বেরগুজার কোরেল
তুর্কি অভিনেত্রী
বেরগুজার গোকে কোরেল এরগেঞ্চ (তুর্কি উচ্চারণ: [beɾɟyˈzaːɾ koˈrel]) (জন্ম ২৭ আগস্ট ১৯৮২) একজন তুরস্কের অভিনেত্রী।
বেরগুজার কোরেল | |
---|---|
জন্ম | বেরগুজার গোকে কোরেল ২৭ আগস্ট ১৯৮২ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৬-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | খালিদ এরগেঞ্চ (বি. ২০০৯) |
সন্তান | ১ |
পুরস্কার | ২০১৩ গোল্ডেন বাটারফ্লাই অ্যাওয়ার্ডস সেরা অভিনেত্রী (কারাদায়ি) ২০০৭ গোল্ডেন বাটারফ্লাই অ্যাওয়ার্ডস সেরা অভিনেত্রী (বিনবির গেসে) |
কর্মজীবন
সম্পাদনাকোরেল তার অভিনয়ে অভিষেক ঘটান লায়লা চরিত্রে ভ্যালি অব দ্য উল্ভস: ইরাক-এ অভিনয়ের মাধ্যমে। তিনি আরো ব্যাপকভাবে নজরে আসেন "শেহরাজাত এভলিয়াগলু" চরিত্রে বিনবির গেসে-এ অভিনয়ের মাধ্যমে। তিনি সুলতান সুলেমান (টিভি ধারাবাহিক)-এ মনিকা তেরেসা অতিথি চরিত্রে একটি পর্বে উপস্থিত হন (পর্ব ২৪)। ২০১২-এ, তিনি ফেরিদ সাদোগলু চরিত্রে জনপ্রিয় ধারাবাহিক কারাদায়ি-এ কেনান ইমির্জালিওগলু এর বিপরীতে অভিনয় করেন।
ব্যক্তিগত জীবন
সম্পাদনাকোরের অভিনেতা তানজু কোরেল ও অভিনেত্রী হুলিয়া দারকান-এর কন্যা।[১] আগস্ট ২০০৯-এ, কোরেল বিবাহ করেন তার সহকর্মী অভিনেতা খালিদ এরগেঞ্চকে, যিনি বিনবির গেসে-এ তার সহকর্মী ছিলেন।[২] ফেব্রুয়ারি ২০১০-এ,এ দম্পতি একটি পুত্র সন্তানের জন্ম দেয়।[৩]
চলচ্চিত্র তালিকা
সম্পাদনাচলচ্চিত্র
সম্পাদনাবছর | শিরোনাম | ভূমিকা | ব্যাখ্যা |
---|---|---|---|
১৯৯৯ | সেন ওলিসিন ওরগুপ | ||
২০০৬ | ভ্যালি অব দ্য উল্ভস: ইরাক | লায়লা | |
২০০৯ | আর্সক গেলিয়োরাম ডেমেজ | গড়জেই |
টেলিভিশন
সম্পাদনাবছর | শিরোনাম | ভূমিকা | ব্যাখ্যা |
---|---|---|---|
১৯৯৮ | কিরিক হায়াৎলার | ||
২০০১ | চেমালিম | শুনা | |
২০০৫ | জেইতিন দালি | ইকলিম | |
২০০৬ | এমরাহ আদাক | ||
২০০৬-২০০৯ | বিনবির গেসে | শেহরাজাত এভলিয়াগলু | মূখ্য চরিত্র |
২০১০-২০১১ | বিটমেয়েন সারবি | ফেরায়ে | মূখ্য চরিত্র |
২০১১ | সুলতান সুলেমান | সিগনোরা মনিকা তেরেসা গ্রিট্রি | বিশেষ অতিথি চরিত্র |
২০১২-২০১৫ | কারাদেই | ফেরিদ সাদোগলু | মূখ্য চরিত্র |
২০১৬ | ভাতানিম সেনসিন | আজিজ | মূখ্য চরিত্র |
উপস্থাপনা
সম্পাদনা- ২০০৯ – বেরগুজারলা কোকুকতান আল হাবেরী
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://www.sozcu.com.tr/2013/magazin/berguzarin-en-aci-gunu-375450/
- ↑ "Bergüzar Korel ve Halit Ergenç evlendi."। Haber7.com। ৮ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Bergüzar Korel anne Halit Ergenç baba oldu"। CNN Türk। ৯ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪।