সুলতান সুলেমান (টিভি ধারাবাহিক)

তুর্কি টিভি ধারাবাহিক
(সুলতান সুলেমান থেকে পুনর্নির্দেশিত)

সুলতান সুলেমান বা মূল তুর্কি নাম মুহতেশেম ইউযয়িল (তুর্কি:Muhteşem Yüzyıl, তুর্কি উচ্চারণ: [muhteˈʃɛm ˈjyzjɯl]) মেরাল ওকেয়ইয়িল্মায শাহিন রচিত দিনের নির্দিষ্ট সময়ে প্রচারিত একটি ইতিহাসভিত্তিক তুর্কি ধারাবাহিক টেলিভিশন নাটক। প্রাথমিকভাবে তুরস্কের শো টিভিতে নাটকটির সম্প্রচার শুরু হলেও পরবর্তীকালে তুরস্কের স্টার টিভিতে এর সম্প্রচার স্থানান্তর করা হয়। বাংলাদেশের বেসরকারি চ্যানেল দীপ্ত টিভি ২০১৫ সালের ১৮ নভেম্বর থেকে ধারাবাহিকটি বাংলা ভাষায় সম্প্রচার শুরু করে।[] নাটকটি নির্মিত হয়েছে উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘ সময়কালব্যাপী রাজত্ব বিস্তারকারী উসমানীয় সম্রাট প্রথম সুলাইমান এবং তার প্রিয়তম স্ত্রী হুররেম সুলতানের জীবনগাঁথার উপর ভিত্তি করে, যিনি সুলাইমানের কৃতদাসী হয়েও পরবর্তীকালে তার প্রধান স্ত্রী বা সুলতানা হিসেবে সম্মানিত হওয়ার সৌভাগ্য লাভ করেন।[]

সুলতান সুলেমান
"সুলতান সুলেমান" শিরোনামে প্রচারিত বাংলা ডাবিং সংস্করণের পোষ্টার
সুলতান সুলেমান শিরোনামে প্রচারিত বাংলা ডাবিং সংস্করণের পোষ্টার
লেখকমেরাল ওকেয় (১-২)[]
ইয়িল্মায শাহিন (২-৪)
পরিচালকইয়াগমুর তাইলান (১-৩)
দুরুল তাইলান (১-৩)
মার্ত বাইকাল (৪)
ইয়াগিজ আল্প আকাইদিন (৪)
শ্রেষ্ঠাংশেখালিদ এরগেঞ্চ
মারিয়াম উজারলি
ভাহিদে পারচিন
রাফিন ইয়ালাবিক
নুর ফেত্তাহগ্লু
ওকান ইয়ালাবিক
নেবাহাত চেহ্রে
সুরকারফাখির আতাকগ্লু
আইতেকিন আতাস
সোনার আকালিন
দেশ তুরস্ক
মূল ভাষাতুর্কি
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা১৩৯
নির্মাণ
প্রযোজকতাইমুর সাভসি
নির্মাণ স্থানইস্তাম্বুল, এদ্রিন, মারমারিস
স্থিতিকাল৯০-১২০-১২৬ মি.
নির্মাণ প্রতিষ্ঠানটিমস প্রডাকশন্স
মুক্তি
নেটওয়ার্কশো টিভি (২০১১)
স্টার টিভি (২০১২-২০১৪)
মুক্তিজানুয়ারি ৫, ২০১১ –
জুন ১১, ২০১৪

দৃশ্যপট

সম্পাদনা

২৬ বছর বয়সে শাসন কালের সূচনালগ্নে সুলাইমান (খালিদ এরগেঞ্চ) মহামতি আলেক্সান্ডারের থেকে শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করে অটোমান জাতিকে অপরাজেয় জাতি হিসেবে গড়ে তোলার সংকল্প করেন। তার ৪৬ বছরের শাসনকাল জুড়ে, পূর্ব ও পশ্চিমে সমসাময়িক মহান যোদ্ধা ও শাসক হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়ে। তার সঙ্গী ইব্রাহিম পাশাকে (ওকান ইয়ালাবিক) সাথে নিয়ে সুলেমান অগণিত যুদ্ধাভিযান জয় করেন। তিনি ইব্রাহিমকে তার ভাই, বন্ধু এবং উপদেষ্টা হিসেবে সম্মানিত করেন। ধারাবাহিকটিতে সুলাইমানের রাজনৈতিক শক্তি একীভূতকরণকে প্রদর্শন করা হয়েছে: ইব্রাহিম পাশাকে রাষ্ট্রের উজির হিসেবে নিযুক্তকরণ, সমস্ত সাম্রাজ্য জুড়ে আইনি শাসন পুনর্বহাল করা, বৈদেশিক কূটনৈতিকদের সঙ্গে সাক্ষাৎ, এবং যুদ্ধাভিযানের জন্য সেনাবাহিনী প্রস্তুতকরণ, এই সকল ঘটনাই রোমান সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্যের পারস্পারিক সম্পর্কের অবনতির পরিপ্রেক্ষিতে ঘটে।

ধারাবাহিকটিতে সম্রাট পরিবারের সদস্যদের পারস্পারিক সম্পর্ক, বিশেষ করে প্রণয়ী দীর্ঘসূত্রিতা এবং দ্বন্দ্বকে ফুটিয়ে তোলা হয়েছে। হুররেম সুলতান (মারিয়াম উজারলি) এবং সুলতানের বয়োজ্যেষ্ঠ পুত্রের মাতা মাহিদেবরান সুলতানের (নুর ফেত্তাহওলু) শত্রুতা এবং ভালিদে হাফসা সুলতানের (নেবাহাত চেহরে) ভূমিকা; সুলতানের সন্তান গর্ভে ধারণ করে সুলতানের প্রিয়পাত্র হওয়ার মাধ্যমে হুররেম সুলতানের উত্থান, এবং সন্তান জন্মের পর প্রিয়পাত্রের অবস্থান হতে পতন এবং পরিণামস্বরূপ করুণার অবস্থানে ফেরত; সুলতানের ভগ্নি হেতিজা সুলতানের (সেলমা এরগেচ) সঙ্গে ইব্রাহিম পাশার প্রণয়, এবং আরও অনেক কিছু।

সংক্ষিপ্ত সম্প্রচার সূচি

সম্পাদনা
মৌসুম সম্প্রচারের সময় মৌসুমের সূচনা মৌসুমের সমাপ্তি পর্ব সংখ্যা পর্বের সীমা মৌসুমের বছর টিভি চ্যানেল
বুধবার রাত ৮:০০ টা ৫ জানুয়ারি ২০১১ (2011-01-05) ২২ জুন ২০১১ (2011-06-22) ২৪ ১ - ২৪ ২০১১(2011) শো টিভি
বুধবার রাত ৮:০০ টা ১৪ সেপ্টেম্বর ২০১১ (2011-09-14) ৬ জুন ২০১২ (2012-06-06) ৩৯ ২৫ - ৬৩ ২০১১ - ২০১২ শো টিভি, স্টার টিভি
বুধবার রাত ৮:০০ টা ১২ সেপ্টেম্বর ২০১২ (2012-09-12) ১৯ জুন ২০১৩ (2013-06-19) ৪০ ৬৪ - ১০৩ ২০১২ - ২০১৩ স্টার টিভি
বুধবার রাত ৮:০০ টা ১৮ সেপ্টেম্বর ২০১৩ (2013-09-18) ১১ জুন ২০১৪ (2014-06-11) ৩৬ ১০৪ - ১৩৯ ২০১৩ - ২০১৪ স্টার টিভি

চরিত্র

সম্পাদনা

প্রধান চরিত্রসমূহ

সম্পাদনা
মূল তুর্কি ভাষায় সূচনা শিরোনামের পোষ্টার।
অভিনেতা হালিত এরগেঞ্চ মুখ্য চরিত্র সুলেমানের ভূমিকায় অভিনয় করেছেন।
অভিনেত্রী নেবাহাত চেহরে অভিনয় করেছেন সুলায়মানের মা হাফসা সুলতানের ভূমিকায়।
অভিনয়শিল্পীর নাম চরিত্রের নাম বিবরণ মৌসুম
খালিদ এরগেঞ্চ প্রথম সুলাইমান উসমানীয় সাম্রাজ্যের দশম সম্রাট ১-৪
মারিয়াম উজারলি হুররেম সুলতান (রোক্সেলানা/আলেকজান্দ্রা রুসলানা লিসোভস্কা) সুলাইমানের বৈধ স্ত্রী হাসেকি সুলতান, এবং সুলতানের পাঁচ সন্তানের মাতা ১-৩
ওয়াহিদে পারচিন
নুর ফেত্তাখগ্লু মাহিদেভ্রান সুলতান সুলাইমানের স্ত্রী এবং সম্রাটপুত্র মুস্তফার মাতা ১-৪
ওকান ইয়ালাবিক পারগালি ইব্রাহিম পাশা অটোম্যান সাম্রাজ্যের প্রধান উজির (উজিরে আজম), সুলতান সুলাইমানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ১-৩
৪ (শুধু কণ্ঠ)
নেবাহাত চেহরে আয়শা হাফসা সুলতান সুলতান সুলাইমানের মাতা, প্রথম সেলিমের বিধবা স্ত্রী ১-২
সেলমা এরগেচ হেতিসা (খাদিজা) সুলতান সুলতান সুলাইমানের বোন, পারগালি ইব্রাহীম পাশার স্ত্রী, উসমান ও হুরিচিহানের মাতা ১-৩
মেহমেত গুনসুর শাহজাদা মুস্তফা সুলতান সুলাইমানের বয়োজ্যেষ্ঠ ও মাহিদেভরান সুলতানের একমাত্র পুত্র, সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী ১-৪
বেরাক তুযুনাতাচ মেহেরুন্নেসা সুলতান মুস্তাফার স্ত্রী ও তার সন্তাবের মাতা, বারবারোস হায়রুদ্দীন পাশার কন্যা
গুরবেয় ইলেরি শাহজাদা মেহমেদ সুলাইমান ও হুররেমের প্রথম সন্তান, ইস্মিহান সুলতান'র স্বামী ১-৩
আয়দা আচার
মেলিস মুলতুচ
পেলিন কারাহান
মিহরিমা সুলতান সুলাইমান ও হুররেমের একমাত্র কন্যা, রুস্তম পাশার স্ত্রী ১-৪
ওযান গুভেন রুস্তম পাশা মিহরিমাহ সুলতানের স্বামী ও অটোম্যান সাম্রাজ্যের প্রধান উজির ৩-৪
এঙ্গিন ওযতুর্ক দ্বিতীয় সেলিম সুলাইমান ও হুররেমের তৃতীয় সন্তান ও পরবর্তীকালে উসমানীয় সাম্রাজ্যের ১১তম সুলতান, তৃতীয় মুরাদ'র পিতা ১-৪
মেরভে বলুঘুর নুরবানু সুলতান শাহজাদা সেলিমের বৈধ স্ত্রী, পরবর্তীতে তৃতীয় মুরাদের মাতা
আরাস বুলুত ইয়েনেমলি শাহজাদা বায়জিদ সুলাইমান ও হুররামের চতুর্থ সন্তান ২-৪
তোগলা সারিতাস শাহজাদা চিহাঙ্গির (জাহাঙ্গীর) সুলাইমান ও হুররেমের পঞ্চম ও শেষ সন্তান ২-৪
দেনিয সাকির শাহ সুলতান সুলাইমানের বোন, লুতফি পাশার স্ত্রী, ইস্মিহান সুলতানের মাতা
মেলতেম চুম্বুল ফাতিমা সুলতান সুলাইমানের বোন, কারা আহমেদ পাশার স্ত্রী
বুরাক অজসিভিত মাল্কচগ্লু বালি বে মাজরদমো, আয়বিগে হাতুনের একপাক্ষিক প্রেমী, মিহরিমার একপাক্ষিক প্রেম ২-৩
তুঞ্চেল কুরতিয এবুসসুদ এফেন্দি ইস্তাম্বুলের কাজি, পরবর্তীতে শায়খুল ইসলাম এফেন্দি ৩-৪
ফিলিয আহমেত নিগার কালফা হারেমের দাসী ও তত্ত্বাবধায়ক, ইব্রাহীমের প্রেমিকা ও সহচর এবং তার কন্যা ইস্মানুরের মাতা ১-৩
সেরকান আলতুনরাক তাস্লিকালি ইয়াহিয়া বে সমসাময়িক অন্যতম খ্যতিমান কবি, শাহজাদা মুস্তফার বন্ধু ও সমর্থক ৩-৪
সারপ আক্কায়া আতমাচা শাহজাদা মুস্তফার বন্ধু ও সমর্থক এবং পরবর্তীতে শাহজাদা বায়েজিদের
সেলিম বায়রাক্তার সুম্বুল আগা হারেমের প্রধান খোজা ও হুররেম সুলতানের নিকটতম সহচর ১-৪

পার্শ্ব চরিত্রসমূহ

সম্পাদনা
অভিনয়শিল্পীর নাম চরিত্রের নাম চরিত্রের বিবরণ মৌসুম
সেলেন ওযতুর্ক গুলফাম খাতুন সুলাইমানের দ্বিতীয় স্ত্রী, হেতিজা সুলতানের সহচর ১–৪
সেরদার অরচিন সিনান পাশা অটোম্যান অ্যাডমিরাল, রুস্তম পাশার ভাই।
তোলগা তেকিন হাইরেদ্দীন বারবারোসা নৌবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে অটোম্যান সাম্রাজ্যের একজন অ্যাডমিরাল এবং প্রধান অধিনায়ক পাশা, মুস্তফার সমর্থক, মিহিরুন্নিসার পিতা। ৩–৪
মেহমেত ওজঘুর লুতফি পাশা শাহ সুলতানের স্বামী এবং আয়াস পাশার মৃত্যুর পর অটোম্যান সাম্রাজ্যের উজিরে আজম ইস্মিহানের পিতা।
ইয়েতকিন দিকিঞ্চিলার কারা আহমেদ পাশা ফাতমা সুলতানের স্বামী এবং পরবর্তীতে অটোম্যানদের প্রধান উজির।
পিনার চাগ্লার গেঞ্ছতুরক বেয়হান সুলতান সুলাইমানের বোন, ফেরহাদ পাশার স্ত্রী। ১-৩
সেবিনা তোজিয়া আফিফা খাতুন হাজনেদার, হারেমের প্রধান চাকরানী ৩-৪
ফেহমি কারারস্লান আয়াস পাশা পরিষদের উজির, ইব্রাহীম পাশার মৃত্যুর পর প্রধান উজির। ১-৩
আরিফ এরকিন গুযেলবেয়গ্লু পিরি মেহমেদ পাশা পারগালি ইব্রাহীম পাশার পূর্বে উসমানীয় সাম্রাজ্যের প্রধান উজির ১–
মুরাত শাহান মুস্তফা পাশা বারবারসের পূর্বের নৌবাহিনীর সেনাপ্রধান, পরবর্তীতে পরিষদের উজির ১-৩
বুরচু ওযবারক হুরিচিহান সুলতান হেতিজা ও ইব্রাহীমের কন্যা। বায়াজিদের প্রেমিকা।
ইয়াসেমিন আলেন দাফনা সুলতান বায়াজিদের স্ত্রী ও তার সন্তানের মা।
এচেম চালিক ইস্মিহান সুলতান শাহ সুলতান ও লুতফি পাশার কন্যা, মুস্তফার স্ত্রী
ফাতিহ আল মাত্রাকচি নাসুহ গণিতবিদ, ইতিহাসবিদ, ভূগোলবিদ, ক্ষুদ্র-নকশা নির্মাতা, এবং উদ্ভাবক ও ইব্রাহীমের সহচর ১–৪
আল্মেদা আবাযি নাজেনিন হাতুন (ভ্যালেরিয়া) সুলাইমানের উপপত্নী, রাজিয়া সুলতানের মা, নুরবানু সুলতানের প্রাক্তন দাসী।
এলিফ আতাকান রুমাইসা সুলতান মুস্তফার স্ত্রী ৩–৪
সেরানায় আক্তাশ আয়শা সুলতান শাহজাদা মুস্তফার উপপত্নী ও তার কন্যা নার্গিসাহর মাতা
চান্সু দেরে ফিরুজা হাতুন (হুমায়রা) হারেমের রাজকন্যা, সুলাইমানের প্রেমিকা
মালিকা আইপেক ইয়ালোভা ইসাবেলা ফরচুনা ক্যাসিলের রাজকন্যা, সুলাইমানের প্রেমিকা
এফি মেহমেত গুনুস সুলতানজাদা উসমান হেতিজা সুলতান ও ইব্রাহিম পাশার পুত্র
হাসান কুসুকসেতিন ইস্কান্দার চেলেবি অটোম্যান অর্থমন্ত্রী যিনি নিজ অর্থসম্পদের জন্য সুপরিচিত, ইব্রাহিম পাশার অন্যতম শত্রু ১–৩
গোকান চেলেবি ফেরহাদ পাশা বেহান সুলতানের স্বামী
কিভাঞ্ছ কিলিঞ্ছ
এযগি আইউবুগ্লু আয়বিগে হাতুন বেগম হাফসা সুলতানের ভাইঝি, ক্রিমিয়ান রাজকন্যা, বালি বের প্রেমিকা।

৩(শুধু কণ্ঠ)

আল্প ওইকেন পোপ সপ্তম ক্লিমেন্ট রোমান ক্যাথলিক গির্জার সমসাময়িক পোপ ১–২
সেমা কেচিক দায়া হাতুন বেগম হাফসা সুলতানার পরিচারিকা ১–২
নিহান বুয়ুকাগাচ গুলশাহ হাতুন মাহিদেভ্রান সুলতানের পরিচারিকা, পরবর্তীতে হুররেম সুলতানের পরিচারিকা ১–৩
বুরচু গুনার ফাহ্রিয়া কালফা (ডায়না) মাহিদেভ্রান সুলতানের পরিচারিকা, পরবর্তীতে হুররেম সুলতানের ৩-৪
সাআদেত অকসয় ভিক্টোরিয়া (সাদিকা হাতুন) হাঙ্গেরীয় কাউন্টপত্নী, সুলাইমানের শত্রু ১–২
সায়গিন সয়সাল মেরচান আগা শাহ সুলতানের সহচর
এনগিন গুনায়দিন গুল আগা হুররেম সুলতানের সহচর
ইয়ুকসেল ওনাল শাকের আগা প্রাসাদের রান্নাঘরের প্রধান বাবুর্চি ১–৪
গুরকান অয়গুন মিমার সিনান সুলাইমানের প্রধান স্থপতি ৩–৪
ইলদিরিম ফিক্রেত উরাগ সকল্লু মেহমেদ পাশা সেমিজ আলী পাশার পর অটোম্যানদের প্রধান উজির।
দলুনায় সয়সারত গ্রাসিয়া মেন্ডেস নাসি অটোম্যান সাম্রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এক ইহুদি ধনাঢ্য মহিলা।
বুরচু তুনা গুলনিহাল হাতুন (মারিয়া) হুররেম সুলতানের বাল্যবন্ধু
মেলিসা সোযেন এফসুন হাতুন (নরা) হুররাম সুলতানের দাসী, মুস্তফার প্রেমিকা।
সেচকিন ওযদেমির লিও হুররেম সুলতানের প্রাক্তন বাগদত্তা
গামজে দার ফিদান হাতুন হুররেমের দাসী, পরবর্তীতে মাহিদেভ্রানের পরিচারিকা। ২-৪
মুজদে উজমান আরমিন হাতুন বালি বের প্রথম প্রেম, জশুয়া এফেন্দির কন্যা।
বেরগুজার কোরেল মনিকা তেরেসা সেনর গ্রিতির বোন।

