বেরগুজার কোরেল

তুর্কি অভিনেত্রী

বেরগুজার গোকে কোরেল এরগেঞ্চ (তুর্কি উচ্চারণ: [beɾɟyˈzaːɾ koˈrel]) (জন্ম ২৭ আগস্ট ১৯৮২) একজন তুরস্কের অভিনেত্রী।

বেরগুজার কোরেল
জন্ম
বেরগুজার গোকে কোরেল

(1982-08-27) ২৭ আগস্ট ১৯৮২ (বয়স ৪২)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৬-বর্তমান
দাম্পত্য সঙ্গীখালিদ এরগেঞ্চ (বি. ২০০৯)
সন্তান
পুরস্কার২০১৩ গোল্ডেন বাটারফ্লাই অ্যাওয়ার্ডস সেরা অভিনেত্রী (কারাদায়ি)
২০০৭ গোল্ডেন বাটারফ্লাই অ্যাওয়ার্ডস সেরা অভিনেত্রী (বিনবির গেসে)

কর্মজীবন

সম্পাদনা

কোরেল তার অভিনয়ে অভিষেক ঘটান লায়লা চরিত্রে ভ্যালি অব দ্য উল্ভস: ইরাক-এ অভিনয়ের মাধ্যমে। তিনি আরো ব্যাপকভাবে নজরে আসেন "শেহরাজাত এভলিয়াগলু" চরিত্রে বিনবির গেসে-এ অভিনয়ের মাধ্যমে। তিনি সুলতান সুলেমান (টিভি ধারাবাহিক)-এ মনিকা তেরেসা অতিথি চরিত্রে একটি পর্বে উপস্থিত হন (পর্ব ২৪)। ২০১২-এ, তিনি ফেরিদ সাদোগলু চরিত্রে জনপ্রিয় ধারাবাহিক কারাদায়ি-এ কেনান ইমির্জালিওগলু এর বিপরীতে অভিনয় করেন।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

কোরের অভিনেতা তানজু কোরেল ও অভিনেত্রী হুলিয়া দারকান-এর কন্যা।[] আগস্ট ২০০৯-এ, কোরেল বিবাহ করেন তার সহকর্মী অভিনেতা খালিদ এরগেঞ্চকে, যিনি বিনবির গেসে-এ তার সহকর্মী ছিলেন।[] ফেব্রুয়ারি ২০১০-এ,এ দম্পতি একটি পুত্র সন্তানের জন্ম দেয়।[]

চলচ্চিত্র তালিকা

সম্পাদনা

চলচ্চিত্র

সম্পাদনা
বছর শিরোনাম ভূমিকা ব্যাখ্যা
১৯৯৯ সেন ওলিসিন ওরগুপ
২০০৬ ভ্যালি অব দ্য উল্ভস: ইরাক লায়লা
২০০৯ আর্সক গেলিয়োরাম ডেমেজ গড়জেই

টেলিভিশন

সম্পাদনা
বছর শিরোনাম ভূমিকা ব্যাখ্যা
১৯৯৮ কিরিক হায়াৎলার
২০০১ চেমালিম শুনা
২০০৫ জেইতিন দালি ইকলিম
২০০৬ এমরাহ আদাক
২০০৬-২০০৯ বিনবির গেসে শেহরাজাত এভলিয়াগলু মূখ্য চরিত্র
২০১০-২০১১ বিটমেয়েন সারবি ফেরায়ে মূখ্য চরিত্র
২০১১ সুলতান সুলেমান সিগনোরা মনিকা তেরেসা গ্রিট্রি বিশেষ অতিথি চরিত্র
২০১২-২০১৫ কারাদেই ফেরিদ সাদোগলু মূখ্য চরিত্র
২০১৬ ভাতানিম সেনসিন আজিজ মূখ্য চরিত্র

উপস্থাপনা

সম্পাদনা
  • ২০০৯ – বেরগুজারলা কোকুকতান আল হাবেরী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. http://www.sozcu.com.tr/2013/magazin/berguzarin-en-aci-gunu-375450/
  2. "Bergüzar Korel ve Halit Ergenç evlendi."Haber7.com। ৮ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪ 
  3. "Bergüzar Korel anne Halit Ergenç baba oldu"। CNN Türk। ৯ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা