সিরাজ হায়দার
সিরাজ হায়দার (৬ জানুয়ারি ১৯৪৮ – ১১ জানুয়ারি ২০১৮) ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা ও পরিচালক। তিনি চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।[১][২] তিনি দুইটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। তিনি টেলিভিশন, মঞ্চ, রেডিও ও যাত্রাতেও অভিনয় করেছিলেন।[৩]
সিরাজ হায়দার | |
---|---|
জন্ম | ৬ ফেব্রুয়ারি ১৯৪৮ |
মৃত্যু | ১১ জানুয়ারি ২০১৮ | (বয়স ৬৯)
পেশা | অভিনেতা, পরিচালক |
জীবনী
সম্পাদনাসিরাজ হায়দার ১৯৪৮ সালের ৬ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের বিক্রমপুরে জন্মগ্রহণ করেন।[৪] ১৯৬২ সালে নবম শ্রেণীতে পড়াকালীন সময়ে টিপু সুলতান শিরোনামের নাটকে তিনি প্রথমবারের মত অভিনয় করেন।[৫][৬]
সুখের সংসার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সিরাজ হায়দারের।[৭] চলচ্চিত্রের পাশাপাশি তিনি টেলিভিশন মঞ্চ ও যাত্রাতেও অভিনয় করেছেন। তিনি অনেক মঞ্চ নাটক পরিচালনা করেছিলেন।[৮] ১৯৭৬ সালে তিনি রঙ্গনা নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন।[৯]
সিরাজ হায়দার আদম ব্যাপারী ও সুখ শিরোনামের দুইটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন।[১০] তার পরিচালিত আদম ব্যাপারী শিরোনামের চলচ্চিত্রটি মুক্তি পায় নি।[৮] তার পরিচালিত অন্য চলচ্চিত্র সুখ মুজিব পরদেশী অভিনীত প্রথম চলচ্চিত্র।[১১][১২][১৩]
সিরাজ হায়দার মিনা হায়দারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[৩] তাদের দুই পুত্র ও এক কন্যা ছিল।[৫]
সিরাজ হায়দার ২০১৮ সালের ১১ জানুয়ারি ঢাকার কল্যাণপুরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।[৭][১০][১৪]
নির্বাচিত চলচ্চিত্র তালিকা
সম্পাদনাঅভিনেতা
সম্পাদনা- সুখের সংসার[১৫]
- টপ টেরর[১৬]
- দুর্দান্ত দাপট[১৬]
- আজকের প্রতিবাদ[১৬]
- প্রস্তুতি[১৬]
- আনন্দ অশ্রু[১৬]
- ভালোবাসার ঘর[১৬]
- গুণ্ডার প্রেম[১৬]
- জীবন যেখানে[১৬]
- আম্মাজান[১৬]
- নির্মম[১৬]
- বাস্তব[১৭]
- মন দিয়েছি তোমাকে[১৮]
- কোটি টাকার ফকির[১৮]
- সুখের সংসার[১৯]
- প্রাণের চেয়ে প্রিয়[১৯]
- খোকা সোনা[১৯]
- সুজন সখী[১৯]
- পাগল মন[১৯]
- তুমি বড় ভাগ্যবতী[২০]
- ক্ষুদে যোদ্ধা[২০]
- প্রিয়াংকা[২০]
- হাজার বছর ধরে[২১]
- মনের মাঝে তুমি[২১]
- শত্রু শত্রু খেলা[২২]
- এইতো প্রেম[২৩]
- কোটি টাকার প্রেম[২৪]
- নিঃস্বার্থ ভালোবাসা[২৫]
- কিস্তিমাত[২৬]
- মেন্টাল[২৭]
- অপমানের জ্বালা[২৮]
- ক্রাইম রোড[১৯]
- রুদ্র দ্য গ্যাংস্টার[২৯]
- কার্তুজ[৩০]
- ভালোবাসা ডটকম[৩১]
পরিচালক
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "৪০০ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সিরাজ হায়দার"। কালের কণ্ঠ। ১১ জানুয়ারি ২০১৮। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "চলে গেলেন সিরাজ হায়দার"। যুগান্তর। ১১ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ ক খ "চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা সিরাজ হায়দার"। চ্যানেল আই। ১১ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Actor Siraj Haider dies"। Daily Sun। ১১ জানুয়ারি ২০১৮। ১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ ক খ "অভিনেতা সিরাজ হায়দার আর নেই"। বাংলানিউজ২৪.কম। ১১ জানুয়ারি ২০১৮। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "চলে গেলেন অভিনেতা-নির্মাতা সিরাজ হায়দার"। ইত্তেফাক। ১১ জানুয়ারি ২০১৮। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ ক খ "অভিনেতা সিরাজ হায়দার আর নেই"। সমকাল। ১১ জানুয়ারি ২০১৮। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ ক খ "অভিনেতা সিরাজ হায়দার আর নেই"। বাংলাদেশ প্রতিদিন। ১১ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "চলে গেলেন অভিনেতা সিরাজ হায়দার"। প্রথম আলো। ১১ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "অভিনেতা সিরাজ হায়দার মারা গেছেন"। একুশে টেলিভিশন। ১১ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "আবারও চলচ্চিত্রে মুজিব পরদেশী"। সমকাল। ২৯ জানুয়ারি ২০১৭। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "তিনি মুজিব পরদেশী"। ইত্তেফাক। ৯ ফেব্রুয়ারি ২০১৭। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "নতুন করে ফিরে আসছেন সঙ্গীতশিল্পী মুজিব পরদেশী"। ইনকিলাব। ১১ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ ক খ গ "সিরাজ হায়দার আর নেই"। আরটিভি। ১১ জানুয়ারি ২০১৮। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "চলে গেলেন সিরাজ হায়দার"। বাংলা ট্রিবিউন। ১১ জানুয়ারি ২০১৮। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ "সিরাজ হায়দার"। এনটিভি। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চলচ্চিত্র"। সমকাল। ২৮ ফেব্রুয়ারি ২০১৮। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ ক খ "সিরাজ হায়দার"। এনটিভি। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ ঙ চ "একজন সিরাজ হায়দার কালে ভদ্রে জন্মগ্রহণ করেন"। টাইম ওয়াচ। ১২ মে ২০১৫। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ ক খ গ "চলে গেলেন আমাদের সিরাজ হায়দার"। আমাদের সময়। ১৪ জানুয়ারি ২০১৮। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ ক খ "সিরাজ হায়দারের স্মরণে তারকারা"। যুগান্তর। ১১ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "টিভিতে চলচ্চিত্র"। সমকাল। ২৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শাকিব-বিন্দুর 'এইতো প্রেম' মুক্তি পাচ্ছে ১৩ মার্চ"। ঢাকা টাইমস। ১০ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "মুক্তির মিছিলে 'কোটি টাকার প্রেম'"। প্রথম আলো। ১৬ জুন ২০১১। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "পূর্ণ প্রেক্ষাগৃহে 'নিঃস্বার্থ ভালোবাসা'"। প্রথম আলো। ১২ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "এটিএন বাংলার অনুষ্ঠানসূচী বুধবার"। এটিএন বাংলা। ২১ নভেম্বর ২০১৬। ৩১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "মেন্টালের আইটেম গানে এবার আকর্ষণীয় মৌসুমী"। প্রিয়.কম। ২৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "নানা জটিলতার পর মুক্তি পাচ্ছে 'অপমানের জ্বালা'"। রাইজিংবিডি.কম। ২৫ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "রুদ্র-দ্য গ্যাংস্টার"। জনকণ্ঠ। ১২ মে ২০১৬। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "সেন্সরে যাচ্ছে 'কার্তুজ'"। জাগোনিউজ২৪.কম। ১১ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "অবশেষে ১৮ হলে 'ভালোবাসা ডটকম'"। জাগোনিউজ২৪.কম। ৩০ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সিরাজ হায়দার (ইংরেজি)