আন্তর্জাতিক সম্প্রচার

সম্পাদনা
দেশ স্থানীয় নামকরণ সম্প্রচার কেন্দ্র সম্প্রচার শুরু সম্প্রচার সময়
  তুরস্ক Muhteşem Yüzyıl শো টিভি (মৌসুম ১-২)
স্টার টিভি (মৌসুম ২-৪)
১লা জানুয়ারি ২০১১ রাত ৮ টায়
  প্যান-আরব স্টেটস حريم السلطان
হারিম এল-সুলতান
ওএসএন ইয়াহালা(পে-পার-ভিউ), দুবাই টিভি ডিসেম্বর ১৩, ২০১১
  আফগানিস্তান حرم سلطان
হুররেম সুলতান
১টিভি আগস্ট ২০১২
  আলবেনিয়া সুলতানি - শেকুল্লি মেদহেশতোর আলবেনিয়ান স্ক্রিন ডিসেম্বর ২০১১ রাত ৮টা
  আজারবাইজান মুহতেশেম আসর লিডার টিভি ডিসেম্বর ২০১১ রাত ৮:১০ মিনিট
  বাংলাদেশ সুলতান সুলেমান দীপ্ত টিভি নভেম্বর ১৮, ২০১৫ সন্ধ্যা ৭:৩০ মিনিট, রাত ১০:৩০ মিনিট (শনি থেকে বৃহস্পতিবার)
  বসনিয়া ও হার্জেগোভিনা টেলিভিজিয়া ওভিএন আগস্ট ২০, ২০১২ রাত ৮টা
  বুলগেরিয়া Великолепният век
ভেলিকোলেপনিয়াত ভেক
টিভি৭ ৭ সেপ্টেম্বর ২০১২ 20:30
  চিলি এল সুলতান চ্যানেল ১৩ ১৪ ডিসেম্বর ২০১৪ 23:00
  চীন সিসিটিভি সেপ্টেম্বর ২০১৩
  ক্রোয়েশিয়া সুলেজমান ভেলিকান্সতভেনি আরটিএল তেলিভিজিয়া আগস্ট 22, 2012 19:00
  সাইপ্রাস এএনটি১ সেপ্টেম্বর 2012 21:30
  চেক প্রজাতন্ত্র ভেল্কোলেপি স্তোলেতি টিভি বাররান্দভ ডিসেম্বর 17, 2011 ২০:০০
  মিশর আল হায়াত টিভি November 2011
এমবিসি মাসর 2014
  এস্তোনিয়া সাজানদি আরমাস্তুস ক্যানাল ২ সেপ্টেম্বর 1, ২০১৩ 19:35 or 20:35
  ফ্রান্স ফ্রান্স ২ সেপ্টেম্বর 2012 ২০:০০
  গ্রিস Σουλεϊμάν ο Μεγαλοπρεπής
সৌলেইমান ও মেগালোপ্রেপিস
এএনটি১ আগস্ট 28, 2012 (Season 1, 2 3a)
Οctober 21, ২০১৩ (Season 3b)
June 10, 2014 (Season 4)
21:30 (Season 1,2,3)
22:15 (Season 4)
  জর্জিয়া დიდებული საუკუნე
ডিডেবুলি সাকুনে
মায়েস্ট্রো টিভি সেপ্টেম্বর ২০১৩ 21:45
  হাঙ্গেরি সুলেইমান আরটিএল ক্লাব January 4, ২০১৩ 21:30
  ইন্দোনেশিয়া আবাদ কাজায়াআন/কিং সুলেমান এএনটিভি[] ডিসেম্বর 22, 2014 22:00
  ইরান حريم سلطان
হারিম-এ সলতান
জেম টিভি সেপ্টেম্বর 2012 22:00
  ইসরায়েল הסולטאן
হাসুলতান
ইসরাইল প্লাস ডিসেম্বর ২০১৩ 19:00
  ইতালি ইল সেকোলো ম্যাগ্নিফিকো বাবেল টিভি June ২০১৩
  কাজাখস্তান Сүлеймен сұлтан
সুলেইমান সুলতান
জাবার March 15, 2012
  কিরগিজস্তান Даңазалуу доор
দানাজালু দোর
কেটিআরকে March 15, 2012
  কসোভো ' আরটিভি২১ January 2012 ২০:০০
  লিথুয়ানিয়া দিদিনগাস আমজিউস এলএনকে সেপ্টেম্বর 7, ২০১৩ 15:00
  মেসিডোনিয়া Величествениот султан
ভেলিকাস্তভেনিয়ত সুলতান
ক্যানাল ৫ ডিসেম্বর 12, 2011 21:00
  মরক্কো ' মিডি ১ টিভি ডিসেম্বর 2011
  মন্টিনিগ্রো সুলেইমান ভেলিকান্তসভেনি পরভা টিভি
আরটিসিজি
March 2012
October 11, ২০১৩
২০:০০
20:05
  পাকিস্তান میرا سلطان মেরা সুলতান জিও কাহানি মে ১০, ২০১৩- জানুয়ারি ২৭ ২০১৫ রাত ৯ টায়
  পোল্যান্ড ওস্পানিয়ালে স্টুলেসিয়ে টিভিপি১ October 6, 2014 15.45
  রোমানিয়া সুলেয়মান ম্যাগ্নিফিকুল ক্যানাল ডি রোমানিয়া সেপ্টেম্বর 5, 2012 ২০:০০
  রাশিয়া Великолепный век
ভেলিকোলেপ্লি ভেক
ডোমাশনি January 9, 2012 21:00
  সার্বিয়া সুলেইমান ভেলিকান্তসভেনি পরভা
বি৯২
নভা.আরএস
পিঙ্ক
February 9, 2012
সেপ্টেম্বর 1, ২০১৩
ডিসেম্বর 17, ২০১৩
সেপ্টেম্বর 19, 2014
20:20
19:05
২০:০০
২০:০০
  স্লোভাকিয়া সুলতান টিভি ডোমা ডিসেম্বর 15, 2011 20:30
  স্লোভেনিয়া সুলেইমান ভেলিকাস্তনি প্ল্যানেট টিভি March 5, ২০১৩ 12:50
  স্পেন ১+১ July 7, 2014 21:32
  তিউনিসিয়া حريم السلطان
হারিম এলসুলতান
নেসমা তিভি April ২০১৩ 20:45
  ইউক্রেন ১+১ October 3, 2012 17:15
  মার্কিন যুক্তরাষ্ট্র সুলেইমান - এল গ্র্যান সুলতান মুন্ডোফক্স July 1, 2014 ২০:০০
  ভিয়েতনাম থোই দাই হোয়াং কিম - দ্য গোল্ডেন এজ এইচটিভি৭ February 4, 2015 11:00 (প্রতি সপ্তাহের সোম থেকে শনিবার)

