এইতো প্রেম

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র

এইতো প্রেম হচ্ছে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী মুক্তিযুদ্ধভিত্তিক নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, গীত রচনা ও পরিচালনা করেছেন সোহেল আরমান[][][] চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খানআফসানা আরা বিন্দু। এছাড়াও শহীদুজ্জামান সেলিম, অমিত হাসান, সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদারআফরোজা বানু সহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। চলচ্চিত্রটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ[][][]

এইতো প্রেম
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার
পরিচালকসোহেল আরমান
প্রযোজকশাহিন কবির টুটুল
রচয়িতাসোহেল আরমান
শ্রেষ্ঠাংশে
সুরকারসঙ্গীত:
হাবিব ওয়াহিদ
আবহ সঙ্গীত:
অদিত রহমান
চিত্রগ্রাহকএ আর স্বপন
সম্পাদকমুজিবুর রহমান দুলু
প্রযোজনা
কোম্পানি
সিলভার স্ক্রিন প্রোডাকশন্স
পরিবেশকসিলভার স্ক্রিন প্রোডাকশন
মুক্তি
  • ১৩ মার্চ ২০১৫ (2015-03-13)
স্থিতিকাল১৩৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী সংক্ষেপ

সম্পাদনা

একজন হিন্দু পুরোহিতের মেয়ে মাধবী (আফসানা আরা বিন্দু)। তাকে ভালোবাসে একই গ্রামের স্কুলশিক্ষকের ছেলে সূর্য (শাকিব খান)। মাধবীও একসময় সূর্যকে ভালোবেসে ফেলে। এরই মধ্যে একদিন গ্রামে ঢোকে পাকিস্তানি বাহিনী। এক দিকে দেশ বাঁচানোর যুদ্ধ, অন্য দিকে এক জোড়া মনের যুদ্ধ। পাকিস্তানি বাহিনী সূর্যর বাবা-মা-বোনকে হত্যা করে। দেশকে শত্রুমুক্ত করতে মাধবীকে রেখে ছেলেটি চলে যায় যুদ্ধ করতে।

শ্রেষ্ঠাংশে

সম্পাদনা

প্রযোজনা

সম্পাদনা

অভিনয়শিল্পী নির্বাচন

সম্পাদনা

২০০৯ সালে পরিচালক সোহেল আরমান এফডিসিতে শাকিব খান মাত্র কয়েক মিনেটের কাহিনী শোনে এই চলচ্চিত্রে অভিনয়ের সম্মতি দেন। পরিচালক সোহেল আরমান বলেন, ‘‘আমার মনে আছে, মাত্র কয়েক মিনিটের জন্য কাহিনী শোনার জন্য এসেছিলেন শাকিব। কাহিনী শোনার পর কিছুক্ষণ পরপর তার মুখ থেকে বেরিয়ে এলো- ‘তারপর!’ এদিকে কাজের তাড়া দিতে অনেকে ডাকলেও শাকিব তাদেরকে গাড়ির ভেতর থেকেই ইশারায় জানিয়ে দেন- ‘আসছি। পুরো গল্প শোনার পর সূর্য ডুবে যাচ্ছিলো। গল্পটা শেষ হতেই শাকিবের চোখ ছলছল করলো। তার সময় পাওয়া অনেক মুশকিল ছিলো তখন। তবুও শাকিব বললেন, ‘ছবিটিতে কাজ করতে চাই।’’ একই সময়ে আফসানা আরা বিন্দু খিজির হায়াত খানের জাগো চলচ্চিত্রের চিত্রায়ণ চলাকালে এই চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হন।[]

চিত্রগ্রহণ

সম্পাদনা

২০০৯ সালের নভেম্বরে চলচ্চিত্রটির নির্মাণকাজ শুরু হয়। এরপর ২০১০ সালে মানিকগঞ্জের কৈরি গ্রামের এই চলচ্চিত্রের প্রথম দৃশ্যায়ন শুরু হয়। যেখানে অংশ নেন এর প্রধান অভিনেতা শাকিব খান ও আফসানা আরা বিন্দু। বালিয়াটি প্রাসাদ, হরিরামপুরের হরিণারচরে এই চলচ্চিত্রের উল্লেখযোগ্য দৃশ্যধারণের কাজ করা হয়। ২০১২ সালের ৮ নভেম্বর চলচ্চিত্রের দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়।[]

এইতো প্রেম
 
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখসেপ্টেম্বর, ২০০৯
শব্দধারণের সময়২০০৯
ঘরানাপূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সংগীত
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীসঙ্গীতা মিউজিক
প্রযোজকহাবিব ওয়াহিদ
হাবিব ওয়াহিদ কালক্রম
এইতো প্রেম
(২০০৯)
ছুঁয়ে দিলে মন
(২০১৫)
এইতো প্রেম থেকে একক গান
  1. "মনের ভেতর"
    মুক্তির তারিখ: ১৪ নভেম্বর ২০১৭

এইতো প্রেম চলচ্চিত্রের সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ এবং আবহসংগীত রচনা করেছেন অদিত রহমান। চলচ্চিত্রটিতে মোট সাতটি গান সংযুক্ত করা হয়েছে এবং এর সবকটি গানেরই গীত রচনা সোহেল আরমান।[] হাবিব ওয়াহিদ প্রায় নয় মাস সময় নিয়ে সকল গানের সঙ্গীত আয়োজন করেছিলেন।[১০][১১] ২০০৯ সালের শেষার্ধে গানগুলো অডিও আকারে সঙ্গীতা মিউজিকের ব্যানারে প্রকাশ করা হয়।[১২] প্রায় সব গানই সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়।[১৩]

গানের তালিকা
নং.শিরোনামসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."মনের ভেতর"হাবিব ওয়াহিদ এবং নাজমুন মুনিরা ন্যান্সি 
২."জোসনা দেব"ন্যান্সি 
৩."জাক না উড়ে"মিলন মাহমুদ 
৪."মধুবনের ফুল"ডলি সায়ন্তনী 
৫."হৃদয়ে আমার বাংলাদেশ"হাবিব ওয়াহিদ, আরফিন রুমি 
৬."হৃদয়ে আমার বাংলাদেশ (মন্থর)"হাবিব ওয়াহিদ, আরফিন রুমি, প্রদীপ কুমার 
৭."মনের ভেতর (মন্থর)"হাবিব ওয়াহিদ এবং ন্যান্সি 

মুক্তি

সম্পাদনা

২০১৩ সালের বিজয় দিবস উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা থাকলেও, পরবর্তীতে নানা কারণে আর মুক্তি দেয়া হয়। পরে ২০১৫ সালের ১৩ মার্চ চলচ্চিত্রটি বাংলাদেশের ১১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[][১৪]

২০১৩ সালের ১৪ মার্চ বাংলাদেশ জাতীয় জাদুঘরের উদ্যোগে চলচ্চিত্রটির বিশেষ প্রর্দশনী করা হয়। এই প্রর্দশনীতে উপস্থিত ছিলেন তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরমির্জা আজম এমপি।[১৫]

হোম ভিডিও

সম্পাদনা

২০১৫ সালে চলচ্চিত্রটি জি-সিরিজের ব্যানারে ডিভিডি আকারে প্রকাশ পায়।[১৬]

আরো পড়ুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The knot of the movie 'Eito prem' gets untied"Priyo News। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৪ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৪ 
  3. "সেন্সরে যাচ্ছে এইতো প্রেম"বাংলা মুভি ডেটাবেজ। ২০১৫-০১-০৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯ 
  4. "শাকিব-বিন্দুর 'এই তো প্রেম'(ট্রেইলারসহ)"bdnews24.com (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৩ 
  5. "শাকিব-বিন্দুর 'এই তো প্রেম' ডিজিটাল হচ্ছে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৩ 
  6. "মুক্তি পাচ্ছে শাকিব-বিন্দুর 'এইতো প্রেম'"risingbd.com। ২০১৫-০৩-০৮। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৩ 
  7. "'এই তো প্রেম' এবং পাঁচটি ঘটনা"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯ 
  8. "শেষ হলো 'এইতো প্রেম' ছবির শুটিং :: দৈনিক ইত্তেফাক"archive.ittefaq.com.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯ 
  9. "শেষ হলো 'এইতো প্রেম' ছবির শুটিং :: দৈনিক ইত্তেফাক"archive.ittefaq.com.bd (Bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯ 
  10. "হাবিবের পূর্ণাঙ্গ আবির্ভাব"www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-৩০ 
  11. "অবশেষে 'এই তো প্রেম'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০১ 
  12. "ঈদের অডিও বাজার"www.prothom-alo.com। ২০০৯-০৯-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২২ 
  13. "গানটির প্রথম পঙক্তিতেই চমক আছে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯ 
  14. "মুক্তি পাচ্ছে শাকিব-বিন্দু জুটির প্রথম চলচ্চিত্র"NTV Online। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯ 
  15. "চলচ্চিত্র প্রদর্শনী এইতো প্রেম"bangladeshmuseum.gov.bd। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  16. "জমে উঠেছে ঈদের অডিও বাজার"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা