১৩9* | ২ | ২ |
কালাম ম্যাকলিওড | স্কটল্যান্ড | ৮ | ৮ | ৪০১ | ৫৭.১২ | ১৭৫ | ২ | – |
স্বপ্নীল পাতিল | সংযুক্ত আরব আমিরাত | ৮ | ৮ | ৩৬৪ | ৫২.০০ | ৯৯* | – | ২ |
ইরফান আহমেদ | হংকং | ৭ | ৭ | ৩৬৩ | ৭২.৬০ | ১০০* | ১ | ৩ |
ওয়েজলি বারেসি | নেদারল্যান্ডস | ৬ | ৬ | ৩১৮ | ৭৯.৫০ | ১৩৭* | ১ | ২ |
এরিক সারজিনস্কি | নেদারল্যান্ডস | ৪ | ৪ | ৩১৭ | ১৫৮.৫০ | ১২৯* | ১ | ৩ |
সর্বাধিক উইকেট
সম্পাদনাখেলোয়াড় | দল | খেলা | ওভার | উইকেট | গড় | সেরা বোলিং | ৪-উইঃ | ইকোনোমি |
---|---|---|---|---|---|---|---|---|
হাসিব আমজাদ | হংকং | ৭ | ৬৩ | ২০ | ১৫.৪০ | ৪/৩৩ | ২ | ৪.৮৮ |
লুইজ ক্লাজিঙ্গা | নামিবিয়া | ৭ | ৫০.৪ | ১৮ | ১৪.৮৮ | ৫/৩৬ | ৩ | ৫.২৮ |
মঞ্জুলা গুরুগে | সংযুক্ত আরব আমিরাত | ৮ | ৬৫ | ১৬ | ১৮.৩১ | ৪/৩৯ | ১ | ৪.৫০ |
ইয়ান ওয়ার্ডল | স্কটল্যান্ড | ৮ | ৭০.১ | ১৬ | ২৩.৩৭ | ৩/৩২ | – | ৫.৩৩ |
ক্রিস্টি ভিলজোয়েন | নামিবিয়া | ৭ | ৫৩.৫ | ১৪ | ১৯.০০ | ৪/৩৩ | ১ | ৪.৯৪ |
খুররম চৌহান | কানাডা | ৬ | ৪৭.৫ | ১৪ | ২০.৬৪ | ৫/৬৮ | ২ | ৬.০৪ |
সাফিয়ান শরীফ | স্কটল্যান্ড | ৮ | ৭২.২ | ১৪ | ২৩.৯২ | ৪/৫৫ | ১ | ৪.৬৩ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ICC annual conference: Associates included in 2015 World Cup | Cricket News | Cricinfo ICC Site"। ESPN Cricinfo। 1 January 1970। সংগৃহীত 29 June 2011।
- ↑ http://www.espncricinfo.com/ci-icc/content/current/story/521049.html
- ↑ "Overview"। ICC official site। ৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসে ২০১৩।
- ↑ ক খ গ "Scotland and UAE battle lock horns in final of ICC CWCQ 2014"। International Cricket Council। ৩১ জানুয়ারি ২০১৪। ৩১ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৪।
- ↑ "ICC spells out 2015 WC qualification plan"। ESPNcricinfo। ১১ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
- ↑ "Match officials"। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪।
- ↑ http://www.espncricinfo.com/ci/content/story/714845.html