বাংলা ভাষায় সম্প্রচার

সম্পাদনা

বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি ২০১৫ সালের ১৮ই নভেম্বর থেকে ধারাবাহিকটি বাংলা ভাষায় ডাবিং করে সুলতান সুলেমান নামে সপ্তাহে ৬দিন ব্যাপী সাপ্তাহিক সম্প্রচার শুরু করে।[][] সম্প্রচারের পর থেকে ২০১৫-এর ডিসেম্বরের শেষ সপ্তাহ নাগাদ এটি দর্শকদের টিআরপি ভোটে বাংলাদেশের টিভি অনুষ্ঠানমালার মধ্যে দ্বিতীয় অবস্থানে চলে আসে এবং তার দুই সপ্তাহ পর ২০১৬-এর দ্বিতীয় সপ্তাহে এটি সকল অনুষ্ঠানকে পেছনে ফেলে দর্শক জনপ্রিয়তায় প্রথম শীর্ষস্থান দখল করে নেয়।[]

বিতর্ক

সম্পাদনা

কিছু দর্শক ধারাবাহিকটির উপর তুর্কি সুলতানকে "অসম্মানিত", "অশ্লীল" এবং "ফুর্তিবাজ" হিসেবে চিত্রায়িত করার অভিযোগ তোলেন।[][] তুরস্কের সর্বোচ্চ বেতার ও টেলিভিশন পরিষদ আরটিইউকে দাবি করে যে তারা সিরিজটির বিরুদ্ধে ৭০ হাজার অভিযোগ পেয়েছে এবং একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের গোপনীয়তাকে ভুলভাবে প্রদর্শনের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জন্য সিরিজটিকে সতর্ক করে।[] তুরস্কের প্রধানমন্ত্রী রেজেপ তাইয়িপ এরদোয়ান ধারাবাহিকটিকে তরুণ প্রজন্মের কাছে তাদের ইতিহাসকে নেতিবাচক আলোকে প্রদর্শন করার একটি প্রচেষ্টা হিসেবে নিন্দা করেন।[] ক্ষমতাসীন একে পার্টির একজন সংসদ সদস্য "ওকতায় সারাল" আরও একধাপ এগিয়ে সুলতান সুলেমানের মত সিরিজে "ঐতিহাসিক ব্যক্তিগণকে ভুলভাবে তুলে ধরার" কারণে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার হুমকি দেন।[] ইসলামপন্থী এবং জাতীয়তাবাদীদের কিছু ক্ষুদ্র দল স্টুডিওর সামনে প্রতিবাদ মিছিল করে কিন্তু তবুও সিরিজটি আশানুরূপ উচ্চমানের রেটিংসহ সফলভাবে চলমান থাকে।[]

এলিফ বাতুমান "দ্য নিউ ইয়র্কার" পত্রিকায় লেখেন:

"বাহ্যিকভাবে, 'ম্যাগ্নিফিসেন্ট সেঞ্চুরি' (সুলতান সুলেমানের ইংরেজি নাম) কে এরদোয়ানের শাসনকালের একটি অন্যতম মৌলিক উৎপাদন বলে মনে হয়। ধন্যবাদ এরদোয়ানের গৃহীত অর্থনৈতিক নীতিকে। তুরস্কের একটি বিকশিত টেলিভিশন ইন্ডাস্ট্রি রয়েছে, যা বিস্তৃত সময়ের পরিসর নিয়ে নাটক মঞ্চস্থ করতে সক্ষম, এবং সচেতন মুসলিমদের মাঝে উন্নয়নশীল পরিবারমুখী একটি মধ্যবিত্ত শ্রেণী রয়েছে যারা ঐতিহাসিক রাজকীয় কোন সাজসজ্জায় তাদের নিজস্ব মূল্যবোধের প্রতিফলন দেখতে উন্মুখ থাকে। আর, এরদোয়ানের পররাষ্ট্র নীতি যেমন প্রাক্তন অটোম্যান অধীন দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও উন্নত করেছে, তেমনিভাবে এই ধারাবাহিকটিও বলকান, ককেশিয়া এবং আরব দেশগুলোতেও বিপুল দর্শক অর্জন করেছে যেগুলো সাধারণত অটোম্যান শাসনের প্রতি খুব একটা সন্তুষ্ট বলে পরিচিত নয়। বায়ান্নটি দেশের বিশ কোটিরও বেশি দর্শকের নিকট সম্প্রচারিত 'ম্যাগ্নিফিসেন্ট সেঞ্চুরি' এরদোয়ানের প্রধান লক্ষ্যসমূহের একটিতে সাফল্য বয়ে এনেছেঃ তুরস্কের একটি শক্তিশালী, ধর্মীয় অনিরপেক্ষ, বৈশ্বিকভাবে সম্পৃক্ত সংস্করণ যা একইসাথে আনন্দদায়ক এবং আকর্ষণীয়... এবং এতকিছুর পরেও এরদোয়ান নিজেই এতে সন্তুষ্ট নন। ২০১২ সালের শেষের দিকে, একটি প্রাদেশিক বিমানবন্দর উদ্বোধনকালে তিনি ধারাবাহিকটিতে সুলাইমানের চিত্রায়নের সমালোচনায় কিছু সময় ব্যয় করেন এবং এর পরিচালক ও সম্প্রচারকারীদেরকে দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে বড়মাপের আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রতি ইঙ্গিত করেন।"[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Turkish scriptwriter, actress Meral Okay passes away"Zaman (newspaper)। ২০১২-০৪-০৯। ২০১২-০৪-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৪-১৫ 
  2. "দীপ্ত টিভিতে 'সুলতান সুলেমান"বাংলাদেশ প্রতিদিন। ১২ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৫ 
  3. Fowler, Suzanne (২০১১-০৩-২০)। "Magnificent Century divides Turkish TV viewers over the life of Süleyman"The Observer। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২০ 
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫ 
  5. "এসেছে দীপ্ত টিভি"প্রথম আলো। ১৮ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৫ 
  6. "Deepto TV on top"ঢাকা ট্রিবিউন। ২১ জানুয়ারি ২০১৬। ২২ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৬ 
  7. "Muhtesem Yuzyil "Magnificent Century" takes Turkey by storm"। Istanbul View। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২০ 
  8. Moore, Robbie। "Soap Opera Diplomacy: Turkish TV in Greece"The International। ১৫ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৩ 
  9. Batuman, Elif (Feb. 17 & 24)। "Ottomania: A Hit TV Show Reimagines Turkey's Imperial Past"The New Yorker। সংগ্রহের তারিখ 24 February 2014  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

সম্পাদনা